Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

ভিরেট্রামকে যেভাবে উপলব্ধি করেছিঃ

ভিরেট্রাম এল্বাম। যে কিনা নিজেকে এমনভাবে উপস্থাপন করবে যেন সে সমাজের মহান
একজন ব্যাক্তি বা তার হুকু ম মেনে সবাই চলবে। তার নিজের সম্পর্কে বড়াই করতে গিয়ে বেশ
অহংকার প্রদর্শন করে। যেমন আমার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলবে এমন বুকের পাটা
কার আছে! সে যেন খুব পাওয়ারফু ল পারসন। সেই যেন সর্ব ক্ষমতার অধিকারী। সে ধমকের
সুরে তু চ্ছ তাচ্ছিল্য করে হুকু ম দিতে বেশ সিদ্ধহস্ত। আর তার হুকু ম তামিল না করলেই সে খুব
খারাপ আচরন করবে। তার এমন আচরনে আপনার মন বলে উঠবে "বেটা যেন নিজেকে লাটের
বাচ্চা মনে করে!" সে যেমন নিজেকে পাওয়ারফু ল মনে করে তেমনি তার এই পাওয়ারকে ধরে
রাখতে সমাজের পাওয়ারফু ল ব্যাক্তিবর্গ যেমন এমপি মন্ত্রী পীর দরবেশ ওনাদের সাথে নিজের
সম্পর্ক স্হাপন করে। সে কখনো কখনো তার এই প্রবল পাওয়ার প্রীতির কারনে ডেলিরিয়াম
অবস্থায় গিয়ে অসামজস্য সব কথা বার্তা বলতে থাকে। যেমন আমার বাড়ির পাশে
প্রেসিডেন্টের বাড়ি। আর তার বড় বড় কথা। নিজের সম্পর্কে বেশ বাড়িয়ে বাড়িয়ে বলতে
বলতে একসময় বেশ দেমাগি হয়ে পড়ে। তখন আপনি বুঝতে পারবেন এই ব্যাটা আসলে
চাপাবাজিতে বেশ ওস্তাদ। কিংবা আপনার অবচেতন মন তার আচরনে মনে হবে চাল নেই চু লো
নেই;নিধিরাম সর্দার! এদের মধ্যে প্রবল ধর্মীয় অনুভূ তি কাজ করে।কারো কারো ক্ষেত্রে তার ধর্মীয়
অনুভূ তি এতটাই প্রবল আকার ধারন করে যে সে মনে করে সৃস্টিকর্তার সাথে তার গভীর
আত্মিক সম্পর্ক আছে। তবে এটি তার চরম অবস্হা। সাধারনত সে বিভিন্ন পাওয়ারের সাথে
নিজেকে সম্পৃক্ত রাখতে চায়। আর ঐ পাওয়ারটাই হল গড। যেমন তার সম্পর্ক সমাজে এমপি
মন্ত্রী পীর দরবেশের সাথে। তার এই সম্পর্ক নিয়ে সে বেশ পূর্নতা অনুভব করে যেমন একজন
নারীর গর্ভ যেমন তাকে পূর্নতা দান করে এবং সে ঐ অবস্থায় যদি বেশ দেমাগী হয়ে পড়ে। সে
তেমনি। তার মধ্যকার দুর্বলতা সে কখনো প্রকাশ করতে চায়না। তাই সে রুগ্ন অবস্থায় হয়
নানারকম ভান করে না হয় সে প্রচন্ড যন্ত্রনার মুহুর্তে ঐ অবস্থা থেকে দ্রুত বেড়িয়ে আসতে
ননারকম অসামজস্য আচরন করে। সে তার ক্ষমতা ধরে রাখার জন্য যে কোন উপায় অবলম্বন
করে। যেখানে ছোট হবার সেখানে ছোট হবে কিংবা যেখানে হাম্বিতাম্বি করার সেখানে হাম্বিতাম্বি
করবে। প্রয়োজনে সে অন্যের পায়ে পড়বে। তার ভেসভু সায় সমাজে নিজেকে বেশ পরিচ্ছন্ন
দেখানোর চেস্টা করবে। যেমন সাদা পোষাক সাদা জুতা কিংবা সমাজে যে লেবাসগুলোকে মানুষ
শ্রদ্ধা করে সম্মান করে ওমন লেবাস পড়ে সবসময় ফিটফাট হয়ে থাকবে। কিন্তু তার ভেতরটা
কিন্তু ঠিক তার বিপরীত। তার আচারনগত ইতিহাস নিয়ে দেখবেন সে বেশ বেজাত টাইপের।
মারামারা কাটাকাটি। অন্যের উপর কেমনে প্রাধান্য বিস্তার করা যায় ইত্যাদি।কিংবা বুদ্ধিমত্তা দিয়ে
কারো ধ্বস নামিয়ে নিজের অবস্থানটা ধরে রাখা যায় সেই কাজেই সে নিযুক্ত। তবে আপনি লক্ষ
করো দেখবেন সে আপনাকে সরাসরি খাটো করবে না কিন্তু অন্যান্য চিকিৎসকে সমালোচনা করে
তার সম্মানের হানি ঘটাবে। এবং কৌশলে আপনার বেশ তোষামোদি করবে। যাতে আপনি তার
উপর সতু স্ট থাকেন। আসলে তার মুখে এক অন্তরে আরএক। সে যেহেতু অন্য একজন
নামকরা চিকিৎসককে সমালোচনা করে আপনার সামনে তু চ্ছতাচ্ছিল্য করছে আর আপনার
সামনে আপনাকে প্রশংসায় ভাসিয়ে খুশি করতে চাইছে তখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন।
সে কিছু সুবিধা চায় আপনার কাছ থেকে যা হয়তোবা পূৃৃর্বতন চিকিৎসকের কাছে পায়নি। যেমন,
"আরে ডাক্তার সাব আমি কোন ডাক্তারকে গনার মধ্য ধরিনা কিন্তু আপনার অনেক নামডাক
আছে, আপনিই পারবেন আমাকে সারাতে।"

সংশ্লিষ্ট রুব্রিকগুলোঃ

ভিরেট্রাম এল্বাম। যে কিনা নিজেকে এমনভাবে উপস্থাপন করবে যেন সে সমাজের মহান
একজন ব্যাক্তি বা তার হুকু ম মেনে সবাই চলবে।
Delusion great person he is
Delusion prince he is
Dictatorial
তার নিজের সম্পর্কে বড়াই করতে গিয়ে বেশ অহংকার প্রদর্শন করে। যেমন আমার চোখের
দিকে তাকিয়ে কেউ কথা বলবে এমন বুকের পাটা কার আছে! সে যেন খুব পাওয়ারফু ল
পারসন। সেই যেন সর্ব ক্ষমতার অধিকারী-
Haughty pregnancy during
Delusion all power she is
সে ধমকের সুরে তু চ্ছ তাচ্ছিল্য করে হুকু ম দিতে বেশ সিদ্ধহস্ত। আর তার হুকু ম তামিল না
করলেই সে খুব খারাপ আচরন করবে-
Abusive insulting
Abusive insulting husband before child and vice versa
তার এমন আচরনে আপনার মন বলে উঠবে "বেটা যেন নিজেকে লাটের বাচ্চা মনে করে!"
Delusion prince he is
সে যেমন নিজেকে পাওয়ারফু ল মনে করে তেমনি তার এই পাওয়ারকে ধরে রাখতে সমাজের
পাওয়ারফু ল ব্যাক্তিবর্গ যেমন এমপি মন্ত্রী পীর দরবেশ ওনাদের সাথে নিজের সম্পর্ক স্হাপন
করে-
Delusion communication with god
Delusion every power she is
সে কখনো কখনো তার এই প্রবল পাওয়ার অধীকারি উপলব্ধির কারনে ডেলিরিয়াম অবস্থায়
গিয়ে অসামজস্য সব কথা বার্তা বলতে থাকে। যেমন আমার বাড়ির পাশে প্রেসিডেন্টের বাড়ি।
আর তার বড় বড় কথা। নিজের সম্পর্কে বেশ বাড়িয়ে বাড়িয়ে বলতে বলতে একসময় বেশ
দেমাগি হয়ে পড়ে।
Haughty pregnancy during
Haughty mania in
তখন আপনি বুঝতে পারবেন এই ব্যাটা আসলে চাপাবাজিতে বেশ ওস্তাদ। কিংবা আপনার
অবচেতন মন তার আচরনে মনে হবে চাল নেই চু লো নেই;নিধিরাম সর্দার!
Boaster braggart
Liar charlatan and
এদের মধ্যে প্রবল ধর্মীয় অনুভূ তি কাজ করে।কারো কারো ক্ষেত্রে তার ধর্মীয় অনুভূ তি এতটাই
প্রবল আকার ধারন করে যে সে মনে করে সৃস্টিকর্তার সাথে তার গভীর আত্মিক সম্পর্ক আছে।
তবে এটি তার চরম অবস্হা। সাধারনত সে বিভিন্ন পাওয়ারের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে
চায়। আর ঐ পাওয়ারটাই হল গড। যেমন তার সম্পর্ক সমাজে এমপি মন্ত্রী পীর দরবেশের
সাথে-
Delusion communication with god
Religious affection too occupied with religion mania
তার এই সম্পর্ক নিয়ে সে বেশ পূর্নতা অনুভব করে যেমন একজন নারীর গর্ভ যেমন তাকে
পূর্নতা দান করে এবং সে ঐ অবস্থায় যদি বেশ দেমাগী হয়ে পড়ে। সে তেমনি।
Haughty pregnancy during
তার মধ্যকার দুর্বলতা সে কখনো প্রকাশ করতে চায়না। তাই সে রুগ্ন অবস্থায় হয় নানা রকম
ভান করে না হয় সে প্রচন্ড যন্ত্রনার মুহুর্তে ঐ অবস্থা থেকে দ্রুত বেড়িয়ে আসতে ননারকম
অসামজস্য আচরন করে।
Delirium pain with the
Delirium pain from
Affectation
Carried desire to be carried fast
সে তার ক্ষমতা ধরে রাখার জন্য যে কোন উপায় অবলম্বন করে। যেখানে ছোট হবার সেখানে
ছোট হবে কিংবা যেখানে হাম্বিতাম্বি করার সেখানে হাম্বিতাম্বি করবে। প্রয়োজনে সে অন্যের পায়ে
পড়বে।
Ambition increased means employed every possible
Hard for for inferior and kind for superior
Shoe bites and shallow pieces
তার ভেসভু সায় সমাজে নিজেকে বেশ পরিচ্ছন্ন দেখানোর চেস্টা করবে। যেমন সাদা পোষাক
সাদা জুতা কিংবা সমাজে যে লেবাসগুলোকে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে ওমন লেবাস পড়ে
সবসময় ফিটফাট হয়ে থাকবে। কিন্তু তার ভেতরটা কিন্তু ঠিক তার বিপরীত।
Foppish
Hypocrisy
তার আচারনগত ইতিহাস নিয়ে দেখবেন সে বেশ বেজাত টাইপের। মারামারা কাটাকাটি। অন্যের
উপর কেমনে প্রাধান্য বিস্তার করা যায় ইত্যাদি।কিংবা বুদ্ধিমত্তা দিয়ে কারো ধ্বস নামিয়ে নিজের
অবস্থানটা ধরে রাখা যায় সেই কাজেই সে নিযুক্ত-
Ambition increased means employed every possible
Liar charlatan and
Deceitful
তবে আপনি লক্ষ করো দেখবেন সে আপনাকে সরাসরি খাটো করবে না কিন্তু অন্যান্য
চিকিৎসকে সমালোচনা করে তার সম্মানের হানি ঘটাবে। এবং কৌশলে আপনার বেশ
তোষামোদি করবে। যাতে আপনি তার উপর সতু স্ট থাকেন। আসলে তার মুখে এক অন্তরে
আরএক। সে যেহেতু অন্য একজন নামকরা চিকিৎসককে সমালোচনা করে আপনার সামনে
তু চ্ছতাচ্ছিল্য করছে আর আপনার সামনে আপনাকে প্রশংসায় ভাসিয়ে খুশি করতে চাইছে
তখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন। সে কিছু সুবিধা চায় আপনার কাছ থেকে যা হয়তোবা
পূৃৃর্বতন চিকিৎসকের কাছে পায়নি। যেমন, "আরে ডাক্তার সাব আমি কোন ডাক্তারকে গনার
মধ্য ধরিনা কিন্তু আপনার অনেক নামডাক আছে, আপনিই পারবেন আমাকে সারাতে।"
cursing swearing desire blashphamy
Hypocrisy
Reproaching others
Flattering seducing behavior

তাহলে একটি কেস বলিঃ


এই রোগিটির ক্রনিক কিডনি ডিজিজ। তার অন্ডকোষে পানি জমে বিশালাকার ধারন করেছে।
এসাইটিস আছে। আমি যখন তার সমস্যা দেখতে চাইলাম সে ধমক দিয়ে তার স্ত্রীকে বল্ল,"টিস্যু
বাইর কর"। সে টিস্যু বেড় করলো। রোগি আমার হাতে টিস্যুটি দিয়ে লুঙ্গি তু লে বল্ল দেখেন।
টিস্যু দিয়ে ধরে দেখেন। আমি দেখলাম। তার পেটে যখন হাত দিয়ে দেখছিলাম সে বলছিল কিল
দেন। আস্তে ধরেন কেন। আমি বল্লাম কিল দিলে আপনি কি বাচবেন। সে বল্ল মরে গেলে মরে
যাবো। ৫০ টাকার বিষ খেয়ে মরে যাবো। কস্ট আর সহ্য হয়না। আপনাকে অনুমতি দিলাম।
মরার ওষুধ দেন কোন সমস্যা নেই। একটু পরেই আবার বলছে আপনার আধ্যাতিক গুরুকে
ধ্যান করে ওষুধ দেন। আমারো একজন গুরু আছে। সে বলেছে আমাকে খেসারত দিতে হবে।
এই বলেই সে তার আধ্যাত্মিক গুরুকে গালিগালাজ করা শুরু করলো, "ওরে চোরা! তু ই
আমারে ভোগাস"। তারপর আবার আমাকে উদ্দেশ্য করে বলছে আপনার মত বয়সী একজন
ডাক্তার আছে। সে তার গুরুকে স্মরণ করে ওষুধ দিয়ে বলে যাহ্ ওষুধ দিলাম সেরে যাবি। তারা
সেরে যায়। তাই বলি আপনার গুরুকে ধ্যান করে ওষুধ দেন। আমি তাকে জিজ্ঞেস করলাম
আপনার নাকটা ওমন ডাবা (ভাঙা) কেন? তখন বলছে আমি খুবই বেজাত ছিলাম। ৫০
জনের সাথে মারামারি করে নাক ফাটাইছি। আজ আমি অসুস্থ্যতার জন্য এরকম। নইলে
আপনার মত আরিফ ডাক্তার আমার সাথে কথা বলার সাহস পেতনা। এলাকায় আমাকে ছাড়া
কোন বিচার হতনা। চেয়ারম্যানের কাছে কেউ বিচার নিয়ে গেলে আমার এলাকার লোকজনকে
আগে আমার নিকট পাঠায় দিত। আর আমি বিচারের আগে অপরাধীরে আগে পিটায় নিতাম।
তারপর বিচার। আমার পিটান খেয়ে অনেক নেশাখোর, জুয়ারু ভালো হয়ে গেছে। তারা এখন
আমরে বলে আপনার জন্য আমরা আজ ভালো আছি। তাদের স্ত্রীরা এসে আমাকে এসে
অভিযোগ করতো তার স্বামী ওমুক জায়গায় জুয়া খেলছে বা নেশা করছে। যাইয়া ওরে আগে
লাঠি দিয়ে পিটাইতাম। তারপর কথা। এভাবে বহুজনকে কু পথ থেকে সরাইছি। তারা আজ
ব্যাবসা বানিজ্য করে বড়লোক। আমারে অসুখ হবার পর থেকে ওরা দেখতে আসে।
কেসটির বিশ্লেষনঃ
এই রোগীটি তার রোগ বৃদ্ধির কারনে ডেলিরিয়াম অবস্থায় ওমন আচরন করছে। তইতো বিনা
কারনে প্রথম আবেদনেই সে তার স্ত্রীকে অন্যের সামনে ধমকে কথা বলছে। তাকে তু ই তোকার
করে ছোট করছে। চিকিৎসকেও ছোট করছে। কিন্তু এটি তার ডেলিরিয়াম অবস্থা-
Delirium pain with the
Delirium pain from
Abusive husband insulting husband is wife before children or
vice versa
Abusive insulting
সে বলছে আমি বিষ খাবো, আমাকে মেরে ফেলেন ইত্যাদি। এগুলো সবই তার হিপোক্রেসি।
আসলে সে মৃত্যু ভয়ে ভীত। নইলে পরক্ষনেই সে বলতোনা যে আপনার গুরুকে স্মরণ করে
ওষুধ দেন--
Fear death
Religious affection too occupied with religious mania
Dictetorial
সে যে তার গুরুকে গালি দিচ্ছিল ওটি গুরুর প্রতি অবিশ্বাস নয় বরং ওটি তার প্রতি তার
ভালোবাসার তীব্র অধিকার পাওয়ার আবেদন "চোরা আমারে ভোগায়। আমারে বলেছে
খেসারত (পাপের)দিতে হবে"--
Delusion god communication of god he is
Religious mania
সে নিজেকে এভাবে তু লে ধরছিল যে তার প্রভাবে সমাজের খারাপ লোকেরা ভালো হয়ে গেছে।
মানে সে যীশুর মত একজন মহান ব্যাক্তি যার সাহচর্যে খারাপ মানুষ ভালো হয়--
Delusion christ himself
Delusion great person he is a
এবং সে তার ওই গুনাবলীগুলো তু লে ধরতে গিয়ে চিকিৎসকে কিছু মনেই করছেনা। যা তার
পাগলামি-
Haughty pregnancy during
Haughty mania in
কৃ তজ্ঞতা স্বীকারঃ আলতাব ভাই ও জয়সোয়াল দার প্রতি যাদের অনুপ্রেরণায় এ কাজটি
করেছি।

You might also like