Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ,

                             ফু টপাত বদল হয় মধ্যরাতে


বাড়ি ফেরার সময়, বাড়ির ভিতর বাড়ি, পায়ের ভিতর পা,
                              বুকের ভিতর বুক
আর কিছু নয়--- ( আরো অনেক কিছু ? ) --- তারও আগে
পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ
                              ফু টপাত বদল হয় মধ্যরাতে
বাড়ি ফেরার সময়, বাড়ির ভিতর বাড়ি, পায়ের ভিতর পা, বুকের ভিতরে বুক
আর কিছু নয় |

‘হ্যান্ডস্ আপ’---হাত তু লে ধরো – যতক্ষণ পর্যন্ত না কেউ


                        তোমাকে তু লে নিয়ে যায়
কালো গাড়ির ভিতরে আবার কালো গাড়ি, তার ভিতরে আবার কালো গাড়ি
সারবন্দী জানলা,  দরজা,  গোরস্থান –- ওলোট পালট কঙ্কাল    
কঙ্কালের ভিতরে শাদা ঘুণ ভিতরে জীবন, জীবনের ভিতরে
                              মৃত্যু---সুতরাং
মৃত্যুর ভিতরে মৃত্যু , আর কিছু নয় !

‘হ্যান্ডস্ আপ’—হাত তু লে ধরো--- যতক্ষণ পর্যন্ত না কেউ


                       তোমাকে তু লে নিয়ে যায়
তু লে ছুঁ ড়ে ফেলে গাড়ির বাইরে, কিন্তু অন্য গাড়ির ভিতর
যেখানে সব সময় কেউ অপেক্ষা করে থাকে—পলেস্তারা মুঠো করে বটচারার মতন
কেউ না কেউ, যাকে তু মি চেনো না
অপেক্ষা করে থাকে পাকার আড়ালে শক্ত কুঁ ড়ির মতন
মাকড়সার সোনালি ফাঁস হাতে, মালা
তোমাকে পরিয়ে দেবে--- তোমার বিবাহ মধ্যরাতে, যখন ফু টপাত বদল হয়  
                     ---পা থেকে মাথা পর্যন্ত টলমল করে
দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ

মনে করো, গাড়ি রেখে ইস্টিশান দৌড়চ্ছে, নিবন্ত ডু মের পাশে তারার আলো
মনে করো জুতো হাঁটছে, পা রয়েছে স্থির – আকাশ-পাতাল এতোল-বেতোল
মনে করো, শিশুর কাঁধে মড়ার পাল্কি ছু টছে নিমতলা – পরপারে
বুড়োদের লম্বালম্বি বাসরঘরী নাচ---
সে বড়ো সুখের সময় নয়, সে বড়ো আনন্দের সময় নয়
তখনই
পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ,
                          ফু টপাত বদল হয় মধ্যরাতে
বাড়ি ফেরার সময়, বাড়ির ভিতর বাড়ি. পায়ের ভিতরে পাপ, বুকের ভিতর বুক
আর কিছু নয় ||

You might also like