Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

Topic−¿ বিজ্ঞান (আধুনিক বিজ্ঞান) – ১

১. A Brief History of Time গ্রন্থের রচয়িতা কে? – ৩১. আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? –
২. টলেমি কে ছিলেন? – ৩২. ধুমকেতু শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? –
৩. ‘মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে’- উক্তিটি কার? – ৩৩. সুর্যের নিকটতম নক্ষত্র কোনটি? –
৪. বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন কে? – ৩৪. তারাদের জীবন প্রবাহের তৃ তীয় অবস্থা কোনটি? –
৫. Big Bang Theory বা মহা বিস্ফোরণ তত্ত্বের প্রবক্তা/ ৩৫. হ্যালির ধুমকেতু কে কবে আবিষ্কার করেন? –
আবিষ্কারক কে? – ৩৬. হ্যালির ধুমকেতু কত বছর পর পর দেখা যায়? –
৬. স্টিফেন হকিং উপস্থাপিত মহাবিশ্বের উদ্ভব ও নিয়তি সংক্রান্ত ৩৭. হ্যালির ধুমকেতু সর্বশেষ কবে দেখা যায়? –
তত্ত্বকে কী বলে? – ৩৮. হ্যালির ধুমকেতু আবার কবে দেখা যাবে? –
৭. A Brief History of Time কবে প্রথম প্রকাশিত হয়? – ৩৯. বিংশ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতু কোনটি? –
৮. কসমোলজি বা বিশ্ব সৃষ্টিতত্ত্ব কী নিয়ে আলোচনা করে? – ৪০. হেল বপ ধুমকেতু কে কত সালে আবিষ্কার করেন? –
৯. স্বর্গীয় বস্তু কাকে বলা হয়? – ৪১. সপ্তর্ষি মণ্ডল আকাশে কীসের মত দেখায়? –
১০. অধিকাংশ জ্যোতির্বিজ্ঞানীর মতে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কবে? ৪২. আদম সুরত কাকে বলে? –
– ৪৩. যে সময়কালে ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোরে
১১. পৃথিবী নামক গ্রহের সৃষ্টি হয় কত কোটি বছর পূর্বে? –
তাকে কী বলে? –
১২. প্রাণীর উৎপত্তি হয় কবে? –
৪৪. মহাকর্ষীয় তরঙ্গের আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের জেলা
১৩. কে বিগ ব্যাংয়ের ধারণা সর্বপ্রথম উপস্থাপন করেন? –
কোনটি? –
১৪. বর্ত মানে কোন কোন দেশের বিজ্ঞানীরা বিগ ব্যাংয়ের পরীক্ষা
৪৫. একবিংশ শতাব্দীর প্রথম ধুমকেতু র নাম কী? –
করছে? –
৪৬. উল্কাবৃষ্টি কী? –
১৫. স্টিফেন হকিংয়ের জন্ম মৃত্যু সাল কত? –
৪৭. মহাকাশে শক্তিশালী রেডিওতরঙ্গ বিকিরণের উৎস কী? –
১৬. ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ জ্যোতির্বিদ কে ছিলেন? –
৪৮. কোন বৃহৎ নক্ষত্রের হাইড্রোজেন জ্বালানি ফু রিয়ে গেলে
১৭. কে নির্ভু লভাবে পৃথিবীর ব্যাস নির্ণয়ে সমর্থ হন? –
তাকে কী বলে? –
১৮. সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এ কথা সর্বপ্রথম কে
৪৯. কোন ক্ষু দ্রাকার নক্ষত্রের জ্বালানি ফু রিয়ে গেলে যে
বলেছিলেন? –
অনুজ্জ্বল সাদা বর্ণের ক্ষু দ্র তারকা সৃষ্টি হয়, তাকে কী বলে? –
১৯. জ্যোতির্বিজ্ঞানের জনক কে? –
৫০. সৌর ঝলক কী? –
২০. কোন বিজ্ঞানী মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য নোবেল
৫১. মেরু জ্যোতি/ অরোরা কী? –
পুরস্কার পান? –
৫২. উত্তর গোলার্ধের মেরু জ্যোতিকে কী বলে? –
২১. সূর্য সৌর জগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সুর্যের
৫৩. দক্ষিণ গোলার্ধের মেরু জ্যোতিকে কী বলে? –
চারদিকে পরিভ্রমণ করছে, এই তত্ত্ব কে দিয়েছেন? –
৫৪. ইকিয়া ঝাং কী? –
২২. অ্যাস্ট্রোকালচার কী? –
৫৫. মহাবিশ্ব সৃষ্টির পূর্ব মুহূর্ত কে কী বলে? –
২৩. কত বছর বয়সে স্টিফেন হকিং রোগাক্রান্ত হন? –
৫৬. মহাবিশ্বের সৃষ্টি কীভাবে হয়? –
২৪. স্টিফেন হকিং কে ছিলেন? –
৫৭. আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
২৫. জ্যোতিষ্ক সাধারণত কয় প্রকার ও কী কী? – –
২৬. উজ্জ্বল দীপ্ত দীর্ঘ পথের মত তারকা রাশিকে কী বলে? – ৫৮. এক আলোক বর্ষ ¿ ?
২৭. সুর্য, চাঁদ, তারা এগুলোকে একত্রে কী বলে? – ৫৯. মাইল স্টার কী? –
২৮. পৃথিবী কী? – ৬০. সূর্য গ্যালাক্সির চারদিকে একবার আবর্ত ন করতে যতটু কু
২৯. পৃথিবী কোন ছায়া পথের অংশ? – সময় লাগে তাকে কী বলে? –
৩০. মহাকাশে স্বল্পালোকিত তারকারাজির আস্তরণকে কী বলে? ৬১. সূর্য কী বেগে মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশে ঘোরে? –

৬২. সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরে আসতে কত সময় ৮৩. কৃ ষ্ণবিবর এর আবিষ্কারক কে? –
লাগে? – ৮৪. কৃ ষ্ণবিবরের বৈশিষ্ট্য কী ? –
৬৩. প্রথম আবিষ্কৃ ত গ্রহাণুপুঞ্জ কোনটি? – ৮৫. নিউট্রন নক্ষত্রের বৈশিষ্ট্য কী? –
৬৪. মহাশূন্য থেকে আগত রশ্মির কণাকে কী বলে? – ৮৬. সাধারনত কোন ধরনের নক্ষত্রের ক্ষেত্রে সুপারনোভা
৬৫. মৃত জ্যোতিষ্ক কয়টি? – বিস্ফোরণ ঘটে? –
৬৬. লুব্ধকের ইউরোপীয় নাম কী? – ৮৭. বিগ ব্যাং সৃষ্টির পূর্বমুহূর্তে সকল সূত্র অকার্যকর হয়ে
৬৭. সবচেয়ে বড় নক্ষত্র কোনটি? – পড়াকে কী বলে? –
৬৮. আকাশে দ্বিতীয় উজ্জ্বলতম ও বৃহত্তম নক্ষত্র কোনটি? – ৮৮. শূন্য ভরবিশিষ্ট হয় কোন কণা? –
৬৯. পৃথিবীর নিকটতম নক্ষত্র কী? – ৮৯. মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য হেস কবে নোবেল
৭০. লোহিত দানবের আকার কেমন? – পুরষ্কার পায়? –
৭১. আকারের ভিত্তিতে নক্ষত্র কয় প্রকার? – ৯০. মহাজগতিক রশ্মিতে শতকরা কি পরিমাণ প্রোটন কণা
৭২. সূর্যের ভরের ১.৪ গুণ কম ভরের নক্ষত্র গুলোর দশা কী? – থাকে? –
৭৩. সূর্যের ভরের ১.৪ – ৩.০ গুণ ভরের নক্ষত্র গুলোর দশা ৯১. ঈশ্বর কণা হিসেবে পরিচিত কোনটি? –
কী? – ৯২. বোসন কণিকার নামের সাথে কোন বাঙালির নাম জড়িত?
৭৪. সূর্যের ভরের ৩ গুণ বেশী ভরের নক্ষত্র গুলোর দশা কী? – –
৯৩. ঈশ্বর কণার অস্তিত্ব সম্পর্কে কবে ঘোষণা দেওয়া হয়? –
৭৫. কালপুরুষ নক্ষত্রমণ্ডলের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী? –
৯৪. আলোর কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? –
৭৬. ধ্রুবতারার কাছাকাছি যে সাতটি উজ্জ্বল নক্ষত্র দেখা যায়
৯৫. কোন বৈজ্ঞানিক সংস্থা ঈশ্বর কণার অস্তিত্ব প্রমাণের জন্য
তাকে কী বলে? –
পরীক্ষা চালায়? –
৭৭. ১ পারসেক = ? –
৯৬. থিওরি অব রিলেটিভিটির প্রণেতা কে? –
৭৮. পৃথিবীর সবচেয়ে কাছের ছায়াপথের নাম কী? –
৯৭. আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র কী?
৭৯. কবে শুমেকার লেভী-৯ বৃহস্পতি গ্রহে আঘাত হানে? –

৮০. নীহারিকা গ্যাসপিণ্ডের উপাদান কী? –
৯৮. কীসের জন্য আইনস্টাইনকে নোবেল পুরষ্কার দেওয়া হয়? –
৮১. কোন জ্যোতিষ্কের নিজস্ব আলো ও তাপ নেই? –
৯৯. সূর্য পৃষ্ঠের কম তাপমাত্রা যুক্ত অঞ্চলকে কী বলে? –
৮২. উপগ্রহ কয় প্রকার ও কী কী? –
১০০. নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস কোনটি? –

উত্তরঃ
১. স্টিফেন হকিং (ব্রিটেন), ২. জ্যোতির্বিদ, ৩. এডু ইন হাবল, (যুক্তরাষ্ট্র), ৪. স্টিফেন হকিং (ব্রিটেন), ৫. জি ল্যামেটার, (বেলজিয়াম),
১৯২৭ সালে, ৬. Open Inflation Theory , বা মুক্ত স্ফীতি তত্ত্ব, ১৯৯৮ সালে, ৭. ১৯৮৮ সালে, ৮. মহাবিশ্বের উৎপত্তি, বিবর্ত ন,
গঠন প্রকৃ তি, ৯. জ্যোতিষ্ক, ১০. ১৫০০-১৭০০ কোটি বছর পূর্বে, ১১. ৪৫০-৪৬০ কোটি বছর পূর্বে, ১২. ১০০ কোটি বছর পুর্বে, ১৩.
জর্জ গ্যামো, ১৯৪৮ সালে, ১৪. ফ্রান্স, সুইজারল্যান্ড, ১৫. ৮ জুন ১৯৪২ – ১৪ জুন ২০১৮, ১৬. ভাস্করাচার্য, ১৭. ভাষ্করাচার্য, ১৮.
অ্যারিস্টার্কাস, ১৯. হিপ্পারকাস, ২০. বিজ্ঞানী হেস, ২১. কোপার্নিকাস, ২২. মহাশূন্যে উদ্ভিদ জন্মানোর প্রক্রিয়া, ২৩. ২১ বছর বয়সে, ২৪.
পদার্থবিদ, ২৫. ১০ প্রকার/ ৭ প্রকার, (নক্ষত্র, ছায়াপথ, ধুমকেতু , উপগ্রহ, নীহারিকা, উল্কা, গ্রহ, পালসার, কৃ ষ্ণগহ্বর, কৃ ষ্ণবামন) ২৬.
ছায়াপথ, ২৭. জ্যোতিষ্ক, ২৮. একটি জ্যোতিষ্ক, ২৯. মিল্কিওয়ে/ আকাশ গঙ্গা/ সুরগঙ্গা/ স্বর্গগঙ্গা, ৩০. নীহারিকা, ৩১. লুব্ধক, ৩২. গ্রিক
শব্দ Comet , (অর্থঃ এলোকেশী), ৩৩. প্রক্সিমা সেন্টারাই, ৩৪. শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ , ৩৫. এডমন্ড হ্যালি, ১৭৫৯, ৩৬. ৭৬
বছর পরপর, ৩৭. ১৯৮৬ সালে, ৩৮. ২০৬২ সালে, ৩৯. হেল বপ ধুমকেতু , ৪০. অ্যালেন হেল, টমাস বপ, (যুক্তরাষ্ট্র, ২৩ জুলাই,
১৯৯৫), ৪১. জিজ্ঞাসা চিহ্নের মত, ৪২. কালপুরুষ (তীর ধনুক হাতে শিকারীর মত), ৪৩. কসমিক ইয়ার, ৪৪. বরগুনা, ৪৫. লাইনিয়ার,
৪৬. ধুমকেতু র অংশবিশেষ, যা বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে ওঠে, ৪৭. Quasi Stellar Radio Sources( QUASAR), ৪৮. লাল
বামন, ৪৯. শ্বেত বামন, ৫০. সূর্য থেকে উৎক্ষিপ্ত চার্জ যুক্ত হাইডোজেন ও হিলিয়াম, ৫১. মেরু অঞ্চলে রাতের আকাশে কখনো কখনো
সবুজ, লাল, নীল ও হলুদ রংয়ে আকাশ দীপ্তিমান হয়ে ওঠে, ৫২. উত্তর মেরু জ্যোতি বা অরোরা বোরিয়ালিস, ৫৩. দক্ষিণ মেরুজ্যোতি
বা অরোরা অস্ট্রালিস, ৫৪. ধুমকেতু র নাম, ৫৫. টাইম জিরো বা জিরো আওয়ার, ৫৬. বিগ ব্যাং বা প্রচণ্ড নিনাদের মাধ্যমে, ৫৭. এক
আলোক বর্ষ, ৫৮. 9.46 ×10 12 km, ৫৯. সামরিক কাজে ব্যবহৃত বিশেষ ধরণের স্যাটেলাইট, ৬০. গ্যালাকটিক ইয়ার বা কসমিক ইয়ার,
৬১. ২৫০ কি.মি/সেকেণ্ড, ৬২. ২২৫ মিলিয়ন বছর, ৬৩. Cere s , ১ জানুয়ারি ১৮০১ সালে, (আবিষ্কারক- ডি পিয়াজ্জি, ইতালি), ৬৪.
কসমিক রে, ৬৫. ৩ টি, (কৃ ষ্ণ গহ্বর, কৃ ষ্ণ বামন, পালসার), ৬৬. সিরিয়াস, ৬৭. বেটেলগম, সুর্যের চেয়ে ৫০০ গুণ বড়, ৬৮.
কেনেপাস, ৬৯. সূর্য, ৭০. ০.৩-৮ সূর্যের ভরের সমান, ৭১. ৩ প্রকার, ৭২. লোহিত দানব⟶ নেবুলা⟶ শ্বেত বামন⟶ কালো বামন,
৭৩. লোহিত দানব⟶সুপারনোভা⟶ নিউট্রন ভরের নক্ষত্র ⟶তারকা, ৭৪. লোহিত দানব⟶ সুপারনোভা⟶ কৃ ষ্ণবিবর, ৭৫.
বনরাজ, ৭৬. লঘুসপ্তর্ষি, ৭৭. ৩.২ আলোকবর্ষ = ৩.০২৭ ×১ ০১৩ কি.মি, ৭৮. ম্যাজেলানিক ক্লাউডস ( দূরত্বঃ ২ লক্ষ্য আলোক বর্ষ ),
৭৯. ১৬-২২ জুলাই, ১৯৯৪, ১২ টি খণ্ডে ভেঙে যায়, ৮০. ৫০-৭৫% হাইড্রোজেন, ২০-৪৫% হিলিয়াম, ৫% অন্যান্য মৌলিক পদার্থ ,
৮১. গ্রহ ও উপগ্রহ, ৮২. ২ প্রকার (স্বাভাবিক ও কৃ ত্রিম ), ৮৩. জন হুইলার, আমেরিকা, ১৯৬৯ সালে, ৮৪. আলো নির্গত হয় না, ভর
ও ঘনত্ব বেশী, মহাকর্ষীয় ক্ষেত্র শক্তিশালী, ৮৫. চাপ বেশী, অতি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, বেতার স্পন্দন নির্গমণ করে (পালসার), ৮৬.
১.৫ – ৩ সৌরভর, ৮৭. প্ল্যাংক ওয়াল, ৮৮. ফোটন, ৮৯. ১৯৩৬ সালে, ৯০. ৮৯%, ৯১. হিগস – বোসন কণা, ৯২. সত্যেন্দ্রনাথ
বসু, ৯৩. ২০১৩ সালে, ৯৪. ম্যাক্স প্ল্যাংক, ৯৫. CERN ,৯৬. আলবার্ট আইন্সটাইন, ৯৭. E=mc 2, ৯৮. ফটো তরিৎ ক্রিয়া ব্যাখার
জন্য (১৯২১), ৯৯. সৌর কলঙ্ক, ১০০. সূর্য

You might also like