Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

Topic−¿ বিজ্ঞান (আধুনিক বিজ্ঞান) – ৩

১. মঙ্গলগ্রহের আকাশের রঙ কেমন? – ৩৫. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? –


২. মঙ্গল গ্রহের বায়ুর প্রধান উপাদান কী? – ৩৬. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশী? –
৩. মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি ও কী কী? – ৩৭. শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কত? –
৪. পৃথিবীর বায়ুমণ্ডলীয় উপাদান কী? – ৩৮. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ কোনটি? –
৫. মঙ্গল গ্রহে অবতরণকারী মার্কি ন মহাকাশযানের নাম কী? – ৩৯. শনির প্রধান উপগ্রহ গুলো কী কী? –
৬. কোন মহাশূন্যযান সর্বপ্রথম মঙ্গলে অবতরণ করে? – ৪০. শনির বলয়সংখ্যা কয়টি? –
৭. ভাইকিং কী? – ৪১. শনি গ্রহের পৃষ্ঠীয় তাপমাত্রা কত? –
৮. লাল গ্রহ কোনটিকে বলা হয়? – ৪২. শনি গ্রহের বায়ুমণ্ডলীয় উপাদান কী কী? –
৯. সূর্যকে প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের কতদিন সময় লাগে? – ৪৩. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শনি গ্রহের কত সময়
১০. মঙ্গল গ্রহ নিজ অক্ষে একবার আবর্ত ন করতে কত সময় লাগে? –
নেয়? – ৪৪. শনি নিজ অক্ষে আবর্ত ন করতে কত সময় নেয়? –
১১. মঙ্গল গ্রহের পৃষ্ঠীয় তাপমাত্রা কত? – ৪৫. শনি গ্রহের মুক্তি বেগ কত? –
১২. মঙ্গল গ্রহের মুক্তি বেগ কত? – ৪৬. সূর্য থেকে শনি গ্রহের গড় দূরত কত? –
১৩. মঙ্গল গ্রহের আয়তন কত? – ৪৭. শনি গ্রহের ভর কত? –
১৪. মঙ্গল গ্রহের ব্যাস কত? – ৪৮. শনি গ্রহের আয়তন কত? –
১৫. মঙ্গল গ্রহের ভর কত? – ৪৯. শনি গ্রহের ব্যাস কত? –
১৬. সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত? – ৫০. সৌরজগতের তৃ তীয় বৃহত্তম গ্রহ কোনটি? –
১৭. সৌর জগতে সবচেয়ে বড় গ্রহ কোনটি? – ৫১. Ice Giant বলা হয় কাকে? –
১৮. কিউরিসিটি কী? – ৫২. গ্যাস জায়ান্ট বলা হয় কাকে? –
১৯. পৃথিবীর সহোদর গ্রহ বলা হয় কোনটিকে? – ৫৩. কোন গ্রহে হীরক বৃষ্টি দেখা যায়? –
২০. কোন গ্রহে দিনে দুইবার সূর্য ওঠে ও দুইবার অস্ত যায়? – ৫৪. ইউরেনাসের উপগ্রহ কয়টি? –
২১. আয়তনে বৃহস্পতি পৃথিবীর চেয়ে কতগুণ বড়? – ৫৫. ইউরেনাসের প্রধান উপগ্রহ গুলোর নাম কী কী? –
২২. সৌরজগতে সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? – ৫৬. ইউরেনাসের বলয় সংখ্যা কয়টি? –
২৩. বৃহস্পতির উপগ্রহ কয়টি? – ৫৭. ইউরেনাসের পৃষ্ঠীয় তারমাত্রা কত? –
২৪. বৃহস্পতির প্রধান উপগ্রহগুলো কী কী? – ৫৮. ইউরেনাসের বায়ুমণ্ডলীয় উপাদান গুলো কী কী? –
২৫. সূর্যকে প্রদক্ষিণ করতে গ্রহরাজ বৃহস্পতির কত সময় ৫৯. ইউরেনাসের বার্ষিক গতি কত? –
লাগে? – ৬০. ইউরেনাসের আহ্নিক গতি কত? –
২৬. বৃহস্পতি নিজ অক্ষে একবার আবর্ত ন করতে কত সময় ৬১. ইউরেনাসের মুক্তিবেগ কত? –
নেয়? – ৬২. ইউরেনাসের আয়তন কত? –
২৭. বৃহস্পতির মুক্তি বেগ কত? – ৬৩. ইউরেনাসের ব্যাস কত? –
২৮. বৃহস্পতির আয়তন কত? – ৬৪. ইউরেনাসের ভর কত? –
২৯. বৃহস্পতির ব্যাস কত? – ৬৫. সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত? –
৩০. বৃহস্পতির ভর কত? – ৬৬. নেপচু নের উপগ্রহ কয়টি ও কী কী? –
৩১. সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব কত? – ৬৭. নেপচু নের বলয় সংখ্যা কয়টি? –
৩২. বৃহস্পতির বলয় সংখ্যা কত? – ৬৮. নেপচু নের পৃষ্ঠীয় তাপমাত্রা কত? –
৩৩. বৃহস্পতির পৃষ্ঠীয় তাপমাত্রা কত? – ৬৯. নেপচু নের বায়ুমণ্ডলীয় উপাদান কী কী? –
৩৪. বৃহস্পতির বায়ুমণ্ডলীয় উপাদান কী? – ৭০. নেপচু নের বার্ষিক গতি কত? –
৭১. নেপচু নের আহ্নিক গতি কত? – ৮৭. মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলীয় উপাদান কী কী? –
৭২. নেপচু নের মুক্তি বেগ কত? – ৮৮. শনি পৃথিবী থেকে কত গুণ বড়? –
৭৩. নেপচু নের আয়তন কত? – ৮৯. ইউরেনাসের আয়তন পৃথিবীর কতগুণ? –
৭৪. নেপচু নের ব্যাস কত? – ৯০. ইউরেনাসের ওজন পৃথিবীর কতগুণ? –
৭৫. নেপচু নের ভর কত? – ৯১. প্লুটোর ব্যাস কত? –
৭৬. সূর্য থেকে নেপচু নের গড় দূরত্ব কত? – ৯২. পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? –
৭৭. ইউরেনাস কবে আবিষ্কৃ ত হয়? – ৯৩. চন্দ্রের কোন তিথিতে সূর্যগ্রহণ হয়? –
৭৮. নেপচু ন কবে আবিষ্কৃ ত হয়? – ৯৪. পৃথিবীর পরিধি কত? –
৭৯. ডিমোস ও ফোবস কবে আবিষ্কৃ ত হয়? – ৯৫. চন্দ্রের কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়? –
৯৬. সূর্যের চেয়ে পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি কেমন হয়?
৮০. কবে প্লুটোর গ্রহের মর্যাদা বাতিল করা হয়? – –
৮১. বর্ত মানে সৌরজগতে কয়টি বামন গ্রহ রয়েছে? – ৯৭. পৃথিবীর বার্ষিক গতির বেগ কত? –
৮২. প্লুটোর উপগ্রহের সংখ্যা কয়টি? – ৯৮. সূর্যের চারিদিকে একবার আবর্ত ন করতে পৃথিবীর কত
৮৩. মেকিমেকি ও এরিস এর উপগ্রহ সংখ্যা কয়টি? – সময় লাগে? –
৮৪. হাউমিয়া এর উপগ্রহের সংখ্যা কয়টি? – ৯৯. সূর্যের চারদিকে একবার আবর্ত ন করতে পৃথিবী কত দূরত্ব
৮৫. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে, তখন কী অতিক্রম করে? –
হয়? – ১০০. পৃথিবী নিজ অক্ষে আবর্ত ন করতে কত সময় লাগে/
৮৬. প্লুটো কত বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে? – আহ্নিক গতি কত? –

উত্তরঃ
১. লালচে বা গোলাপী রঙের, ২. CO 2(99/95.3%), Ar , ৩. ২ টি ; ডিমোস ও ফেবোস, ৪. N 2 ( 77 % ) , O 2 (21% ), ৫.
পাথফাইন্ডার (৪ জুলাই, ১৯৯৭), ৬. মারস-২ (১৯ মে , ১৯৭১ সালে), ৭. মার্কি ন কর্তৃ ক মঙ্গলে প্রেরিত নভোযান, ৮. মঙ্গল গ্রহ, ৯.
৬৮৭ দিন, ১০. ২৪ ঘণ্টা ৩৭ মিনিট, ১১. −82 থেকে 0 ℃ , ১২. ৫.২ কিলোমিটার/সেকেণ্ড, ১৩. 0.163 ×1012 km3, ১৪. ৬৭৯৪
কিলোমিটার/ ৬৭৮৭ কিলোমিটার, ১৫. 0.639 ×1024 kg , ১৬. 22.79 ×107 km / ২২.৮ কোটি কিলোমিটার (পৃথিবী থেকে ৭.৮ কোটি
কিলোমিটার), ১৭. বৃহস্পতি, ১৮. মঙ্গল গ্রহে পাঠানো একটি কৃ ত্রিম উপগ্রহ, ২৬ নভেম্বর, ২০১১, ১৯. মঙ্গল, ২০. বৃহস্পতি, ২১. ১৩০০
গুণ বড়, ২২. গ্যানিমেড, ২৩. ৭৯ টি/ ৬৭ টি/ ১৬ টি, ২৪. লো, ইউরোপা, গ্যানিমেড, ক্যালিস্টো, (এছাড়াও ইউপোরি, হেগেমনি,
লেডা), ২৫. ১১.৮৬ বছর/ ১২ বছর, ২৬. ৯ ঘণ্টা ৫৫ মিনিট/ ৯ ঘণ্টা ৫৩ মিনিট, (দ্রুত নিজ অক্ষে আবর্ত নশীল একমাত্র গ্রহ), ২৭.
৫৯.৫৪ কিমি/ সেকেণ্ড (সর্বোচ্চ), ২৮. 1431.28 ×1012 km3 , ২৯. ১ লক্ষ ৪২ হাজার ৯৮৪ কি.মি/ ১ লক্ষ ৪২ হাজার ৮০০ কিমি,
৩০. 1899.21× 1024 kg, ৩১. 77.83 ×107 km/ ৭৭.৮ কোটি কিলোমিটার, ৩২. ৪ টি, ৩৩. - ১৫০℃ , ৩৪. H 2 , He , ৩৫. শনি
গ্রহ, ৩৬. শনি গ্রহের, ৩৭. ৮২ টি/৬২ টি/২২ টি, ৩৮. টাইটান, ৩৯. টাইটান, হুয়া, ডাইওন, ক্যাপিটাস, টেথিস, (মিমাস, এনসিলাডাস,
হেলেন), ৪০. ১২ টি, (প্রধান উজ্জ্বল বলয় ৩ টি), ৪১. −170 ℃ , ৪২. হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম, ৪৩. ২৯ বছর/ ২৯ বছর ৫ মাস,
৪৪. ১০ ঘণ্টা ৩৯ মিনিট/ ১০ ঘণ্টা ৪০ মিনিট, ৪৫. 35.49 kms−1 , ৪৬. 142.70 ×107 km/ ১৪৩ কোটি কিলোমিটার, ৪৭.
567.37 ×1024 kg , ৪৮. 827.13 ×1012 km 3, ৪৯. ১,২০, ৫৩৬ কিলোমিটার, ৫০. ইউরেনাস, ৫১. ইউরেনাস, (সবুজ গ্রহ), ৫২.
বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচু ন, ৫৩. নেপচু ন, (ইউরেনাসেও হয়), ৫৪. ৫ টি/ ২৭ টি, ৫৫. মিরিন্ডা, এরিয়েল, অ্যাম্ব্রিয়েল,
টাইটানিয়া, ওবেরন, ৫৬. ১৩ টি, ৫৭. −200 ℃ , ৫৮. হাইড্রোজেন গ্যাস ও হিলিয়াম, ৫৯. ৮৪ বছর, ৬০. ১৭ ঘণ্টা ১৪ মিনিট, ৬১.
21.29 kms−1 , ৬২. 68.33 ×1012 km 3, ৬৩. ৫১ হাজার ১১৮ কিলোমিটার/ ৪৯ হাজার কিলোমিটার, ৬৪. 89.58 ×1024 kg , ৬৫.
287.86 ×107 কিলোমিটার/ ২৮৭ কোটি কিলোমিটার, ৬৬. ২ টি/ ১৪ টি, (টাইট্রন, নেরাইড, লেরিসা), ৬৭. ৬ টি, ৬৮. −210 ℃ ,
৬৯. হাইড্রোজেন হিলিয়াম, মিথেন, ৭০. ১৬৪.৮ বছর/ ১৬৫ বছর, ৭১. ১৬ ঘণ্টা ৭ মিনিট, ৭২. 23.71 kms−1, ৭৩.
62.54 × 1012 km3, ৭৪. ৪৯,৫৩২ কিলোমিটার/ ৪৮,৪০০ কিলোমিটার, ৭৫. 101.53 ×1024 kg , ৭৬. 449.69 × 107 km/ ৪৫০
কোটি কিলোমিটার, ৭৭. ১৭৮১ সালে, ৭৮. ১৮৪৬ সালে, ৭৯. আগস্ট, ১৮৭৭ সালে, আবিষ্কারক- আসাফ হল, (রোমান যুদ্ধ দেবতার দুটি
চরিত্র, ডিমোস অর্থ শঙ্কা/সন্ত্রাস, ফোবস অর্থ ভয়), ৮০. ২৪ আগস্ট, ২০০৬, (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়ন বা IAU ,
প্লুটোকে বামন গ্রহের মর্যাদা দেওয়া হয়), ৮১. ৫ টি, (এরিস, সেরেস, হাউমিয়া, মেকিমেকি, প্লুটো), ৮২. ৫টি, (ক্যারন) ৮৩. ১ টি, ৮৪.
দুইটি, ৮৫. সূর্য গ্রহণ, ৮৬. ২৪৮ বছর, ৮৭. CO 2- 95.3 % , N 2- 3 %, Ar - 2 %, ৮৮. ৯ গুণ, ৮৯. ৬৪ গুণ, ৯০. ১৫ গুণ, ৯১.
৫,৯১০ কিলোমিটার, ৯২. ১৩.৯০℃ , ৯৩. অমাবশ্যা তিথিতে, ৯৪. ২৫০০০ মাইল, পূর্ব-পশ্চিমে ১২,৭৫২ কিলোমিটার, উত্তর দক্ষিণে
১২,৭০৯ কিলোমিটার, ৯৫. পূর্ণিমা তিথিতে, ৯৬. নিম্নচাপ হয়, ৯৭. 29.76 kms−1, ৯৮. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেণ্ড,
৯৯. ৯৩ কোটি ৮০ লক্ষ ৫১ হাজার ৮২৭ কিলোমিটার, ১০০. ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেণ্ড

You might also like