(AutoRecovered) (AutoRecovered)

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

বোর পরমাণু মডেল

তরঙ্গ দৈর্ঘ্য: আলোকরশ্মি সরলপথে চললেও তরঙ্গ সৃষ্টি করে চলে। একটি তরঙ্গের পাশাপাশি দুটো চূ ড়া বা অবভূ মির দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য
বলে হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে 𝝀 দ্ব্বারা প্রকাশ করা হয়।

ফ্রিকোয়েন্সি: কোন তরঙ্গ রশ্মির একটি নির্দি ষ্ট তরঙ্গ এক সেকেন্ডে কতবার একটি নির্দি ষ্ট বিন্দুকে অতিক্রম করে তাকেই রশ্মিটির ফ্রিকোয়েন্সি
বলে। একে υ দ্বারা প্রকাশ করা হয়। একে Hertz বা CPS (Cycle per sec) এককে প্রকাশ করা হয়।

গতিবেগ: কোন তরঙ্গ রশ্মির একটি তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকেই ঐ রশ্মির গতিবেগ বলে। একে সাধারণত V বা C
দ্বারা চিহ্নিত করা হয় এবং মিটার বা সেন্টিমিটার এককে প্রকাশ করা হয়। গতিবেগ, ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কি ত সমীকরণটি
হলো:

C
C=υ λ বা , υ=
λ

তরঙ্গ সংখ্যা: ইহা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্ত অনুপাতে সম্পর্ক যুক্ত। একে ν́ দ্বারা চিহ্নিত করা হয়। সুতরাং,

1 v
v́= বা , v́ =
λ c

কৌণিক ভরবেগ: চলমান কোন বস্তুর ভর ও গতিবেগের গুণফলকে বস্তুটির ভরবেগ বলা হয়। মনে করি, একটি চলমান বস্তুর ভর m এবং
গতিবেগ v । অতএব বস্তুটির গতিবেগ = mv কোন বস্তু চক্রাকারে একটি কক্ষপথে চলমান থাকলে সেক্ষেত্রে বস্তুটির সাধারণ ভরবেগের
পরিবর্তে কৌনিক ভরবেগ ব্যবহার করা হয়। একটি কক্ষপথে চক্রাকারে পরিক্রমারত বস্তুর ভর m, গতিবেগ v এবং চক্রাকার কক্ষপথের
কেন্দ্র থেকে দূরত্ব r হলে কৌণিক ভরবেগ mvr ।

ইলেকট্রনের কৌণিক ভরবেগ

রাদারফোর্ড ও বোরের মতবাদ অনুসারে পরমাণুর গঠন কাঠামোতে ইলেক্ট্রনসমূহ নিউক্লিয়াস বা কেন্দ্র থেকে নির্দি ষ্ট দূরত্বে বিভিন্ন শক্তিস্তরে
nh
চক্রাকারে ঘুরতে থাকে। এই চক্রাকার পরিক্রমণকালে ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ, mvr= যেখানে, h = প্ল্যাঙ্কের ধ্রুবক যার মান

6.62617 × 10-17 m2kg/s

প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব


এ তত্ত্বানুসারে শক্তি বিরামহীন বা অবিচ্ছিন্নভাবে নিঃসরিত হয় না; বরং এটি বিছিন্ন গুচ্ছ বা প্যাকেট আকারে নিঃসরিত হয়। এক একটি
গুচ্ছকে বা প্যাকেটকে কোয়ান্টাম বলে। ধরা যাক, একটি উত্তপ্ত বস্তু শক্তি বিকিরণ করছে। প্ল্যাঙ্কের মতে, এই বিকিরণ হবে কোয়ান্টামের পূর্ণ
গুণিতকে। কোয়ান্টাম শক্তি (E) এর মান হবে,

E=hv

এখানে, h হল প্ল্যাঙ্কের ধ্রুবক এবং v হল বিকিরণের কম্পাঙ্ক।

বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো লিখ।

উত্তরঃ ১৯১৩ সালে বিজ্ঞানী নিলস বোর ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কে যে
ফলপ্রসূ মডেল প্রদান করেন তার নামানুসারে একে বোরের পরমাণু মডেল বলা হয়। এ মডেলের অম্লমিত সত্যগুলো
ধারাবাহিকভাবে নিম্নে উপস্থাপ্পন করা হল:

 প্রতিটি পরমাণু একটি নিউক্লিয়াস ও নিউক্লিয়াস বহির্ভূ ত ইলেকট্রনের সমন্বয়ে গঠিত। এ নিউক্লিয়াস ও ইলেকট্রনের
মধ্যস্থিত বৈদ্যুতিক বল কু লম্বের সূত্র দ্বারা নিয়ন্ত্রিত।
 পরমাণুস্থ ধনাত্মক চার্জে র সমসংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের চতু র্দি কে শুধুমাত্র কতগুলো নির্দি ষ্ট ব্যাসার্ধের অনুমোদিত
বৃত্তাকার কক্ষপথে আবর্ত ন করে।
 ইলেকট্রন যখন একটি নির্দি ষ্ট কক্ষপথে সচল থাকে তখন এটি কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না; এই
কক্ষপথগুলোকে স্থির কক্ষপথ ( stationary orbits ) বা শক্তিস্তর বা অরবিট বা শেল বা প্রধান শক্তিস্তর বা অনুমোদিত
কক্ষপথ বা কক্ষপথ বলে। শক্তিস্তর বা কক্ষপথ নির্দে শক প্রতীক হল n যেখানে, n = 1 ,2 ,3, 4,………. উল্লেখ্য, n = 1
হলে K প্রধান শক্তিস্তর, n = 2 হলে L প্রধান শক্তিস্তর, n = 3 হলে M প্রধান শক্তিস্তর, n = 4 হলে N প্রধান শক্তিস্তর।
h
 যখন কোন ইলেকট্রন একটি নির্দি ষ্ট কক্ষপথে ঘুরতে থাকে তখন এর কৌণিক ভরবেগ নির্দি ষ্ট এবং তা এর অখণ্ড বা

nh
পূর্ণ সংখ্যার গুণিতক হবে। অর্থাৎ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, mvr= যেখানে প্রতীকগুলো তাদের প্রচলিত অর্থ

প্রকাশ করে।
 ইলেকট্রন অবশ্য লাফ দিয়ে কক্ষপথ পরিবর্ত ন করতে পারে এবং এ পরিবর্ত নের সময় এর শক্তির পরিবর্ত ন ঘটে।
ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করে তখন পরমাণু কর্ত্ররক শক্তি শোষিত হয়। অপরদিকে এটি
যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে প্রত্যাবর্ত ন করে তখন শক্তি বিকিরিত হয়।
 ইলেকট্রন যখন এক শক্তিস্তর
থেকে অপর শক্তিস্তরে গমন করে
তখন এটি যে পরিমাণ শক্তি শোষণ
করে অথবা বিকিরণ করে তা উক্ত দুটি শক্তিস্তরের শক্তির পার্থক্যের সমান যা কোয়ান্টামের অখণ্ড গুণিতকের সমান।
অর্থাৎ যদি নিম্ন শক্তিস্তরের ইলেকট্রনের শক্তি E1 এবং উচ্চ শক্তিস্তরে তার শক্তি E2 হয় তবে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ
hc
শক্তিস্তরে গমনের জন্য ইলেকট্রন কর্তৃ ক শোষিত শক্তির পরিমাণ হবে, E2− E1=ΔE=hv=
λ
এখানে, c হচ্ছে আলোর বেগ (3 × 108 ms-1), v হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক (একক s-1 বা Hz) এবং
λ হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য ( একক m ) ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যাবার সময় যে
আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালি (atomic spectra) সৃষ্টি হয়।

বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো লিখ।

উত্তরঃ বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো নিম্নরূপ:

 বোর পরমাণু মডেল H পরমাণু এবং একক ইলেকট্রনবিশিষ্ট আয়নগুলোর ( যেমন: He+, Li2+ ) বর্ণালির সাফল্যের সাথে ব্যাখ্যা করতে
সমর্থ হলেও বহু ইলেকট্রনবিশিষ্ট জটিল পরমাণুর বর্ণালির ব্যাখ্যা করতে পারে না।
 বোর মডেলের সাহায্যে বর্ণালিরেখার তীব্রতা নির্ণয় করা যায় না।
 বোরের মতবাদ অনুসারে ইলেকট্রনের অবস্থান ও তার ভরবেগ একই সঙ্গে নির্ধারণ করা সম্ভব, যা “হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি”-এর
পরিপন্থী।
 বোরের মতবাদ অনুসারে পরমাণুর আবর্ত নশীল ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক সমতলীয়। অর্থাৎ, এর থেকে পরমাণুর প্রকৃ ত ত্রিমাত্রিক
কাঠামো সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না।
 বোরের মতবাদ অনুসারে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াস হতে সুনির্দি ষ্ট দুরত্বে কতগুলো কক্ষপথে পরিভ্রমণ করে, কিন্তু তরঙ্গ বলবিদ্যা অনুযায়ী
ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে একটি বিশেষ অঞ্চলে অবস্থান করে। এক্ষেত্রে দূরত্বকে সুনির্দি ষ্টভাবে ব্যখ্যা করা যায় না।
 উচ্চ বিশ্লেষণ ক্ষমতাসম্পন্ন বর্ণালী বীক্ষণের (স্পেকট্রোস্কোপ) সাহায্যে পরীক্ষামূলকভাবে দেখা যায় যে, প্রতিটি বর্ণালিরেখা কতগুলো
সূক্ষ্মতর রেখার সমষ্টি। এ সূক্ষ্মতর রেখার সমষ্টিকে বর্ণালিরেখার বহুত্ব অথবা সূক্ষ্ম-গঠন বলা হয়। বোরের মতবাদ বর্ণালিরেখার এ সূক্ষ্ম
গঠনের উৎপত্তি সম্পর্কে কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে না। অথচ পরমাণুর বর্ণালি করতে বোরের মতবাদ অনুসারে এটী স্বীকার
করে নেওয়া হয়েছে যে ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে স্থানান্তরিত হওয়ার সময় যে শক্তি বিকিরণ করে, তাঁর জন্য একটিমাত্র
বর্ণালিরেখা পাওয়ার কথা।
 মৌলের পর্যায়ক্রমিক শ্রেণিবিভাগ অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্মাবলি সম্পর্কে বোর মডেল হতে কোন ধারণা পাওয়া যায় না।

https://shoutmecrunchblog.files.wordpress.com/2018/06/physics-note-work-energyc2a0and-power.pdf
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায় ৫
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

http://comjagat.com/archive/issues/a5b8e983cb465de3bbb6
8e664723455b.pdf
http://comjagat.com/archive/issues/5a33825de479af4e7a7b
d64f87b497eb.pdf

You might also like