Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

সিজিপিএ কম যাদের / কম পড়ে IBA তে চান্স পেতে চান তাদের জন্য এই পোস্ট :

আপনার যদি চার পাচ মাস পড়াশুনা করার ইচ্ছা না থাকে - আপনি যদি আতেল না হওয়ার কারনে
অলরেডি ভার্সিটি থেকে বাশ খেয়ে যান / বাশ খাবেন বলে দৃঢ় বিশ্বাস রাখেন - কিন্তু আপনি জানেন যে
আপনি যদি পড়াশুনা করতেন তাহলে আপনার সিজি 4 থাকতো তাহলে আপনার জন্য এই
পোস্ট। 😜
শুরুতেই বলে নেই - আমার ব্যাচেলর্স এর সিজি below 3. বাইরে ভালো ইউনিভার্সিটি গুলোয়
যাওয়া এই সিজি নিয়ে আসলেই একটা প্যারা - আর আমার অলরেডি মার্কে টিং আর বিজনেস
এনালাইসিস এ জব এক্সপেরিয়েন্স থাকায় আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে IBA তে এসেছি। সব ইঞ্জিনিয়ারস
দের জন্য নিজের ট্র‍্যাক এ ১০০% এফোর্ট দেয়াই উচিত। ঝোকে পড়ে MBA করতে আসা রাইট
ডিসিশন না।
বু ক লিস্ট :
১- Mentors' / Saifur's MBA + BBA Guide.
২- Cliffs TOEFL
৩- Word Smart 1+2 ( pdf version available)
৪- THE Official GMAT
আরেকটু আতলামি করতে চাইলে :
৫- GRE big book
৬- GRE math bible
MATH PREPARATION :
আপনি যদি ভালো একটা পাবলিক /প্রাইভেট / ইন্টারন্যাশনাল ( 😂) ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির
স্টুডেন্ট হয়ে থাকেন - আপনি নিজেও জানেন যে আপনি ম্যাথ পারেন! শুধু মাত্র আগের ইয়ারের
প্রত্যেকটা প্রশ্ন ১০০% বু ঝে করুন ও ম্যাথ পরীক্ষা টা ৪০ মিনিটের মধ্যে শেষ করার ট্রাই করুন।
আপনি যেদিন আগের বছরের প্রশ্ন গুলোতে ২০+ পেতে থাকবেন - বু ঝবেন প্রিপারেশন শেষ। আপনি
ম্যাথ এ দূর্বল থাকলে GRE math bible সময় নিয়ে শেষ করুন। আর কোন বই গুঁতাগুঁতি করার
দরকার নেই।তবে MENTORS এর bba/mba বইটার ম্যাথ পার্ট টা পরে নিতে পারেন
basic এ প্রবলেম থাকলে।
ANALYTICAL PREPARATION :
শুধু মাত্র আগের বছরের প্রশ্ন Solve করুন। Puzzle তারাতারি সলভ করতে পারা খু ব
Important! আপনার Puzzle ভুল হওয়া মানেই সহজ কথা আপনি বাদ। কোনভাবেই
Puzzle ভুল হওয়া যাবেনা। ২০ মিনিটের মধ্যে analytical পার্ট শেষ করুন।
আপনার IQ ভালো থাকলে আপনার আনালাইটিক্যাল এ প্রিপারেশন এর তেমন দরকার নেই। কিন্তু
তাও আগের বছরের গুলা শেষ করলেই দেখবেন মাথা খু লে গেছে।
ENGLISH PREPARATION :
শুরুতেই আগের বছরের প্রশ্ন দেখে দুইটা প্রশ্ন সলভ করেন। কি কি আসে IBA তে?
১- Grammar based sentence correction
২- Grammar based Error detection
৩- VOCABULARY BASED Analogy Q/ Sentence completion.
৪- VOCABULARY BASED synonym antonym
৫- Reading Comprehension
TOEFL বই টা এত সহজ করে লেখা যে এটা নিজেই একটা টিচার। আপনি ৭ দিন ৩/৪ ঘন্টা করে
পড়লেই আপনার বইটা শেষ হয়ে যাবে যদি আপনি 9-10 এ থাকতে গ্রামার মোটামু টি ভালই
পারতেন।
শুধু মাত্র TOEFL টা শেষ করেই চলে যান Question Solve এ। ধু মায়া আগের বছরের
কোশ্চেন সলভ করেন। যত new word পাবেন - ওগুলা অবশ্যই হয় কোন খাতায় লিখে রাখবেন
- অথবা Flash card বানাতে পারেন। গ্রামার গুলা কেনো এই answer টাই হলো অন্যটা হলো
না কেনো - এই ব্যাপারগুলা সলিউশন থেকে ভালোমত বু ঝে নিন। না বু ঝলে TOEFL ঘাটান। তাও
যদি মনে হয় এইটা আপনি কোনভাবেই বু ঝবেন না - " কি বু ঝবেন না সেটা নিজেকে বলেন বার বার "
- জ্বি এইটাকেই মু খস্ত বলে!
এগুলা শেষ করে আরো প্র‍্যাকটিস করতে চাইলে আপনার জন্য পোস্ট এর নিচে প্র‍্যাকটিস প্রবলেম
এর লিংক দিয়ে দিচ্ছি। প্যারা নাই - হয়ে যাবে!
ভোকাবু লারি মনে রাখা সবচে টাফ পার্ট । তবে আপনি যদি নিচের সিস্টেম টায় আগান - আপনি
কয়েকদিনেই গুরু হয়ে যাবেন। আর মনে রাখেন - ইংলিশে 13-15 পেলে আপনি পাশ করতেছেন -
হাজার লক্ষ Vocab পারলে আপনি MIT তে এপ্লাই করেন - IBA তে না।
1- Youtube এ যান। MANHATTAN Prep GRE channel থেকে ১৩০+
Vocab ১ দিনেই শিখে ফেলেন - এত্ত সহজ লাগবে শিখতে - বিশ্বাস করেন আপনাকে গিলায়
দিবে।
2- Word smart 1+2 এর Pdf / বই টা খু লেন। ডিরেক্ট
THE SAT HIT PARADE + THE GRE HIT PARADE এ চলে যান।
৬০০/৭০০ word আছে। ১ মাস লাগিয়ে ধীরে সু স্থে পরেন। mnemonic কাজে লাগিয়ে পরবেন।
নিজের জীবন এর সাথে মিলিয়ে ঝিলিয়ে Word মনে রাখবেন।
3- GREC word chart কিনে ফেলেন। গ্রুপ করে অনেক সু ন্দর সাজানো একটা পোস্টার।
টেবিল এর সামনে টানায় রাখবেন - এইটার প্লাস পয়েন্ট হলো বাসায় বু ঝবে যে আপনি পড়তেছেন -
প্যারা কম দিবে  :3
Grec word chart লিখে google করেন - phone দিয়ে কিভাবে কিনবেন ওদের সাথেই
যোগাযোগ করেন।
4 - অবশ্যই BBA +MBA এর আগের বছর এর সব Vocab শেষ করবেন।
Reading Comprehension :
না ভাই কোন নিউজপেপার জার্নাল গল্পের বই পড়ে দুনিয়া উদ্ধার করার দরকার নাই। কম পড়বেন -
বাট ভালো জিনিস পড়বেন। অল্পে বাচতে চাইলে আগের ইয়ার এর প্রশ্ন সলভ করে আল্লাহ হাফেজ
দেন - কঠিন passage দিলে পরীক্ষার হলে হুদাই গুতাগুতি না করাই ভালো।
আর তাও পড়তে চাইলে GMAT বইয়ের reading comprehension এ চলে যান।
১০০% pure explanation এ সব বু ঝাবে। পড়তে গেলে vocab ও বাড়বে।
Writing part :
অনেকেই এই যায়গাটায় জোর না দেয়াতে একটা বাশ খান। আপনার mcq পরীক্ষা যতই খারাপ হোক
- রিটেন খু ব সু ন্দর লেখার ট্রাই করবেন। সারা জীবনের জন্য ইম্পর্ট ্যান্ট এই লেখার অভ্যাস করা।
শুরুতেই চলে যান GMAT এর Analytical writing assessment টপিক এ -
Sample টা দেখেন - দরকারে Intro মু খস্ত করেন format কিভাবে লিখছে।
এবার আগের ইয়ার এর গুলা লেখা স্টার্ট করেন। হয়ে যাবে।
১ -২ মাসে প্রিপারেশন টা নিয়ে ভাল করা আসলেই possible। আপনি বস হলে প্রিপারেশন দরকার
নেই। আপনাকে লাল সালাম। বাট আপনি ১ /২ মাস পরতে চাইলে এর চে ভালো ওয়ে আর নাই।
সোজা কথা - আগের year এর প্রশ্ন সলভ করেন + যেই vocab extra বললাম এইটাই পরেন।
এত বেশি mark পাওয়া লাগেনা চান্স পেতে। আর এত বেশি পরীক্ষা ও দেয় না।
Regular এ এবার এক্সাম দিয়েছে : ২৬০০+
Written এ টিকেছে : ১৭০+
ViVa এ টিকেছে : ১২০
Evening এ এবার এক্সাম দিয়েছে : ১২০০+
Written এ টিকেছে : ৯০
Viva এ টিকেছে : ৬০
আমার এক্সাম : ( এন্সার করেছি)
math : 21/25
Ana : 15/15
English :19/30
অবশ্যই যত answer করেছি তত পাই নাই। এবার Highest mark 70-75। ১০০ তে ৬৫
পাওয়া মানেই আপনার হয়ে গেছে।
আলাদা আলাদা প্রতি সাবজেক্ট এ পাশ করার ব্যাপারটা আসলেই কি আছে নাকি নাই সেটা অনেক
রকম কথাবার্ত া আছে। তবে আমার মনে হয় আলাদা পাশ করা লাগে। এবার ইংলিশে ১১ পেলেই পাশ
হয়েছে বলে আমার ধারনা।
এবারের ইংলিশ এক্সাম খু ব ই ভয়াবহ ছিলো।
VIVA তে আমাকে প্রচুর ভরে দিয়েছিলেন স্যার /ম্যাম রা। সেই নিয়ে কথা হবে আরেকদিন।
Grammar practice link :
https://www.cracksat.net/sat/identifying-sentence-errors/
https://www.majortests.com/sat/sentence-completion-test01
Routine:
Daily exam 1 ta : 1:30 hour.
Solve : 1 hour.
Vocab : 1:30 hour.
Grammar/ written : 1 hour.
Extra math / analytical: ( if needed ) 1 hour.
Daily 5/6 hours for 1 month . Cheers ❤️
- Sakibul Hakim
- IBA, Dhaka University - mba 62 regular batch.
- IUT, EEE

You might also like