Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

♥IBA এর প্রস্তুতিতে কোন বই কিভাবে পড়বেন♥

::
এ গাইডলাইনটি শুধু IBA এর BBA/MBA এর জন্যেই নয় বরং Bank
Jobs/BIBM/EMBA সব জায়গায় কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ্‌ ।
#Grammar::
শুরুতেই গ্রামার করতে চাইলে Cliff’s Toefl বইটি আগে পড়ুন । পেজ নাম্বার-৩৯
থেকে শুরু করে পেজ ১৯৬ পর্যন্ত গ্রামারের রুলসগুলো ভালোভাবে পড়ে নিন । সম্ভব
হলে ২৭৫ পর্যন্ত পড়ে ফেলু ন। সেই সাথে বইয়ের মিনি টেস্টগুলো(মোট ৬ টি টেস্ট আছে)
করে ফেলু ন ।
#Sentence_Correction::
এরপর Official GMAT Review বইটা ধরতে পারেন । এতে প্রায় ২৫০+
sentence correction আছে। এখানথেকে কমপক্ষে ১০০-১৫০টি Sentence
Correction বু ঝে বু ঝে করতে পারলে IBA সহ BCS/ Bank Jobs/ EMBA
এক্সামের গ্রামার পার্ট নিয়ে আর চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ্‌ !
#Error_detection::
এর জন্য Cliff’s Toefl আগে দেখু ন । এরপর Barron’s SAT (27/28
edition) দেখু ন । এই ২টা ভালোমত শেষ করলেই হবে ।
#Sentence_Completion::
এর জন্য GRE Big Book এর গুরুত্ব আগে অনেক বেশী ছিল । তবে BIG
Book এর অধিকাংশ Problem ভোকাব Based. আর IBA তে গত কয়েক বছরে
ভোকাব Based এর চেয়ে Simple Word এবং Grammar Based
Sentence Completion বেশী আসে । তাই Sentence Completion
এর জন্য Cliff’s Tofel, Barron’s Tofel এবং Barron’s SAT দেখতে
পারেন ।
#রিডিং_কম্প্রিহেনশন::
এর জন্য IBA এর BBA, MBA আগের বছরের প্রশ্নগুলো শলভ করলেই চলবে ।
তবে বেটার প্র্যাকটিসের জন্য GMAT review দেখতে পারেন । GRE/SAT এর
Passage গুলো অনেক বড়, এগুলো আসেনা।
#Mathematics::
এবার আসা যাক ম্যাথ পার্টে । ম্যাথের বেসিক রুলস শিখার জন্য MP3 Math
Review & Saifur's Math বই দুটি পড়ুন। এর পর Manhattan GMAT &
Official GMAT এর ম্যাথ পার্টে র রুলসগুলো ভালোভাবে দেখু ন । আর প্র্যাকটিসের
জন্য Official GMAT Review এর যে ২২০+ ম্যাথ আছে সেগুলো শেষ করে
ফেলু ন । এরপর আইবিএর আগের বছরের প্রশ্নগুলো ভালোভাবে দেখু ন । এছাড়াও
NOVA’s GMAT/GRE যে কোন ১টা দেখতে পারেন ।
#এনালাইটিক্যাল_পাজল::
এর বেসিক জিনিসগুলো ধরতে Barron’s GRE 12th edition টা দেখতে পারেন
। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ্‌ । আর প্র্যাকটিসের জন্য GRE Big Book
তো আছেই. Puzzle এর জন্য Big Book এর কমপক্ষে ১৫টা টেস্ট করতেই হবে।
তাহলে আপনার ১৫ x ৬=৬০ ট পাজল পড়া হবে।
#Critical_reasoning::
এর জন্য Official GMAT আর আগের বছরের প্রশ্ন ভালোভাবে দেখু ন ।
#Data_Sufficiency::
এর জন্য শুধু Official GMAT বই টা পড়লেই হবে। 14 Edition টা ভালো।
That’s All !
Have a nice preparation !
Stay Prepared  :-) 

You might also like