Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

লিস্ট বানিয়ে কাজ করার ৭

সুবিধা
by সুচিস্মিতা তিথি | Jun 15, 2014 | লাইফ স্টাইল | 0 Comments

তালিকা করে কাজ করলে আপনার কাজ সময় মতো হবে এবং কাজে সাফল্যও আসবে। লিস্ট
দৈনন্দিন জীবনে আপনার সমস্ত কাজ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিবে।

দেখুন লিস্ট করে কাজ করলে অাপনি কি কি সুবিধা পেতে পারেন।

১# কাজের রুটিন ঠিক রাখে

আপনার লিস্ট আপনাকে কাজে যুক্ত রাখতে সাহায্য করবে। আপনার জীবনের সব কাজগুলি যেমন,
সাংসারিক কাজ, অফিসের কাজ এবং অন্যান্য কাজের ক্ষেত্রেও লিস্ট তৈরি করে কাজ করার চেষ্টা
করুন। কর্মক্ষেত্রের কাজগুলো যদি আপনি লিস্ট করে করেন তবে অফিসের কাজ শেষ করে আপনি
ব্যক্তিগত কিছু সময় নিজের জন্যও রাখতে পারবেন।
২# স্বস্তিতে থাকতে পারেন

কোনো মিটিং বা ক্লাসে সময় মতো পৌঁছাতে না পারার ঘটনা আমাদের অনেক সময় মানসিক চাপ সৃষ্টি
করে। সময়ের জন্য যে মানসিক চাপে আমরা ভু গি সেটি থেকে রেহাই পাওয়ার জন্য লিস্ট করে কাজ
করা সবচেয়ে ভালো উপায়। ঠিক যতটু কু কাজ আপনি করতে পারবেন ততটু কু কাজের পরিকল্পনা
করুন। এতে করে কাজ আপনাকে কোনো মানসিক চাপে ফেলবে না এবং আপনি আপনার পছন্দসই
কাজগুলিতে সময়ও দিতে পারবেন। এতে করে আপনি দুশ্চিন্তামুক্ত ও স্বস্তিতে থাকতে পারবেন।

৩# সময় বাঁচান

ব্যস্ত শিডিউলের ক্ষেত্রে, লিস্ট করে আপনি আপনার ব্যস্ত দিন থেকে কয়েকঘন্টা নিজের জন্য বাড়িয়ে
নিতে পারেন। এবং নিজেকে কিছু ফ্রি টাইমও দিতে পারেন। যেমন- আপনি যদি বাজারের লিস্ট ছাড়াই
বাজার করতে যান তবে প্রয়োজনীয় কিছু জিনিসের কথা ভু লে যেতেই পারেন। পরবর্তীতে এই ভু লে
যাওয়া জিনিস আপনাকে আবার কিনে আনার জন্য বাজারে যেতে হবে। তাহলে বুঝতেই পারছেন, লিস্ট
তৈরি করে বাজার করলে আপনি অবশ্যই সময় বাঁচাতে পারবেন!

লিস্ট অফিসে উর্দ্ধ তনদের কাছে আপনার কাজকে দৃশ্যমান করে

৪# কর্মক্ষেত্রে আপনার কাজ দৃশ্যমান করে

অাপনার কাজের জন্য যথাযথ মূল্যায়ন পেতে চাইলে আজ থেকেই সমস্ত কাজ গুছিয়ে লিস্ট তৈরি
করুন এবং লিস্ট অনুযায়ী কাজ করুন। লিস্ট অফিসে উর্দ্ধ তনদের কাছে আপনার কাজকে দৃশ্যমান
করে। কোনো কাজের শেষ মুহূর্তে তাড়াহুড়া না করে যদি শুরু থেকেই গুছিয়ে কাজ করেন তবে আপনার
কাজ অবশ্যই ভালো হবে। আপনি কর্মক্ষেত্রেও প্রশংসিত হবেন। লিস্ট তৈরির করার ক্ষেত্রে এটি
অন্যতম।

৫# কাজের কথা মনে করিয়ে দেয়

যদি আপনার কাজের কথা ভু লে যাওয়ার সমস্যা থাকে তবে লিস্ট আপনাকে এই ভু লে যাওয়া
গুরুত্বপূর্ণ কাজের কথা মনে করিয়ে দেবে। এবং আপনি কখনোই কোনো গুরুত্বপূর্ণ কাজ বা অনুষ্ঠান মিস
করবেন না। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে লিস্ট তাদের পড়াশোনায় গতি রাখে। আপনি যাতে কোনো কিছু ভু লে
যেতে না পারেন সেক্ষেত্রে লিস্টের চেয়ে ভাল মাধ্যম আর কি হতে পারে?

৬# নির্ভ রযোগ্য থাকু ন

কখনো কখনো আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের কথাও ভু লে যাই । ব্যস্ততা
আপনাকে সময় ভু লিয়ে দেয়। প্রিয় মানুষটিকে সময় দেয়ার কথাও ভু লে যাই। লিস্ট অনুযায়ী কাজ
করুন, সময় বাঁচান সেইসাথে বাঁচিয়ে রাখুন সম্পর্ক । আপনার পছন্দের মানুষগুলির সাথে সময়
কাটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করে সেগুলি লিস্ট আকারে রাখতে পারেন। এতে করে আপনার
সম্পর্ক গুলিতে আপনি নিজেকে নির্ভ রশীল রাখতে পারেন।
৭# দক্ষতা বাড়িয়ে তু লুন

আপনি অফিসে বসেও কাজের লিস্ট করতে পারেন। সবসময়ই লিস্ট করার জন্য একটি কলম আর
কাগজ সাথে রাখুন। তাতে করে যখনই আপনার কোন গুরুত্বপূর্ণ কাজ কিংবা পরিকল্পনার কথা মাথায়
আসবে তখনই আপনি সেটা লিখে ফেলতে পারবেন। পরে ভু লে যাওয়ার সম্ভাবনা যেমন থাকবে না
তেমনিভাবে কাজ করার উদ্যমও পাবেন। আর এভাবেই আপনি আপনার কাজে দক্ষ হয়ে উঠতে
পারবেন। তবে মোবাইল ফোন কিংবা কম্পিউটারে লিস্ট তৈরি করার চাইতে কাগজে কলমে লিস্ট করাই
ভালো।

You might also like