Guideline

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

বাংলাদেশ ব্যাংক এডি, অফিসার, সিনিয়র অফিসার আইটি ও কম্পিউটার বিষয়ের প্রস্তুতি।

স্নাতক শেষ করে যখন আমি বিভিন্ন সরকারী চাকরির জন্য apply করতাম তখন প্রতিনিয়ত অনেক প্রতিযোগিতামূ লক
পরীক্ষা দিতে হয়েছে। যখন আমি পরীক্ষায় বসতাম, বেশিরভাগ প্রশ্ন সাধারণ ছিল তবে একটি সমস্যা ছিল যে প্রশ্নগুলি
সহজ হলেও আমি সঠিকভাবে স্মরণ করতে পারছিলাম না। আমি এই সমস্যা নিয়ে ভাবনাচিন্তা করেছি। পরে, আমি আমার
লেকচার শীট, নোট, পিপিটি, পিডিএফগুলিকে সাজাতে এবং আপডেট করতে থাকলাম। প্রচুর পরিমাণে ডকুমেণ্টস তৈরী,
সংশোধন করা অনেক কঠিন ছিল। সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, আমি প্রতিটি বিষয়গুলির একটি ছোট নোট এবং
গাইডলাইন প্রস্তুত করেছি, যা আমাকে চাকরির পরীক্ষায় ভাল করতে এবং সিলেক্টেড হতে ব্যাপকভাবে সহায়তা
করেছিল। আমি আমার নোট এবনং গাইডলাইনগুলিকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম এবং পরীক্ষার আগে অনেকটা চাপমু ক্ত
অনু ভব করতাম। এটা ছিল আমার বাংলাদেশ ব্যাংকে চাকুরী পাওয়ার আগের ইতিহাস। যাই হোক না কেন, কখনও কখনও
আমার আগের সহকর্মীরা, ভার্সিটির ছোট ভাই এবং অনেক আইটি ফ্রেশ গ্র্যাজু য়েটরা আমাকে পরামর্শের জন্য ফোন
করতেন। আমি আগে প্রস্তুত নোটগুলি তাদের সরবরাহ করেছিলাম। তারা সু বিধা পেয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করবে
কিছু দিন পরে, আমি একটি ধারণা পেয়েছি। আমি ভেবেছিলাম আমার ডকুমেন্টগুলি সবার কাছে সম্প্রচার করা উচিত। এটি
চাকরি প্রার্থীদের সময় সাশ্রয় করবে। আশা করছি আপ্ননারা উপকৃত হবেন। ভাল লাগলে অবশ্যই ফিডবেক দিবেন।

কম্পিউটার ও আইটি পার্ট ঃ

প্রিলিমিনারি কম্পিউটার ও আইটি পার্ট

এই পাট সহজ কঠিন মিলিয়ে আসে। তবে এখানে মাত্র ১০ টি প্রশ্ন থাকে যার ৩/৪ টা খু বই সহজ থাকে। এই পার্টে ৬/৭ টা
হলেই মনে করতে হবে আপনার পরীক্ষা ভাল হয়েছে।

কম্পিউটার পার্টে র জন্য যেটা করা উচিৎ

১। বিগত বছরের প্রশ্ন A to Z পড়ে ফেলতে হবে আর তাতেই ৪/৫ টা পারা যাবে।

২। ইন্টারমিডিয়েট আইসিটি বই থেকে নাম্বার সিস্টেম,লজিক গেট পড়লে উপকার পাবেন আর যদি পারেন পু রো বইটা
হালকা, পাতলা ধারণা রাখবেন।

৩|Examveda /Indiabix website থেকে কম্পিউটার পাট পড়লে অনেক উপকৃত হবেন। তবে এখান থেকে সব পড়া
যাবেনা বাছাই করে পড়তে হবে।

প্রয়োজনীয় বই পু স্তক:

 Easy Publication এর উচ্চ মাধ্যমিক কম্পিউটার বিজ্ঞান' বই।

 MP3 প্রিলিমিনারি বিজ্ঞান (কম্পিউটার ও তথ্য প্রযু ক্তি)।

 'Play Store' Apps: Class XI-XII ICT Book by Panjeree Publications, Computer
Fundamentals App
 CLOUD IT SOLUTION Preliminary + Written + Lab + Viva
 COMPACT IT Job Solution

 Dream's IT Job Solution

 The Power Of I T Jobs

Important Topics:

Windows, Software, Network, Web, Input & Output Devices, Acronyms, Shortcut Command,

Functional Key, Microsoft office (Word + Excel), Virus, Antivirus, language, Database, HTML,

C/C++ (Problem Solving, Output), OOP (Problem Solving, Output), Data Structures, Tautology,

DBMS, Networking, Cloud, Software Engineering, Microprocessor (less important), PHP/C#/.NET

(less important)

Solve all previous years’ questions.

উপরের টপিকগুলোতে Basic ভালো থাকলেই enough. সাথে একটু চর্চ া। যদি প্রশ্নকর্ত া হয় AUST তাহলে

PHP/C#/.NET এর উপর কিছু টা গুরুত্ব দিতে হবে।


Important Tips:

কম্পিউটার বিষয়টিতে পরীক্ষায় কমন পড়তে পারে প্রায় শতভাগ প্রশ্ন। তাই ডিটেইলস টেক্সটবু ক না পড়ে 'MP3

কম্পিউটার দিয়েই শুরু করুন। প্রচুর মডেল টেস্ট দিন। ডায়েরিতে রিভিশন দেয়ার জন্য শুধু আপনি যে উত্তরগুলো ভুল

দিয়েছেন সেগুলাে সম্পর্কে নােটস নিন। একটু বিস্তারিত পড়তে চাইলে Easy Publications এর উচ্চ মাধ্যমিক

কম্পিউটার বইটি সহায়ক হবে। সেলফোন লাইফ-স্টাইলে অভ্যস্ত হলে প্লে-স্টোর থেকে বেসিক কম্পিউটার এর উপর

ভাল রেটিং ও বেশিসংখ্যক বার ডাউনলোড হওয়া Apps ট্রাই করতে পারেন। উল্লেখ্য Apps থেকে পড়তে চাইলে আমার

সু পারিশ করা Apps গুলোও দেখতে পারেন ।

যেহেতু প্রশ্ন কমন পড়বেই, তাই কম্পিউটার টপিকের উপর সিলেবাসের অধ্যায়গুলাের গুরুত্বপূ র্ণ ১টি প্রশ্নোত্তরও যেন

আপনার অজানা না থাকে। আর অন্তত: ৫০টি মডেল টেস্ট দিন। এই টপিকে ১০ নম্বর পাবেন, এটা প্রায় নিশ্চিত।

তথ্য প্রযু ক্তির সিলেবাসের গভীরতা সু বিশাল। বলা হয়ে থাকে, গড়ে প্রতি ১৮ মাস পরপর চলমান প্রযু ক্তিতে পরিবর্ত ন

আসে। প্রযু ক্তির ক্রমশ ইভল্যুশন হচ্ছে। তাই নতুন নতুন তথ্য যােগ হচ্ছে বা পু রাতন তথ্যের বেশিরভাগই আপডেটেড

হচ্ছে। তাই বলে প্রযু ক্তিতে ভালাে মার্ক স পাওয়া যাবে না একথা বলছি না। সবচেয়ে ভাল হয়, 'ডট-কম' বু মের (dot com

boom) উপর অর্থাৎ ওয়েব সাইট ও মোবাইল এপ্লিকেশনের উপর ইতিহাস ভিত্তিক বেসিক প্রশ্নগুলো উত্তরসহ পড়ে

ফেলা। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শ্রেণির তথ্য প্রযু ক্তি লেখক-মু জিবু র রহমানের বইটি কাজে দেবে। চলমান ও পরিবর্ত শীল

প্রযু ক্তির উপর দখল আনতে চাইলে গত ২-৩ বছরের বিভিন্ন ব্যাংকার্স রিক্রুটমেন্ট' পরীক্ষায় কম্পিউটার ও তথ্য প্রযু ক্তির

উপর আসা প্রশ্নগুলাে পড়ে ফেলু ন । জব সল্যুশনস থেকে বেশি বেশি মডেল টেস্ট দিন। না পাড়া প্রশ্নগুলাে ডায়েরিতে

নোট করে বার বার রিভিশন দিন। কম্পিউটার এবং তথ্য প্রযু ক্তি অংশটি প্রকৌশলী মুজিবর রহমানের লেখা উচ্চ

মাধ্যমিকের কম্পিউটার টেক্সট বু ক ও রিটেনের গাইড বই মিলিয়ে পড়ুন। APPS, ICT Book (XI-XII) by Panjeree

Publications এর সহায়তা নিতে পারেন ।এভাবে পড়লে ভাল করবেন আশা করছি।

পরিশেষে একটা ছোট কথা, অনেকই ব্যাংক বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে যেয়ে হতাশ হয়ে পরেন বা ট্রাক

হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে আমি বলবো অধ্যবসায় ও ধৈর্য এ দুটি থাকলে সফলতা আপনারা দারপ্রান্তে আসবেই। ইন ট্রাকে

থাকার জন্য অলয়েজ ফেসবু কের জব এক্সাম এর গ্রুপ গুলোতে এড থাকবেন এবং আপনার মত প্রিপারেশন নিচ্ছে এরকম

মানু ষের সাথে ফ্রেন্ডশিপ করবেন। আসে পাসের সবার জব হয়ে যাচ্ছে, আমার হচ্ছেনা এরকমটা কখনোই ভাববেন না।
আসে পাসের সবার জব হচ্ছে মানে Next is my TURN. যেহেতু জব মার্কে টটা একটু বেশি কমপিটিটিভ, সময় একটু

লাগবেই। অলয়েজ আশাবাদী থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। Success is not only for Smart and/or

brilliant people, Success is also for people who are hardworking and perseverant. Success is what

successful people do. Best of luck.

You might also like