Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

বিগত প্রশ্নের প্যাটার্ন দেখে ধারণা করা যায় যে ২০০ মার্ক সের মধ্যে ৫০ টি MCQ (৫০ মার্ক স without

negative marking), ২ টি ম্যাথ (২০


মার্ক স), বাংলা ও ইংরেজি অনু বাদ (১৫ * ২ = ৩০ মার্ক স), আর বাকী ১০০ মার্ক স হচ্ছে CSE based. ওই ১০০ মার্ক সের মধ্যে যেসব Topics
থাকার সম্ভাবনা সেগুলো হচ্ছে-
C/C++ (Problem Solving, Output)
OOP (Problem Solving, Output)
Data Structures
Tautology
DBMS
Networking
Cloud
Software Engineering
Microprocessor (less important)
PHP/C#/.NET (less important)
উপরের টপিকগুলোতে Basic ভালো থাকলেই enough. সাথে একটু চর্চ া।
যদি প্রশ্নকর্ত া হয় AUST তাহলে PHP/C#/.NET এর উপর কিছু টা গুরুত্ব দিতে হবে।
MCQ এর ৫০ মার্ক সে থাকবে বাংলা (১০), ইংরেজী (১০), ম্যাথ (১০), সাঃজ্ঞান (১০), CSE (১০)।
এই হলো মোটামু টি সারমর্ম। এর উপর ভিত্তি করে আমরা যারা আবেদন করেছি তারা যদি এখন থেকেই সিরিয়াসলি শুরু করি তাহলে ভালো কিছু প্রত্যাশা
সম্ভব।

After graduation I sought jobs on the basis of competitive exams. When I sat fc exams, most of

the questions were common but there was a problem that I could not reminisce properly although

the questions were simple. I thought and thought to find out the answers. Later on I drove my

mind to the sheets, notes, ppts, pdfs that I had. It was so difficult to revise the large amount of

documents. To get out of the problem, prepared small note of every single subject These helped

me hugly to cut good figure in job exams. I felt confident on my documents and felt fresh before

exams. It was the previous history of my job.

Whatever, sometimes my previous colleagues, varsity younger brothers and many IT fresh

graduates used to phone me for suggestions. I provided them with the notes which I prepared

before. They got benefits and would express gratitudes After some days, I got an idea. I thought I

should broadcast my documents to all. It will save the job seekers' time. Then I discussed

regarding the issue with

আলহামদুলিল্লাহ। অভিনন্দন মোঃ কালাম কে 🙂💜💛 আমাদের ছাত্র-ছাত্রীদের সফলতায় আমরা গর্বিত 💜💜💜💜💜


⭕ বর্ত মান সময়ে ব্যাংক ক্যারিয়ার হিসেবে কতটুকু লু ক্রেটিভভ এন্ড প্রগ্রেসিভ সেটা বারিয়ে বলার কিছু নেই। এবং এ বিষয়ে আগে থেকে ফোকাস না থাকলে
পেড়ে উঠা একটু কঠিন বটে। ক্যারিয়ার চয়েজ এবং এ বিষয়ে মেন্টরিং করার জন্য একজন বড়ভাই থাকা জীবনে আশীর্বাদ বলে আমি মনে করি। একাডেমিক বা
পারসোনাল লাইফে কোন বড় ভাই না থাকলে, সঠিক দিকনির্দে শনা না পেলে যা হবার কথা ঠিক তাই ঘটেছে আমার সাথে। সু তরাং এই ব্যাংকিং বা সরকারি
সেক্টরে কখনই career গড়ার ইচ্ছে জাগেনি। চেয়েছিলাম ভালো MNC তে জব করব 😛 । কারণ graduation করে আবার সেই পড়াশোনা,
কমপিটিশন মানতেই পারতাম না 😣। কিন্তু graduation complete করে জব market e ঢু কতেই খেলাম ধাক্কা 😔। সরকারি চাকরি বা ব্যাংক
কোনটারই কোন preparation ছিলনা, তার মাঝে আবার math কে পেতাম ভয়। English, Math এগুলোতে আমি বরাবরই দুর্বল ছিলাম। ফেল
করার রেকর্ড ও আছে। নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারিনি এই English এবং Math এ টেনেটুনে পাশ করেছিলাম বলে।
✅ পরবর্তীতে কিসের এক নেশায় যেন তুমু ল পড়াশোনা শুরু করি এবং আমার স্পষ্ট মনে আছে SSC Test Exam এ English এ ২০০+
students এর মধ্যে আমি Highest মার্ক স পাই। Math এও পেয়েছিলাম A+. Class এর English Teacher আমাকে খু জেছিল Who is
Kalam Hossain ( খারাপ student ছিলাম বলে স্যার আমাকে চিনতো না 😪). এরপর SSC HSC দুটোতেই A+ পেয়ে Dhaka
University তেও চান্স পাই। সো এত কিছু শুনে নিশ্চয়ই বু ঝতে পেরেছেন যে আমি brilliant student ❌ নই বাট অবশ্যই Hard
working. ☑
✅ আমি HSC Exam শেষ করার আগেও Dhaka University সম্পর্কে তেমন আইডিয়া ছিলোনা, ও-ই যে সে বড়ভাই বা মেন্টর না থাকার
কারনে। Proper Guideline যে কতটা গুরুত্বপূ র্ণ সেটা খু ব ভালো ভাবেই বু ঝতে পেরেছি আমি।
➡ সো Graduation শেষ কেরে চাকুরির বাজার দেখে খু বই হতাশ হয়ে পড়ি। এদিকে আবার Math-এ দুর্বল 📛 ।
➡ সবাই টুপ টাপ জব পাচ্ছিলো আর আমি বেকার। সো বাধ্য হয়ে ব্যাংক ও সরকারি চাকরির দিকে পা বাড়াতে হয় এবং আমার একটা আত্মবিশ্বাস ছিলো যে
আমি যদি মনে প্রানে চেষ্টা করি Nothing is impossible to me. যেই কথা সেই কাজ। তখনো দিকনির্দে শনার অভাবে ছিলাম। Facebook-এ
বিভিন্ন গ্রুপ গুলোতে ঘু রে বেড়াতাম আর ম্যাথ শেখার চেস্টা করতাম। একদিকে শিখতাম আর আরেক দিকে ভুলে যেতাম। সময়ও লাগতেছিলো প্রচুর। এরকম
সময়েই সন্ধান পাই সম্পূ র্ণ নতুন একটি Coaching সেন্টারের। নাম #Eclectic_Education. তাদের একটা সেমিনারে জয়েন করি এবং তাদের
আন্তরিকতা খু বই ভালো লাগে আমার। ঠিক যেন বড় ভাইয়ের মতো। দেরি না করে ভর্তি হয়ে গেলাম।
👬 সেখানে দেখা হলো Md Moajjem Hossain Sarkar (Who is an example of how you can pick your success
reasonably by effective use of your competency) এবং Shakil Chowdhury (Who is an example of how
you can think differently and rule over your destiny) ভাইদের সাথে। তারা দুজনেই ছিলেন আমার কাছে সফলতার এক অনন্য
দৃষ্টান্ত। 👼 এখানেই চলে আসেনি সফলতা, শুরু হয় নতুন এক চেলেন্জ। ইউনিভার্সিটি এডমিশন টেস্টে ইংরেজির জন্য যা শিখেছিলাম সেগুলো আবার ঝালাই
করতে লাগলাম + সাথে ছিলো মোয়াজ্জেম ভাইয়ার নির্দে শনা। যেখানেই শিখি যাই শিখি সাথে সাথে vocabulary + language structure গুলো
লক্ষ্যকরে শিখেনেয়া for grammatical purpose & Free handwritings / focus writing purpose.
✅ আর গনিতে আমি সম্পূ র্ণ দুর্বল। কিন্তু শাকিল ভাইয়ার শেখানোর টেকনিক ছিলো আমার সেই দুর্বলতা কাটিয়ে উঠার কৌশল।🙂 তিনজন-চারজন না, I
believe, একজন সফল ব্যাক্তিকে 💯 অনু সরণ করলেই ঐ বিষয়ে দুর্বলতা কাটিয়ে সফল হওয়া সম্ভব। সো শাকিল ভাইয়ার দেয়া নির্দে শনা আমি পরিপূ র্ণ
ভাবে অনুসরণ করতাম। ঠিক যেমনটি ভর্তি পরীক্ষার সময় করতাম।
✅ ক্লাসে দেয়া লেকচার শিট গুলো ফার্স্ট টু লাস্ট হাতে কলমে করতাম + নোট করতাম। ভাইয়ার কথামতো একই ম্যাথ গুলো বার বার করতাম যাতে ঐ
ম্যাথ গুলো সল্ভ করার থিংকিং প্রসেসটা পু রোপু রিভাবে মাথায় সেট হয়ে যায় এবং খু ব কম সময়ে করে ফেলতে পারি। লেকচার শিট ছাড়াও বিভন্ন পাস্ট ইয়ার
+ ওয়েবসাইট ম্যাথ ঘেটে প্রবলেম বের করে ক্লাসে ভাইয়া কে দিয়ে সল্ভ করাতাম। ভাইয়া আরেকটা জিনিস শিখাতো, সেটা হচ্ছে একই ম্যাথ কিভাবে
কতগুলো ওয়েতে থিংক করা যায় এবং সল্ভ করা যায়। আর এখানেই দেখা পেতাম ক্রিয়েটিভ থিংকিং প্রসেসের। ম্যাথের বেসিক ক্লিয়ার করা এবং এক ম্যাথের
সাথে অন্য রিলেট করে শিখাটা অন্যতম টেকনিক যেটা শাকিল ভাই খু ব ভালো ভাবেই শিখিয়েছেন।
⭕ অনেকেই MCQ নাকি written ম্যাথ, কোনটা রেখে কোনটা করবে দিশেহারা হয়ে যায়। Written math নিয়ে অামি একেবারেই চিন্তিত ছিলাম
না। কারন শাকিল ভাই বলেছিল যেভাবে চিন্তা করে MCQ ম্যাথ সল্ভ করেন ঠিক সেই প্রসেসটা লিখে দিতে পারলেই Written ম্যাথ হয়ে গেলো। যদিও
Written ম্যাথে অনেকটা টুইস্টিং থাকে কিন্তু প্রাকটিস করলে ঠিক হয়ে যায়। আর একটি বিষয়, আমি কখনোই একই ক্লাস দুবার হলে মিস করতাম না,
কারণ একটি ক্লাসে একজন টিচারের দেয়া লেকচার ১০০% নেয়া পসিবল হয়না। সু তরাং রিপিট ক্লাস হওয়া মানে এনাদার অপরচুনিটি টু লার্ন ১০০%.
⭕ এ পর্যন্ত অগনিত পরীক্ষা দিয়েছি। যতই ভুল করেছি ততোই শিখেছি, Every attempt to learn may not result in learning, but
every mistake is must be a Learning. এখন ভুল করি, এখন শিখছি, আরো শিখবো। Competitive exam গুলোতে ম্যাথ এবং
ইংরেজিতে ভালো করার কোন বিকল্প নেই।
⭕ বাংলা, জিকে, কম্পিউটার এগুলোতে দুর্বলতা চাইলেই দ্রুত একং টেকনিক করে পড়ে সর্ট -কাট ওয়েতে শেষ করতে পারা যায় কিন্তু ইংরেজি এবং ম্যাথ
এগুলোতে জেনু ইন পারদর্শিতা লাগে সো এক্ষেত্রে সর্ট -কাট নেই বল্লেই চলে।
⭕ অনেকই ব্যাংক বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে যেয়ে হতাশ হয়ে পরেন বা ট্রাক হারিয়ে ফেলেন। ❎
⚛ সেক্ষেত্রে আমি বলবো অধ্যবসায় ও ধৈর্য এ দুটি থাকলে সফলতা আপনারা দারপ্রান্তে আসবেই। ইন ট্রাকে থাকার জন্য অলয়েজ ফেসবু কের জব এক্সাম এর
গ্রুপ গুলোতে এড থাকবেন এবং আপনার মত প্রিপারেশন নিচ্ছে এরকম মানু ষের সাথে ফ্রেন্ডশিপ করবেন।
⭕ আসে পাসের সবার জব হয়ে যাচ্ছে, আমার হচ্ছেনা এরকমটা কখনোই ভাববেন না। আসে পাসের সবার জব হচ্ছে মানে Next is my TURN.
যেহেতু জব মার্কে টটা একটু বেশি কমপিটিটিভ, সময় একটু লাগবেই। অলয়েজ আশাবাদী থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। Success is not
only for Smart and/or brilliant people, Success is also for people who are hardworking and
perseverant.
বাংলাদেশ ব্যাংক এডি, অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার ক্যাশের প্রস্তুতি।
বাজেটের উপর থেকে একটা ফোকাস রাইটিং আসতে পারে। তাই এবার এই রকম একটা লেখা নোট করে নেব। মনে রাখবেন এক্সাম হলে আপনি চাইলেও
অনেক বেশি লিখতে পারবেন না। তাই কমে সময়ে দ্রুত লেখার জন্য বাসায় বসে ঘড়ি ধরে লিখা প্রাক্টিস করবেন। তাহলেই আপনি এক্সাম হলে একটা বিশাল
সুবিধা পাবেন। মতামত দিতে ভুলবেন না। আর এখানে অনেক বড় বাক্য ব্যবহার করা হয়েছে, যা চাইলে আপনি ব্যাবহার না করতে পারেন। ধন্যবাদ সবাইকে।
Amid the global pandemic caused by COVID 19, the ruling party has proposed the national budget,
passed at the national parliament. Budget for fiscal year 20-21 – while featuring the highest
significance in health, agriculture and employment sectors - has set an aim of acquiring 8.2%
growth, which seems illusory to many finance and economy experts.
The 49th budget embodies many features including a corona-package of TK 103117 crore to
restructure the destroyed economy caused by Amphan and COVID 19 and to create more
employment opportunity. Of the TK 568000 crore budge, 36.11% will be utilized for Annual
Development Program (TK 25145 crore) , in which transportation, infrastructure, health and power
received the highest significance. Of the TK 190000 crore (33.11% of total budget) deficit budget,
the highest income will derive from National Board of Revenue applying VAT, Income Tax and
Import Duties to generate income for Bangladesh. Moreover, estimated inflation rate is 5.4% while
keeping extra TK 5000 crore is allocated for Padma Bridge project, connecting over 16 districts to
the capital. This budget also features allocation for 10 mega projects including Payra deep sea port,
Ruppur nuclear power plant, metro rails etc. Key features also include income tax free limit Tk
300000 for common people which is TK 350000 for women and freedom fighters.
However, some pivotal facts actually question the fruitful application of money because, in recent
times, many events including corruption in health sector - for instance, charging higher price to
purchase medical equipment – skyrocketing amount of default loan, unprecedented price hiking of
consumer goods and so on have created discontentment in the minds of people.
Finally, countries that have been successful in fighting COVID 19 have triumphed because of their
holistic approach and immaculate application of health – guidelines including maintaining social
distance, using mask in public place and lockdown. Maintaining these issues is of great significance
because the aim of this budget can be attained only when we have overcome the deadly pandemic.
In sum, the faster we respond to this deadly disease, the faster the name of this budget comes true.
শব্দঃ ৩৪৬ টি

কম্পিউটার অংশের প্রস্তুতি:

Windows, Software, Network, Web, Input & Output Devices, Acronyms, Microsoft office,

Virus, Antivirus, language, Database, HTML

You might also like