Download as txt, pdf, or txt
Download as txt, pdf, or txt
You are on page 1of 1

১) BSMMU: প্রতিদিন সকাল ৮ টায় পরেরদিনের জন্য এপয়েন্টমেন্ট নিতে পারবেন নিচের লিংকে গিয়ে। সাধারণ

রোগী, চিকিৎসকের জন্য আলাদা সেকশন করা আছে। আলাদা আলাদা টাইম মেনশন করা আছে। নিজের পছন্দমত টাইম
সিলেক্ট করতে পারবেন। তবে এক মোবাইল নাম্বার দিয়ে একবার এপয়েন্টমেন্ট নিয়ে যদি অনুপস্থিত থাকেন তবে
দ্বিতীয় বার সেই মোবাইল নাম্বার থেকে এপয়েন্টমেন্ট গ্রহণ নাও করা হতে পারে(এমন সতর্কবাণী দেয়া আছে)। তবে
জাস্ট ৮ টায় শুরু না হয়ে আরো পরে শুরু হয় অনেক সময়। এজন্য জাস্ট সকাল ৮ টা থেকে ১০:৩০ পর্যন্ত
কন্টিনিউয়াসলি ট্রাই করে যাবেন।
লিংক: BSMMU Fever Clinic Online Appointment

২) Ibn Sina Medical College Hospital: হসপিটালের একটা হটলাইন আছে: 10615, সকাল ৮ টায় কল
দিয়ে পরের দিনের জন্য সিরিয়াল দিতে হয়। আরেকটা অপশন হল Google Play Store থেকে Ibn Sina
Doctor Appointment এপ ডাউনলোড করে নিন। এরপর নিচের নির্দেশনা ফলো করে সকাল ৮ টায় এপয়েন্টমেন্ট
নেয়ার চেষ্টা করুন।
#Steps: Doctors Appointment > Ibn Sina Medical College Hospital > Select From
Doctor List > COVID-19 Test Booking.

৩)Square Hospital: সপ্তাহে তিন দিন স্যাম্পল কালেকশন করা হয়। রবি, মঙ্গল ও শুক্রবার।

৪) Lab Aid/Anwar Khan Modern/United Hospital etc: এগুলো তে শুধুমাত্র সাসপেক্টেড ভর্তি
রোগীদের টেস্ট করা হয়। কোনো আউটডোর রোগীর টেস্ট করা হয় না।

৫) কিছু প্রতিষ্ঠান আছে যারা বাসায় এসে স্যাম্পল কালেকশন করেন। সেগুলোর নাম এবং নাম্বার দিচ্ছি।
Quote:

*PRAAVA HEALTH: 10648 or, 01886555200 (লেখকের তথ্য অনুযায়ী ৮ই জুন পর্যন্ত এপয়েন্টমেন্ট বুকড)
*DMFR Molecular Lab (Sobhanbag, Dhanmondi): 10649 or, 01958316377
*CSBF Health Centre: 01730717009
*UHDP: 01993319510

Praava Health এবং CSBF Health Centre উভয়েই ৪,৫০০ টাকা চার্জ নিয়ে থাকে, বাকি ২টি প্রতিষ্ঠানের
চার্জ সম্পর্কে এখনো কনফার্ম হতে পারিনি।

৬) মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিন বিনামূল্যে ৫০টি টেস্ট করা হয়। সকাল ৯টা থেকে টিকেট দেয়া
শুরু হয় এবং প্রথম ৫০ টিকেটধারী রোগী টেস্ট করানোর সুযোগ পায়। সাধারণত ভোর ৫-৬টা থেকে লাইনে
দাঁড়ানো শুরু হয়।

৭) ব্র্যাকের আন্ডারে কিছু স্যাম্পল কালেকশনের বুথ চালু করা হয়েছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। পোস্টে
সংযুক্ত ছবি তে সেই তালিকা টি পাবেন। তালিকায় দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে ঐ সব বুথে গিয়ে
স্যাম্পল দিয়ে আসতে পারেন।

৮) এছাড়াও আরো বেশ কিছু সরকারি/বেসরকারি হাসপাতালে যোগাযোগের নাম্বার এবং কোভিড-১৯ এ আক্রান্ত
ব্যাক্তি বহনকারী এ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম এবং নাম্বার ছবিতে উল্লেখ করা হলো।

You might also like