Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

A#m D#m C# F#

কোথাও বাঁশি বাজছিল, হাওয়ারা খুব হাসছিল


আমার ছিল বন্ধ কপাট, অন্ধ চোখে রাত ছিল X 2

তবু কেন ও বাঁশি উদাসী আমায় ডাকছিল


আমার ছিল বন্ধ কপাট, অন্ধ চোখে রাত ছিল

কোথাও বাঁশি বাজছিল, হাওয়ারা খুব হাসছিল


আমার ছিল বন্ধ কপাট, অন্ধ চোখে রাত ছিল

আমি তো অচিনপুর, তেরো নদী সমুদ্দর


ু দূরে
ছিলাম অতল ঘুমঘোরে
ভেবেছি জানবে না লোক, আমাকে ছোঁবে না শোক,
ভেবে নেব কেউ কোথাও রোদ্দুরে হাসছিল
আমার ছিল বন্ধ কপাট, অন্ধ বাতস হাসছিল

কোথাও বাঁশি বাজছিল, হাওয়ারা খুব হাসছিল


আমার ছিল বন্ধ কপাট, অন্ধ চোখে রাত ছিল

আমি যে গল্পহীন, এ হৃদয় বৃষ্টিহীন নদী


নিজের ভেতরে আড়াল খুঁজি
ঢাকি মুখ অন্তরালে, কে তবু পিছু টনে
কে তবু মরন হয়ে আমাকে ডাকছিল
আমার ছিল বন্ধ কপাট, অন্ধ বাতস হাসছিল

কোথাও বাঁশি বাজছিল, হাওয়ারা খুব হাসছিল


আমার ছিল বন্ধ কপাট, অন্ধ চোখে রাত ছিল X2

তবু কেন ও বাঁশি উদাসী আমায় ডাকছিল


আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল

কোথাও বাঁশি বাজছিল, হাওয়ারা খুব হাসছিল


আমার ছিল বন্ধ কপাট, অন্ধ চোখে রাত ছিল

You might also like