Bangla MCQ Exam

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 11

অপরিচিতা

1. অনপমকে কিসের সাথে তু লনা করা হয়?

ক। শিমল ফু ল

খ। শিমুল ফল

গ। মাকাল ফল

ঘ। মাকান ফল

2. অনুপমের বাবা কি ছিলেন?

ক। ডাক্তার

খ। উকিল

গ। শিক্ষক

ঘ। পণ্ডিত

3. কত বছর বয়সে অনুপমের বিশেষ মূল্য প্রতিভাত হয়?

ক। ২০

খ। ২১

গ। ২৭
ঘ। ২৩

4. মামার বয়স কত বছর?

ক। ৩০

খ। ৩২

গ। ৩৩

ঘ। ৩৪

5. কল্যাণীকে কীভাবে মূল্যায়ন করা হয়েছে?

ক। দীপ্তী নির্মলতায়

খ। সৌন্দর্যের সূচিতায়

গ। তরুমর্মরতায়

ঘ। রজনীগন্ধার শুভ্রতায়

6. কল্যাণী রেলওয়ে কর্মচারীর সাথে কোন ভাষায় কথা বললো?

ক। বাংলা

খ। ইংরেজি

গ। হিন্দি
ঘ। উর্দু

7. কল্যাণী স্টেশন মাস্টারের সাথে কোন ভাষায় কথা বললো?

ক। বাংলা

খ। ইংরেজি

গ। হিন্দি

ঘ। উর্দু

8. গাড়ি কোথায় এসে থামল?

ক। কানপুর

খ। কমলাপুর

গ। কালপুর

ঘ। কোন্নগর

9. প্রাদোষ শব্দের অর্থ কি?

ক। সকাল

খ। কলিকাল

গ। পাকস্থলী
ঘ। সন্ধ্যা

10. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে?

ক। রবীন্দ্রনাথ ঠাকু র

খ। প্রমথ চৌধুরী

গ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ। শামসুর রাহমান

11. অপরিচিতা গল্প কার জবানীতে লেখা?

ক। প্রথম পুরুষ

খ। দ্বিতীয় পুরুষ

গ। মধ্যম পুরুষ

ঘ। উত্তম পুরুষ

12. গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি?

ক।অনুপমের সাথে কল্যানীর বিবাহ ভাঙ্গন

খ। দুজনের ট্রেনে দেখা

গ। শম্ভু নাথ সেনের কল্যাণীকে অনুপমের সাথে বিয়ে দিতে অসম্মতি


ঘ। শেষাংশ

13. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি?

ক। প্রতিপত্তি

খ। প্রভাব

গ। বিচক্ষণতা

ঘ। কূ টবুদ্ধি

14. স্বর্ণকারকে গল্পে কি বলা হয়েছে?

ক। সেকার

খ। সেকারা

গ। সেকরা

ঘ।সকার

15. লোক-বিদায় মানে কি?

ক। লোক বিদায় করে দেয়া

খ।বিয়ের দাওয়াতে অাসা মেহমানের বিদায়

গ। পাওনা অাদায়
ঘ। পাওনা পরিশোধ

16. বিয়ের সময় অনুপমের বয়স কত?

ক। ২৫

খ। ২৩

গ। ২৭

ঘ। ২০

17. "ব্যক্তিত্বহীন ও পরনির্ভ রশীল" এ বৈশিষ্ট্য কার সাথে যায়?

ক। মামা

খ। অনুপম

গ। অনুপমের মা

ঘ। কোনোটিই নয়

18. কয় মিনিট পর গাড়ি অাসল?

ক। ৩-৪

খ। ৫-৬

গ। ২-৩
ঘ। ১-২

19. অনুপমের পিতার সম্পত্তি ভোগ করার সময় নিমেষমাত্র না পাওয়ার


মধ্যে কী ফু টে উঠেছে?

ক। কর্মে ব্যস্ত নয়

খ। সম্পত্তি অর্জ নেই জীবন পার

গ। অকাল মৃত্যু

ঘ। বড় হিসেবি জীবন

20. বিয়ের অাসরে অনুপম মামাকে কী হিসেবে অভিহিত করেছে?

ক। সংসারের কাণ্ডারি

খ। মূর্তি মতী মাতৃ -অাজ্ঞা

গ। পাত্রের একমাত্র অভিভাবক

ঘ। পাত্রের সংসারের ফল্গুধারা

21. অপরিচিতা গল্পের লেখক তার পিতার পরিচয় ফু টিয়ে তু লতে যা


বলেছেন-

i) তিনি এককালে গরিব ছিলেন

ii) ওকালতি করে প্রচু র টাকা রোজগার করেন


iii) তিনি উপার্জি ত টাকা ভোগ করার নিমেষমাত্র সময় পাননি

কোনটি সঠিক?

ক। i) ও ii)

খ। i) ও iii)

গ। ii) ও iii)

ঘ। i), ii) ও iii)

22. অপরিচিতা গল্পের নায়িকা কোন ক্লাসের যাত্রী ছিলেন?

ক। 1st

খ। 2nd

গ। 3rd

ঘ। VIP

23. অনুপম কি পাস?

ক। বিএ

খ। এমএ

গ। এমএড
ঘ। ডাক্তারি

24. বিনু অনুপমের কি?

ক।মাসতু তো ভাই

খ। পিসতু তো ভাই

গ। বন্ধু

ঘ। মামা

25. অপরিচিতা গল্পে "উমেদারি" বলতে কি বুঝানো হয়েছে?

ক। মোসাহেবি

খ। প্রত্যাশী

গ। চাকরির অাশায় ঘুরাঘুরি

ঘ। পাণিপ্রার্থী

26. অপরিচিতা গল্পে পদক্ষেপের ইতিহাসে কার পদক্ষেপের কথা বলা


হয়েছে?

ক। কথকের

খ। জীবনের

গ। ভ্রমরের
ঘ। মৌমাছির

27. কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে অান্দামান দ্বীপের অনর্গত মনে


করায় মামার চরিত্রে কোন বৈশিষ্ট্য ফু টে উঠেছে?

ক। উচ্চমার্গ

খ। কূ পমণ্ডূকতা

গ। উচ্চবর্ণের দেমাগ

ঘ। কু সংস্কারে অাকীর্ণ

28. রবীন্দ্রনাথ ঠাকু র কত বছর বয়সে ভিখারিনী গল্পটি রচনা করেন?

ক। ১৪

খ। ১৫

গ। ১৬

ঘ। ১৭

29. "গল্পগুচ্ছ "তে কতটি গল্প সংকলিত হয়েছে?

ক। ৩৫

খ। ৭৫

গ। ৯২
ঘ। ৯৫

30. রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি?

ক। গল্পগুচ্ছ

খ। শেষের কবিতা

গ।মুক্তধারা

ঘ। মুসলমানির গল্প

You might also like