1st Chapter Half

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

ম্যানেজমেন্ট ১ম পত্র

অধ্যায় -০১ (অর্ধেক)

১. ইংরেজি "Business" শব্দের অর্থ কি?

ক. ব্যবসায়

খ. কোনো কাজে ব্যস্ত থাকা

গ. ব্যবসায় সহায়ক কার্যাবলী

ঘ. ব্যস্ত থাকা

২. উৎপাদন সংক্রান্ত কাজ কিসের মাধ্যমে হয়?

ক. শিল্প

খ. ব্যবসায়

গ. ক্রয়-বিক্রয়

ঘ. বাণিজ্য

৩. শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

ক. রুপগত

খ. স্বত্বগত

গ. কালগত

ঘ. স্বত্বগত
৪. উৎপাদনের বাহন কোনটি?

ক. বাণিজ্য

খ. ব্যবসায়

গ. শিল্প

ঘ. পণ্য

৫. ক্রয়-বিক্রয় এর মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়?

ক.ব্যক্তিগত

খ. সেবাগত

গ. কালগত

ঘ.রুপগত

৬. ব্যাংক এর মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়?

ক. সেবাগত

খ.কালগত

গ. স্থানগত

ঘ. অর্থগত

৭. ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয় কিসে?

ক.ব্যাংক
খ. লোকসান

গ. বিমা

ঘ. ক্রয়-বিক্রয়

৮. গুদামজাতকরণ এর মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়?

ক. স্থানগত

খ. কালগত

গ.ঝুঁকিগত

ঘ. স্বত্বগত

৯. জ্ঞানগত উপযোগ কিসে সৃষ্টি হয়?

বিমা

ক.ব্যাংক

খ। প্রচার

গ. বিজ্ঞাপন

ঘ. শিক্ষা

১০. ব্যবসায় কে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২

খ. ৩
গ. ৪

ঘ. ৫

১১. নকল বই ছাপিয়ে বাজারে বিক্রি কি?

ক. ব্যবসায়

খ. ব্যবসায় নয়

১২. পুকু র ভাড়া নিয়ে মাছ চাষ কি?

ক. ব্যবসায়

খ. ব্যবসায় নয়

১৩. কোনটি সঠিক?

ক. B= {I+{T+{IT

খ. B=I+{T+{IT

গ. B=-{I+{T+{AT

ঘ. B={I+{T+{AT

১৪. কোনো বিষয়ের সাধারণ বৈশিষ্ট্যকে কি বলে?

ক. পর্যায়

খ. প্রকৃ তি

গ. কোনোটিই নয়
১৫. অায় থেকে খরচ বাদ দিলে যা থাকে তাকে কি বলে?

ক. অায়

খ. ব্যয়

গ। মুনাফা

ঘ. ক্ষতি

১৬. ব্যবসায়ের ভূ ষণ কোনটি?

মুনাফা

ক. উৎপাদন

খ. সুনাম

গ. ক্রয়-বিক্রয়

১৭. বৈদেশিক বাণিজ্য কয় ভাগে বিভক্ত?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

১৮. পাইকারি ব্যবসা কে কি বলা যায়?

ক. বাণিজ্য
খ. বিনিময়

গ. অভ্যন্তরীণ বাণিজ্য

ঘ. ব্যবসায়

১৯. গুদামজাতকরণ কি?

ক. পণ্য বিনিময়

খ. ক্রয় বিক্রয়

গ. পরিবহন

ঘ. পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী

২০. নিচের কোনটির কোনো বিভাজন নেই?

ক. ট্রেড

খ. বাণিজ্য

গ. পরোক্ষ সেবা

ঘ. প্রত্যক্ষ সেবা

You might also like