Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

অতিথির স্মৃতি

প্রশ্ন ১: শরৎচন্দ্র চট্রোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কী ? "অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেলো না। "-কেন ?

উত্তর: "অতিথির স্মৃতি "- এর লেখক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় দেওঘরে যান বায়ু পরিবর্ত নের জন্য।

দেওঘরে পথ চলতে গিয়ে একটি কু কু রের সঙ্গে লেখকের পরিচয় ঘটে। পথে লেখক প্রাণীটির সঙ্গে অনেক কথা
বলেন এবং সেও লেজ নেড়ে নেড়ে জবাব দেয়। কিন্তু যখন লেখক কু কু রটিকে নিয়ে বাড়িতে এলো এবং প্রবেশ করার জন্য
বললো , কু কু রটি বাইরে দাঁড়িয়ে থাকে। কারণ নতু ন পরিচয়ের সংকোচ ও ভয় কু কু রটি কাটাতে পারেনি। এই সংকোচ ও
ভয় থেকে কু কু রটি কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পেলো না।

প্রশ্ন ২: শরৎচন্দ্র চট্রোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? লেখক দেওঘর থেকে বিদায় নিতে
নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন?

উত্তর: শরৎচন্দ্র চট্রোপাধ্যায় সাহিত্য প্রতিভার স্বীকৃ তি হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ
করেন।

দেওঘরে পথ চলতে গিয়ে একটি কু কু রের সঙ্গে লেখকের পরিচয় ঘটে। পথে লেখক প্রাণীটির সঙ্গে অনেক কথা
বলেন এবং সেও লেজ নেড়ে নেড়ে জবাব দেয়। কু কু রটিকে তিনি অতিথি হিসেবে বর্ণনা করেন। এই ভাবে কু কু রটির সাথে
লেখকের খুব ভালো সম্পর্ক তৈরি হয়। ফলে চলে আসার সময় হলেও লেখক প্রাণীটিকে ছেড়ে আসতে কষ্ট অনুভব
করেছিলেন। এই কারণে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন

You might also like