কার্যনির্বাহী পরিষদের সদস্যদের দায়িত্ব

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

কার্যনির্বাহী পরিষদের সদস্যদের দায়িত্ব

প্রেসিডেন্ট
১. একজন প্রেসিডেন্ট ক্লাবের প্রধান হিসেবে গণ্য হবে।
২. তিনি সকল সভার আহবান জানাবেন বা আহবান জানানোর নির্দে শনা প্রধান করবেন।
৩. ক্লাবের দৈনন্দিন সকল কাজের দায়ভার তিনি বহন করবেন।
৪. ক্লাবের সকল কার্যক্রম প্রেসিডেন্টের নেতৃত্বে অনু ষ্ঠিত হবে।

ভাইস প্রেসিডেন্ট
১. প্রেসিডেন্ট এর কাজের সর্বাত্নক সহযোগিতা করবেন।
২. প্রেসিডেন্ট এর অনু পস্থিতিতে প্রেসিডেন্টের সকল দায়িত্ব পালন করবেন।
৩. ক্লাবের দৈনন্দিন সকল কাজের দায়ভার তিনি প্রেসিডেন্টের সাথে সমানভাবে বহন করবেন
৪. ক্লাবের গঠনতন্ত্রের প্রতিটি ধারার প্রয়োগ নিশ্চিত করবেন।

জেনারেল সেক্রেটারি
১. তিনি ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্ত া হিসেবে বিবেচিত হবেন।
২. তিনি প্রেসিডেন্ট এর সাথে পরামর্শের মাধ্যমে ক্লাবের সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবেন।
৩. তিনি প্রয়োজনে অন্যান্য সকল সেক্রেটারির উপর দায়িত্ব অর্পন করবেন।
৪. এছাড়াও তার উপর আরোপিত সকল দায়িত্ব তিনি পালন করবেন।

অরগানাইজিং সেক্রেটারি
১. তিনি ক্লাবকে সু দৃঢ় করার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমিকা পালন করবেন।
২. ক্লাবের যেকোনো কার্যক্রম আয়োজন ও পরিচালনার যাবতীয় দায়িত্বে নেতৃত্ব দিবেন।
৩. ক্লাবের সদস্য বৃ দ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

জয়েন্ট সেক্রেটারি
১. ক্লাবের সকল প্রশাসনিক দায়িত্ব তিনি পালন করবেন।
২. প্রেসিডেন্টের কাছে ক্লাবের সমস্ত কার্যক্রমের হলফনামা দায়ের করার জন্য তিনি দায়বদ্ধ।
৩. তিনি জেনারেল সেক্রেটারির সহযোগে সকল সেক্রেটারির কার্যনির্ধারণ এবং বাসস্তবায়নে
ভূমিকা পালন করবেন।
কো-অর্ডি নেটর
১. তিনি ক্লাবের সকল কর্মকান্ড কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সমন্বয়কারী হিসেবে ভূমিকা
পালন করবেন।
২. সকল সেক্রেটারিদের ভেতর সংযোগ ও সমন্বয় সাধন করবেন।

সেক্রেটারি অফ অলিম্পিয়াড্‌স
তিনি অলিম্পিয়াডে ক্লাব সদস্যদের আগ্রহী ও দক্ষ করে তোলার উদ্দেশ্যে যাবতীয় কার্যক্রম
পরিচালনা করবেন এবং নেতৃত্ব দিবেন।

সেক্রেটারি অফ আইকিউ
তিনি ক্লাবের সকল সদস্যদের মেধা অন্বেষণ এবং বু দ্ধিবৃ ত্তি উন্নয়নসহ এসকল কার্যক্রম
পরিচালনা এবং নেতৃত্ব দিবেন।

সেক্রেটারি অফ ব্রেইন গেমস


তিনি ক্লাবের সকল ধরনের কৌশলগত খেলা যেমন- দাবা, সু ডোকু, রুবিক্স কিউব ইত্যাদি
বিষয়ক সকল কার্যক্রমের পরিচালনা এবং নেতৃত্ব দিবেন।

সেক্রেটারি অফ গ্রাফিক ডিজাইন


তিনি ক্লাবের সকল ধরনের সম্পাদনা, প্রদর্শনী এবং বিষয়বস্তু সংশোধন ও সংযোজন করবেন।

সেক্রেটারি অফ পাবলিক স্পিকিং


তিনি ক্লাবের সকল ধরনের প্রচারণা এবং সম্মু খ বক্তৃতা প্রদানসহ যাবতীয় কার্যক্রমের
পরিচালনার দায়িত্ব পালন করবেন।

সেক্রেটারি অফ অফিস সাপোর্ট অ্যান্ড ডকুমেন্টেশন


তিনি সকল কার্যক্রমের কার্যবিবরণী লিপিবদ্ধ করবেন এবং যাবতীয় নথিপত্র সংরক্ষন করবেন।
সেক্রেটারি অফ ফটোগ্রাফি
ক্লাবের কার্যক্রমের যাবতীয় ছবি তোলা, ভিডিও চিত্র ধারণ এবং এডিটিং এর দায়িত্ব তিনি পালন
করবেন।

সেক্রেটারি অফ ল’ অ্যান্ড ডিসিপ্লিন


ক্লাবে শান্তি ও শৃ ঙ্খলা বজায় রাখা এবং এ যাবতীয় সকল দায়িত্ব পালন করবেন।

ট্রেজারার
তিনি সদস্য ফি সংগ্রহ, বিভিন্ন উৎস হতে প্রাপ্ত অনু দান ও তহবিল সংরক্ষনের দায়িত্বের
পাশাপাশি ক্লাবের বাজেট নিয়ন্ত্রনের দায়িত্বে গুরুত্বপূ র্ণ ভূমিকা পালন করবেন।

স্লোগানঃ
ক্লাবের স্লোগান - “Make Math your Path”
প্রতিষ্ঠাবর্ষের স্লোগানঃ
“Be the part of Dominance as Mathematics is the
Queen of Science”

লক্ষ্য ও উদ্দেশ্য
১. একটি গণিত ক্লাব গ্রেডিংয়ের চাপ ছাড়াই শিক্ষার্থীদের একটি অনানু ষ্ঠানিক
পরিবেশে গণিতের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলে।
২. গণিতের যে কোনও প্রশ্নের সমস্যার মু খোমু খি হওয়ার সু যোগ দেয়
৩. গণিতের প্রতি ভীতি কাটিয়ে উঠতে সাহায্য করে।
৪. গণিতের বৃ হত্তর বোঝাপড়া, গণিত গবেষণা এবং সম্পর্কি ত গাণিতিক অভিজ্ঞতায়
বিভিন্ন কার্যকলাপকে উৎসাহিত করে।
৫. একটি গণিত ক্লাব বিভিন্ন দিক দিয়ে শিক্ষার্থীদের নেতৃত্ব প্রসারিত করে।
৬. শিক্ষার্থীদের একটি সামাজিক এবং বৌদ্ধিক ফোরাম সরবরাহ করে।
৭. দৈনন্দিন জীবনে গণিতের প্রাসঙ্গিকতাটিকে আরও জোরদার করে।
৮. গণিত শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে সাহায্য করে।
৯ বিভিন্ন জাতীয় ও আন্তর্জ াতিক প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলে।
১০. বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা কলেজের প্রতি
সম্মান বয়ে আনবে।

You might also like