লক্ষ্য ও উদ্দেশ্য

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

লক্ষ্য ও উদ্দেশ্য

১. একটি গণিত ক্লাব গ্রেডিংয়ের চাপ ছাড়াই শিক্ষার্থীদের একটি অনানু ষ্ঠানিক
পরিবেশে গণিতের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলে।
২. গণিতের যে কোনও প্রশ্নের সমস্যার মু খোমু খি হওয়ার সু যোগ দেয়
৩. গণিতের প্রতি ভীতি কাটিয়ে উঠতে সাহায্য করে।
৪. গণিতের বৃ হত্তর বোঝাপড়া, গণিত গবেষণা এবং সম্পর্কি ত গাণিতিক অভিজ্ঞতায়
বিভিন্ন কার্যকলাপকে উৎসাহিত করে।
৫. একটি গণিত ক্লাব বিভিন্ন দিক দিয়ে শিক্ষার্থীদের নেতৃত্ব প্রসারিত করে।
৬. শিক্ষার্থীদের একটি সামাজিক এবং বৌদ্ধিক ফোরাম সরবরাহ করে।
৭. দৈনন্দিন জীবনে গণিতের প্রাসঙ্গিকতাটিকে আরও জোরদার করে।
৮. গণিত শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে সাহায্য করে।
৯ বিভিন্ন জাতীয় ও আন্তর্জ াতিক প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলে।
১০. বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা কলেজের প্রতি
সম্মান বয়ে আনবে।

You might also like