Development of A Brief Diabetes Distress Screening Instrument

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

পরশিষ্ট ১ .

ডায়াবেটিস সংকটের স্কেল, ইংরেজি ( DDS17 )

সমস্যা মাঝারি জটিল অফিস


*সমস্যা
নাই সমস্যা সমস্যা ব্যবহারের
জন্য
১. ডায়াবেটিস প্রতিদিন আমার মানসিক এবং শারীরিক শক্তি গ্রহন ১ ২ ৩ ৪ ৫ ৬
করে যা আমি অনুভব করি ।
২. আমার ডাক্তার ডায়াবেটিস এবং ডায়াবেটিসের যত্ন সম্পর্কে যথেষ্ট ১ ২ ৩ ৪ ৫ ৬
জানেন না এমন অনুভূ তি ।
৩. আমি যখন ডায়াবেটিস নিয়ে বেচে থাকার কথা ভাবি তখন রেগে ১ ২ ৩ ৪ ৫ ৬
যাওয়া,ভয় পাওয়া বা হতাশাগ্রস্থ বোধ করি ।
৪. আমার ডায়াবেটিস কিভাবে পরিচালনা করব তা সম্পর্কে আমার ১ ২ ৩ ৪ ৫ ৬
ডাক্তার আমাকে পরিষ্কার নির্দে শনা দেয় না এমন অনুভব করছি ।
৫. অনুভব করছি যে, আমি প্রায়শই আমার রক্তের শর্ক রা পরিক্ষা ১ ২ ৩ ৪ ৫ ৬
করছি না ।
৬. অনুভব করছি যে,আমি প্রায়শই আমার ডায়েবেটিস পদ্ধতির ১ ২ ৩ ৫ ৬
সাথে ব্যর্থ হই ।
৭. অনুভব করছি যে,বন্ধু রা বা পরিবার আমার স্ব-যত্নের ক্ষেত্রে যথেষ্ট ১ ২ ৩ ৪ ৫ ৬
সমর্থনকারী নয় ( উদাহরনস্বরুপ এমন ক্রিয়াকলাপ গুলির পরিকল্পনা
বা আমার সময় সূচীর সাথে দ্বন্দ্ব আমাকে “ ভু ল “ খাবারগুলি খেতে
দেয় ।
৮. ডায়াবেটিস আমার জীবন নিয়ন্ত্রন করে এমন অনুভূ তি। ১ ২ ৩ ৪ ৫ ৬
৯. অনুভব করি যে, আমার ডাক্তার আমার উদ্বেগকে যথেষ্ট গুরুত্ব ১ ২ ৩ ৪ ৫ ৬
সহকারে নেন না ।
১০. ডায়াবেটিস পরিচালনা করার জন্য আমার প্রতিদিনের ক্ষমতাতে ১ ২ ৩ ৪ ৫ ৬
আত্মবিশ্বাস বোধ করছি না ।
১১. অনুভব করছি যে, আমি যাই করি না কেন আমি মারাত্মক ১ ২ ৩ ৪ ৫ ৬
দীর্ঘমেয়াদী জটিলতাগুলি শেষ করবই ।
১২. অনুভব করছি যে, আমি একটি ভাল খাবারের পরিকল্পনা যথেষ্ট ১ ২ ৩ ৪ ৫ ৬
পরিমানে আঁকছি না ।
১৩. বন্ধু রা বা পরিবার অনুভব করছেন যে, ডায়াবেটিসের সাথে ১ ২ ৩ ৪ ৫ ৬
জীবন-যাপন করা কতটা কঠিন হতে পারে তা প্রশংসা করেন ।
১৪. ডায়াবেটিসের সাথে বাঁচার চাহিদা দেখে অভিভূ ত করছি । ১ ২ ৩ ৪ ৫ ৬
১৫. আমার ডায়েবেটিস সম্পর্কে আমি নিয়মিত জানতে/ দেখতে ১ ২ ৩ ৪ ৫ ৬
পারি এমন কোনও ডাক্তার নেই বলে অনুভব করছি ।
১৬. আমার ডায়েবেটিস স্ব-ব্যবস্থাপনা বজায় রাখতে অনুপ্রানিত বোধ ১ ২ ৩ ৪ ৫ ৬
করছি না ।
১৭. বন্ধু বা পরিবারের অনুভূ তি যে, আমি চাই যে আমাকে মানসিক ১ ২ ৩ ৪ ৫ ৬
সমর্থন দেবেন না ।
পরিশিষ্ট- ২ . ২ আইটেম ডায়াবেটিস অসুস্থতা স্ক্রিনিং স্কেল ( DDS2 )

অনুভূ তি সমস্যা মাঝারি জটিল অফিস


নাই সমস্যা সমস্যা ব্যভারের
জন্য
১. ডায়াবেটিসের সাথে চাহিদা দ্বারা অভিভূ ত বোধ । ১ ২ ৩ ৪ ৫ ৬

২. অনুভব করছি যে, আমি প্রায়শই আমার ডায়াবেটিসের সাথে ১ ২ ৩ ৪ ৫ ৬


আছি ।

You might also like