Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

189508162

বিশ্বাসেরই যেন নিঃশ্বাস নেই। এ অবিশ্বাস নিঃশ্বাস নেয় বিশ্বাসকে প্রশ্বাস করার উচ্ছাস থেকেই। বিশ্বাস ভঙ্গ করার রঙ্গই যেন
আজ বহুল আলোচিত প্রসঙ্গ। কেননা শহরের পাশাপাশি গ্রামেও বিশ্বাসকে ভেঙে ফেলার প্রবণতা শুরু হয়েছে। কতকক্ষেত্রে
তা যেন শহরের তু লনায়ও মারাত্মক বলে প্রতীয়মান হচ্ছে। গ্রামের মানুষের সরলতা যেন জনকতকের কু টিলতায় প্রশ্নবিদ্ধ
হচ্ছে। বংশপরম্পরায় তাঁরা এ গুণ লাভ করছে। মিথ্যা যেন এদের ভাত, যা ভাত করে তোলে তাদের ফেরাউনীয় দজ্জালাচার।
অনেক সময় ধর্মের আলখাল্লা গায়ে ধর্মকে কর্ম গুণে অধর্ম করা এদের মর্ম হয়ে পড়ে। আবার, অভিভাবক হওয়ার গর্বকে
অথর্ব করে সন্তানকে কু শিক্ষায় শিক্ষিত কু মন্ত্রে দীক্ষিত করে তারও রুজি-পুঁজির পথ প্রশস্ত করে দেয়। এমনকি অকাট্য বিশ্বাস
কাট্য করার নাট্যশালায় পার্শ্বচরিত্রের ভূ মিকায় অবতীর্ণ মানুষেরও আকীর্ণ সেখানে। তাঁরা বিশ্বাস-অবিশ্বাস-অপবিশ্বাসের
দ্বন্দ্বেও স্বভাবের দোষে স্বার্থের ঘোষ খোঁজে। ন্যায়বোধকে তাঁরা হাটে তোলে, হাটেও তাঁরা স্বার্থের খোঁজে। বিক্রি হয় অল্প টাকায়,
চরিত্র ভরে তোলে কালিমায়। এরাই কি মানুষরূপী শয়তান, পরিণতি জানতে দেখুন এই অনুষ্ঠান।
188586973

You might also like