Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

সারসংক্ষেপ

প্রকল্পের নামঃ বগুড়া জেলার সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কসমূহের নামকরণ ও নামফলক
স্থাপন

প্রেক্ষাপটঃ
বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করা, মহান মুক্তিযুদ্ধের চেতনা
বাস্তবায়নকল্পে এবং তাঁদের স্মৃতি সংরক্ষণের নিমিত্ত দুঁপচাচিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার
নামকরণ ও নামফলক স্থাপন করা হয়। উক্ত প্রকল্প জুলাই, ২০১৭ তে আরম্ভ করা হয় এবং ডিসেম্বর, ২০১৭ তে
শেষ করা হয়। জেলা প্রশাসক, বগুড়া এ প্রকল্পের উদ্যোক্তা ছিলেন এবং উপজেলা নির্বাহী অফিসার, দুপচাঁচিয়া
প্রকল্পটি বাস্তবায়ন করেন। মুক্তিযুদ্ধের চেতনাকে উচ্চকিত করতে এই অনন্য ধারণা অথবা বৈশিষ্ট্যমন্ডিত প্রস্তাবটি
সারা দেশে বাস্তবায়ন করা যেতে পারে।

অগ্রাধিকার ও উদ্দেশ্য সমূহঃ


বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ।

ব্যবহৃত সৃজনশীল পদ্ধতিসমূহঃ


1. স্থানীয় জনসাধারণকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ ও গৃহিত উদ্যোগে স্বতঃস্ফু র্ত অংশগ্রহন
নিশ্চিতকরণ।
2. স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, এনজিওসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধার্ঘ্য হিসেবে স্বেচ্ছা প্রদত্ত
অনুদান গ্রহন।

প্রকল্পের বাস্তবায়নকালঃ জুলাই, ২০১৭ - ১৬ ডিসেম্বর, ২০১৭

প্রকল্প/ উদ্যোগের ফলে সৃষ্ট প্রভাব/ পরিবর্ত নঃ


1. স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী চক্রের মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার থেকে প্রজন্মকে রক্ষা করা এবং মুক্তিযুদ্ধের
সঠিক ইতিহাস তাদের হৃদয়ে প্রথিত করা।
2. নতু ন প্রজন্মকে দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ।

অসাধারণ অর্জ নঃ
স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর
নেতৃ ত্বে যে সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাগণ নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিলেন সেই বীর
মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখার জন্যই এই মহতী উদ্যোগ গৃহীত হয়েছে।
সারা দেশের মধ্যে এই ধরণের মহতী উদ্যোগ একমাত্র বগুড়া জেলায় বাস্তবায়িত হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের নামে
নামফলক স্থাপন উদ্যোগটি সারা দেশের জন্য একটি অনন্য দৃষ্টান্ত। এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরবর্তী
প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখার ক্ষেত্রে এই উদ্যোগটি অনন্য মাইলফলক হয়ে থাকবে। দেশের সকল
উপজেলায় স্বাধীনতার চেতনাকে সমুজ্জ্বল রাখতে এই উদ্যোগটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলে অনুপ্রাণিত হবেন।
উল্লেখ্য, এই উদ্যোগটি সফল করতে সঠিক নেতৃ ত্বের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক
নেতৃ বর্গ, সাংবাদিক, এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান, ধনাঢ্য ব্যক্তি, সমাজসেবকসহ সকল শ্রেণীর পেশাজীবিকে
সংগঠিত করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে অনুদান গ্রহনপূর্বক তহবিল গঠন করা হয়েছে।

প্রকল্প / উদ্যোগ মনোনিত ব্যক্তি/দল/প্রতিষ্ঠানের ভূ মিকা/ সম্পৃক্ততার ধরণঃ


জেলা প্রশাসকের ০৩(তিন) বছর মেয়াদী কর্ম-পরিকল্পনায় বিষয়টি অন্তর্ভূ ক্ত হয় যা মন্ত্রিপরিষদ বিভাগ
কর্তৃ ক ১৮ অক্টোবর, ২০১৭ তারিখে অনুমোদিত হয়। সে অনুযায়ী জনাব শাহেদ পারভেজ, উপজেলা নির্বাহী
অফিসার, দুপচাঁচিয়া প্রকল্পটি বাস্তবায়ন করেন।

টেকসই অবস্থাঃ
উদ্যোগটি প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে সুদীর্ঘকাল টিকে থাকবে।

You might also like