Biggest Sea Fish Market

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

8/26/2021 ডেঙ্গু রোগীর খাদ্য ব্যবস্থাপনা | 684349

 হোম জাতীয় নগর জীবন দেশগ্রাম পূর্ব-পশ্চিম শোবিজ মাঠে ময়দানে মন্ত্রী কথন চায়ের দেশ পরবাস করোনাভাইরাস ফেসবুক কর্নার কর্পোরেট কর্নার
০৩:২২ ( দুপুর )    
ইসলাম ক্যাম্পাস মুক্তমঞ্চ ওপার বাংলা চট্টগ্রাম প্রতিদিন আজকের শিরোনাম অন্যান্য 

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ই-পেপার ইউএসএ এডিশন ইউকে এডিশন আজকের পত্রিকা  

শিরোনাম ফগানদের আশ্রয় দিচ্ছে কোন কোন দেশ? ক্ষোভের আগুনে পুড়ছে সিলেট বিএনপি গ্যাস লাইনের উপরে থাকা ভবন ভাঙ্গল জালালাবাদ গ্যাস ভোলাহাটে যানবাহনে

হোম
/  হেলথ কর্নার
/  ডেঙ্গু রোগীর খাদ্য ব্যবস্থাপনা

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২১ ১৪:৪২


অনলাইন ভার্সন
প্রিন্ট করুন

আপডেট : ২৬ আগস্ট, ২০২১ ১৫:০৩

ডেঙ্গু রোগীর খাদ্য ব্যবস্থাপনা


শিশু, বয়স্ক- সবারই হচ্ছে ডেঙ্গুজ্বর। ডেঙ্গু হলে খাবার-দাবার ও পুষ্টির দিকে খেয়াল রাখা জরুরি। বাড়িতে চিকিৎসা
নিলে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন।

মাহফুজা আফরোজ সাথী


গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

সর্বশেষ খবর

 ভোলাহাটে যানবাহনে গণডাকাতি; আরও ৩


ডাকাত গ্রেফতার

 ‘আবর্জনাময় লোকজন পরিহার করুন, জীবন


সুগন্ধময় হয়ে উঠবে’

 বরিশালে নারীর লাশ উদ্ধারের ঘটনায় আরও


একজন গ্রেফতার

 পিরোজপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

 বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ৪


জনের মৃত্যু

 কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল


দুই নারীর
রাজধানী ঢাকায় সম্প্রতি  ডেঙ্গু অনেকটাই প্রকট আকারে
ছড়িয়ে পড়েছে।। রোগী ও রোগীর পরিবারসহ সবাই ভয়েই
বেশি দুর্বল হয়ে পড়ছেন। সব রোগীকেই যে হাসপাতালে
ভর্তি করার প্রয়োজন আছে তা নয়। কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে
রেখেও ডেঙ্গুর চিকিৎসা সম্ভব। ডেঙ্গু হয়েছে কিনা তা আগে
সুনিশ্চিত হতে হবে। জ্বর আসার ৭২ ঘণ্টার
Biggestমধ্যেSea
NS1Fish
টেস্টMarket 
Open
করতে হবে। যদি রিপোর্ট পজেটিভ আসে তবে
Biggest CBC
Sea Fish টেস্টIn Dhaka, Bangladesh
Market
Sea FIsh BD

https://www.bd-pratidin.com/health-tips/2021/08/26/684349 1/3
8/26/2021 ডেঙ্গু রোগীর খাদ্য ব্যবস্থাপনা | 684349
করে প্লাটিলেট
 হোম জাতীয়কাউন্ট
নগরদেখতে
জীবন হবে।৭২
দেশগ্রাম ঘণ্টা পরে NS1
পূর্ব-পশ্চিম শোবিজ মাঠে ময়দানে মন্ত্রী কথন চায়ের দেশ পরবাস করোনাভাইরাস ফেসবুক কর্নার কর্পোরেট কর্নার
কখনো
ইসলাম পজিটিভ
ক্যাম্পাস আসে না। তাই
মুক্তমঞ্চ অনেকে চট্টগ্রাম
ওপার বাংলা ভাবছেন যে, আজকের শিরোনাম
প্রতিদিন অন্যান্য 
রিপোর্ট ভুল এলো। বিষয় হলো ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে
NS1 নেগেটিভ হয়ে যায়। তাই তখন IgG, IgM টেস্টসহ
CBC করাতে হবে।

ডেঙ্গুজ্বর হলে এবার প্লাটিলেট কমে যাওয়া ছাড়াও রক্তচাপ


কমে গিয়ে রোগী শকে চলে যাচ্ছে। কারও কারও ক্ষেত্রে
হেমোরেজও হচ্ছে। আবার কারও ক্ষেত্রে প্লাটিলেট কাউন্ট
কমলেও তা সহনীয় পর্যায়ে থাকছে। ডেঙ্গুজ্বরের কোনো ভ্যাক্সিন বা অ্যান্টিবায়োটিক নেই। তাই প্রচলিত
চিকিৎসা হলো জ্বর ও ব্যথা কমাতে প্যারাসিটামল আর ফ্লুইড ব্যালেন্স করে রক্তচাপ স্বাভাবিক রাখা।

ডেঙ্গু রোগীর খাদ্য ও পুষ্টির প্রতিও রাখতে হবে বিশেষ নজর।

♦  যারা হাসপাতালে থাকবেন তাদের IV fluid এর পাশাপাশি মুখে তরল খাবার দিয়ে total fluid  ব্যালেন্স
করতে হবে।

♦   অপর পক্ষে যারা বাসায় আছেন তাদের পানিসহ অন্যান্য তরল মিলে ৩ লিটার সারাদিনে total fluid অর্থাৎ
মুখে খাওয়া নিশ্চিত করতে হবে।
সর্বাধিক পঠিত
♦  তাড়াছা জ্বরে ক্যালোরি চাহিদা বেড়ে যায়। তাই ক্যালোরিযুক্ত খাবার বেশি করে দিতে হবে। এ সময় মুখে
রুচিও থাকে না। তাই এমন খাবার দিতে হবে যা অল্প খেলেও চাহিদা মেটাতে সক্ষম হবে। যেমন- ভাতের  বাঁচার জন্য পোকামাকড় খাচ্ছে যে দেশের মানুষ

পরিবর্তে খিচুড়ি, পায়েস, ফিরনি বা পুডিং দেওয়া যেতে পারে। ফলে একটা খাবার থেকেই সব উপাদান পাওয়া  বিমানবন্দরে বিষধর সাপ, আতঙ্ক
যাবে।
 ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংসে ইসরায়েলের
♦  মুখে ফলের রস, ডাবের পানি, সুপ ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। বাজেট অনুমোদন

♦  যদি জ্বরের সঙ্গে পাতলা পায়খানা বা ডায়রিয়া ও বমি হয়ে থাকে তবে শাক- সবজি, ডাল, দুধ ও দুধে তৈরি  আফগানিস্তানের একমাত্র যে এলাকায় তালেবানকে
এখনো ঠেকিয়ে রাখা হয়েছে
খাবার বাদ দিতে হবে। এ অবস্থায় ডাবের পানি, মুরগির সুপ, চালের সুপ বা ভাতের মাড়, আপেলের জুস খুব
ভালো কাজ করে।  ক্রেডিট কার্ডের বিল পরিশোধে ‘বিশেষ সুবিধা’
প্রত্যাহার
♦  মূল খাবার হিসেবে ভাত বা জাউয়ের সঙ্গে কাঁচকলার ঝোল দিলে রোগী উপকৃত হবে।
 থমথমে কাবুল বিমানবন্দর ঘিরে থাকা
♦  মাছ বা মাংস বন্ধ না করে সহজপাচ্য মাছ যেমন- শিং, শোল, পাবদা ইত্যাদি লোফাইবার মাছ বা মুরগির আফগানদেরও চলে যাওয়ার পরামর্শ

তরকারি দেওয়া ভালো। ✕

♦  গায়ে কোনো Rash থাকলে সাধারণ এলার্জিক খাবার যেমন- গরুর মাংস, হাঁসের ডিম, চিংড়ি মাছ, ইলিশ
মাছ ও বেগুন ইত্যাদি না খাওয়াই ভালো।

♦  পেঁপে পাতার রস খাওয়া যেতে পারে। এতে এন্টি ইনফ্লামেটরি উপাদান পাওয়া যায় যা শরীর ব্যথা কমাতে
সহায়ক ভূমিকা পালন করে।

তবে অবশ্যই বৈজ্ঞানিক চিকিৎসা না করিয়ে লতাপাতা দিয়ে চিকিৎসা ঝুঁঁকিপূর্ণ বা প্রাণঘাতী হতে পারে। তাই
জ্বরসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি খাদ্য সম্পর্কে সচেতন
হোন। ডেঙ্গু প্রতিকারে এই দুটি মোক্ষম হাতিয়ার।

লেখক : চিফ ডায়েটিশিয়ান, ইমপেরিয়াল হসপিটাল লিমিটেড, চট্টগ্রাম।


Tweet

Your intuitive authoring tool


No. 1 Authoring Tool for highly Interactive Content Development


প্রিন্ট সর্বাধিক

 আবার পানিতে ঢেউ তুলবে কাকিলা

https://www.bd-pratidin.com/health-tips/2021/08/26/684349 2/3

You might also like