Funnel Creation-001

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

আসসালামু আলাইকু ম,কেমন আছেন?

আশা করি ভালো আছেন


আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো-Funnel Creation-001 এর QA টপিক নিয়ে.

যেকোন প্রডাক্ট বা সার্ভি স মার্কে টিং করার আগে আপনাকে অবশ্যই কিছু প্রশ্ন ক্লিয়ার করতে হবে।

কেনো এই প্রশ্ন গুলা করবেন?


নিচে যে বিষয় নিয়ে আলোচনা করবো,এই প্রশ্ন এবং তার উত্তর আপনাকে প্লান তৈরি করতে সহজ করে
দিবে
তার আগে আপনি নিচে দেওয়া ২টা আর্টি কেল অবশ্যই পরে নিবেন,কারন
মার্কে টিং বা প্লান করার আগে যেমন কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাকে প্লান করতে হয়,ঠিক সেই প্রশ্ন
(3W Foundation)নিয়ে আলোচনা করেছি,
👉3W কাজ কি,
👉এইটা কিভাবে কাজ করে,
👉কেন আপনি 3W তে বেশি গুরুত্ব দিবেন-
👉এইটা কিভাবে আমাদের মার্কে টিং বা প্লান কে অনেকটা সহজ করে দেয়।।
আজকের টপিকের Main Foundation ২টা আর্টি কেল এ শেয়ার করে ফেলেছি ---
না পড়ে থাকলে পড়ে ফেলুন—
☑️Golden Circle -Part-01
https://www.facebook.com/notes/advance-digital-marketing-ota/the-golden-circle-day-
19/312880530121418/
☑️The Golden Circle,Part-02
https://www.facebook.com/notes/advance-digital-marketing-ota/the-golden-circlepart-
02/323929692316310/
---------------------------------
যেকোন প্রডাক্ট বা সার্ভি স প্লানিং করার জন্য আপনাকে
Funnel Creation Topic কভার করে ,সেই টার ফাইল গ্রুপে শেয়ার করে,সবার পরামর্শ নিতে হবে😊
👉রিসার্চ করলে দেখা যায় - আমাদের আশেপাশে যত ধরনের প্রডাক্ট বা সার্ভি স আছে,তার সব গুলার
মাঝে একটা Common Logical Things আছে।
যার মধ্যে Funnel Creation Question and Answer Part অন্যতম।

👉ভাইয়া প্রায় সময় ডিজিটাল প্রডাক্টের উদাহরন দেয়,তাই আমি চেষ্টা করি লোকাল কোন প্রডাক্টের
উদাহরন দেওয়ার জন্য ,যেনো আপনার বুঝতে সহজ হয়।।
Market Gap খুজে বাইর করসি ভাইয়া ডিজিটাল প্রডাক্টের উদাহরন দেয়
আর আমি ব্যাতিক্রম --- Value দিচ্ছি 😝
অনেকে অনেক কিছুই সেল করেন তাহলে চলেন অনলাইনে নকশী পিঠা সেল করি
ব্যাতিক্রম প্রডাক্ট,কিভাবে প্লান,কেমনে কি করবো?
তার জন্যই আপনি এই প্রসেস ফলো করেন Easy হয়ে যাবে।
☑️What:ডিজাইন শুধু নকশী কাঁথায় নয়,হয় নকশী পিঠাতেও।
স্বাদ আর সৌন্দর্য্যের সমন্বয়ে তৈরী এই নকশী পিঠা।😁
☑️Who: শুধুমাত্র ঢাকা শহরে কোটি কোটি মানুষের বসবাস,
আপনার কারা আপনার টার্গেট কাষ্টমার?সেই টার্গেট কাষ্টমারের Character সামনে নিয়ে এসে আপনাকে
Narrow করতে হবে
Ultimately আপনার এই প্রডাক্ট বা সার্ভি স কোন কোন Profession or Profile এর মানুষের
প্রয়োজন
এই বিষয় নিয়ে ও আমি লিখেছি,কিভাবে Customer Avatar করে Who Clear করবেন।

https://www.facebook.com/notes/advance-digital-marketing-ota/planing-00130days-
challange/819354715266250/
---------------------------
আমার এই প্রডাক্টের Who কারা?
--Married-Parents--
---Baby Boomers-
---যাদের গ্রামের বাড়ি ঢাকার বাইরে কিন্তু জীবনের তাগিদে ঢাকায় থাকে,বিভিন্ন কাজে ব্যস্ত থাকে যার ফলে
নিজের ছেলে মেয়েদের এই পিঠা বানিয়ে খাও্যাতে পারে না…।
---সৌখিন মানুষ,
---Age-30+
--Newspaper পড়তে পছন্দ করে
--বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরতে পছন্দ করে-simple
Where are they?
-Governement Employee
-Private Organization Employee
-Any Profession Related person who are very much busy in their tight Sechidule
-Organic Food Lover....

How to Reach Them


-Facebook AD
-Youtube
-Whats App Marketing
-Imo Marketing
WHY:
এই পিঠা বানানো সময় সাপেক্ষ ব্যাপার আর অনেকে
অনেকে প্রনালী জানে কিন্তু নকশী ডিজাইন করতে পারে না(Pain Point)
Why From Me:
আপনি জানেন কি? নকশী পিঠাকে ডু বো তেলে হাফ ভেজে(মানে পুরোপুরি না ভেজে) ঠান্ডা করে পরে
এয়ারটাইট বোয়্যামে করে আপনি ২ থেকে ৩ মাস আরামসে খেতে পারবেন।
এটাই হলো এই পিঠার একটা মূল সুবিধা।
-ঢাকা শহরে ,গ্রাম বাংলার স্বাদ পাচ্ছেন
গ্রাম বাংলা মানুষ যারা জীবনের তাগিদে ঢাকায় চাকরী করে
-এই পিঠা স্বাদ যেমন সেই সাথে পিঠার নকশাগুলো ডিজাইন খুব সুন্দর.
Why From Me?
-Time savings
-Free Delivery পাচ্ছেন
-আপনার ছেলেদের এই এতিহ্যবাহি পিঠা স্বাদ দিতে পারছেন
-Nice Packiging-আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের,বিশেষ কোন দিনে গিফট করতে পারেন।
-স্বাদে ভরপুর

খুবই সাধারন ভাবে ,ব্যাক্তিক্রম একটা প্রডাক্ট দিয়ে সিম্পল ভাবে বুঝানোর চেষ্টা করেছি
In shaa ALLAH সামনে এই বিষয় গুলো নিয়ে বিস্তর আলোচনা করবো

👉যারা শুরু থেকে এখন পযন্ত আমার সিরিজে Inspiration/Support দিয়ে গিয়েছেন তাদের জন্য
Surprise Git থাকবে।😉

You might also like