1 . M /sec . M /sec

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

মহেশখালী-মাতারবাড়ি এলাকায় সমন্বিত পানি উন্নয়ন শীর্ষক আলোচনা

 আর্টি কেল টা আগস্ট ২২ এ CEGIS কর্তৃ ক করা

 বাংলাদেশ বর্ত মানে উন্নতির সোনালি সময় পার করছে।এম ডি জি তে বাংলাদেশ যেমন সাফল্য অর্জ ন করেছে এস ডি
জি সহ ভিশন-৪১,৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সুষ্ঠ বাস্তবায়নে Quality Water এর কোন বিকল্প নাই।

 বর্ত মানে মহেশখালীতে ৩৭ টা সরকারী বিভিন্ন Large Scale Project চলে।এই এলাকায় জনগন সহ এসকল উন্নয়ন
কাজের সাহায্যার্থে সরকার [মূলত CEGIS] DPHE and JICA এর Technical Assistant service ডিমাণ্ড করছে।

 এজন্য এই এলাকায় যাবতীয় অনুসন্ধান,তথ্য,উপাত্ত,চিত্র ও ম্যাপভিত্তিক কাজ DPHE চালিয়ে যাচ্ছে।


 এখানকার সম্ভাব্য Water Resources:
 GW
 Surface W.
 River W[সাঙু , মাতামুহুরী,নাফ]
 Spring/Lakes. Water(যেমন- মাদারিয়া খাল, ঝু মুর খাল,মিদিরছড়া,কারিয়া খাল),ও
বৃষ্টির পানি।
 স্টাডি এলাকাঃ
 ৩৮৮.৫ বর্গ কিমি মহেশখালী
 ১২.৫ বর্গ কিমি মাতারবাড়ি
 ৮৮৭ /বর্গ কিমি জনসংখ্যা
 Elevation:
 30% এলাকায় 5-135m above msl
 53% এলাকায় 2m above msl

 Geology:
 টিপাম স্যান্ডস্টোন
 ভু বন ও(ভু বন সবচেয়ে পুরাতন)
 ভু কাবিল
 Hydrogeology:
এন্টিক্লাইনাল বেড রক[উল্টা U দেখতে যেমন] এ পানি তেমন রিচার্জ হয় না
টিপাম ও ডু পিটিলা স্যান্ডস্টোন exposed থাকায় ভালো রিচার্জ হয়।এটা ভালো একু ইফার হিসেবে
নির্নীত।

 পানির লেভেলঃ ৩-৪.২ মি

 ডিসচার্জঃ
 জুলাইয়ে ২৭০.১২ m3/sec
 মার্চে ৬.৯৯ m3/sec.
 আবহাওয়াঃ Less Suitable,

 বৃষ্টিপাতঃ
 ১৯৯৮-২০১৫ কমেছে
 ১৮০৫ থেকে ১৫৭৩মিমি এ নেমে এসেছে

তারপরো বৃষ্টিপাতের মাত্রা ভালো ধরা যায়,[বর্ণনামতে]।

 তাপমাত্রাঃ ১৯৬৭ থেকে ২০১৩ এই ৪৭ বছরে ১.১ ডিগ্রী সে. বেড়েছে।

 ল্যান্ডইউজঃ
 ফসলীজমি ১৪%
 প্রকল্প স্থাপনা ৮.৬%
 Waterbody 20%.
(স্যাটেলাইট থেকে প্রাপ্ত LULC data নিয়ে Georeferencing করতে হবে।)

 2100 সালেঃ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১.২৫ মিটার বৃদ্ধি ধরা [projected]হয়েছে।
 Water Treatment Systems Development. মোটকথা Quality Water পাওয়ার জন্য যাবতীয় কাজ করে যেতে হবে।

PD :

 ম্যানেজমেন্ট প্ল্যান নির্ধারণ করবেন


 ৮ ক্যাটাগোরির স্টাফ নিয়োগ দিবেন(টেবিল৮.২ এ আছে)
 ফিল্ড ভিজিট পরিচালনা করবেন

TOR এ যা চাওয়া হয়েছেঃ

 TA services
 A proper population set-up
 Best WDP for water supply

আমাদের Approach যেমন হবেঃ[TOR এ বর্ননা দেয়া আছে]

 Literature Review,
 Seminar/Meeting
 Drilling
 GW Modelling through using Softwere
 Mapping
 Ground Water condition
 Determining GW volume
 Water Demand Assesment
 Environmental Safety
 Economical Analysis.

You might also like