Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 1

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)


শিল্প মন্ত্রণালয়
৯১ মতিঝিল বা/এ, মতিঝিল, ঢাকা-১০০০
সূত্র: ৩৬.১০.০০০০.০০৮.২৫.০০৫.২১/ তারিখ:

বিষয়: সরাসরি ক্রয় প্রক্রিয়ার আওতায় “Opportunities and Challenges for Post Covid-19 in
Manufacturing Sectors of Bangladesh” শীর্ষক গবেষণা কার্যক্রমের চু ক্তি সম্পাদন প্রসঙ্গে।

সূত্র: ১) বিআইএম-এর স্বারক নং.৩৬.০৭.০০০০.০১৪.৯৯.০০৫.২২.২৯৪ তারিখ: ১৯/১২/২০২২

উর্পযুক্ত বিষয় ও সূত্ৰোস্থ স্মারকের প্রেক্ষিতে সম্মানের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ইনস্টিটিউট অব
ম্যানেজমেন্ট (বিআইএম) এবং ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) সাথে একটি সমঝোতা
স্মারক স্বাক্ষর করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে “ Opportunities and Challenges for Post Covid-19
in Manufacturing Sectors of Bangladesh” শীর্ষক গবেষণা কার্যটি সম্পন্ন করতে বাংলাদেশ ইনস্টিটিউট
অব ম্যানেজমেন্ট (বিআইএম) কর্তৃ ক আনুমানিক ৩৫,৭৫,৩০২/- (পঁয়ত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার তিনশত দুই মাত্র)
টাকায় সম্পন্ন করনের নিমিত্তে তাঁর প্রতিষ্ঠানের সাথে চু ক্তি সম্পাদনের প্রশাসনিকভাবে অনুমোদিত হয়।
২) পরামর্শক সেবার বিল নিম্নক্তো ধাপে পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয় ; 
Within 07 days of Signing the Agreement between BIM
1st Installment 20%
and NPO
2 Installment
nd
Inception report (after 15 days of Signing the Agreement) 40%
Draft Final Report (120 days after submission of the
3rd Installment 30%
Inception report)
4th Installment Final Report (30 days after submission of the draft report.) 10%

০৩) এমতাবস্থায়, সূত্ৰোস্থ স্মারকের নির্দে শনার প্রেক্ষিতে তাঁর প্রতিষ্ঠান কর্তৃ ক সমঝোতা স্বারক সাক্ষর এবং
Opportunities and Challenges for Post Covid-19 in Manufacturing Sectors of Bangladesh” শীর্ষক
গবেষণা কার্যটি সম্পন্ন করতে চু ক্তি সম্পাদনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এবং
এ লক্ষ্যে খসড়া চু ক্তি পত্র এবং সমঝোতা স্বারক এতদসঙ্গে প্রেরণ করা হলো।
সংযুক্তিঃ বর্ণনামতে- ৪৪ পাতা। 

মুহাম্মদ মেসবাহুল আলম


মহাপরিচালক (অতিরিক্ত সচিব)
ফোন: ২২৩৩৮২৮৮৩
মহাপরিচালক ই-মেইল: npobangla@yahoo.com
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)
৪ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা
(দৃষ্টি আকর্ষণ: জনাব লামিয়া ফারহা, উর্দ্ধ তন ব্যবস্থাপনা
উপদেষ্টা ও প্রধান, গবেষণা, মূল্যায়ন ও প্রকাশনা বিভাগ,
বিআইএম, ঢাকা )

অনুলিপি সদয় অবগতির জন্য:


1. সচিব মহোদয়ের একান্ত সচিব (সচিব মহোদয়ের সদয় অবগতির জন্য), শিল্প মন্ত্রণালয়, ঢাকা।
2. জনাব তানভীর হোসাইন, উর্দ্ধ তন ব্যবস্থাপনা উপদেষ্টা, বিআইএম, ঢাকা
3. অফিস নথি।

You might also like