Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

"Enter With Open Mind " এত সুন্দর একটা লেখা খচিত কাঠের দরজায় নক-নক, সালাম এবং ভিতরে

প্রবেশের অনুমতি নিয়ে দরজা বন্ধ করা মাত্রই, স্যার বললেন, হ্যা সাদাত কেমন আছো তু মি?

ME: জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ।

Sir: আচ্ছা তোমার সাথে আমার কবে দেখা হয়েছিল?

ME : স্যার গত মাসের ২৫ তারিখে।

Sir : আচ্ছা, তোমাকে আমি কি বলেছিলাম, মনে আছে?

ME : জি স্যার, ওজন কমিয়ে আসতে বলেছিলেন। (তখনও আমি দাঁড়িয়ে আছি, বসার অনুমতি তখনও দেয় নি)

Sir : ত, তু মি কি করেছো ওজন কমানোর জন্য?

ME: স্যার, আমি প্রতিদিন নিয়মিত ব্যায়াম করেছি, জগিং সহ প্রতিনিয়ত পুশআপস, সিট-আপ দিয়েছি।

Sir: আচ্ছা, সাদাত তু মি এখন দশটা পুশআপ দিবে।


স্যার যে এইটা বলবে কল্পনা করতে পারিনি, কারণ তখন আমি পুরো স্যুটড-ব্যুটেড অবস্থায়।

ME : তারপর আমি পুশআপ পজিশন এ গিয়ে টানা ০৯টা পুশআপ দিলাম, লাস্ট ০১ টা পারছিলাম না, কারণ একদিকে
স্যুটেড অবস্থায়, আরেকদিকে আমার স্যু অর্থাৎ জুতার সাথে মেঝের টাইলসের বিপরীতমুখী ক্রিয়া হচ্ছিল, বার বার ই আমি
পিছলে যাচ্ছিলাম, মেঝের টাইলসের সাথে জুতার ঠিক মতো ভারসাম্য হচ্ছিল না।
তারপর স্যার বললেন ঠিক আছে।

Sir : আচ্ছা, সাদাত তু মি যে বললে তু মি সিটআপ প্রতিনিয়ত দিয়েছ এখন ১০ টা সিটআপ দাও ত? তারপর স্যার আরও
বললেন ডানদিকে ঘুরে যাও এবং হাত উপরের দিকে তু লো।

ME : ১০টা টানা সিটআপ দেওয়ার পরে আমি ঠিক চেয়ারের পিছনে অবস্থান নেই এবং অবশেষে স্যার আমাকে চেয়ারে বসার
অনুমতি দিলেন।

Sir : আচ্ছা, সাদাত তোমাকে আমি আর কি বলেছিলাম মনে আছে?

Me: না স্যার, এখন ত মনে করতে পারছি না।

Sir : বলেছিলাম, ইংরেজিতে ইম্প্রুভ করতে, যাই হোক এখন ভালো হয়েছে, ফাইন।

এইটা বলার পরে

Sir : আচ্ছা, সাদাত তোমার ভাইভা শেষ।


Me: চেয়ার থেকে উঠে দুই-তিন পা পিছনে সড়ে সালাম দিলাম।

Sir : সালামের উত্তর মুখে উচ্চারণ করে না দিলেও, স্যার তার মাথা ঝু কালেন।

Me: ভদ্রতার সাথে সেই Enter With open Mind লেখা খচিত কাঠের দরজাটা খুলে বেরিয়ে আবার ভদ্রতার সাথে দরজা
চাপিয়ে দিয়ে বের হয়ে গেলাম।

That's All ❤️
Thanks Everyone ❤️.

You might also like