SSC Model Test MCQ Physics

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

নির্বাচনী পরীক্ষা ২০২২


পদার্থবিজ্ঞান বিষয় কোড ১৩৬

বহুনির্বাচনি অভীক্ষা পূর্ণমান -২৫ সময়: ২৫ মিনিট

১। একটি বস্তুকে সুতায় বেধে উল্লম্বতলে একবার ঘুরিয়ে আনলে কাজের পরিমাণ কত?
(ক) শূণ্য (খ) ধনাত্বক (গ) ঋণাত্বক (ঘ) ধনাত্বক ও ঋণাত্বক
২। নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুইটি বিষয়ের ধারণা পাওয়া যায়?
(ক) বল ও ভরবেগ (খ) জড়তা ও ভরবেগ
(গ) বল ও জড়তা (ঘ) জড়তা ও শক্তি
৩। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণার প্রথম গাণিতিক প্রমাণ দেন কে?
(ক) আরিস্তারাকস (খ) কোপারনিকাস (গ) কেপলার (ঘ) স্টিফেন হকিং
৪। তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে তরঙ্গদৈর্ঘ্যের কী পরিবর্তন হবে?
(ক) হ্রাস পাবে (খ) বৃদ্ধি পাবে (গ) অপরিবর্তিত থাকবে (ঘ) শূণ্য হবে
৫। সমস্ত ঘর আলোকিত হয় কোনটির কারণে?
(ক) নিয়মিত প্রতিফলন (খ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
(গ) ব্যাপ্ত প্রতিফলন (ঘ) সমবর্তন
৬। দর্পণের রৈখিক বিবর্ধন সর্বদা এক অপেক্ষা ছোট, উক্ত দর্পনে বিম্ব হয়-
(ক) সদ (খ) সোজা (গ) উল্টা (ঘ) বিবর্ধিত 
৭। একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ব্যাসার্ধ যথাক্রমে 0.2 m ও 0.8 m ছোট পিস্টনে 5 N বল প্রয়োগ করা
হলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে? 
(ক) 20 N (খ) 40 N (গ) 80 N (ঘ) 160 N
৮। অনুপ্রস্থ তরঙ্গের জন্য কত ডিগ্রি পরপর কণাসমূহ একই দশা সম্পন্ন হয়? 
(ক) 90° (খ) 180° (গ) 360° (ঘ) 270°
৯। 4 Ω মানের তিনটি রোধ পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে?
(ক) 0.75 Ω (খ) 1.6 Ω (গ) 1.33 Ω (ঘ) 12 Ω
১০। অবতল দর্পনে, বস্তু বক্রতার কেন্দ্র হতে প্রধান ফোকাসের দিকে আনতে থাকলে বিম্ব কেমন হবে?
(ক) উল্টা ও আকারে ছোট (খ) উল্টা ও আকারে বড়
(গ) সোজা ও আকারে ছোট (ঘ) সোজা ও আকারে বড়
১১। 220 V বিভব পার্থক্যে 20 W এর বাল্ব লাগানো হলে এর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে?
(ক) 0.09 A (খ) 0.9 A (গ) 11 A (ঘ) 4400 A
( নিম্নোক্ত উদ্দীপক থেকে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও )
একটি বস্তুর শেষ প্রান্ত প্রধান স্কেলের 7 mm দাগ অতিক্রম করেছে এবং ভার্নিয়ার স্কেলের 5 দাগটি প্রধান স্কেলের একটি
দাগের সাথে মিলে গেছে। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। 
১২। উক্ত ভার্নিয়ার ক্যালিপার্স দ্বারা  সর্বনিম্ন কত দৈর্ঘ্য সঠিকভাবে মাপা সম্ভব ? 
(ক) 0.1 mm (খ) .01 mm (গ) .05mm (ঘ) .5 mm
১৩। বস্তুটির দৈর্ঘ্য কত?
(ক) 7.5 cm (খ) 7.25 cm (গ) 0 .75 cm (ঘ) 0.725 cm
১৪।একটি ঘড়ির মিনিটের কাঁটার এক ঘণ্টায় - 
i. সরণ শূণ্য 
ii. গড়দ্রুতি শূণ্য 
iii. গড়বেগ শূণ্য 
কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
১৫। 150 km/hour বেগে খাঁড়া উপরের দিকে বলকে ছুড়ে মারলে বলটা কত উপরে উঠবে?
(ক) 150 m (খ) 88.6 m (গ) 87 m (ঘ) 88 m
 ১৬। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কোনটি ?
1
(ক) v ∝ √t (খ) v ∝
t
(গ) v ∝t (ঘ) v ∝t 2
১৭। 2kg ভরের দুইটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান 2 ×10−11 N. তাদের দূরত্ব কত?
(ক) 3.336 m (খ) 3.653 m
(গ) 6.673 m (ঘ) 13.346 m
১৮। দূরত্ব দ্বিগুণ করলে বলের মান কত হবে?
(ক) 2×10-11 N (খ) 4×10-11 N
(গ) 8×10-11 N (ঘ) 16×10-11 N
( নিম্নোক্ত উদ্দীপক থেকে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও )
1 kg ভরের একটি বস্তু v বেগে সরলরেখা বরাবর চলছে। পেছন থেকে 4kg ভরের অপর একটি বস্তু প্রথম বস্তুকে ধাক্কা দিয়ে
থেমে গেল। এতে প্রথম বস্তুর বেগ 4 গুণ বৃদ্ধি পেল ।
১৯। দ্বিতীয় বস্তুর আদিবেগ কত ?
(ক) 4v (খ) 8v   (গ) 0.25v (ঘ) 0.75v
২০। প্রথম বস্তুর গতিশক্তি কত বৃদ্ধি পাবে?
(ক) 400 (খ) 750% (গ) 1500% (ঘ) 1600%
২১। ইয়াংস মডুলাস,Y এর মাত্রা কোনটি?
(ক)M L-1T-2 (খ) ML2T-3 (গ) ML-2 (ঘ) মাত্রাহীন
২২। 250 kgm-3 ঘনত্বের কোন বস্তুকে বিশুদ্ধ পানিতে ডুবালে বস্তুটির শতকরা কত অংশ ভেসে থাকবে?
(ক) 0% (খ) 25% (গ) 50% (ঘ) 75%
২৩। 1kW কত অশ্বক্ষমতার সমান?
(ক) 746 HP (খ) 1.36 HP (গ) 1.36×10-3 HP (ঘ) 0.24 HP
২৪। কোন তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে যায় -
i. পর্যায়কাল কমে গেলে
ii. এর তরঙ্গদৈর্ঘ্য ছোট হলে 
iii. এর বিস্তার বেশি হলে
কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২৫। চাপ বাড়লে কোন পদার্থের গলনাংক বেড়ে যায়?
(ক) মোম (খ) ঢালাই লোহা
(গ) বিসমাথ (ঘ) অ্যান্টিমনি

You might also like