P 4

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

মত-ভিন্নমত

শুক্রবার • ২৭ আগস্ট ২০২১ • ১২ ভাদ্র ১৪২৮ দৈনিক শিক্ষাডটকম-এর জাতীয় পত্রিকা

নতু ন এমপিও নীতিমালা পরিমার্জন করা কেন প্রয়�োজন


ড. সা ধ ন কু মা র বি শ্বা স


৯৮৪ খ্রিষ্টাব্দ থেকে বেসরকারি শিক্ষা পর্যন্ত সংশ�োধিত) জারি করা হয়। অন্যদিকে, করা হয়েছে (অনু চ্ছেদ: ৯.৬ )। বান্ধব ও স্বয়ংসম্পূর্ণ বলা হলেও নীতিমালা প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদ�োন্নতি
প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২০২১ ৬. প্রথমবারের মত�ো ২০২১-এর এমপিও বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সৃষ্টি প্রভৃতির জন্য ফিক্সেশন বেনিফিটসহ পূ র্ণাঙ্গ
মাধ্যমে বেতন-ভাতাদির সরকারি অংশ খ্রিষ্টাব্দের ২৮ মার্চ স্কুল ও কলেজের জন্য নীতিমালায় এমপিওভুক্ত কলেজ ও উচ্চ হচ্ছে। এসব সমস্যার সমাধান করা সম্ভব হলে আর্থিক সু বিধাদি পাবেন। ফলে সু বিধাপ্রাপ্ত
দেওয়া শুরু হয়। সে বছরের সেপ্টেম্বর মাস বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) মাধ্যমিক বিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী একদিকে যেমন এই নীতিমালার নির্দেশনাসমূ হ শিক্ষক-কর্মচারীরা মূ ল বেতন বর্তমানে তার
থেকে ঢাকা বিভাগে এবং ডিসেম্বর মাস থেকে জনবল কাঠাম�ো এবং এমপিও নীতিমালা- অধ্যাপক পদে পদ�োন্নতির হার ৫:২ এর দ্রুত বাস্তবায়িত হবে, অন্যদিকে, শিক্ষক- আহরিত বেতনের চেয়ে ক�োন�ো ক্রমেই কম
খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে সর্বপ্রথম ২০২১ জারি করা হয়। পরিবর্তে ৫০ শতাংশ করা হয়েছে (অনু চ্ছেদ: কর্মচারীগণও সকল সেবা দ্রুত লাভ করতে হবে না বলে নীতিমালায় উল্লেখ আছে{অনু চ্ছেদ:
শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এমপিও শিটের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও ১১-৪)। সক্ষম হবেন। এধরনের গুরুত্বপূ র্ণ কিছু সমস্যা ১১.৭ (ক-ঙ)}। এরপরও মাঠ পর্যায়ে অধিকাংশ
শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার কলেজ) সর্বশেষ জনবলকাঠাম�ো ও এমপিও ৭. জনবল কাঠাম�ো ও এমপিও নীতিমালা তুলে ধরে সম্ভাব্য সমাধানের উপায় সম্পর্কে শিক্ষক-কর্মচারী উচ্চতর স্কেল প্রাপ্তিতে
সূ চনা হয়। কিন্তু এমপিওভুক্ত বেসরকারি নীতিমালা: ২০২১ অনু সারে এমপিওভুক্ত শিক্ষক- আল�োকপাত করা হল�ো: যথাযথভাবে ফিক্সেশন বেনিফিট পাচ্ছেন না।
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২০২১ কর্মচারীরা উচ্চতর পদ বা সমপদে পদে ১. শিক্ষকতার পেশাগত উন্নয়নে প্রত্যেক অর্থ মন্ত্রণালয়ের অনু ম�োদনসহ নীতিমালা জারি
ভাতাদির সরকারি অংশ দেওয়া সংক্রান্ত খ্রিষ্টাব্দের ২৮ মার্চ জারি হওয়া স্কুল ও কলেজের নিয়�োগ, পদ পরিবর্তন বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের শিক্ষায় ডিগ্রি গ্রহণ অনস্বীকার।্য করা হলেও অনেক মাঠ পর্যায়ের কর্মকর্তা অর্থ
জনবলকাঠাম�ো ও এমপিও নীতিমালা সর্বপ্রথম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) পরিবর্তন, সিলেকশন গ্রেড বা উচ্চতর স্কেল একারণে জনবল কাঠাম�ো ও এমপিও নীতিমালা মন্ত্রণালয়ের পৃথক আদেশ চান, ইএমআইএস
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি হয় ১৯৯৫ জনবল কাঠাম�ো এবং এমপিও নীতিমালা- প্রাপ্তিতে ফিক্সেশন বেনিফিট প্রদানের সিদ্ধান্ত ২০২১ অনু সারে এমপিওভুক্ত নিম্ন-মাধ্যমিক বা সফটওয়ারে উচ্চতর স্কেলের নির্দিষ্ট ধাপে
খ্রিষ্টাব্দে। ২০২১ জারি করা হয়, যা বাংলাদেশে সর্বশেষ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষায় ডিগ্রিবিহীন ক�োন�ো বেতন ফিক্সেশনের সু য�োগ থাকলেও অনেক
জনবলকাঠাম�ো ও এমপিও নীতিমালার জনবল কাঠাম�ো এবং এমপিও নীতিমালা। এই সহকারী শিক্ষক বা সহকারী ম�ৌলভি শিক্ষা কর্মকর্তা মূ ল বেতনের প্রারম্ভিক ধাপ ছাড়া
ধারাবাহিক পথ পরিক্রমা: নীতিমালা জারির পর কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানে য�োগদানের পাঁচ বছরের মধ্যে এবং প্রস্তাব প্রেরণ বা অনু ম�োদন করেন না।
১৯৯৫ খ্রিষ্টাব্দের ২৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় সংগঠন কিছু কিছু বিষয়ে সমাল�োচনা করলেও ২০২১ খ্রিষ্টাব্দের ২৮ মার্চ তারিখের আগে অন্যদিকে, উচ্চতর স্কেলে প্রারম্ভিক ধাপে
থেকে বিদ্যালয়, মহাবিদ্যালয়, মাদরাসা ও একথা নির্দ্ধবি ায় বলা যায় যে, ১৯৯৫ খ্রিষ্টাব্দের নিয়�োগপ্রাপ্ত শিক্ষায় ডিগ্রিবিহীন এমপিওভুক্ত এমপিও পেয়ে পরবর্তীতে ফিক্সেশন অনু যায়ী
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেসরকারি ২৪ অক্টোবরের থেকে ২০২১ খ্রিষ্টাব্দের ২৮ মার্চ শিক্ষকরা এ জনবলকাঠাম�ো জারির পরবর্তী বকেয়া দাবি করলে বকেয়া প্রাপ্তিতেও সমস্যার
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন- পর্যন্ত জারিকৃত জনবল কাঠাম�ো ও নীতিমালার পাঁচ বছরের মধ্যে এ নীতিমালায় উল্লিখিত সৃষ্ট
ভাতার সরকারি অংশ প্রদান এবং জনবল মধ্যে এটিই সর্বোৎকৃষ্ট। ভাল�োর যেহেতু প্রতিষ্ঠান হতে শিক্ষায় ডিগ্রি (বিএড/বিএমএড/ এ সমস্যা সমাধান কল্পে মাঠ পর্যায়ের
কাঠাম�ো সম্পর্কিত পৃথক পৃথক চারটি নীতিমালা ক�োন�ো শেষ নেই এবং চাহিদারও ক�োন�ো অন্ত সমমান-যাদের ক্ষেত্রে এ সকল ডিগ্রি প্রয�োজ্য) কর্মকর্তাদের ফিক্সেশন সম্পর্কে সংক্ষিপ্ত জুম
জারি হয়। ২০১০ খ্রিষ্টাব্দের ৪ ফেব্রুয়ারি নেই, তাই একশত ভাগ সু ন্দর, নিখুত ঁ এবং অর্জন করতে পারবেন (অনু চ্ছেদ: ১১-৩)। কিন্তু প্রশিক্ষণের আয়�োজন করা এবং উচ্চতর পদে
শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়, মহাবিদ্যালয়, সকলের নিকট গ্রহণয�োগ্য ক�োন�ো জনবল অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষায় ডিগ্রিবিহীন নিয়�োগ, উচ্চতর স্কেল প্রাপ্তি, জ্যেষ্ঠ প্রভাষক
মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাঠাম�ো এবং এমপিও নীতিমালা প্রত্যাশা করা শিক্ষকরা নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষায় ডিগ্রি বা সহকারী অধ্যাপক পদে পদ�োন্নতিপ্রাপ্তদের
সমন্বিতভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কঠিন। তবে কিছু কারণে এই জনবলকাঠাম�ো (বিএড/বিএমএড/সমমান ইত্যাদি ক�োর্সে) ফিক্সেশন বেনিফিটসহ পূ র্ণাঙ্গ আর্থিক সু বিধাদি
(স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা এবং এমপিওনীতিমালাকে সহজব�োধ্য, যথেষ্ট গ্রহণের জন্য ছু টি বা ডেপুটেশন বা অনু মতি প্রদানের জন্য প্রশাসনিক নির্দেশনা দেয়া
প্রতিষ্ঠানসমূ হ) শিক্ষক-কর্মচারীদের বেতন- শিক্ষক বান্ধব ও স্বয়ংসম্পূর্ণ বলা যেতে পারে: পান না। অনেক ক্ষেত্রে ওইসব ক�োর্সে ভর্তির প্রয়�োজন।
ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবল ১. ২০২১ খ্রিষ্টাব্দের ২৮ মার্চ জারিকৃত পরও অনেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনু মতি উপসংহার:
কাঠাম�ো সম্পর্কিত নির্দেশিকা জারি করা হয়। জনবলকাঠাম�ো এবং এমপিও নীতিমালায় বা ছাড়পত্র পান না। আবার অনেক শিক্ষকও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-
পরবর্তীতে সে জনবলকাঠাম�ো ও এমপিও বিদ্যালয় (নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষায় ডিগ্রি গ্রহণে আগ্রহ প্রকাশ করেন না। কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ
নীতিমালা সংশ�োধিত আকারে ২০১২ খ্রিষ্টাব্দের বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়) ও কলেজের গ্রহণ করা হয়েছে {অনু চ্ছেদ: ১১.৭ (ক-ঙ)। এ সমস্যার সমাধানকল্পে প্রত্যেক শিক্ষা প্রদানের ক্ষেত্রে জনবল কাঠাম�ো এবং এমপিও
২৭ আগস্ট ও ২০১৩ খ্রিষ্টাব্দের ২৪ মার্চ জারি (উচ্চ মাধ্যমিক কলেজ, ডিগ্রি কলেজ) ৮. বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠান থেকে শিক্ষায় ডিগ্রিবিহীন শিক্ষকবৃন্দ নীতিমালার ক�োন�ো বিকল্প নেই। কারণ
হয়। পাশাপাশি সংগীত কলেজ, শরীরচর্চা কলেজ, প্রথমবারের মত�ো ‘সিনিয়র শিক্ষক’ পদ সৃষ্টি নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষায় ডিগ্রি গ্রহণের জন্য এমপিও নীতিমালায় বেতন-ভাতা প্রদান ও
মন্ত্রী পরিষদ বিভাগের ২০১৬ খ্রিষ্টাব্দেরর চারুকলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, করা হয়েছে (অনু চ্ছেদ: ১১.৮-১১.৯)। যাতে ছু টি বা ডেপুটেশন বা অনু মতি পান অথবা কর্তনের সকল নিয়ম-কানু ন, বিধি-বিধান,
৩০ নভেম্বর জারি হওয়া প্রজ্ঞাপনে শিক্ষা বিকেএসপি ও নৈশকালীন বেসরকারি শিক্ষা ৯. বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যাতে বাধ্যতামূ লকভাবে শিক্ষায় ডিগ্রি জনবল, পদসংখ্যা, বেতন-ভাতা, অভিজ্ঞতা,
মন্ত্রণালয়কে পূ ণর্গঠিত করে মাধ্যমিক ও উচ্চ প্রতিষ্ঠানসমূ হ বিশেষ প্রতিষ্ঠান হিসেবে ঘ�োষণা প্রধান শিক্ষক পদকে ‘অধ্যক্ষ’ পদে উন্নীত গ্রহণ করেন সে বিষয়ে প্রশাসনিক নির্দেশনা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব-কর্তব্যসহ সরকারের
শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা করে প্রয়�োজনে এমপিওভুক্ত করার কথা বলা করে বেতন স্কেল বৃদ্ধি করা হয়েছে (অনু চ্ছেদ: জারি করা প্রয়�োজন। এ সংক্রান্ত পলিসি প্রভৃতি বিশদভাবে লিপিবদ্ধ
বিভাগ নামে দু টি বিভাগ সৃষ্টি করা হয়। এর হয়েছে {অনু চ্ছেদ: ৩ (৩.১-৩.৩৩)}। ১১.২৩)। ২. জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে থাকে। যু গ�োপয�োগী এবং সময়ের দাবি ও
পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২. প্রথমবারের মত�ো এমপিওভুক্তির সাথে ১০. জনবল কাঠাম�ো ও এমপিও নীতিমালা পদ�োন্নতির হার ৫:২ এর পরিবর্তে ৫০ শতাংশ চাহিদার সাথে সমন্বয় করে জনবল কাঠাম�ো
থেকে ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুন স্কুল ও সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূ র্ণ শব্দের ‘সংজ্ঞা’ বা ২০২১ অনু সারে প্রথমবারের মত�ো নিয়মিত করা হয়েছে (অনু চ্ছেদ: ১১-৪)। কিন্তু পদ�োন্নতি এবং এমপিও নীতিমালা প্রণীত হয়। ১৯৯৫
কলেজে জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ‘ব্যাখ্যা’ প্রদান করা হয়েছে {অনু চ্ছেদ: ৪ (৪.১- ও অ্যাডহক কমিটি এবং প্রতিষ্ঠান প্রধানের প্রদানের জন্য একটি কমিটি ম�োট ১০০ নম্বরের খ্রিষ্টাব্দে ২৪ অক্টোবর থেকে ২০২১ খ্রিষ্টাব্দের
ও কলেজ) এর জনবল কাঠাম�ো এবং এমপিও ৪.২৩)}। অবর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- মূ ল্যয়ন সূ চকে কৃতকার্যদের পদ�োন্নতি প্রদান ২৮ মার্চ পরন্ত ্য দীর্ঘ পথ পরিক্রমায় বারবার
নীতিমালা-২০১৮ এবং কারিগরি ও মাদরাসা ৩. বিদ্যালয় ও কলেজে জনবল-এর কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সু ব্যবস্থার করবে বলে সিদ্ধান্ত হয়েছে। ২০২১ খ্রিষ্টাব্দের এমপিও. নীতিমালা প্রণীত, সংশ�োধিত, বাতিল
বিভাগ থেকে সে বছরের ১৯ জুলাই মাদরাসার প্রয়�োজন অনু যায়ী এবং চাহিদার নিরিখে নিদেশনা প্রদান করা হয়েছে (অনু চ্ছেদ: ২৮ মার্চ নীতিমালা জারি হলেও মূ ল্যায়ন কমিটি হয়েছে আবার নতুনভাবে নীতিমালা প্রণীত
জন্য ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) অতিরিক্ত শিক্ষক-কর্মচারী পদ সৃষ্টি করা ১৭.১০)। গঠিত না হওয়ায় পদ�োন্নতি বিঘ্নিত হচ্ছে। হয়েছে। জনবল কাঠাম�ো এবং এমপিও
জনবল কাঠাম�ো এবং এমপিও নীতিমালা- হয়েছে {অনু চ্ছেদ: বিদ্যালয় : ৬.১ (ক-গ) এবং শুধু এগুল�োই নয়, আর�ো কিছু কিছু বিষয়ে পরবর্তীতে পদ�োন্নতি পেলেও বকেয়া প্রদানের নীতিমালা পরিবর্তন-পরিবর্ধনয�োগ্য একটি
২০১৮ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কলেজ : ৬.১ (ঘ-ঙ)}। নতুন নির্দেশনা প্রদান করে এই নীতিমালাকে বিষয়ে নীতিমালার ১১.১৬ অনু চ্ছেদে নিষেধাজ্ঞা ধারাবাহিক প্রক্রিয়া। সু তরাং এখানে শেষ বলে
বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল ৪. বিদ্যালয়ের শাখায় শিক্ষক নিয়�োগের যথেষ্ট যু গ�োপয�োগী করা হয়েছে। এগুল�োর থাকায় পদ�োন্নতি প্রাপ্য প্রভাষকরা সেবাবঞ্চিত ক�োন�ো কিছু নেই। সর্বশেষে প্রণীত বেসরকারি
কাঠাম�ো এবং এমপিও নীতিমালা-২০১৮ জারি ক্ষেত্রে বিষয়ক্রমের পরিবর্তে বিদ্যালয়ের মধ্যে উল্লেখয�োগ্য হল�ো অনু চ্ছেদ: ১১.৫ হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল
করা হয়। চাহিদাকে গুরুত্ব প্রদান করা হয়েছে {অনু চ্ছেদ: (প্রভাষক পদে ১৬বছর চাকরিপূ র্তিতে জ্যেষ্ঠ দ্রুততার সাথে পদ�োন্নতি প্রদানের জন্য কাঠাম�ো এবং এমপিও নীতিমালা-২০২১ ও
সর্বশেষ, ২০১৮ খ্রিষ্টাব্দের ১৯ জুলাই কারিগরি ৬.২ (ক-খ)}। প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদ�োন্নতি), ‘পদ�োন্নতি মূ ল্যয়ন কমিটি’ গঠন করা এবং একদিন পরিবর্তন হয়ে আবার নতুন জনবল
ও মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত জনবল ৫. জনবল কাঠাম�ো ও এমপিও নীতিমালা অনু চ্ছেদ:১১.১৭ (এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পদ�োন্নতিপ্রাপ্ত জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী কাঠাম�ো এবং এমপিও নীতিমালার আবির্ভাব
কাঠাম�ো ও এমপিও নীতিমালা সংশ�োধন করে ২০২১ অনু সারে প্রথমবারের মত�ো শিক্ষা একই সাথে একাধিক পদে নিয়�োজিত থাকার অধ্যাপকদের এমপিও নীতিমালার নির্দেশনা ঘটবে। এ নীতিমালার বিদ্যমান সমস্যাগুল�োর
২০২০ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর বেসরকারি প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজে) শিক্ষক নিয়�োগের বিষয়ে নিষেধাজ্ঞা), অনু চ্ছেদ:১৩ (জ্যেষ্ঠতা (অনু চ্ছেদ: ১১.১৬ ) বহাল রেখে ২০২১ সমাধান হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠাম�ো ক্ষেত্রে মহিলা ক�োটার কঠ�োরতা বাদ দিয়ে নির্ধারণে একাডেমিক পরীক্ষার ফলাফল খ্রিষ্টাব্দের ২৮ মার্চ তারিখের পর থেকে উচ্চতর যথেষ্ট উপকৃত হবেন বলে আশা করা যায়।
ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর অনগ্রসর গ�োষ্ঠী, দু র্গম পাবর্ত্য এলাকা, পিছিয়ে অন্তর্ভুক্ত) ইত্যাদি। পদের বকেয়া প্রদান করা (যার যে তারিখ
২০২০ পর্যন্ত সংশ�োধিত) এবং বেসরকারি পড়া এলাকা, বস্তি, হাওড়-বাওড়, চরাঞ্চল, জনবলকাঠাম�ো ও এমপিও নীতিমালার সু ষ্ঠু থেকে প্রাপ্য ) প্রয়�োজন। লেখক: ড. সাধন কুমার বিশ্বাস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠাম�ো এবং ছিটমহল প্রভৃতি এলাকায় বাস্তবতা বিবেচনায় বাস্তবায়নে কতিপয় সমস্যা ও সম্ভাব্য সমাধান: ৩. জনবল কাঠাম�ো ও এমপিও নীতিমালা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক (মাধ্যমিক)
এমপিও নীতিমালা-২০১৮ [ ভ�োকেশনাল, শিক্ষা মন্ত্রণায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও ২০২১ অনু সারে প্রথমবারের মত�ো এমপিওভুক্ত এবং মান্থলি পেমেন্ট অর্ডার স্পেশালিস্ট (ন্যাশনাল
ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম), কৃষি ডিপ্লোমা সময়ে সময়ে পরিপত্রের মাধ্যমে ক�োটার বিষয়ে কলেজ) জনবল কাঠাম�ো এবং এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উচ্চতর কনসালটেন্ট), সেসিপ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
ও মৎস্য ডিপ্লোমা] (২৩ নভেম্বর ২০২০ আদেশ জারি করতে পারবে বলে সিদ্ধান্ত গ্রহণ নীতিমালা-২০২১কে সহজব�োধ্য, শিক্ষক- পদে নিয়�োগ, উচ্চতর স্কেল প্রাপ্তি, জ্যেষ্ঠ অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষকের শুধু সম্মান নয়, আর্থিক নিশ্চয়তাও চাই


সা হি দু ল ই স লা ম সা হি দ
শি
ক্ষকরা জাতির বিবেকক। মানু ষ গড়ার কারিগর। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নিয়�োগসহ সব শিক্ষকদের সামান্য ‘মাস্টার’ হিসেবে তাচ্ছিল্যের সঙ্গে কথা ক্লাসরুমে। দু দিন পরপরই দেখি সেই শিক্ষকরা
যে দেশের কারিগর যত ভাল, সে দেশ তত ভাল দাবির বিষয়ই অবগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ উপস্থাপন করা হয়। বিভিন্ন অনু ষ্ঠানে একজন সরকারি আন্দোলনে নামেন। যদিও এইসব আন্দোলনের পেছনে
নাগরিক তৈরি করতে পারবে। শিক্ষকতাকে খ্রিষ্টাব্দে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তা সর্বশেষ তুলে কর্মকর্তাকে যেভাবে সম্মান দেওয়া হয়, সেখানে তার বির�োধী রাজনৈতিক দলে মদদ থাকে কখন�ো কখন�ো।
সর্বশ্রেষ্ঠ পেশা হিসেবে ধরা হয়। শিক্ষাদানের মহান ব্রত ধরেছেন। তাই নতুন করে তাঁকে জানান�োর কিছু নেই। সিকিভাগ সম্মানও কি শিক্ষকদের দেওয়া হয়? জাতি দাবি আদায়ে কখনও অনশন, কখনও অবস্থান ধর্মঘট।
নিয়ে কাজ করেন একজন শিক্ষক। আর এই শিক্ষকতায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ের প্রায় ৯৭ ভাগ শিক্ষার্থীর গঠনে যে শিক্ষকরা সবচেয়ে বেশি অবদান রাখেন সেই দাবি আদায় করতে এসে শিক্ষকরা পুলিশের পিটুনিও
আসা উচিত দেশের সর্বোচ্চ মেধাবীদের, তাহলেই দেশে শিক্ষার দায়িত্ব যে এমপিওভুক্ত শিক্ষকদের হাতে, কবে শিক্ষকরা সামাজিক দিক দিয়ে চরমভাবে অবহেলিত। খেয়েছেন। সব দেখেশুনে আমার মনে হয়েছে, অর্থে,
সু নাগরিক তৈরি হবে, তৈরি হবে ভাল মানু ষ। তাঁরা শতভাগ উৎসব ভাতা পাবেন? এর কি ক�োন শিক্ষার ভিত স্থাপনকারী প্রাথমিকের সহকারী শিক্ষকদের সম্মানে, মর্যাদায় শিক্ষকতা পেশাটিই আছে তলানিতে।
শিক্ষক ছাত্রছাত্রীদের জীবন ও যু গ�োপয�োগী শিক্ষা সমাধান হবে না? পদমর্যাদা এখন�ো ৩য় শ্রেণির কর্মচারী! তাহলে আমাদের অথচ শিক্ষকদের থাকার কথা সমাজের সর্বোচ্চ মর্যাদার
দেন। তাদের জ্ঞান অর্জনের পথ দেখান। আমাদের একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীদের ভেতর জ্ঞানলাভ, দেশে শিক্ষকের মর্যাদা কিভাবে সবার ওপরে হয়? আমরা আসনে। মুখে মুখে আমরা যতই শিক্ষকদের মর্যাদার
সমাজে এই শিক্ষকদেরকে যথাযথ মর্যাদা দেয়া হয় না, অজানাকে জানা, অদেখাকে দেখা এবং চেনা-জানা শিক্ষকদের বাহ্যিক দিক দেখি কিন্তু কখন�ো কি তাদের কথা বলি না কেন, বাস্তবে কিন্তু উল্টো। এমন ত�ো নয়
দেয়া হয়না তেমন আর্থিক সু বিধা। সরকারি স্কুল-কলেজে বিষয়গুল�োকে নতুন করে চেনার আকাঙ্ক্ষা সৃ ষ্টি ও চাপাকান্না অনু ভব করার চেষ্টা করেছি? শিক্ষকদের মর্যাদা যে শুধু মুখে মুখে মর্যাদার কথা বললেই শিক্ষকদের
আর্থিক সু য�োগ সু বিধা যা আছে তা ম�োটামুটি, তারপরেও ভবিষ্যতের দিকনির্দেশনা দেবেন। উৎসাহ, প্রেরণা, সবার ওপরে—এই কথাটি শুনলে আমাদের দেশের পেট ভরবে, তাদের ভরণপ�োষণ হবে, সন্তানের পড়ালেখা
শিক্ষকদের আরও আর্থিক সু বিধা দেয়া দরকার, তাহলে শক্তি জ�োগাবেন। ভাল�ো-মন্দ, ভুল-সঠিকের দৃ ষ্টিভঙ্গি শিক্ষকরা গর্বিত হন না বরং মনে মনে লজ্জিত হন। হবে। তাদেরও ত�ো পরিবার নিয়ে একটা মধ্যবিত্ত
তাঁরা চিন্তামুক্ত হয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারবেন। শেখাবেন। সু নাগরিক হিসেবে গড়ে তুলবেন। কবি কাদের নেওয়াজের ‘শিক্ষকের মর্যাদা’ শির�োনামে জীবনযাপন করার মত�ো অর্থ লাগবে।
আর এমপিওভুক্ত স্কুল কলেজে যারা চাকরি করেন শুধু পুঁথিগত বিদ্যা নয়, মানু ষ হয়ে গড়ে উঠতে একটি কবিতা সবারই পড়া। বাদশাহ আলমগীরের ছেলে আমরা যদি শিক্ষকদের মর্যাদা দিতে না পারি,
তাদের অবস্থা সবার জানা। নিবন্ধন পরীক্ষায় পাস করা ছাত্রছাত্রীদের যা যা প্রয়�োজন, তার সব শিক্ষা একজন তার শিক্ষকের পায়ে পানি ঢালছিল। আর শিক্ষক নিজে তাদের আর্থিক স্বচ্ছলতা দিতে না পারি তাহলে এই
একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের প্রারম্ভিক বেতন শিক্ষক তাঁর ছাত্রছাত্রীদের দেবেন। পা পরিষ্কার করছিলেন। বাদশাহ তা দেখে ফেলায় ভয়ে পেশায় মেধাবী সন্তানেরা আসবে না ফলে দেশে ভাল
১২ হাজার ৫০০ টাকা, তারা ঈদ উৎসব ভাতা পান জাপানে শিক্ষকরা পরম সম্মানিত ও নিবেদিত-প্রাণ। ছিলেন শিক্ষক। বাদশাহ শিক্ষককে ডেকে পাঠালেন নাগরিক তথা ভাল মানু ষ তৈরি হবে না। ভাল মানু ষ
মূ ল বেতনের ২৫ ভাগ অর্থাৎ তিন হাজার ১২৫ টাকা, জাপানে সবচেয়ে মেধাবীরাই কেবল প্রাথমিক বিদ্যালয়ের এবং ছেলেকে আদব-কায়দা না শেখান�োয় তাকে ভর্ৎসনা না হলে দেশও উন্নতি করতে পারবে না। তাই ভাল
যা সরকারি অফিসের একজন পিওনের বেতনের চেয়ে শিক্ষক হতে পারেন। শিক্ষকের বেতন সেখানে যে ক�োন�ো করেন। শিক্ষক বুঝতে পারেননি ভুলটা ক�োথায় হয়েছে। একটা দেশ পেতে হলে আমাদের শিক্ষাক্ষেত্রে বিনিয়�োগ
কম। শিক্ষকদের শুধু সম্মান দিলেই হবে না, তাদেরকে সরকারি চাকরির চেয়ে বেশি। সর্বজনীন মানসম্মত বিস্মিত শিক্ষককে বাদশাহ জানালেন, কেন তার ছেলে বাড়াতে হবে।একটি দেশকে ধ্বংস করতে হলে আর
আর্থিক সু বিধাও দিতে হবে। শিক্ষাকে জাপান উন্নয়নের হাতিয়ার হিসেবে সফলভাবে নিজ হাতে শিক্ষকের পায়ের ময়লা পরিষ্কার করে দিচ্ছিল কিছু দরকার নাই, শুধু সেই দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস
শিক্ষকদের যদি চাকরি করেও সংসার চালান�োর ব্যবহার করেছে এবং জাতীয় জীবনে যু গান্তকারী না, তাই তিনি মনে ব্যথা পেয়েছেন। কবিতার শেষ চার করলেই যথেষ্ট।
জন্য বাড়তি আয়ের চিন্তা করতে হয়, তাহলে তাদের পরিবর্তন সৃ ষ্টি করেছে। লাইন তুলে দিচ্ছি এখানে- শিক্ষাব্যবস্থা দু র্বল হলে ডাক্তারের হাতে র�োগী মারা
পাঠদানের প্রতি মন�োয�োগ নষ্ট হয়। আমাদের দেশে শিক্ষকের মর্যাদা নিয়ে সন্দেহ রয়েছে। ‘উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগ�ৌরবে যাবে, প্রক�ৌশলীদের দ্বারা নির্মিত ইমারত, ব্রিজগুল�ো
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চাকরি জাতীয়করণের শিক্ষকের মর্যাদা শুধু মুখে নয় বাস্তবে সকল ক্ষেত্রে উচ্চ কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে- ভেঙ্গে পড়বে এ রকম প্রতিটি ক্ষেত্রে আমরা ক্ষতির
দাবীতে আন্দোলন করে আসছেন। ২০০৪ খ্রিষ্টাব্দে মর্যাদায় আসীন করে নিজদের উন্নত জাতি হিসেবে আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরুর শির, সম্মু খীন হব। সু তরাং দেশের উন্নতির স্বার্থে, একটি ভাল
সিকিভাগ উৎসব ভাতা দেয়া শুরুর পরপরই শতভাগ অধিষ্ঠিত করেছে জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীনের সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।’ জাতি গঠনের জন্য শিক্ষককে সর্বোপরি শিক্ষাকে গুরুত্ব
ভাতা দাবী করে আসছে তারা। এমপিওভুক্ত সাড়ে পাঁচ মত�ো দেশগুল�ো। এই কবিতা থেকে আমরা কী শিক্ষা পেয়েছি? আসলে দিতে হবে।
লাখ শিক্ষক গত ইদু ল ফিতরে আশা করেছিনে ঈদে পূ র্ণ অন্যদিকে আর্থিকভাবে বাংলাদেশের শিক্ষকরা আমরা উল্টো শিক্ষা পেয়েছি। শিক্ষকের মর্যাদা দিতে
ভাতা পাবেন। কিন্তু হয়নি। অবহেলিত। ফলে আমাদের দেশের নাটক/সিনেমায় পারিনি। পেরেছি শিক্ষকের অমর্যাদা দিতে। যাদের থাকার লেখকঃ সাহিদুল ইসলাম সাহিদ, সাংবাদিক।

You might also like