P 5

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

দৈনিক শিক্ষাডটকম-এর জাতীয় পত্রিকা শুক্রবার • ২৭ আগস্ট ২০২১ • ১২ ভাদ্র ১৪২৮

অবহেলায় শিশু শিক্ষার্থীর


মত্ৃ যু, অভিয�োগের তীর
শিক্ষকের দিকে
মাদরাসায় ভর্তি করা হয়। হিফজ বিভাগে
n বিশেষ প্রতিনিধি, বাউফল (পটু য়াখালী) থেকে ১৫ পাড়া মুখস্ত করছিল সে। অপর শিশু
শিক্ষার্থীদের সঙ্গে মাদরাসার সিঁড়ি বেয়ে
শিক্ষকের অবহেলায় পটুয়াখালীর নীচে নামার সময় পড়ে গিয়ে আাফাত
বাউফলে আরাফাত (৮) নামে এক শিশু মাথায় প্রচন্ড আঘাত পায়। তবে, মাদরাসার
শিক্ষার্থীর মৃ ত্যু হয়েছে বলে অভিয�োগ প্রধান শিক্ষক ম�ো. জিকিরউল্লাহর (৫০)
উঠেছে। সে ওই উপজেলার আদাবাড়িয়া কারণে বিষয়টি সবাই গ�োপন রাখে।
ইউপির মাহাশ্রাদ্দি গ্রামের ম�ো. হাচান আঘাত প্রাপ্ত হওয়ার বিষয়টি গুরুত্ব না
প্যাদার ছেলে। সে কাশিপুর আল-ইয়াসিন দিয়ে উপরন্তু তিরস্কার করা হয় তাকে।
শিশু সদন এতিমখানা ও মারকাযু ল নু র এরপর অবস্থার অবনতি হলে স�োমবার
ইয়াসিন হাফিজিয়া মাদরাসায় পড়ত�ো। সকালে পরিবারের সদস্যদের জানান�ো
গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল হয়।
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা
মারা যায় সে। মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়
জানা গেছে, গত র�োববার (২২ আগস্ট) সে। প�োস্টমর্টেম শেষে বৃ হস্পতিবার
বিকেলে মাদরাস ভবনের তৃতীয় তলার সকালে আদাবাড়িয়ার সিদ্দিক বাজার
রেলিংবিহীন সিঁড়ি বেয়ে নামার সময় এলাকায় জানাজার পর পারিবারিক
পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত কবরস্থানে তাকে দাফন করা হয়।
হয় আরাফাত। প্রথমে গ�োপন থাকলেও এ ঘটনায় ক্ষোভের সৃ ষ্টি হয়েছে
অবস্থার অবনতি হলে একদিন পর মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও
স�োমবার পরিবারের সদস্যরা জানতে স্থানীয়দের মাঝে। এ ব্যাপারে মাদরাসার
পারে। পরে, তাকে পটুয়াখালী জেলা প্রধান ম�ো. জিকিরউল্লাহর ম�োবাইলফ�োনে
সদরের এক হাসপাতালে নিয়ে যাওয়া য�োগায�োগের চেষ্টা করা হলেও তা বন্ধ
হয়। অবস্থার উন্নতি না হলে সেখান পাওয়া যায়।
থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল এ ব্যাপারে বাউফল থানার ওসি আল
কলেজ হাসপাতালে (শেবাচিম) ও পরে মামুন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠান�ো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে মাদরাসার সিঁড়ি থেকে পা ফসকে
করা হয় তাকে। সেখানে মঙ্গলবার রাতে পরে গিয়ে আহতের খবর জানান�ো হয়।
চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়
শিশু শিক্ষার্থী আরাফাতের দাদা নু র শিশুটি। আমরা এখন�ো ক�োন অভিয�োগ
রাজশাহী শহরের একটি স্কুলের ফু টবল খেলার মাঠ পানিতে সয়লাব। গ�োলপ�োস্ট ঘিরে ছেলেরা জুড়ে দিয়েছে ঝাঁপাঝাঁপি। কর�োনার কারণে স্কুল বন্ধ থাকায় এভাবেই চলে হ�োসেন প্যাদাসহ আত্মীয়রা অভিয�োগ পাইনি। অভিয�োগ পেলে আইনগত ব্যবস্থা
তাদের আনন্দ-উচ্ছ্বাস  -আজাহার উদ্দিন করে বলেন, ৭-৮ মাস আগে আরাফাতকে নেওয়া হবে।

অনলাইনে পাঠদানের মূল বাধা মূল্যায়ন


ন�োবিপ্রবির নতু ন
প্রো-ভিসি অধ্যাপক
আব্ল দু বাকী
n নিজস্ব প্রতিবেদক গত বুধবার রাতে বাংলাদেশ ইন্টারনেটের সমস্যা সমাধানের ব্যবস্থা অবজেকটিভ অ্যাসেসমেন্টস এন্ড এড্রেসিং

অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের


বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও ঢাকাস্থ
আমেরিকান দূ তাবাসের য�ৌথ উদ্যোগে
করা হয়েছে। বাংলাদেশ উচ্চশিক্ষাক্ষেত্রে
যাতে পিছিয়ে না পড়ে সেজন্য ব্লেন্ডেড
চিটিং’ শীর্ষক মূ ল বিষয়বস্তু উপস্থাপন
করেন ইউনিভার্সিটি অব নিউ মেক্সিক�োর
n
নিজস্ব প্রতিবেদক

মূ ল্যায়ন যথাযথভাবে করার আহ্বান আয়�োজিত ‘ভার্চুয়াল স্পিকার প্রোগাম অন লার্নিং নীতিমালার খসড়া চূ ড়ান্ত করা অর্গানাইজেশন, ইনফরমেশন অ্যান্ড লার্নিং নোয়াখালী বিজ্ঞান
জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী অনলাইন অ্যাসেসমেন্টস স্ট্রাটেজিস’ শীর্ষক হয়েছে। প্রযু ক্তির সহয�োগিতা নিয়ে দেশের সায়েন্সেস বিষয়ের সহয�োগী অধ্যাপক ও প্রযু ক্তি
কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর আল�োচনা অনু ষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান উচ্চশিক্ষা খাতকে এগিয়ে নিতে হবে বলে ু
ড. স্টেফানি এল মর। ঢাকাস্থ মার্কিন বি শ্ব বিদ্যা ল য়ে র
ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেছেন, অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি জানান। দূ তাবাসের সংস্কৃতি বিষয়ক বিশেষজ্ঞ নতুন প্রো-ভাইস
উচ্চশিক্ষায় অনলাইনে পাঠদানের মূ ল বাধা অনু ষ্ঠানে প্রফেসর মুহাম্মদ আলমগীর তিনি আরও বলেন, ইউজিসি ও রায়হানা সু লতানার সঞ্চালনায় অনু ষ্ঠানে চ্যান্সেলর হিসেবে
হয়ে দাঁড়িয়েছে মূ ল্যায়ন। বলেন, কর�োনা মহামারিতে শিক্ষার্থীরা আমেরিকান দূ তাবাসের য�ৌথ উদ্যোগে প্রফেসর স্কিন ম্যাকলনট�োস, ইউজিসি’র নিয়�োগ পেয়েছেন
শিক্ষার্থীদের মূ ল্যায়ন যেন সঠিক হয় যাতে পড়াশ�োনা থেকে দূ রে সরে না যায় আয়�োজিত অনু ষ্ঠানে অংশগ্রহণকারী আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত অধ্যাপক ড.
সেদিকে দৃ ষ্টি রাখতে হবে। মূ ল্যয়ন নিয়ে এবং বড় রকমের সেশনজটে না পড়ে সবাই অনলাইন শিক্ষার মূ ল্যায়ন, চ্যালেঞ্জ দায়িত্ব) ম�োহাম্মদ মাকছু দুর রহমান ভূ ইয়া ম�োহাম্মদ আব্দু ল
ক�োন ধরনের প্রশ্ন দেখা দিলে অনলাইন সেজন্যে ইউজিসি শর্তসাপেক্ষে অনলাইন ও উত্তরণের ক�ৌশল জানার পাশাপাশি যু ক্ত ছিলেন। অনু ষ্ঠানে দেশের দেশের বাকী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার অর্জন প্রশ্নবিদ্ধ হবে বলে তিনি শিক্ষার অনু ম�োদন দিয়েছে। অনলাইন শিক্ষা কর্মক্ষেত্রে এটি প্রয়�োগ করতে পারবে। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক। গত
মনে করেন। অব্যাহত রাখতে শিক্ষার্থীদের ডিভাইস, অনু ষ্ঠানে ‘অ্যাসেসিং লার্নিং অনলাইন: ছয়শতাধিক শিক্ষক অংশ নেন। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে
ন�োবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর পদে
নিয়�োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে
চ�ৌর্যব ৃত্তির অভিয�োগ মুক্তিয�োদ্ধা অধ্যক্ষ গ�োলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
বিভাগ।

শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হায়দার চ�ৌধরু ী আর নেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নোয়াখালী
বিজ্ঞান ও প্রযু ক্ তি বিশ্ববিদ্যালয়ের
আইন-২০০১ এর ধারা ১২ (১)
n নেত্রক�োনা প্রতিনিধি অনু যায়ী ড. ম�োহাম্মদ আব্দু ল বাকীকে
n যবিপ্রবি প্রতিনিধি প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়।
যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট ব�োর্ডের সভাপতি
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে
নেত্রক�োনার খালিয়াজুরী উপজেলার প্রয়াত নেতা সাবেক উপজেলা নিয়�োগ দেওয়া হয়েছে।
চ�ৌর্যবৃত্তি বা প্ল্যাজিয়ারিজমের অভিয�োগের যশ�োর অধ্যাপক ড. ম�ো: আন�োয়ার হ�োসেনের সভাপতিত্বে সভায় চেয়ারম্যান মরহুম আব্দু ল জলিল চ�ৌধু রীর সন্তান খালিয়াজুরী কলেজের জানা গেছে, তিনি চার বছরের জন্য
বিজ্ঞান ও প্রযু ক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একজন আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ক�োষাধ্যক্ষ অধ্যাপক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর
সহয�োগী অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে ম�ো: আব্দু ল মজিদ, যশ�োর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিয�োদ্ধা ও দু দকের বিশেষ পিপি অ্যাডভ�োকেট গ�োলাম হায়দার পদে নিয়�োগ দেওয়া হয়েছে। তিনি
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফ�োরাম রিজেন্ট কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত চ�ৌধু রী (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিয়মিত চাকরির বয়সপূ র্তিতে মূ ল
ব�োর্ড। সচিব (বিশ্ববিদ্যালয়) এ কে এম আফতাব হ�োসেন গত বুধবার বিকাল প�ৌনে ৬টার দিকে আকস্মিকভাবে হৃদর�োগে পদে প্রত্যাবর্তনপূ র্বক অবসরগ্রহণের
গতকাল বৃহস্পতিবার দু পুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রামাণিক, যু গ্ম সচিব (উন্নয়ন-৩) সৈয়দা নওয়ারা জাহান, আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনু ষ্ঠানিকতা শেষ করে মেয়াদের
ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়�োটেকন�োলজির মৃ ত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ভাই ও দু ই ব�োনসহ অসংখ্য গুণগ্রাহী অবশিষ্টাংশ পূ ষ করবেন। প্রো-ভিসি
ফ�োরাম রিজেন্ট ব�োর্ডের ৭০তম সভা অনু ষ্ঠিত হয়। মহাপরিচালক ড. ম�ো: সলিমুল্লাহ, সাভারের পরমাণু রেখে গেছেন। গতকাল বৃ হস্পতিবার জ�োহর নামাজের পর খালিয়াজুরী হিসেবে তিনি পদের সংশ্লিষ্ট অন্যান্য
এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ম�ো: শক্তি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সু বিধা ভ�োগ করবেন।
আন�োয়ার হ�োসেন। সভার শুরুতে রীতি অনু যায়ী উপাচার্য কর্মকর্তা ড. এস এম আসাদু জ্জামান, যশ�োরের আঞ্চলিক
বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে লিখিত বক্তব্য কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
পাঠ করেন। বৈশ্বিক মহামারির কারণে সদস্যদের অনেকে (ভারপ্রাপ্ত) ড. কাওছার উদ্দিন আহম্মদ, বাংলাদেশ
জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি এবং অনেকে সশরীরে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. ম�োঃ
রিজেন্ট ব�োর্ডের সভায় অংশ নেন। গ�োলাম শাহি আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
বিশ্ববিদ্যালয়ের জনসংয�োগ দপ্তর থেকে পাঠান�ো সংবাদ রসায়ন বিভাগের অধ্যাপক ড. শরীফ এনামুল কবির,
বিজ্ঞপ্তিতে জানান�ো হয়, যু ক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিউটের
বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের একটি লেখা যবিপ্রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট ডা.
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এম এ রশীদ, যশ�োর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
সহয�োগী অধ্যাপক ম�ো. আমজাদ হ�োসেন নিজের নামে ব�োর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. ম�োল্লা আমির হ�োসেন,
বাংলাদেশের দু টি পত্রিকায় প্রকাশ করে প্ল্যাজিয়ারিজম যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়�োসায়েন্স বিভাগের
করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর তিনি লিখিত অধ্যাপক ড. ম�ো. আনিছু র রহমান, কেমিক�ৌশল বিভাগের
অভিয�োগ করেন। অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, অণুজীববিজ্ঞান
ঘটনার গুরুত্ব বিবেচনা করে সভায় যবিপ্রবির রিজেন্ট বিভাগের অধ্যাপক ড. ম�ো. ইকবাল কবীর জাহিদ,
ব�োর্ডের সদস্য ও সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি
বায়�োটেকন�োলজির মহাপরিচালক ড. ম�ো. সলিমুল্লাহকে শেখ কবির হ�োসেন, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ
আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি অধ্যাপক ম�োঃ আব্দু ল মজিদ, সরকারি সিটি কলেজের
গঠন করা হয়। তদন্ত কমিটিকে এ ঘটনার সত্যতা যাচাই অধ্যক্ষ অধ্যাপক আশরাফ-উদ-দ�ৌলা, রিজেন্ট ব�োর্ডের
এবং এতে বিশ্ববিদ্যালয়ের ক�োন�ো মর্যাদা ক্ষুণ্ন হয়েছে কি সচিব ও যবিপ্রবির রেজিস্ট্রার প্রক�ৌশলী ম�ো. আহসান
না সেটি আমলে নিয়ে আগামী ২২ কার্য দিবসের মধ্যে হাবীবসহ অনেকে।

You might also like