Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

ভূ মিকা

পাঠ সম্পর্কি ত গুরুত্বপূর্ণ বিষয়াদি:

 প্রতিটি জীবেরদেহ কোষ দিয়ে গঠিত।


 এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে।
 বহুকোষী জীবের কোষ বিভাজনের দ্বারা দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে।
 ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে।
 নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ।
 যৌন প্রজননের সময় শুক্রানু ও ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। এ জাইগোট বিভাজিত হয়ে জীবদেহ গঠিত হয়।
জাইগোট বারবার বিভাজিত হয়ে অসংখ্য কোষ উৎপন্ন হয়। এভাবে বারবার কোষ বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি
ঘটে এবং পূর্ণাঙ্গ জীবদেহ গঠিত হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কোষ বিভাজনের ফলে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে।
 যে প্রক্রিয়ায় একটি সজীব কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক নতু ন কোষ উৎপন্ন হয় তাকে কোষ বিভাজন বলে।
অথবা, যে পদ্ধতিতে মাতৃ কোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে।
 যে কোষ বিভাজিত হয়ে নতু ন কোষ উৎপন্ন করে তাকে মাতৃ কোষ বলে।
 মাতৃ কোষ বিভাজনের ফলে যে নতু ন কোষ উৎপন্ন হয় তাকে অপত্য কোষ বলে। জীবদেহের বৃদ্ধির পাশাপাশি ভ্রূণের

পরিস্ফু টন, জীবদেহের ক্ষয়পূরণ, প্রজনন ইত্যাদি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে।
সংক্ষিপ্ত প্রশ্ন:

প্রতিটি জীবেরদেহ কী দিয়ে গঠিত?

এককোষী জীবগুলো কোষ বিভাজনের মাধ্যমে কী করে?


Or, এককোষী জীবগুলো কোষ বিভাজনের মাধ্যমে কী ঘটে?

কোন জীবের কোষ বিভাজন দ্বারা বংশবৃদ্ধি ঘটে?

বহুকোষী জীবের কোষ বিভাজনের দ্বারা কী ঘটে?

কোন জীবের কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে?

কোন জীবের কোষ বিভাজনের মাধ্যমে দেহকোষের সংখ্যা বৃদ্ধি ঘটে?

বহুকোষী জীবের জীবন কয়টি কোষ থেকে শুরু হয়?


Or, ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবদের জীবন শুরু হয় কয়টি কোষ দিয়ে?

কোন জীবের জীবন একটি কোষ থেকে শুরু হয়?

বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু হয়?

জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু থেকে কোন জীবের জীবন শুরু হয়?

জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু কী ধরনের কোষ?

কোন কোষের ক্রমাগত বিভাজনের ফলে বিশাল দেহ গঠিত হয়?

বিশাল দেহ কীভাবে গঠিত হয়?

রচনামূলক প্রশ্ন

জাইগোট কী?

জাইগোট কাকে বলে?

কোষ বিভাজন কী?

কোষ বিভাজন কাকে বলে?

মাতৃ কোষ কী?

অপত্য কোষ কী?


পাঠ ১ : কোষ বিভাজনের প্রকারভেদ

পাঠ সম্পর্কি ত গুরুত্বপূর্ণ বিষয়াদি:

 জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। যথা-


1. অ্যামাইটোসিস
2. মাইটোসিস এবং
3. মিয়োসিস।

অ্যামাইটোসিস

পাঠ সম্পর্কি ত গুরুত্বপূর্ণ বিষয়াদি:

 এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়।
 এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে।
 অ্যামাইটোসিস কোষ বিভাজনে-
i. নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকু চিত হয়।
ii. নিউক্লিয়াসটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়।
iii. একই সময়ে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকু চিত হয়ে দুটি কোষে পরিণত হয়।
iv. মাতৃ কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাই একে প্রত্যক্ষ
কোষ বিভাজন বলে।

সংক্ষিপ্ত প্রশ্ন:

জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?


Or, জীবদেহের কোষ বিভাজন কত প্রকার?
Or, কোষ বিভাজন কত প্রকার?

কোন জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে?


Or, কোন কোন জীবের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?
Or, কোন জীবে প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে?

এককোষী জীবের কোন ধরনের কোষ বিভাজন ঘটে?


Or, এককোষী জীবে কোন ধরনের কোষ বিভাজন হয়?

ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?

ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ বিভাজনে দেখা যায়?


Or, ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ বিভাজন ঘটে?

ইস্টে কোন ধরনের কোষ বিভাজনে দেখা যায়?


Or, ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
ছত্রাকে কোন ধরনের কোষ বিভাজনে দেখা যায়?
Or, ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ বিভাজন ঘটে?

অ্যামিবায় কোন ধরনের কোষ বিভাজনে দেখা যায়?


Or, ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ বিভাজন ঘটে?

এককোষী জীবগুলো কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে?

কোন জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে?


Or, কোন জীবগুলো প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে?

কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে?

কোন জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে?

কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস প্রায় মাঝ বরাবর সংকু চিত হয়ে ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত
হয়?

অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কী বলা হয়?

You might also like