Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

এক নজরে বঙ্গবন্ধু স্যারেলাইে-১

আইরেন সুলতানা রবরিরনউজ টোরেরির াে িেকম


Published: 10 May 2018 10:38 PM BdST Updated: 11 May 2018 09:00 AM
BdST


উৎরেপরেে জন্য প্রস্তুত বঙ্গবন্ধু-১

উৎরেপরেে জন্য প্রস্তুত বঙ্গবন্ধু-১


উৎরেপরেে জন্য প্রস্তুত বঙ্গবন্ধু-১

উৎরেপরেে জন্য প্রস্তুত বঙ্গবন্ধু-১


উৎরেপরেে জন্য প্রস্তুত বঙ্গবন্ধু-১

তারলস এরলরনো টেস যারসরলটিরত রনম মাে পর্ারে
ম বঙ্গবন্ধু-১


বঙ্গবন্ধু স্যারেলাইরেে গাজীপুে গ্রাউন্ড টেশন
PreviousNext
সবরকছু ঠিক থাকরল শরনবাে প্রথম প্রহরে মহাকারশে পরথ েওনা হরব বাাংলারেরশে প্রথম বারেরজযক উপগ্রহ
‘বঙ্গবন্ধু-১’।
RELATED STORIES
• ‘জে বাাংলা, জে বঙ্গবন্ধু’ টলাগান রনরে ছুেরব বঙ্গবন্ধু স্যারেলাইে
আে এে মরে রেরে বাাংলারেশ নাম টলখারব টসইসব টেরশে তারলকাে, র্ারেে স্যারেলাইে পৃরথবীে চােপাশ প্রেরেে
কেরে সব মেে।
এই স্বপ্নর্াত্রাে প্রস্তুরত শুরু হরেরেল এক েশক আরগ। বাাংলারেরশ টেরল টর্াগারর্াগ খারতে রনেন্ত্রক সাংস্থা রবটিআেরস
২০০৮ সারল এ রবষরে একটি করমটি করে। আওোমী লীগ সেকারে আসাে পে ২০০৯ সারল জাতীে তথ্যপ্রযুরি
নীরতমালাে োষ্ট্রীে স্যারেলাইে উৎরেপরেে রবষেটি যুি কো হে।
এেপে রনজস্ব স্যারেলাইে উৎরেপরেে জন্য আন্তজমারতক টেরলকরমউরনরকশন ইউরনরেে (আইটিইউ) কারে
ইরলক্ট্ররনক আরবেন োরখলসহ প্রাথরমক ধাপ টশষ করে বাাংলারেশ। টেরশ-রবরেরশ সাংস্থাে সম্পৃিতাে, জনবল এবাং
বারজে বোরে এরগরে চরল পরেকল্পনা বাস্তবােরনে রবরিন্ন ধাপ।
অবরশরষ টলারেিাে টকইপ টকনারিোরলে লঞ্চ প্যাি টথরক যুিোরষ্ট্রে টবসেকারে মহাকাশ গরবষো সাংস্থা
টেসএরেে মােরম রনরজরেে প্রথম কৃরত্রম উপগ্রহ বঙ্গবন্ধু স্যারেলাইে-১ উৎরেপরেে অরপোে আরে বাাংলারেশ।

রবরিন্ন খারত খেচ


উপগ্রহ উৎরেপরেে মােরম সম্প্রচাে ও টেরলরর্াগারর্াগ টসবা পরেচালনাে ২০১৪ সারলে টসরেম্বরে একরনক সিাে
দুই হাজাে ৯৬৮ টকাটি োকাে ‘বঙ্গবন্ধু স্যারেলাইে উৎরেপে’ প্রকল্প অনুরমােন পাে।
এে মরে সেকারেে রনজস্ব তহরবল টথরক বোে টেওো হে এক হাজাে ৩১৫ টকাটি ৫১ লাখ োকা, র্া টমাে ব্যরেে
প্রাে ৪৪ শতাাংশ। এ োড়া ‘রবিাস ম াইন্যারসাং’ এে মােরম এ প্রকরল্পে জন্য এক হাজাে ৬৫২ টকাটি ৪৪ লাখ োকা
সাংগ্ররহে পরেকল্পনা টনওো হে।
এই টপ্ররেরত হাংক সাাংহাই ব্যাাংরকাং কেরপারেশরনে (এইচএসরবরস) সরঙ্গ প্রাে একহাজাে ৪০০ টকাটি োকাে
ঋেচুরি হে ২০১৬ সারলে টসরেম্বরে। এক েশরমক ৫১ শতাাংশ হাে সুেসহ ১২ বেরে ২০ রকরস্তরত ওই অথ ম
পরেরশাধ কেরত হরব।
স্যারেলাইে রসরেরমে নকশা ততরেে জন্য ২০১২ সারলে মারচ ম প্রকরল্পে মূল পোমশ মক রহরসরব রনরোগ পাে

যুিোষ্ট্ররিরিক ‘রেস পােনােরশপ ইিােন্যাশনাল’।
এেপে স্যারেলাইে রসরেম রকনরত ফ্রারসে টকাম্পারন তারলস এরলরনো টেরসে সরঙ্গ একহাজাে ৯৫১ টকাটি ৭৫
লাখ ৩৪ হাজাে োকাে চুরি করে রবটিআেরস।
পৃরথবীে কেপরথ একটি স্যারেলাইে বসারত প্ররোজন হে সুরনরে মষ্ট অেরবোল লে। ২০১৪ সারলে রিরসম্বরে োরশোে
সাংস্থা ইিােস্পুেরনরকে কাে টথরক এই অেরবোল লে ইজাো রনরত অনুরমােন টেওো হে ২১৮ টকাটি ৯৬ লাখ
োকা।
এে মারে স্যারেলাইরেে সারব মক ব্যবস্থাপনাে জন্য ‘বাাংলারেশ করমউরনরকশন স্যারেলাইে টকাম্পারন রলরমরেি’ নারম
একটি সাংস্থা গঠন কো হে। এই সাংস্থা গঠরন মূলধন রহরসরব অনুরমােন টেওো হে পাাঁচ হাজাে টকাটি োকা।
সম্ভাবনা
বাাংলারেশ করমউরনরকশন স্যারেলাইে টকাম্পারন রলরমরেি (রবরসএসরসএল) স্যারেলাইে মহাকারশ কাজ শুরু কোে
রতন মারসে মরে বারেরজযক কার্ক্রম ম শুরু কোে প্রস্তুরত রনরে। পু াঁরজবাজারে এ প্ররতষ্ঠারনে টশোে োড়াে পরেকল্পনাে
কথাও ইরতামরে গেমােরম এরসরে।
বতমমারন রবরেরশ স্যারেলাইরেে িাড়া বাবে বাাংলারেশরক গুেরত হে ১ টকাটি ৪০ লাখ িলাে। রনজস্ব উপগ্রহ
উৎরেপরেে পে বাাংলারেশ টসই রনি মেশীলতা কাটিরে উরঠ অথ ম সাশ্রে কেরত পােরব বরল সেকাে আশা কেরে।
বঙ্গবন্ধু স্যারেলাইরে েরেরে টমাে ৪০টি ট্রাসপন্ডাে। এে ২০টি বাাংলারেরশে ব্যবহারেে জন্য োখা হরব এবাং বারক
২০টি ট্রাসপন্ডাে িাড়া টেওো হরব। এরেরত্র টনপাল, রমোনমাে ও ভুোরনে কারে স্যারেলাইে টসবা রেরে প্রাে পাাঁচ
টকাটি োকা আরেে সম্ভাবনা টেখরেন রবরশষজ্ঞো।
ব্র্যাক রবশ্বরবদ্যালর়েে করম্পউোে সার়েস ও ইরিরন়োরোং রবিারগে সহরর্াগী অোপক খরললুে েহমান রবরিরনউজ
টোরেরির াে িেকমরক বরলন, বঙ্গবন্ধু স্যারেলাইরেে অবস্থান হরব ইরদারনরশোে একেম উপরে।
“ইরদারনরশোে টপেন রেরক পুরোোই সমুদ্র। ইরদারনরশো টথরক সামরনে রেরক র্ত টেশ আরে টর্মন মালরেরশো,
রমোনমাে, রসঙ্গাপুে সবই রকন্তু আমারেে কািারেরজ আরে।”
রতরন বরলন, “এখন রকন্তু রবশ্বো হরে টগরে ওরপন মারকমে। র্ারক কম খেরচ টসবা টেো হরব টসই রকনরত োরজ
হরব। স্যারেলাইরেে কমারশ মোল রেকো রনরে র্াো কাজ কেরেন তাো হেত টসিারবই রচন্তা কেরবন।”
এই রবশ্বরবদ্যাল়ে রশেক বরলন, বঙ্গবন্ধু স্যারেলাইে প্রকল্প বাস্তবােরনে মােরম চাকরেে নতুন টেত্র ও কম মসাংস্থারনে
সুরর্াগ ততরে হরব। স্যারেলাইে টকাম্পারন বা ‘বাাংলারেশ করমউরনরকশন স্যারেলাইে টকাম্পারন রলরমরেি’ পরেচালনাে
জন্য ১০৫ জন জনবল প্ররোজন হরব। তরুেোও স্যারেলাইে ইরিরনোে হওোে জন্য আগ্রহী হরব, র্া হরব আগামীে
জন্য একটি িারলা রবরনরোগ।
ইনরিরপনরিি ইউরনিারস মটিে সহরর্াগী অোপক র রোজ আহরমে বরলন, “বাাংলারেরশে টকারনা ইউরনিারস মটিরতই
এখন স্যারেলাইে করমউরনরকশরনে ওপে টকারনা টপ্রাগ্রাম টনই। হেত একো টকাস ম থাকরত পারে। তরব টকাস মগুরলা
অপশনাল হরে থারক। টকন টনই এে উিে হরে জব মারকমে একো যাক্টে। রশোথীো গ্রযাজুরেে হরল তারক
টকাথাে চাকরে টেো হরব?
“এখন টর্রহতু আমারেে এেকম একটি স্যারেলাইে লঞ্চ হরে, একো জব টসক্টে ততরে হরে, তাহরল এে একো
র উচাে আরে। এরত করে আগামীরত রশোথীো হেত আগ্রহী হরব। এমন প্রসরপক্টস থাকরল ইউরনিারস মটিগুরলারতও
এই টকাস ম একো ট াকাস পারব।”

তারলস এরলরনো টেস যারসরলটিরত রনম মাে পর্ারে ম বঙ্গবন্ধু-১


স্যারেলাইে টসবাখারত বাাংলারেশ
বঙ্গবন্ধু স্যারেলাইরেে টকইউ-ব্যান্ড ট্রাসপন্ডারেে েে রবরমে আওতাে থাকরব বাাংলারেশ ও বঙ্গরপাসাগরেে
জলসীমা। অন্যরেরক এই ব্যান্ড ট্রাসপন্ডারেে রেরজওনাল রবরমে আওতাে েরেরে িােত, টনপাল, ভুোন, শ্রীলঙ্কা,
র রলরপস ও ইরদারনরশো।
রেরজওনাল রস-ব্যান্ড রবরমে আওতাে থাকা টেশগুরলা হরে ইরদারনরশো, র রলরপস, বাাংলারেশ, িােত, রমোনমাে,
ভুোন, টনপাল, শ্রীলঙ্কা, আ গারনস্তান, পারকস্তান, তারজরকস্তান, রকেরগজস্তান, উজরবরকস্তান, তুরকমরমরনস্তান এবাং
কাজাখস্তারনে রকছু অাংশ। রল এসব টেরশ টেরলরর্াগারর্াগ ও সম্প্রচাে টসবা রেরত পােরব বঙ্গবন্ধু-১।
সেকারে এই প্রকল্প রনরে অন্যতম প্রতযাশা হরে রনজস্ব এই স্যারেলাইে বাাংলারেরশ রিরজোল তবষম্য দূে কেরত
ভূরমকা োখরব। িাইরেক্ট টু টহাম (রিটিএইচ) পদ্ধরতরত স্যারেলাইে টথরক রসগনাল গ্রহরেে মােরম গ্রামাঞ্চরলও
সোসরে টেরলরিশন সম্প্রচাে কো সম্ভব হরব।
ম টেরশে রবদ্যমান টেরেরিোল অবকাঠারমা েরতগ্রস্ত হরলও টর্াগারর্াগব্যবস্থা
রবরশষ করে রবরিন্ন প্রাকৃরতক দুরর্ারগ
রনেবরেন্ন োখরত বঙ্গবন্ধু স্যারেলাইে ব্যবহাে কো র্ারব।
এ প্রসরঙ্গ ইনরিরপনরিি ইউরনিারস মটিে সহরর্াগী অোপক র রোজ আহরমে বরলন, সাবরমরেন টকবল রস-রম-উই
৪ এবাং রস-রম-উই ৫ র্রে টকারনা কােরে কাজ না করে তখন রবকল্প টর্াগারর্ারগ এই স্যারেলাইে কারজ আসরব।
“পৃরথবীে প্রাকৃরতে দুরর্াগম প্রিাব স্যারেলাইরেে ওপে থাকরব না। ধো র্াক সন্দ্বীপ-হারতোে টকারনা প্রাকৃরতক দুর্াগম
হরলা। তারত র্রে ঢাকাে সারথ ল্যান্ড করমউরকশন বন্ধ হরে র্াে, তখনও স্যারেলাইরেে মােরম টর্াগারর্াগ কো
র্ারব ঢাকাে সারথ।”

বঙ্গবন্ধু স্যারেলাইরেে গাজীপুে গ্রাউন্ড টেশন


‘রজওরেশনারে স্যারেলাইে’
পৃরথবীপৃষ্ঠ টথরক উচ্চতাে ওপে রিরি করে কেপথরক রচরিত কো হে রতনিারব। এগুরলা হল টলা আথ ম অেরবে
(এলইও), রজওরেশনারে আথ ম অেরবে (রজইও) এবাং রমরিোম আথ ম অেরবে (এমইও)।
স লিারব উৎরেপে ও সব কাজ টশরষ বঙ্গবন্ধু স্যারেলাইে-১ হরব ভূপৃষ্ঠ টথরক ৩৫ হাজাে ৮০০ রকরলারমোে উপরে
‘রজওরেশনারে আথ ম অেরবরেে’ একটি কৃরত্রম উপগ্রহ।
রজওরেশনারে স্যারেলাইে হল এমন একটি কৃরত্রম উপগ্রহ টর্টি রনেে টেখা বোেবে ওই কেপরথ টথরক পৃরথবীরক
২৪ ঘণ্টাে একবাে প্রেরেে কেরব। এই প্রেরেে হরব পৃরথবীে আবতমরনে রেরক, অথ মাৎ পরিম টথরক পূরব ম। রল
গ্রাউন্ড টেশরনে সারপরে উপগ্রহটি থাকরব প্রাে রস্থে। এ কােরেই ‘রজওরেশনারে’ শব্দটি এরসরে।

মহাকারশ স্যারেলাইরেে কার্কারেতাে একটি রনরে মষ্ট টমোেকাল থারক। রতন হাজাে ৫০০ টকরজ উৎরেপে িরেে
বঙ্গবন্ধু স্যারেলাইে-১ রমশরনে টমোেকাল হরব ১৫ বেে।
স্যারেলাইরেে ট্রাসপন্ডাে তরড়ৎরচৌম্বকীে তেঙ্গ অথবা মাইরক্রাওরেি সাংরকত আকারে গ্রাউন্ড টেশন টথরক পাঠারনা
তথ্য (আপ-রলাংক) গ্রহে কেরব। ওই সাংরকতরক করেকগুে ‘অযামরি াই’ করে আবাে তা ট েত পাঠারব (িাউন-
রলাংক) পৃরথবীরত।
উৎরেপে ও রনেন্ত্রে
শুক্রবাে বাাংলারেশ সমে টিােোত ৩ো ৪৭ রমরনরে বাাংলারেরশে প্রথম কৃরত্রম উপগ্রহটি যুিোরষ্ট্রে টলারেিাে টকরনরি
টেস টসিাে টথরক মহাকাশ পারন র্াত্রা শুরুে কথা রেল। সব প্রস্তুরত টসরে উৎরেপরেে প্ররক্রোও শুরু হরেরেল;
রকন্তু রমরনে খারনক আরগ সমস্যা টেখা টেওোে স্যারেলাইেটি আে ওরড়রন লঞ্চ প্যাি টথরক।
শরনবাে বাাংলারেশ সমে টিােোত ২ো ১৪ টথরক ৪ো ২১ রমরনরেে মরে উৎরেপরেে নতুন সমে ঠিক কো হরেরে।
স্যারেলাইে উৎরেপরেে জন্য গত বেে ১৬ রিরসম্বে তারেখ ঠিক কো হরলও হারেরকন আেমাে টলারেিাে ব্যাপক
েেেরত হরল তা রপরেরে র্াে। এ বেরেও করেকে া উৎরেপরেে তারেখ রপরেরে র্াে আবহাওোে কােরে।
ম উৎরেপে প্রস্তুরতে অাংশ রহরসরব গত ৪ টম টলারেিাে টকরনরি টেস টসিারে দুই টেরজে এই
চূড়ান্ত পর্ারে
েরকরেে েযাটিক াোে টেে সম্পন্ন হে।

লঞ্চ প্যাি টথরক উৎরেপরেে পেপেই টেজ-১ চালু হরে ওপরেে রেরক উঠরত শুরু করে প্রচণ্ড শরিরত মহাকারশে
রেরক ধারবত হরব েরকেটি। একটি রনরে মষ্ট সমরেে পে েরকরেে টেজ-১ খুরল রনরচে রেরক নামরত থাকরব।
এেপে চালু হরব টেজ-২। ৩৫ হাজাে ৭০০ রকরলারমোে র্াওোে পে েরকরেে টেজ-২ খুরল র্ারব। পুনোে
ব্যবহােরর্াগ্য টেজ-১ পৃরথবীরত র রে এরলও টেজ-২ স্যারেলাইেরক রনরে রগরে মহাকারশে একটি রনরে মষ্ট দূেত্ব

পর্ন্ত।
মহাকাশর্াত্রাে ৩৬ হাজাে রকরলারমোে পারড় রেরে স্যারেলাইেটি স্থারপত হরব মহাকারশে ১১৯.১ পূব ম দ্রারঘমাাংরশে
অেরবোল লরে।
কেপরথ স্থারপত হওোে আগ পর্ন্তম স্যারেলাইরেে র্াত্রাে ধাপটিরক বরল লঞ্চ অযান্ড আেরল অেরবে ট ইজ
(এলইওরপ)। এই ধারপ লাগরব ১০ রেরনে মত। এেপে কেপরথ স্থারপত হওোে ধাপটিরক বলা হে স্যারেলাইে
ইন অেরবে। কেপরথ স্থাপরনে এই প্ররক্রোটিরত সমে লাগরব ২০ রেন।
স্যারেলাইে েরকে টথরক উন্মুি হওোে পে এটি রনেন্ত্রে কো হরব যুিোষ্ট্র, ইতারল এবাং টকারেোে রতনটি গ্রাউন্ড
টেশন টথরক। স্যারেলাইে সম্পূে ম চালু হওোে পে বাাংলারেরশে গ্রাউন্ড টেশন টথরকই রনেন্ত্রে কো র্ারব।
বঙ্গবন্ধু স্যারেলাইরেে গ্রাউন্ড টেশন স্থাপন কো হরেরে গাজীপুে টজলাে জেরেবপুে ও োঙ্গামাটিে টবতবুরনোে।
জেরেবপুরেে গ্রাউন্ড টেশনটি হরব মূল টেশন; টবতবুরনোে টেশনটি ব্যাকআপ রহরসরব োখা হরব।
বঙ্গবন্ধু স্যারেলাইরেে গারে বাাংলারেরশে লাল-সবুজ পতাকাে েরেে নকশাে ওপে ইাংরেরজরত টলখা েরেরে
বাাংলারেশ ও বঙ্গবন্ধু ১। বাাংলারেশ সেকারেে একটি মরনাগ্রামও টসখারন েরেরে।
টেসএরেে ইউটিউব চযারনরল টেখা র্ারব এই উৎরেপরেে ‘লাইি রিরমাং’। োষ্ট্রীে টেরলরিশন চযারনল রবটিরি
ওই উৎরেপে সোসরে সম্প্রচাে কেরব।

You might also like