Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

বাইক এবং গাড়ি ক্রয় বিক্রয় চু ক্তিনামা

১ম পক্ষ: (বিক্রেতা)আমি……………………………………………………
পিতা…………………………………সাং:………….২য় পক্ষ:
(ক্রেতা)আমি……………………………………………………………..পিতা………………………
………………...........................সাং:…………আমি প্রথম
পক্ষ আমার…………………………………….যাহার রেজি: নং:......................
……………………………………যাহার চেসিস নং………………ইঞ্জিন নং…………………..........
………......... প্রস্তুতকারক…………………… তৈরির সন……………………
অশ্বশক্তি…………………….........সিসি…........................জনাব
………………………………………………………………………………….এর নিকট
…………………………………………….টাকা মুল্য ধার্য করিয়া সমস্ত টাকা বুঝিয়া পাইয়া নিম্নলিখিত
স্বাক্ষীগনের মোকাবেলায় বিক্রয় করিলাম ।প্রকাশ থাকে যে, উক্ত বাইক/গাড়িটি আমার / আমাদের নামে থাকা
কালে কোন মামলা মোকাদ্দামা কিংবা ব্যাংকে কোন মর্ট গেজ ছিল না ।

আরো উল্লেখ থাকে যে, মালিকানা পরিবর্ত নে কোন সমস্যা হইলে দ্বিতীয় পক্ষ টাকা দেয়া সাপেক্ষে তাহা আমি প্রথম
পক্ষ নিজ দায়িত্বে করিয়া দিতে বাধ্য থাকিব কিন্তু ২য় পক্ষকে অবশ্যই আগামী ৩০ দিনের মধ্যে নাম ট্রান্সফার করতে
হবে, অন্যথায় আমি ১ম পক্ষ দায়ভার বহন করিবে না এবং অদ্য…………………………….........ইং তারিখ
হইতে আমি দ্বিতীয় পক্ষ উল্লেখিত গাড়ীটির সমস্ত দায়িত্বে দায়বহন করবো ।

যদিনামট্রান্সফারেকোনবিগ্নঘটে, তাহাহইলে১মপক্ষউপস্তিতথেকেউহাকরিয়াদিতেবাধ্যথাকিবে।উপরে উল্লেখিত ঘটনা


উভয় পক্ষ পড়িয়া জানিয়া সুস্থ মস্তিস্কে স্বাক্ষীগনের মোকাবেলায় নিজ নিজ নাম সহি সম্পাদন করিয়া দিলাম ।

স্বাক্ষীগনের স্বাক্ষর;

প্রথম পক্ষ (বিক্রেতা)

১.

৩.     

দ্বিতীয় পক্ষ (ক্রেতা)

১.

৩.    

চু ক্তিপত্র সমাপ্ত

You might also like