About IMEI

You might also like

Download as txt, pdf, or txt
Download as txt, pdf, or txt
You are on page 1of 1

IMEI: IMEI Number দিয়ে ফোনের Location জানা যায় কিংবা অপরাধীকে ধরা যায়। বাংলাদেশে যেহেতু

NID Card ছাড়াও SIM কেনা যায়, সুতরাং IMEI Number দিয়ে সকল অপরদিকে ধরা যাবে না। সফল হলেও
কাজটি খুব জটিল এবং দীর্ঘ সময়ের ব্যাপার।
Call List: হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনের SIM যদি ব্যবহার না করে, সে ক্ষেত্রে ওই ফোন অন্যকেউ
ব্যবহার করলেও Call List এর ভূমিকা থাকেনা। তাহলে Uses SIM সিস্টেম অবলম্বন করতে হবে। কারণ চোর
কখনোই ওই SIM ব্যবহার করবে না, অবশ্যই SIM বন্ধ রাখবে।
CDR: এটি হচ্ছে কল আদান প্রদান হওয়া সকল বর্ণনা। যেখানে ফোনের Date and time, IMEI, Location,
Outgoing and Incoming তথ্য থাকে। তবে এক্ষেত্রে হারানো/ চুরি হয়ে যাওয়া ফোন অথবা ওই SIM সচল
থাকতে হবে।
LCL: ওই SIM দিয়ে সর্বশেষ কোন নম্বরের সাথে কথা হয়েছে Tower location সহ। পুরোপুরি ডিটেলস বের
করতে গেলে পুনরায় NID কার্ডের সহযোগিতা নিতে হবে।
LRL: সর্বশেষ যে টাওয়ারের আওতায় ফোনটি সচল আছে, সেই টাওয়ার এর নাম দেখাবে। তবে নির্দিষ্ট ব্যক্তি বা
বাড়ি এসব শো করবে না।
হারানো বা চুরি হওয়া ফোন উদ্ধারের ক্ষেত্রে IMEI, CDR, NID & DOB, LCL, LRL এবং এছাড়াও বিভিন্ন
সফটওয়্যার এর সহায়তা নিতে হয়।
যারা মনে করেন যে এগুলো খুবই সহজ এবং পুলিশ সাথে সাথে উদ্ধার করে দিতে না পারলেই তারা ব্যর্থ এবং
তারা কাজ করে না, এটা ভুল ভাবনা।
বাংলাদেশে যেহেতু NID Card ছাড়া SIM কেনা যায়। অন্যের NID Card দিয়ে SIM কেনা যায়। সুতরাং
হারানো বা চুরি হওয়া ফোন উদ্ধার না হলেই পুলিশকে সম্পূর্ণ দায়ী করা যাবে না।

You might also like