Host Speech 27.2.23

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

শিমুল,পলাশ-অশোকের শাখায় শাখায় রঙ্গিন ফু লের পশরা সাজিয়ে,মলিন পাতার রাশি ঝরিয়ে দিয়ে এসেছে

বশন্তকাল।আজ সোমবার,১৪ ই ফাল্গুন।


ঋতু রাজ বসন্ত তার নিজস্ব উষ্ণতায় প্রান সঞ্চার করেছে প্রকৃ তিতে।মাঝে মাঝেই বয়ে যাচ্ছে দমকা হাওা।তাতে মিশে আছে
মন উচাটন করা কোকিলের কুহু কুহু গান।গাছে গাছে অজস্র ফু লের সমাহার।শাখায় শাখায় নতু ন পাতার উদ্গম,যেন
নতু ন হয়ে উঠেছে পুরনো প্রিথিবি।সে কারনেই যুগে যুগে বসন্ত বিপুল নন্দিত জীবনের জয়গানে।
প্রাণস্পন্দনে জেগে ওঠা প্রকৃ তির নীরব উচ্ছ্বাস, বুনো ফু লের গন্ধমাখা দমকা হওয়া, এই চনমনে রোদ, আমের মুকুলে মুকুলে
ভ্রমরের গুঞ্জন,সব মিলিয়ে অসাধারণ এক আবহাওয়া বিরাজ করছে এই মুহূর্তে ,তাই না!
আসসালামু আলাইকুম
সম্মানিত সুধী এবং শিক্ষার্থীবৃন্দ,আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম এ আপনাদের সবাইকে স্বাগতম।

অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা পবিত্র কুরআন তেলাওয়াত শুনবো।এজন্য ডেকে নিচ্ছি আমাদের কলেজের প্রথম বর্ষের
শিক্ষার্থী মোঃ নাজমুস সাকিবকে।

ধন্যবাদ নাজমুস সাকিবকে এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার জন্য।

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন


জনাব প্রফেসর এ বি এম রেজাউল করিম,
অধ্যক্ষ,সরকারি বিজ্ঞান কলেজ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন


জনাব তানজিনা ফেরদৌস
উপাধাক্ষ্য,সরকারি বিজ্ঞান কলেজ

এবং জনাব মোহাম্মদ জহিরুল আলম


বিভাগীয় প্রধান,রসায়ন ডিপার্ট মেন্ট
এছাড়াও আমাদের সাথে রয়েছেন আমাদের সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাবের মডারেটর
জনাব মোহাম্মদ সাইফু ল ইসলাম
এবং কো-মডারেটর জনাব কাজী মোহাম্মদ আনোয়ারুল আফসার ফারুকী
এবং জনাব উত্তম কুমার আচার্য।

এছাড়াও অনু্স্ঠানে উপস্থিত আছেন আমাদের বিজ্ঞান ক্লাবের বর্ত মান কার্যনির্বাহী সদস্যগণ এবং প্রাক্তন কার্যনির্বাহী
সদস্যগণ।আমরা সজোরে করতালির মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের উৎসবমুখর পরিবেশে নতু ন প্রানোচ্ছলতা
প্রদানের জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি।

সরকারি বিজ্ঞান কলেজের ইতিহাস গৌরবোজ্জ্বল,এই গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে পরিচয় করে দেওয়ার জন্য,আমরা
এখন একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করবো।
ভিডিও

কলেজের ইতিহাস সম্পর্কি ত জানলাম এবার একটু অন্য দিকে যাওয়া যাক।
বিজ্ঞান
যে শব্দটি আমাদের কলেজের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
বিজ্ঞান কি?প্রকৃ তির নিয়মের সমষ্টিকেই তু মি বিজ্ঞান বলতে পারো এটি একটি বিশেষ জ্ঞান যা প্রকৃ তি অসীম রহস্যের
সাথে আমাদের পরিচিত করে।

বিভিন্ন ধরনের অনুসন্ধান ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে অর্জি ত হয় নতু ন জ্ঞান।জীবনের প্রতিটি ক্ষেত্রই এখন বিজ্ঞানের
নানা আবিষ্কার দ্বারা প্রভাবিত। প্রায়োগিক দক্ষতা ও বিশেষ জ্ঞানের মিশেলে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে সৃষ্টি জগতের
অপার রহস্য। যে পৃথিবী ছিল অপার বিস্ময় ও রহস্যের স্থান,সে পৃথিবীকে মানুষ হাতের মুঠোয় নিয়ে এসেছে বিজ্ঞান চর্চ ার
মাধ্যমে।

বিজ্ঞানী হলভন বলছেন,


“We need science more than ever before”

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ।অজানাকে জানার আগ্রহ মানুষের চিরন্তর।আর এই আগ্রহকে সুদঢ়ৃ করাই বিজ্ঞান ক্লাবের
উদ্দেশ্য।বিজ্ঞান ক্লাব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে গুরুত্বপূর্ণ ভূ মিকা রাখে।একটি বিজ্ঞান
ক্লাবের মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান নামক যে ভীতি রয়েছে তা দূর করা এবং আমাদের সরকারি বিজ্ঞান
কলেজ বিজ্ঞান ক্লাব তা যথাযথভাবেই করে আসছে।

তোমরা কি জানো আমাদের কলেজের নাম সরকারি বিজ্ঞান কলেজে হওয়ার পিছনে আমাদের বিজ্ঞান ক্লাবের অনেক
অবদান ছিলো।চলো এবার ঐতিহ্যেবাহী এই বিজ্ঞান ক্লাব নিয়ে আরেকটি প্রামাণ্যচিত্র দেখা যাক।

প্রতিষ্ঠার পর থেকে, আমাদের বিজ্ঞান ক্লাবটি গত ৪৩ বছর ধরে শিক্ষার্থীদের বিজ্ঞান চিন্তার পরিধি ছড়িয়ে দেওয়ার এবং
বিজ্ঞানের মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে সহায়তা করে আসছে।
১০

অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত অতিথিদের স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

আমাদের সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাব বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ও সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান ক্লাবগুলোর মধ্যে
একটি যাকে সংক্ষেপে ‘GSCSC’ বলা হয়।এটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিজ্ঞান শিক্ষাকে সুপ্রসারিত করতে অগ্রণী ভূ মিকা পালন
করছে।
11

তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা স্যার,আল মামুন চৌধুরী,আশফাকুল আলম খসরু,সাদিকুর রহমান বাপ্পির
তত্ত্বাবধানে এবং তাদের নেতৃ ত্বে একটি বিজ্ঞান কমিটি গঠন করা হয়।“দেশের জন্য বিজ্ঞান” এই স্লোগানের সাথে এবং সেই
প্রত্যাশাকে মাথায় রেখে ২২ শে ডিসেম্বর,সোমবার,১৯৮১ সালে একদল তরুণ কলেজ ছাত্র যাত্রা শুরু করে “টেকনিক্যাল
কলেজ বিজ্ঞান ক্লাব”।সেদিনই এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং সেই ক্লাবটিই পরে ১৯৯৭ সালে ‘সরকারি
বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাব(GSCSC) হিসাবে যাত্রা শুরু করে।

কি? পুরো ঘটনাই একটা নস্টালজিয়া ব্যাপার স্যাপার না? এরকমই একটা স্মৃতি বিজড়িত বিজ্ঞান ক্লাব গুলো সরকারি
বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাব।
ডিপার্ট মেন্ট

আমাদের যে ডিপার্ট মেন্টগুলো রয়েছে সেগুলো হলো:


● Project Display
● Wall Magazine
● Olympiad
● Quizzing Affairs
● Rocketry

এবং অন্যান্য..

১৯৮১ সাল থেকে আমাদের ক্লাব “Reveal Your Creativity" বা ‘আপনার সৃজনশীলতা প্রকাশ করুন' এরকম একটা
মহৎ নীতি ধারণ করে,আমাদের সদস্যদের নিয়ে কাজ করছে এবং বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন যোগ্য এবং সৎ
কার্যনির্বাহী সদস্যরা আমাদের বিজ্ঞান ক্লাবটি পরিচালনা করে থাকেন।

অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের বিজ্ঞান ক্লাবে বর্ত মান কার্যনির্বাহী সদস্যদের পরিচিতি সম্পর্কে জানব।
প্যানেল পরিচিতি

আমাদের এই বিজ্ঞান ক্লাব শিক্ষার্থীদের সৃজনশীলতাকে যথাসম্ভব অনুপ্রাণিত করার জন্য কাজ করে যাচ্ছে যাতে তারা
বিজ্ঞানের মাধ্যমে তাদের প্রকৃ ত সম্ভাবনা প্রমাণ করতে পারে এবং জীবনে তাদের মেধার সর্বোত্তম ব্যবহার করতে পারে।

সেই সম্ভাবনারই কিছু চু ম্বক অংশ তোমাদের সামনে তু লে ধরা হলো।


এচিভমেন্ট

আমাদের পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ সদস্যদের সমর্থন এবং ভালবাসার জন্য, আজ আমরা এই মাইলফলকে পৌঁছেছি।
আমাদের প্রাক্তন ছাত্র এবং উপদেষ্টাদের অবিশ্বাস্য সমর্থন ছাড়া আমরা এই ধরনের অবস্থানে পৌঁছাতে সক্ষম হতাম না।

অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাইন্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য জনাব ক কে স্পিচ দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

ভিপি ম্যাম:
সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাবের বিভিন্ন সময় যিনি আমাদের শক্ত করে হাত ধরে রেখেছেন এবং প্রতিনিয়ত
আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার,সেই ভিপি ম্যাম আমাদের মাঝে এখন উপস্থিত আছেন,এই পর্যায়ে
বিনীতভাবে অনুরোধ করছি সরকারি বিজ্ঞান কলেজের সম্মানিত উপাধ্যক্ষ তানজিন ফেরদৌস ম্যামকে তার বক্তব্য
রাখার জন্য।

প্রিন্সিপাল:
এবার আমরা সেই মানুষটির কথা শুনবো যে মানুষটি আমাদের বিজ্ঞান কলেজে আসার কিছু দিনের মধ্যেই প্রতিটি ছাত্রের
সাথে মিশে গিয়েছেন,প্রতিটি ছাত্র যে মানুষটিকে খুব সহজে আপন করে নিয়েছে,যে কলেজকে তিনি খুব সহজেই আপন করে
নিয়েছেন মাত্র কয়েকদিনেই,সেই অধ্যক্ষ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন,আমরা এই পর্যায়ে স্যারকে সবিনয়ে
নিবেদন জানাবো আমাদের উদ্দেশ্যে তার দিক নির্দে শনামূলক বক্তব্য প্রদানের জন্য।

মডারেটর:
যেই মানুষটির হাত ধরে সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাব এগিয়ে চলেছে,ভবিষ্যতে নতু ন সম্ভাবনার দিকে এগিয়ে
যাওয়ার স্বপ্ন রাখে,আমরা সেই মানুষের কাছ থেকে এখন তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো।বিনীতভাবে অনুরোধ করছি
সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাবের সম্মানিত মডারেটর মোহাম্মদ সাইফু ল ইসলাম ল স্যারকে তার বক্তব্য
উপস্থাপনের জন্য।

এলুমনাই /প্যানেলিস্ট:
অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাইন্স ক্লাবের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য জনাব ক ভাইয়া কথা বলবে,আমরা তাদের
অভিজ্ঞতা শুনবো এবং সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাবের সাথে তাদের যাত্রার কথা শুনবো।

এন্ডিং:
সবাইকে অত্যন্ত ধন্যবাদ সাথে থাকার জন্য,আমি বিশ্বাস করি সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাবের সাথে তোমাদের
ঁ তে পা রেখেছো,ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে
যাত্রা আজকে মাত্র শুরু,জীবনে একটি নতু ন ধাপের সিড়ি
অনেক সম্ভাবনার দিকে,নিজের ভেতরের বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনাকে জাগিয়ে তু লবে নতু ন উদ্যমে এই আশা ব্যক্ত করে
আজকের এই অরিয়েন্টেশন অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি।

You might also like