Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

Government Science College Science Club.

Reveal Your Creativity.

Writer: S.M. Akash

Email: smakash3158@gmail.com

GSCSC
Article for Fresher's (খসড়া)
___

সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাব

হালকা ইতিহাস:

প্রথম ছবিটা দেখতে পারছো?

হ্যাঁ,ওইটাই,১৯৮৫ সালের ক্লাব আইডি কার্ড , নস্টালজিক ব্যাপার সাপার তাই না!

এরকমই একটা স্মৃতিবিজড়িত একটি বিজ্ঞান ক্লাব হলো সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাব,বাংলাদেশের সবচেয়ে
ঐতিহ্যবাহী ও সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান ক্লাবগুলোর মধ্যে, “সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাব”, যাকে সংক্ষেপে GSCSC বলা
হয়,যেটি বিজ্ঞান শিক্ষার সুপ্রসারিত করতপ অগ্রণী ভূ মিকা পালন করছে।
তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা স্যার, আল মামুন চৌধুরী, আশফাকুল আলম খশরু, সাদিকুর রহমান বাপ্পীর
তত্ত্বাবধানে এবং তাদের নেতৃ ত্বে একটি বিজ্ঞান কমিটি গঠন করা হয়। "দেশের জন্য বিজ্ঞান"এই স্লোগানের সাথে।

এবং সেই প্রত্যাশাকে মাথায় রেখে ২২শে ডিসেম্বর,সোমবার,১৯৮১ সালে একদল তরুণ কলেজ ছাত্র যাত্রা শুরু করে
"টেকনিক্যাল কলেজ বিজ্ঞান ক্লাব।" সেদিনই এটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এবং সেই ক্লাবটিই পরে ১৯৯৭ সালে
‘সরকারী বিজ্ঞান কলেজ সায়েন্স ক্লাব’ (GSCSC) হিসাবে যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠার পর থেকে, ক্লাবটি গত ৪৩ বছর ধরে শিক্ষার্থীদের বিজ্ঞান চিন্তার পরিধি ছড়িয়ে দেওয়ার এবং বিজ্ঞানের মাধ্যমে
তাদের সৃজনশীলতা প্রকাশ করতে সহায়তা করার জন্য কাজ করে আসছে।
শুধু তাই নয়,আমাদের এই বিজ্ঞান ক্লাব শিক্ষার্থীদের সৃজনশীলতাকে যথাসম্ভব অনুপ্রাণিত করার জন্য কাজ করে যাচ্ছে
যাতে তারা বিজ্ঞানের মাধ্যমে তাদের প্রকৃ ত সম্ভাবনা প্রমাণ করতে পারে এবং জীবনে তাদের মেধার সর্বোত্তম ব্যবহার
করতে পারে।

আমাদের আদর্শ কি?

"আপনার সৃজনশীলতা প্রকাশ করুন" বা “Reveal Your Creativity”–এরকম একটি মহৎ নীতি ধারণ করে, আমরা
বিজ্ঞানের গুণে আমাদের বিশ্বকে আলোকিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।১৯৮১ সাল থেকে আমাদের ক্লাব এই
নীতিবাক্য নিয়ে আমাদের সদস্যদের নিয়ে কাজ করছে এবং বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন যোগ্য এবং সৎ কার্যনির্বাহী
সদস্যরা আমাদের বিজ্ঞান ক্লাবটি পরিচালনা করে থাকেন।

জেনে নেয়া যাক ক্লাবের উল্লেখযোগ্য বিভাগসমূহ সম্পর্কে :

আমাদের যে ডিপার্ট মেন্টগুলো রয়েছে সেগুলো হলো:

★Quizzing affairs

★Project Display & Research

★Wall Magazine & Scrap Book

★Robotics & Rocketry

★Public Relation

★Gaming Affairs

★Press & publication


★Photography & media

★Olympiad

★Information Technology

এবং অন্যান্য..

তু মি চাইলেই নিজের পছন্দমতো ডিপার্ট মেন্ট এ যুক্ত হয়ে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারো,এই ডিপার্ট মেন্টগুলো
তোমাকে নতু ন কিছু জানতে,বুঝতে কিংবা নতু ন অভিজ্ঞতা অর্জ নে সহায়ক হবে অনেক!

আমাদের পূর্বোক্ত কর্মসূচিসমূহ:

আর এই ৪৩ বছরের অগ্রযাত্রায় বিভিন্ন বিজ্ঞান ও অনুষ্ঠানে অংশ নিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। সবার মধ্যে
বিজ্ঞানের মানসিকতা জাগ্রত করার জন্য ১৯৮৪ সালে প্রথম আন্তঃ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছিল।এছাড়াও ২০০৪
সালে "1st National GSC Scientist MANIA-2022" আয়োজন করা হয় এবং এরই ধারাবাহিকতায় ১৪-১৫ মে
২০২২ সালে “10th NATIONAL GSC Scientist MANIA-2022” অনুষ্ঠিত হয়। তাছাড়া,২০২০ সালে করোনা
সময়কালে বাংলাদেশের একটি অনলাইন ইভেন্ট “1st Online Scientist Mania 20” এরও আয়োজন করা হয়েছিলো।

আমাদের পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ সদস্যদের সমর্থন এবং ভালবাসার জন্য, আজ আমরা এই মাইলফলকে পৌঁছেছি।
আমাদের প্রাক্তন ছাত্র এবং উপদেষ্টাদের অবিশ্বাস্য সমর্থন ছাড়া আমরা এই ধরনের অবস্থানে পৌঁছাতে সক্ষম হতাম না।

কলেজের প্রথম সপ্তাহ থেকেই ক্লাব গুলো সম্পর্কে খোঁজ নেয়া শুরু করো। ফটোগ্রাফি ক্লাব, ডিবেট ক্লাব, আর্ট স ক্লাব, সাইন্স
ক্লাব, বিজনেস ক্লাব ইত্যাদি নানান ধরণের ক্লাবের কর্মশালা অথবা মিটিং গুলোতে নিজেকে উপস্থাপন করো। তোমার স্কিল
সবার সাথে শেয়ার করো আর অন্যদের কাছ থেকে নানান বিষয়ে শিখতে থাকো।

পড়ালেখার পাশাপাশি নানা ধরণের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করলে অনেক মানুষের সাথে পরিচিত হতে
পারবে তু মি। এতে করে তোমার কমিউনিকেশন স্কিল বাড়তে থাকবে। আর তু মিও নতু ন নতু ন বন্ধু খুজে
ঁ পাবে যাদের কাছ
থেকে শেখা যায় অনেক কিছু । আর যদি তোমার কাজ ভালো হয় এবং ক্লাবের বড় কোন দায়িত্বে যেমন প্রেসিডেন্ট কিংবা
ভাইস প্রেসিডেন্ট হিসেবে তোমাকে নেয়া হয় তাহলে তো কথাই নেই! পরবর্তীতে তোমার এই অভিজ্ঞতা কাজে লাগবে
জীবনের নানান ক্ষেত্রে।

You might also like