Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

🔶 Sentence Making এর চোরাই টেকনিক 🔶

#ঢাকা_বিশ্ববিদ্যালয়_রিটেন

😊 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রিটেনে বাংলা ও ইংরেজি উভয় জায়গায় ই বাক্য গঠন এসে থাকে৷
তো আজকে আমরা আলোচনা করবো ইংরেজি Sentence Making বা বাক্য গঠন।

প্রথমেই বলি Sentence Making টা কীভাবে পরীক্ষায় আসে,

৫ টি ইংরেজি ওয়ার্ড দেওয়া থাকে। সেগুলো থেকে বাক্য গঠন করতে হয়৷

যেমনঃ Significance

7th March is a significance day in our national life.

এবার চলে যাবো সরাসরি যেকোনো ইংরেজি শব্দ দিয়ে আপনি কীভাবে বাক্য গঠন করবেন৷

বাক্য গঠনের ক্ষেত্রে আপনাকে যা জানতেই হবে,

👉 প্রদত্ত শব্দটির বাংলা অর্থ।


👉 প্রদত্ত শব্দটি কোন Parts of Speech এ আছে তা।
এবার বাক্য গঠনের নিয়মঃ

যেহেতু শুধু শব্দ দেওয়া থাকে। তাই আপনি আপনার ইচ্ছেমতো বাক্য তৈরি করতে পারবেন।

👉 যেহেতু ইচ্ছেমতে বাক্য তৈরীর সুযোগ দেওয়া হয়েছে তাই আমরা সব সময় Assertive বাক্য গঠন করবো৷
Assertive বাক্যের বেইজ= subj + Auxiliary verb ( যদি থাকে) + Verb + obj / Extension....

বাক্যগঠনের জন্য প্রথমেই যে দুইটি জিনিস জেনে রাখতে হবে বলেছিলাম তা ছিল শব্দার্থ ও Parts of Speech...

👉 Sentence Making এ যে ৩ টি Parts of Speech এর শব্দ আসবে তা হচ্ছে Noun, Adjective ও Verb...
👉 কেননা Pronoun,Adverb Conjunction ও interjection দিয়ে Sentence Making কখনো আসবে না।
এবার আর কিছু জিনিস জেনে নেই,

👉প্রদত্ত শব্দটি Verb হল,


গঠন = Subj + Verb + obj + extension

👉 প্রদত্ত শব্দটি Noun হলে,


গঠন = Sub ( Noun) + Verb + obj ( Noun) + extension

👉 প্রদত্ত শব্দটি Adjective হলে,


গঠন = Sub + verb + adjective + noun + extension

আসুন এবার প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্যের উদাহরণ দেখি --

Verb - Appreciate ( প্রশংসা করা)

👉 I appreciate you.
Noun- Assembly ( সমাবেশ)

👉 He called Assembly.
Verb - Advanced ( উন্নত)

👉 Dhaka University used advanced technology to publish their admission result.


এই তো গেলো নিয়ম দিয়ে কীভাবে করবেন তা। অর্থাৎ আপনাকে শব্দের অর্থ জেনে তারপর Parts of চিনে তারপর
বাক্য গঠন করতে হবে ।

এখন পরীক্ষায় এমন শব্দ আসলো যার অর্থই আপনি জানেন না, Parts of Speech চেনা ত দূরের কথা৷ তাহলে আপনি
কি করবেন?

৪২০ টেকনিকঃ-

Aerosol [ অর্থ জানা নেই ]

এক্ষেত্রে,

I don't know the meaning of aerosol.

👉 ভাবছেন নাম্বার দিবে কিনা?


আমি বলছি মন্দের ভালো হিসেবে শূন্য ত আর দিবে না৷

এটা ত গেলো শুধু বি ইউনিটের Sentence Making এর পোস্ট।

👉 ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের একটা ভালো নাম্বার পেতে অবশ্যই রাইডার্স রিটেন সহায়িকা বইটি পড়বে।
বইটি দেশের সকল অভিজাত লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে।
লাইব্রেরীতে না পেলে সরাসরি নিচের লিংক থেকে অর্ড ার করুন,

https://www.rokomari.com/book/210697/riders-return-assistant

You might also like