Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 12

বরাবর, নোটারী পাবলিক অব বাংলাদেশ অংশীদারী ব্যবসায়ের চুক্তিনামা

পাতা-১

অত্র অংশীদারী কারবারের দলিল অদ্য ১২/১১/২০১২ ইং তারিখে নিম্নে বর্ণিত

পক্ষগণের মধ্যে সম্পাদিত হইল ।

আমরা নিম্নোক্ত ব্যক্তিগন নিম্নলিখিত শর্তে পরস্পর হয়ে সামাজিক ব্যবসা গড়ার লক্ষ্যে 22/11/2012 ইং তারিখ হতে একটি ভাঁড় অব পার্ট নারশীপ
এগ্রামেন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করিলাম। যা চুকির দিন হতে এবং নিম্নোক্ত শর্ত াবলীর অন্তর্ভু ক্ত থাকবে এবং এর কার্যকারিতা অবসানে না হওয়া পর্যন্ত
অব্যাহত থাকবে। এ চুক্তির মেয়াদ কাল গঠনের তারিখ হতে সামাজিক ব্যবসার আওতায় সামাজিক ব্যবসার নীতি অনু সারে বিদ্যমান থাকবে।

নাহিদ হোসেন, পিতাঃ নজরুল ইসলাম, মাতাঃ লিলি বেগম, জন্ম তারিখঃ ০৫/০২/১৯৯৮ ইং, স্থায়ী ঠিকানাঃ বাসা/ হোল্ডিং- গ্রামের আলগী, ডাকাত কে.
আলী, উপজেলার মাদারীপু র সদর, জেলাঃ মাদারীপু র। বর্ত মান ঠিকানাঃ বাস। হোল্ডিং- ১৭৯, গেজেটেড অফিসার্স কোয়ার্ট ার, নিউ বেইলী রোড, রমনা,
ঢাকা-১২১৭। জাতীয় পরিচয় পত্র নং- 3311222048 | টিআইএন- 290032522324, ধর্ম- ইসলাম, পেশা-ব্যবসা, জাতীয়তা-বাংলাদেশী।

প্রথম অংশীদার মোঃ মাসু দ সালেহ উদ্দিন সরকার, পিতাঃ মোঃ হুমায়ুন কবির সরকার, মাতা মোসাম্মদ শেফালী বেগম, জন্ম তারিখঃ ২১/০৭/১৯৯৯ ইং,
স্থায়ী ঠিকানা : বাসা হোল্ডিং গ্রামঃ বকরীকান্দি, ডাকঘরঃ মধ্যনগর, উপজেলার দেবীদ্বার, জেলাঃ কুমিল্লা। বর্ত মান ঠিকানাঃ বাসা হোল্ডিং- ৬৫, রোডঃ
কোলচর, আটবাজার, কেরানীগঞ্জ, ঢাকা। জাতীয় পরিচয় পত্র সাং- ৬১০০১৭৪৯৬৯। টিআইএন 080810286935, ধর্ম ইসলাম, পেশা-ব্যবসা,
জাতীয়তা-বাংলাদেশী।
পাতা-2

অংশীদারী ফার্ম গঠন করার লক্ষ্যে নিম্নলিখিত নাম প্রস্তাব করা হয় এবং সকল পক্ষের সম্মতিক্রমে অনু মোদন

ফার্মের নামঃ মেসার্স শালিক এন্টারপ্রাইজ

M/S Shalik Enterprise

ঠিকানা: ৩৪২, লেকসিটি কনকর্ড শপিং সেন্টার, তৃতীয় তলা, ভিলক্ষেত, ঢাকা-১২১৯

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”

পাতা-৩

শর্ত ও নিয়ম-কানু ন সমূ হ

আমরা উপরোক্ত ০২ (দুই) জন অংশীদার এই অংশীদারী ব্যবসার চুক্তিনামায় নিম্নের সকল শর্ত মানিয়া অন্য 12/11/2012 ইং তারিখে ব্যবসায়িক
কার্য আরাম করিলাম।
অদ্য ১২/১১/২০২২ ইং তারিখ হইতে ব্যবসায় প্রতিষ্ঠান “মেসার্স শালিক এন্টারপ্রাইজ” অংশীদারী (ফার্ম) প্রতিষ্ঠান হিসাবে পরিগনিত ও কার্যকর হইবে।

ব্যবসায়ের প্রয়োজনে এই প্রতিষ্ঠানের উপরোক্ত সকল অংশীদারের লিখিত অনু মোদন ক্রমে দেশের সর্বত্র ব্যবসা করিতে পারিবে। প্রয়োজনে অফিস
স্থানান্তর, শাখা অফিস খোলা ও বন্ধ করিতে পারিবে। ব্যবসা আবয়ের তারিখের ১২/১১/২০১২ ইং এখন আমরা অংশীদারী কারবারী প্রতিষ্ঠান অন্তর্ভূ ক্ত
হতে চাই।

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”

পাতা-৪

এই ব্যবসায়ের পারছিক মূ লধন = ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ০২ (দুই) জন অংশীদারের দ্বারা নিম্নলিখিত

হারে বিনিয়োগকৃতঃ-

ক) নাহিদ হোসেন

10,000.00/- (পঞ্চাশ হাজার টাকা)

মোঃ মাসু দ সালেহ উদ্দিন সরকার

10,000,০০/- (পঞ্চাশ হাজার টাকা)

মোট= ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা


“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”

পাতা-৫

১ নং অংশীদার নাহিদ হোসেন, ২ নং অংশীদার মোঃ মাসু দ সালেহ উদ্দিন সরকার, এই ০২ (দুই)

অংশীদারের যৌথ স্বাক্ষরে বাংলাদেশে অবস্থিত যে কোন ব্যাংকে, ব্যাংক হিসাব খোলা হইবে ও ব্যাংক থেকে টাকা

উত্তোলন বা জমা করিবেন ২ (দুই) জনের স্বাক্ষরে।

"দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন"

পাতা-৬

বাংলাদেশে অবস্থিত যে কোন ব্যাংক থেকে ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শালিক এন্টারপ্রাইজ” এর নামে ব্যাংক ঋণ

গ্রহণ করা যাইবে। যার দায় সকল পক্ষের উপর সমানভাবে বর্ত াবে।

"দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”


পাতা-৭

ব্যবসায়ের ব্যাপকতা ও বিনিয়োগ এর সহায়তা বৃ দ্ধি করে সকল অংশীদারের সিদ্ধান্ত প্রারজিক মূ লধন বাতি অতিরিক্ত ফান্ড হিসাবে টাকার প্রয়োজন
হইলে, তাহা সকল অংশীদারের দ্বারাও সরবরাহ করা যাইবে অথবা সর্বসম্মতিক্রমে অন্য বিনিয়োগকারীর নিকট হতেও বিনিয়োগ গ্রহণ করা যাইবে। সেই
ক্ষেত্রে ০২ (দুই) জনে ("মেসার্স শালিক এন্টারপ্রাইজ”) এক পক্ষ এবং অন্য বিনিয়োগকারী অন্য পথ) স্বাক্ষরিত চুক্তিপত্র অনু যায়ী ব্যবসা পরিচালিত
হইবে।

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন"

পাতা-৮

আমদানি, রপ্তানি, ঠিকানারি ও সরবরাহকারী।

এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নিম্নে উল্লেখিত ব্যবসা করিবা সকল ব্যবসা করিতে পারিব। যে কোন ধরনের ব্যাবসায়িক ও অফিশীয়াল কাজের
জন্য নাহিদ হোসেন ও মোঃ মাসু দ সালেহ উদ্দিন সরকার দুই জনের স্বাক্ষর করিবে ।

উপরোক্ত ব্যবসা বাড়ীত সকল অংশীদারের মতামতের ভিত্তিতে আমরা দেশের প্রচলিত অংশীদারী আইনে বৈধ

" দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”

পাতা-৯

ব্যবসায়ের স্বার্থে কোন সিদ্ধান্ত নিতে হলে সকল অংশীদারদের উপস্থিতিতে সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তবে উল্লেখ থাকে যে সভার দিনক্ষণ, স্থান জানাতে হবে। অংশীদারগণের সভার ম্যানেজিং পার্ট নার সভাপতি
হিসেবে সভা পরিচালনা করবেন। সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ কার্যবিবরণী বইতে লিপিবন্ধ করা হবে এবং
উক্ত কার্যবিবরণী বইতে অংশীদারগণের স্বাক্ষর নেওয়া হবে।

পাতা-১০

ব্যবসায়ের লাভ-লোকসান অংশীদারদের মধ্যে নিম্নহারে বন্টিত হইবে।

ক) নাহিদ হোসেন

00.00%

খ) মোঃ মাসুদ সালেহ উদ্দিন সরকার

80.00%

মোট=১০০%

পাতা-১১

১। এই ব্যবসায়ের কোন অংশীদার যদি তাহার নিজস্ব যে কোন ব্যক্তিগত অসুবিধার কারণে অত্র চু ক্তির
অধীনে ব্যবসা, হইতে অবসর গ্রহণ অথবা পদত্যাগ করিতে চান, তবে তিনি তাহার ও ইচ্ছার কথা অন্তত পক্ষে
৬০ (ষাট) দিন পূর্বে লিখিত নোটিশের মাধ্যমে ব্যক্ত করিয়া অপর অংশীদারকে জানাইবেন। এই নোটিশ
প্রাপ্তির পর অন্য অংশীদার পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে আলোচনা ক্রমে সিদ্ধান্ত অনুযায়ী উক্ত
অংশীদারের সমুদয় পাওনা, না দাবী রশিদ মূলে বুঝাইয়া দিবেন। ইহাতে উক্ত বিদায়ী অংশীদারের কোন
প্রকার সুনির্দি ষ্ট আপত্তি থাকিলে তিনি তাহাও পুণরায় লিখিত ভাবে অন্য অংশীদার এর বরাবরে জানাইবেন।
এই প্রেক্ষিতে সকল অংশীদারের পক্ষে একজন করিয়া সালিশী নিয়োগের মাধ্যমে তাহা নিষ্পত্তি করা হইবে এবং
সে কোন অংশীদার হিসাবে আপত্তি করিতে পারিবে না, করিলে আইনত বাতিল খারিজ বলিয়া গণ্য হইবে।

পাতা-১২

১২। সকল অংশীদার তাহাদের একজন করিয়া উত্তরোধীকারী নিয়োগ করিবেন। যদি কোন অবস্থায় কোন
অংশীদারের অসুস্থতা দেখা দেয় বা মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেন বা নিখোঁজ হইয়া যান বা কর্ত ব্য
পালনে চিরতরে অক্ষম হইয়া পড়েন বা মৃত্যু ঘটে, এই অবস্থায় তাহার উত্তরাধীকারী তাহার অংশের মালিক
হইবেন। এই উত্তরাধীকারী নিয়োগের কোন বেঘাত ঘটিলে, আইনগত পরবর্তী ওয়ারিশগণ তাহার মালিক
হইবে।

12/20

"দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”

পাতা-১৩

১৩। মেসার্স শালিক এন্টারপ্রাইজ যে সকল পন্য সমূহ নিয়ে ব্যবসা পরিচালনা করে ব্যবসা চলাকালীন সময়ে
উক্ত পন্য সমূহ নিয়ে কোন অংশীদার এককভাবে অথবা অন্য কাহারো / কোন প্রতিষ্ঠানের যৌথভাবে ব্যবসা
পরিচালনা

করতে পারবে না।


13/20

"দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”

পাতা-১৪

১৪। কোন অংশীদার অন্য অংশীদারদের মতামত ব্যতিত নিজের কাজগুলি করিতে পারিবে না :

ক) তাহার ব্যক্তিগত কোন কাজে এই ফার্মকে ব্যবহার করিতে পারিবে না।

ঘ) এই ফার্মকে জিম্মায়া রাখিয়া কোন কাজ করিতে পারিবে না।

গ) কোন কর্মচারী নিয়োগ বা বরখাস্ত করিতে পারিবে না।

ঘ) অন্য কোন ব্যক্তি বা ব্যবসায়ের নিকট এই ফার্মের অধিকার বা শেয়ার হস্তান্তর করিতে পারিবে না।

৫) কোন প্রকার ব্যবসায়ে মনোমালিন্যের কারণে এই ফার্মে চলমান ব্যবসায়ের বেঘাত ঘটিতে পারে এমন

কাজ করিতে পারিবে না ।

চ) এই ফার্মের চলমান ব্যবসায়ের বেঘাত ঘটিতে পারে এমন কোন প্রকার মামলার অশ্রয় গ্রহণ করিতে

পারিবে না। প্রয়োজনে উক্ত সমস্যা সালিশের মাধ্যমে অবশ্যই সম্পন্ন করিবেন।

14/20

"দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”


পাতা-১৫

১৫। সকল অংশীদারের সিদ্ধান্ত ক্রমে অনুমোদিত ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রমগুলি নিম্ন লিখিত ভাবে
পরিচালিত হইবো-

ক) যখন প্রতিষ্ঠানের যেই অংশীদারকে যেই দায়িত্ব, যেই সময়ের জন্য অর্পণ করা হইবে, তখন সেই অংশীদার

তাহা মানিয়া সময় মত রিপোর্ট প্রদান করিবেন। অথবা কেন তাহা পারিবেন না তাহাও অন্যান্য
অংশীদারদের কে

অবগত করিবেন।

খ) সকল অংশীদারের মতামতের ভিত্তিতে ব্যবসায়ের দৈনন্দিনকার অফিস খরচের নীতি নির্ধরিত হইবে। এই
অনুযায়ী তাহা করনের জন্য ১ (এক) জন সদস্যকে দায়িত্ব প্রদান করা হইবে। তিনি তাহা প্রতিদিন ভাউচারের
স্বাক্ষরের মাধ্যমে একটি খুচরা নগদান বহিতে এন্ট্রি করিয়া রাখিবেন। পরবর্তী সময়ে মাসিক, ত্রৈমাসিক অথবা
বার্ষিক সভায় তিনি তাহা উপস্থাপন এর মাধ্যমে অন্য অংশীদারকে অবগত করিবেন। প্রয়োজনে সকল
অংশীদারের মতানতের প্রেক্ষিতে উক্ত ব্যবস্থা পরিবর্ত ন করা যাইবে।

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”

পাতা-১৬
গ) প্রতি বৎসর ৩০শে জুন এর শেষে অবশ্যই ১৫ দিনের মধ্যে সকল অংশীদারের মতামতের ভিত্তিতে ফার্মে
বাৎসরিক হিসাবে কার্য সম্পন্ন করিবে। এই হিসাব সম্পন্ন করণের সময় যাকে যেই দায়িত্ব প্রদান করা
হইয়াছে সেই সদস্য তাহার হিসাবে বুঝাইয়া দিবেন। প্রয়োজনে অডিটর নিয়োগ করা যাইবে।

পাতা-১৭

ব্যবসায়ে বিনিয়োগকারী সকল পক্ষ ব্যবসায়ের মুনাফা হতে মূল বিনিয়োগের টাকা ফেরৎ নিবে। এই বাইরে
কোন প্রকার ডিভিডেন্ড গ্রহণ করতে পারবেন না। তবে যিনি বা যারা ব্যবসায়ে চাকুরী করবেন তারা
যোগ্যতা এবং ব্যবসায়ের অবস্থা অনুযায়ী বেতন ভাতা নিতে পারবেন। তবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে
বিনিয়োগকারী সকল পক্ষ ঐকমত্যের ভিত্তিতে।

সকল পক্ষের বিনিয়োগের টাকা মুনাফা হতে নেওয়ার পরও মালিকানা পূর্বের মতই সকল পক্ষের বিনিয়োগ

অনুযায়ী বজায় থাকবে। পরবর্তীতে মুনাফার অর্থ ব্যবসাকেই বড় করবে। ভবিষ্যতে ব্যবসা বিষয়ক সকল
সিদ্ধান্ত বিনিয়োগকারী সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতে হবে: মতবিরোধ এড়ানোর জন্য সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে
কোন সিদ্ধান্ত নেয়া যাবে না।

। এই ব্যবসা প্রতিষ্ঠানটির সম্প্রসারন সংকোচন অথবা উহা পরিচালনার বিষয়ে অন্য কোন সিদ্ধান্ত সকল
পক্ষের

মধ্যে আলোচনার ভিত্তিতে সকলের লিখিত সম্মতিসাপেক্ষে হতে হবে।

"দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”

পাতা-১৮
১৮। যদি কখনো ব্যবসায়ে নতু ন অংশীদার গ্রহণ আবশ্যক হয় তবে তাহা কিভাবে করা হইবে, তাহাও সকল
অংশীদারের মতামতের ভিত্তিতে হইবে।

১৯। ব্যবসার মূলধন থেকে বিনিয়োগ উঠে আসার পর কোন পক্ষ ব্যবসা থেকে মালিকানা প্রত্যাহার করতে
পারবে না; তবে অতি জরুরী প্রয়োজনে কেউ মালিকানা প্রত্যাহার করতে চাইলে বিনিয়োগকারী সকল পক্ষ
ঐকমত্যের ভিত্তিতে ব্যবসার পুঁজি থেকে তার অংশ ক্রয় করতে পারে, ব্যবসায়ে পুঁজির পরিমাণ কম থাকলে
যে কোন বিনিয়োগকারী বিক্রয়ের জন্য প্রস্তাবিত অংশ ক্রয় করে মালিকানায় তার অংশ বাড়াতে পারে
কিংবা মালিক পক্ষ সকলে একমতেরভিত্তিতে বাইরের কোন উদ্যোক্তাকে এই শেয়ার ক্রয় করার জন্য আমন্ত্রণ
জানাতে পারে কিংবা বাইরের বিনিয়োগকারীর আবেদন বিবেচনা করতে পারে। এক্ষেত্রে অবশ্যই বাইরের
বিনিয়োগকারীকে সামাজিক ব্যবসার নীতিমালা বুঝতে হবে এবং মানতে হবে। উল্লেখ্য, নতু ন বিনিয়োগকারীও
সামাজিক ব্যবসায়ের নীতি অনুযায়ী নতু ন বিনিয়োগ তথা তার মালিকানার মূল টাকা ব্যবসায়ের মুনাফা হতে
নিতে পারবেন, কোন ডিভিডেন্ড বা লাভ নিতে পারবেন না। এই ধরণের কোন ব্যবস্থা না করা গেলে
বিনিয়োগ তথা মালিকানা প্রত্যাহার করা সম্ভব নাও হতে পারে।

18/20

"দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”

পাতা-১৯

২০। এই চু ক্তিপত্রের শর্ত াবলী প্রয়োজনে পরিবর্ত নযোগ্য। এই চু ক্তিপত্রের কোন শর্ত পরিবর্ত ন করতে চাইলে বা
কোন শর্ত রহিত করিতে চাইলে অথবা এই চু ক্তিপত্রে নতু ন কোন শর্ত যুক্ত করিতে চাইলে সকল পক্ষের মধ্যে
পারস্পরিক আলোচনার ভিত্তিতে সকলের লিখিত সম্মতিতে হইতে হইবে।

২১। এই ব্যবসা প্রতিষ্ঠানটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এই চু ক্তি পরের প্রতিটি শর্ত সকল পক্ষের জন্য অবশ্যই
পালনীয়। এইরূপ ক্ষেত্রে যদি কোন এক পক্ষ উহা পালনে অনিহা প্রকাশ করে অথবা এই প্রতিষ্ঠানের স্বার্থ
বিরোধী কোন কার্যকলাপে জড়িত হয় তবে অপর পক্ষ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে পারিবে।

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”


পাতা-২০

২২। এই অংশীদারী চু ক্তিনামায় যে সমস্ত শর্ত বা ধারা লিপিবন্ধ হয় নাই এবং যাহা সময়ের চাহিদা অনুযায়ী
প্রয়োজন হবে তাহা আমরা সকল অংশীদারগনের মতামতের ভিত্তিতে অথবা ১৯৩২ সালের অংশীদারী
ব্যবসায়ের আইন। অনুযায়ী সম্পন্ন করিতে বাধ্য থাকিবো। এই চু ক্তিনামার উপরোক্ত সকল শর্ত আমরা
উপরোক্ত অংশীদার মানিয়া কাহারো বিনা প্ররোচনায়, সুস্থ মস্তিষ্কে নিম্নোর স্বাক্ষীগণের সম্মুখে নিজ হস্তে সহি
সম্পাদন করিলাম।

নিম্নে স্বাক্ষীগণের নাম ও স্বাক্ষরঃ

১। মো: জাহিদ হাসান

অংশীদারগণের স্বাক্ষর।

You might also like