ITEBS

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

ইন্যটিটিউট অব টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক খিল

যাত্রা শুরু:

কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা কু লাউড়ার প্রাচীনতম সংগঠনগুলোর ১ টি। ১৯৬৮ সালে এই সমিতি প্রতিষ্ঠার প্রধানতম
উদ্দেশ্য ছিলো এই অঞ্চলে শিক্ষার বিকাশ এবং ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কু লাউড়া সরকারি কলেজ" এই সংগঠনের ঐকান্তিক
প্রচেষ্টার ফল।

বর্ত মান সময়ে শিক্ষার আধুনিকায়ন ও বহুমাত্রিক কারিগরি শিক্ষার প্রসারে তু লনামূলকভাবে অনগ্রসর কু লাউড়া উপজেলা।
এছাড়াও ফিল্যানিং বা আউটসোর্সিং এর বাজারে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে। দেশের প্রায় সাড়ে ৬ লাখ তরুন
ফিল্যাক্সিং বা আউটসোর্সিং পেশায় যুক্ত এবং এ খাতে বছরে মোট আয় প্রায় ১ বিলিয়ন ডলার। কিন্তু এই বিশাল সেক্টরের
সাথে আমাদের কু লাউড়ার তরুণ সমাজ প্রায় অপরিচিতা মূলত এই প্রেক্ষাপটে আইটেরস এর যাত্রা শুরু। পরবর্তীতে আমরা
ইংরেজি ভাষা দক্ষতায় গুরুত্ব দেই। কারন ফিল্যান্ডিং এর ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতা আবশ্যিক এবং চাকু রির বাজারেও
ইংরেজি ভাষায় দক্ষতা আমাদের অনেক ক্ষেত্রে এগিয়ে রাখে। মফস্বল শহর হওয়ায় ইংরেজি ভাষা দক্ষতায় আমাদের
কু লাউড়া উপজেলার তরুণ সমাজ তু লনামূলক পিছিয়ে।

মূলত এ বিষয়গুলোকে সামনে রেখে ওকু শ শতকের চালের মোকাবিলায় কু লাউড়ার তরুণ সমাজকে আধুনিক তথ্য প্রযুক্তির
সাথে পরিচিত করে স্মার্ট ভাবে গড়ে তু লতে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা ২০১৮ সালের ৯ই আগষ্ট ইন্সটিটিউট অব
টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক ছিল (ITEBS) প্রতিষ্ঠা করে। ইন্সটিটিউট অব টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক ছিল
(ITEBS) প্রতিষ্ঠায় উদ্যোগী ভূ মিকা পালন করেন কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের সাবেক মাননীয় অতিরিক্ত সচিব জনাব আব্দুর রউফা বর্ত মানে তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের ভূ মিকা পালন
করে আসছেন।

প্রতিষ্ঠানের বর্ত মান অবস্থান ও কার্যক্রমঃ

বর্ত মানে উনাটিটিউট অব টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক ছিল (ITEBS) কু লাউড়া শহরের দক্ষিন বাজারে ভাড়াকৃ ত
ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি মূলত ২ টি ভাতা কার্যক্রম পরিচালনা করে থাকে। কারিগরি ও
ফিল্যান্সিং প্রশিক্ষণ এবং ইংরেজি ভাষা দক্ষতার প্রশিক্ষণ। এই ২টি বিষয়ে প্রতিষ্ঠানে বর্ত মানে মোট ৭ টি কোর্স পরিচালিত
হয়ে থাকে। কারিগরি ও ফিল্যাক্সিং প্রশিক্ষণ এর আওতায় রয়েছে বেসিক কম্পিউটার কোর্স, প্রফেশনাল গ্রাফিকা ডিজাইন
এন্ড ফিন্যান্সিং কোর্স এবং ডিজিটাল মার্কে টিং এন্ড ফিল্যাক্সিং কোর্স। ইংরেজি ভাষা দক্ষতা প্রশিক্ষণ এর আওতায় রয়েছে
স্পোকেন ইংলিশ বোস, গ্রামার এন্ড রাইটিং কোর্স, আইইএলটিএস কোর্স এবং কিডস ইংলিশ কোসা

প্রতিটি কোসে অত্যন্ত দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে তিন মাসের প্রশিক্ষণ প্রদান করা হয়। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানে পাঁচ
শতাধিক শিক্ষার্থী বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহণ সম্পন্ন করেছে এবং বর্ত মানে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত
রয়েছে। উল্লেখ্য এই প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহন করে অনেকেই সাবলম্বী হতে পেরেছে যা তাদের পরিবারের আর্থিক
অবস্থার উন্নতিতে ভূ মিকা রাখছে। এছাড়াও এই প্রতিষ্ঠানে সেন্টার এবং অন্যান্য দাপ্তরিক পদে মোট ১০ জনের কমসংস্থানের
ব্যবস্থা হয়েছে।

বিশিষ্টজনদের অনুপ্রেরণাঃ

ইন্সটিটিউট অব টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক ছিল (ITEBS) কার্যক্রম শুরু করার পর থেকেই কু লাউড়ার স্থানীয়
বিশিষ্টজন এর অনুপ্রেরণা, দিকনির্দে শনা ও সাবক্ষণিক সহযোগিতা পেয়ে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে দেশ এবং প্রবাসের
অনেক গুণী ব্যাক্তিবর্গ এই প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। যাদের মধ্যে অন্যতম জাতীয় সংসদের
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, যুক্তরাষ্ট্রের শিকাগোতে নিযুক্ত বাংলাদেশের অনারারি
কনসাল জানার মুনীর চৌধুরী, মৌলভীবাজার সমিতির

সভাপতি ড. সৈয়দ মুশতাক আশিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ জনাব কবুল আলী সহ আরো অনেকে। যা এই প্রতিষ্ঠানের

শিক্ষা কার্যক্রম গতিশীল করে ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে।

প্রতিষ্ঠানের বর্ত মান আয় ব্যায়া

টটিটিউট অব টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক জিল (TEBS) & প্রতিটি কোর্সে প্রচলিত অন্যান্য প্রতিষ্ঠানের তু লনায় ৫০
শতাংশ কম খরচে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার ফলস্রুতিতে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা থেকে প্রতি বছর প্রতিষ্ঠানের
মোট খরচের বড় একটি অংশ ভর্তু কি হিসাবে প্রদান করা হয়।

২০২২ সালে প্রতিষ্ঠানের মোট আয় ব্যায়ের হিসাবঃ

> ভবন ভাড়া বাবদ ব্যয়ঃ ১৮০০০০ টাকা

> শিক্ষক ও অফিসিয়ালদের বেতন বাবদ ব্যয় হয় -৩৭৪৬০০ টাকা

> প্রাতিষ্ঠানিক ব্যায়: ৪০২০০ টাকা


> ভর্তি বিজ্ঞাপন বাবদ ব্যায়ঃ ৪০২০০ টাকা

> কম্পিউটার ও অন্যান্য শিক্ষা উপকরণ ক্ষয় ও মেরামত বাবদ মোট ৰায়ঃ ১৫১৪৮৪ টাকা

সর্বমোট ব্যয় হয়ঃ

৮,৯১,২২৯ টাকা

এবং কোর্সফি বাবদ মোট আয় হয় ৪,৫৬,২০০ টাকা

আয় ব্যায়ের এই পার্থক্যের ব্যাবধান কমিয়ে আনতে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে ২০২২ সালে মোট ভর্তু কি
দেওয়া হয়

মোটঃ ৩৪৮৩০০ টাকা।

ভবিষ্যৎ পরিকল্পনাঃ

বর্ত মানে ইটিটিউট অব টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক ছিল (ITEBS) বিভিন্ন খন্ড কালীন কোর্স পরিচালনা করলেও
আগামীতে আমাদের লাক্ষা যুগোপযোগী, বিজ্ঞান সম্মত কারিগরি শিক্ষা ও ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর পূর্ণাঙ্গ দীর্ঘ
মেয়াদি প্রশিক্ষণ। যা হবে ডিপ্লোমা সমপর্যায়ের এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। সে লক্ষে
কু লাউড়া মূল শহরে কু লাউড়া সরকারি কলেজের পাশে ইন্সটিটিউট অব টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক ছিল (ITEBS)
এর জন্য নিজস্ব ভূ ষিও ক্রয় করা হয়েছে।

পরিচালক

ইন্দ্রাটিটিউট অব টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক ছিল (ITEBS)

You might also like