Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

প্রেস বিজ্ঞবি

আজ, ৬ই জুন ২০২৩ তারিখে আনন্দবাজাি পত্রিকায় প্রকারিত শ্রীমতী রূপাঞ্জনা রমখিি
সাক্ষাৎকাখিি পরিখপ্ররক্ষখত এই রবজ্ঞরি প্রকারিত হখে।

উক্ত সাক্ষাৎকাখি শ্রীমতী রমি, আর্টি স্টস্ ফ ািাম সম্পখকি অবমাননাকি ও ফবি রকছু রমথ্যা
অরিখ াগ বযক্ত কখিখছন।

তাাঁি বক্তখবযি পরিখপ্ররক্ষখত সকখেি জ্ঞাতাখথ্ ি রনম্নরেরেত তথ্যগুরে প্রকাি কিা হখে।

 শ্রীমতী রমি, ২০১৩-১৫ এবং ২০১৮-১৯ সাখে ফ ািাখমি কমসরমরতি ি সদসযা রছখেন (ফমাট ৫
বছি)এবং ৩১ফি রিখসম্বি ২০১৯ তারিখেি পি সদসযপদ নবীকিণ কখিনরন। ফ ািাখমি
সংরবধানুসাখি ২ বছখিি ফবিী সদসযপদ নবীকৃত না হওয়া ফহতু ইরতমখধযই তাাঁি সদসযপদ
বারতে হখয় ফগখছ।
 ফকারিি বা পিবতী সময় (২০২০ সাখেি মার্ি মাস বা তািপি) রতরন ফ ািাখমি সদসয না
থ্াকা ফহতু সংস্থাি কা কোপ
ি সম্পখকি ফকানিাখবই অবরহত নন।
 ফকারিি র্োকােীন ফ ািাম ৬৭৭ জন সদসযখক আনুমারনক প্রায় ৩৬ েক্ষ টাকা আরথ্ক ি
সাহা য প্রদান কখি। এছাড়া ফ িাখিিন অ রসখন ফটকরনরিয়ান্স অ ইস্টান ি ইত্রিয়াি মাধযখম
কোকুিেীখদি জনয ৩ েক্ষ টাকা এবং ফসৌভ্রাতৃত্ব-ি মাধযখম নাটযকমীখদি জনয ১ েক্ষ টাকা
আরথ্ক ি সাহা য পাঠাখনা হয়।
 ফকারিখিি রিতীয় ফেউ র্োকােীন ৬েক্ষ টাকা েির্ কখি ২৫ ি যারবরিষ্ট ‘ফসৌরমি’ ফস
ফহাখম িতারধক ফকারিি ফিাগীখক পরিখেবা ফদওয়া হয়।
 ফ ািাখমি দাবীমখতা ফকারিি পিবতী সময় ফটরেরিিন প্রখ াজকখদি সখে র্ুত্রক্ত অনু ায়ী,
অকােপ্রয়াত ফ ািাম সদসয ও অরিখনতা অপরূপ গােু েীি পরিবাি বীমা সংস্থা ফথ্খক ২৫
েক্ষ টাকা পান।
 ২০২১ সাখেি ১২ই আগস্ট ফটরেরিিন প্রখ াজকখদি সংস্থা িব্েু এ র্ট রপ-ি সখে ফ ািাখমি
একর্ট ঐরতহারসক ফমৌ-র্ুত্রক্ত স্বাক্ষরিত হয় এবং বতিমাখন ফসই র্ুত্রক্ত অনু ায়ী ফটরেরিিখনি
কাখজ সংস্থাি সদসযিা অংিগ্রহণ কিখছন।
 একর্ট ফটরেরিিন প্রখ াজনা সংস্থা ফথ্খক (বহুরদখনি বখকয়া) রবগত ৩ বছখি দু দ ায় ফ ািাম
প্রায় ৩২ েক্ষ টাকা উদ্ধাি কখি সদসযখদি হাখত তু খে রদখয়খছ।
 ২০১৯ সাখেি ফিখে ফ ািাখমি স্থায়ী আমানত া রছে তা পিবতী সাখড় রতনবছখি প্রায় রিগুন
হখয়খছ।
 এছাড়াও, কমখক্ষখি
ি আরথ্কি বা অনয ফকান প্ররতবন্ধকতাি মুখোমুরে হখয় একজন সদসয েনই
অরিখ াগ জারনখয়খছন, ফ ািাম তৎক্ষনাৎ ফসর্টি সমাধাখন সখর্ষ্ট হখয়খছ।
 গত ১২ই আগস্ট ২০২২ তারিখে ফ ািাখমি উখদযাখগ ‘ফসতু বন্ধন উৎসব’-এ সংস্থাি ৮০০
সদসয ৪র্ট র্যাখনে ও ১২র্ট প্রখ াজনা সংস্থাি রনখয়াগকতিাখদি সখে সিাসরি ফ াগাখ াখগি
সুখ াগ ফপখয়রছখেন।

এত রকছুি পিও ফ ািাম 'রিল্পীখদি রহখত কাজ কিখছনা' বোটা উখেিযপূণ ি একর্ট রমথ্যা বযতীত
রকছু নয়।

 'রিল্পীখদি পারিশ্ররমক ফপখত এক ফদড় মাখসি ফবিী ফেখগ াখে, এবং ফ ািাম রকছু কিখছনা'-
এর্টও একর্ট প্রায় রমথ্যাকথ্ন। রসখনমা এবং ওর্টর্ট মাধযখমি ফক্ষখি সংরিষ্ট রিল্পীি সখে
প্রখ াজনা সংস্থাি রেরেত/ফমৌরেক র্ুত্রক্ত থ্াখক এবং ফসই অনু ায়ী পারিশ্ররমক ফদওয়া হয়। ফসই
র্ুত্রক্তিে হখে ফ ািাখম অরিখ াগ আসামাি সংরিষ্ট সদখসযি হখয় সংস্থা েড়াই কখি এবং কখি
র্খেখছ। ফটরেরিিন প্রখ াজকখদি সখে স্বাক্ষরিত ফমৌ-র্ুত্রক্ত অনু ায়ী রিল্পীখদি প্ররতমাখসি
পারিশ্ররমক পিবতী মাখসি ১৫ তারিখেি মখধয ফদওয়াি কথ্া। বতিমাখন রসংহিাগ প্রখ াজক এই
রনয়ম ফমখন র্খেন। ফ ২-১ র্ট সংস্থা মাখে মখধয এই রনয়ম িে কখিন, তাাঁিা আখগিাখগই
কমিত ি রিল্পীখদি সখে কথ্া বখে িাখেন এবং ফ ািাখম ফকান অরিখ াগ দারেে হয়না। কমিত ি
রিল্পীিাই কথ্া বখে ফসই সমসযার্টি সমাধান আপখস কখি ফনন। রকন্তু ফ ফক্ষখি ফ ািাখম
অরিখ াগ এখসখছ, ফ ািাম অনরতরবেখম্ব বযবস্থা গ্রহণ কখিখছ।
 প্রসেত: উখেেয, শ্রীমতী রমি ফকারিি পিবতী সমখয় ফ প্রখ াজনা সংস্থাি অধীখন কাজ
কিখছন, ফসোখন পারিশ্ররমক সমখয় না পাওয়া সংক্রান্ত ফকান অরিখ াগ রিল্পীখদি তিখ ফনই।
তাই তাাঁি এখহন অরিখ াগ রমথ্যা শুধু নয়, দুিরিসরন্ধমূেকও বখট।

ফ ািাখমি সদসযপদ নবীকৃত ফনই এমন ফকান রিল্পীি দারবদাওয়া রনখয় সিব হওয়াি অরধকাি
ফ ািাখমি ফনই। র্ঠক ফতমরন, সংস্থাি সদসয নন এমন ফকান রিল্পীিও ফ ািাম সংক্রান্ত
অনরধকাির্র্ি া ফকানিাখবই বিদাস্ত কিা হখবনা। ফ খহতু শ্রীমতী রমখিি সাক্ষাৎকাি একর্ট
সংবাদপখি প্রকারিত হখয়খছ, তাই, ফ ািামও গণমাধযখমি কাখছ রনখজখদি বক্তবয জানাখে।

ফ ািাম, শ্রীমতী রূপাঞ্জনা রমখিি বক্তবযগুরেি তীব্র প্ররতবাদ কিখছ এবং রতরন রদ আগামী ৭
রদখনি মখধয সবসমখক্ষ
ি তাাঁি বক্তবয প্রতযাহাি না কখিন, তাহখে সংস্থা প্রখয়াজখন আইনানুগ
বযবস্থা রনখত বাধয থ্াকখব।

ওখয়স্ট ফবেে ফমািন রপকর্াি আর্টি স্টস্ ফ ািাম-এি পখক্ষ

শাবিলাল মুখার্জী ০৬.০৬.২০২৩

সাধারণ সম্পাদক কলকাতা

You might also like