Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

তারিখঃ

বরাবর,
মাননীয় কাউন্সিলর মহোদয়,
১৫ নং বাগমনিরাম ওয়ার্ড , কোতয়ালী, চসিক, চট্টগ্রাম।
বিষয়ঃ চিকিৎসার জন্য আর্থিক সাহায্যর জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন, এই যে আমি মো ইমরান হোসেন, বয়সঃ ৩৩, পিতাঃ মো ইউনুস মিয়া, মাতাঃ মরহুমা মাহামুদা বেগম, ঠিকানাঃ
৩০ নং কাজির দেউরী ২নং গলি, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড , থানাঃ কোতয়ালী-৪০০০, চট্টগ্রাম আপনার সুপরিচালিত অত্র
এলাকার স্থায়ী আবাসী। আমি একজন দিন মজরু শ্রমিক। কাজির দেউরীর ২ন নং গলিতে আমার একমাত্র স্ত্রী ও একটি পত্
ু র সন্তান নিয়ে
বসবাস করছি। দীর্ঘ ৫ থেকে ৭ বছর ধরে আমার মেরুদন্ড সমস্যায় ভু গছিলাম। এই সময় আমি দীর্ঘদিন ব্যাথার ঔষধ সেবনের
মাধ্যমে এই সমস্যা দূর করতাম। একজন চিকিৎসক এম.আর.আই টেস্ট, রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা দিলেও আর্থিক
অবস্থা ভাল না থাকায় এই পরীক্ষা করাতে পারিনি। গত মার্চ মাস, ২০২৩ ইং সময়ে হঠ্যাত ভাবে আমার মেরুদন্ডে তিব্র ব্যাথার
সমস্যা অনুভূ ত হয় যা খুব অসহ্য করার মত হওয়াতে আমি ফিজিক্যাল মেডিসিন ডাঃ মুহাম্মদ আমানুল হক রাব্বী (চমেক) এর
সাথে চিকিৎসা নিতে গেলে তিনি কিছু এম.আর.আই টেস্ট ও রক্ত পরীক্ষা দিয়েছেন। এই টেস্ট করানোর পর রিপোর্ট দেখে তিনি এই
রোগকে স্পাইনাল ক্যানেল স্টেনোসিস শনাক্ত করে অপারে শন করাতে হবে জানিয়েছেন। এই বিষয় নিশ্চিত করার জন্য
স্পেশালিস্ট নিউরোসার্জ ন অধ্যাপক ডাঃ এস এম নোমান খালেদ চৌধুরী (চমেক) এর চিকিৎসার জন্য সাক্ষাতে গেলে তিনিও
অপারেশন এর জন্য বলেন এবং জানান, দ্রুত অপারেশন করা না হলে পঙ্গুত্ববরণ করতে হবে। বাংলাদেশে এই অপারেশন করানো হলে
চিকিৎসার ব্যয় ১ লক্ষ্য ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা অপারেশন, ঔষধ, পরীক্ষা নীরিক্ষা ব্যয় হতে পারে। এই চিকিৎসা ভারতে
করানো হলে ৩ লক্ষ্যের অধিক টাকা ব্যয় হতে পারে। গত মে মাসের দিকে আমি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব
নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এর ডাঃ মোঃ শফিউল আলম (স্পেশালিস্ট নিউরোসার্জ ন) এর চিকিৎসার জন্য গেলে তিনিও
ঢাকায় অপারেশন করতে হবে বলে সুনিশ্চিত করেন। যা সেখানে অপারেশন, ঔষধ, অন্যান্য, পরীক্ষা নীরিক্ষা হিসেবে ১ লক্ষ্য ৮০
হাজার টাকার মতো ব্যয় হতে পারে বলে জানিয়েছেন। বর্ত মানে আমার মাসিক আয় নেই। এই অবস্থায় আমার সুচিকিৎসার জন্য
আর্থিক সাহায্য মানবিক ভাবে অত্যন্ত জরুরী।

অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, আমার সুচিকিৎসার জন্য মানবিক ভাবে আর্থিক সাহায্য প্রদান করলে আমি
আপনার নিকট চিরভাবে কৃ তজ্ঞ থাকবো।

বিনীত নিবেদক
মো ইমরান হোসেন
৩০ নং কাজির দেউরী ২নং গলি,
১৫ নং বাগমনিরাম ওয়ার্ড , থানাঃ কোতয়ালী-৪০০০, চট্টগ্রাম
মোবাইলঃ ০১৮৮০-৬৭০৯২৩

সংযুক্তঃ
১। জাতীয় পরিচয় পত্র কপি।
২। বিশেষজ্ঞ ডাক্তার এর প্রেসক্রিপশন।
৩। চিকিৎসার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট।

You might also like