Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

স্বপ্নের মতো!

কম খরচে ঘুরে আসুন কাছের


এই হিল স্টেশন, গেলে চাইবেন না ফিরে
আসতে
 Sweta • 45 mins ago Last Updated: June 1, 2023

আপনিও কি এই তীব্র গরম থেকে রেহাই পেতে চান? পাহাড়ে একটু ঠাণ্ডা
আবহাওয়া, শান্ত পরিবেশে একটু সময় কাটাতে চান? কিন্তু কোথায় যাবেন
বুঝে উঠতে পারছেন না? তাহলে অবশ্যই পড়ে নিন এই প্রতিবেদনটি।

পাহাড়ে ঘুরতে গিয়ে অনেকেই একটু অফবিট জায়গার খোঁজ করেন। বন্ধু
বান্ধব হোক, পরিবার হোক বা প্রিয় মানুষ…শহুরে কোলাহল ছেড়ে কার না
একটু নিরিবিলি শান্ত পরিবেশে কয়েকটা দিন ছু টি নিয়ে ঘুরে আসতে ইচ্ছা
করে। আপনিও নিশ্চয়ই এই গরমে ভাবছেন একটু পাহাড় থেকে ঘুরে আসলে
কেমন হয়। কিন্তু কোথায় যাবেন সেটা যদি বুঝে উঠতে না পারেন তাহলে
আপনি ঘুরে আসতে পারেন ছোট্ট একটি জায়গা অথচ সুন্দর সান্তুক থেকে।

বি
➦ আপনার জন্য বিশেষ খবর

আগেভাগেই সারুন কাজ, জু নে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!


ছু টির তালিকা প্রকাশ করল RBI
 13 hours ago

      SHARE   NEXT ❯

আপনি নিশ্চয়ই ভাবছেন না এই সান্তুক আবার কোথায়? তাহলে আপনাদের


জানিয়ে রাখি, এই জায়গাটি কালিম্পং-এ অবস্থিত। এটি একটি ছোট্ট গ্রাম।
 এখানে আপনার না ডেটলাইনের চিন্তা থাকবে আর না কোনও কাজের চাপ
থাকবে। কেউ আপনাকে বিরক্তও করবে না।

এছাড়া আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে তো সোনায় সোহাগা। কারণ


এই সান্তুকে আপনি ট্রেকিং-এরও জমিয়ে আনন্দ নিতে পারবেন।  সান্তুক
খাসমহল গ্রামটি কালিম্পং থেকে আনুমানিক ১০ কিমি দূরে অবস্থিত। আপনি
জানলে হয়তো অবাক হবেন, বিখ্যাত রেয়িং নদী এবং পায়ুং নদীর মাঝে
অবস্থিত এই সান্তুক। এই  গ্রামে পৌঁছেই আপনি দেখতে পারেন রামাইলো
সান্তুকের বোর্ড ।

6 দিনের মধ্যে রক্তনালী 18


বছর বয়সের মতো হবে!
প্রতিদিন সকালে খালি পেটে এটি
করুন

आगे पढ़े !

6 দিনের মধ্যে রক্তনালী 18


বছর বয়সের মতো হবে!
প্রতিদিন সকালে খালি পেটে এটি
করুন

आगे पढ़े !
      SHARE   NEXT ❯

আপনি যদি ক্যাম্প করতে পছন্দ করেন তাহলে এখানে আপনাকে দারুণ
সুযোগ থাকবে। এখানকার পাহাড়ি গ্রামের রাস্তা ধরে উপরে উঠলে পৌঁছে
যাবেন ক্যাম্পিং সাইটে। এই ক্যাম্পে পৌঁছাতে হলে আপনাকে ৫০ মিটার মতো
একটু চড়াই করতে হবে।

এখানে থাকলে আপনার চোখ, মন দুটোই জু ড়িয়ে যাবে। দূর থেকে ভেসে
আসা নদীর কলকল শব্দ, পাখিদের কিঁচিরমিঁচিরে আপনার ঘুম ভাঙবে। তাহলে
আর এত ভাবনা চিন্তা করছেন কেন? দ্রুত ব্যাগ পত্তর গুছিয়ে চলে আসুন এই
সান্তুকে।

You might also like