Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

কিছু রেল স্টেশনের নামের শেষে PH লেখা

থাকে, এর পিছনে রয়েছে বিশেষ কারণ!


জানলে অবাক হবেন
 Sweta • 3 hours ago Last Updated: May 23, 2023

ভারতীয় রেলের (Indian Railways) একাধিক ব্যবস্থা নিয়ে আমাদের মধ্যে


কৌতূ হলের অন্ত নেই। আমরা সকলেই বিভিন্ন স্টেশনে কোনও নামের আগে
সেন্ট্রাল, টার্মিনাল বা রোড লেখা দেখে থাকি। কিন্তু আপনি কি কখনও কোনও
স্টেশনে লেখা থাকে PH। আর এটার মানে কি আপনি জানেন?

আপনিও যদি এই পিএইচ শব্দটির মানে না জেনে থাকেন তাহলে শুধুমাত্র


আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। সব স্টেশনেই কিন্তু আবার এই পিএইচ
শব্দটি লেখা থাকে না। পিএইচ এর অর্থ কী? এটা কেনই বা লেখা হয়? আসুন
জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

➦ আপনার জন্য বিশেষ খবর


এই ছবিতে CHOCK-র মধ্যে লুকিয়ে আছে CLOCK! ১০
সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
 20 seconds ago

      SHARE   NEXT ❯

এই পিএইচ মানে ‘প্যাসেঞ্জার হল্ট’। যখন কোনও স্টেশনের নাম পিএইচ দিয়ে
লেখা হয়, এর অর্থ এই স্টেশনে কেবল যাত্রীবাহী ট্রেন থামবে। এই স্টেশনগুলি
অন্যদের থেকে একটু স্পেশ্যাল বা বিশেষ। কারণ এখানে রেলওয়ে কর্তৃ ক
কোনও কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ করা হয় না। প্যাসেঞ্জার স্টপ হল একটি ডি
ক্লাস স্টেশন। অনেকেই হয়তো জানেন না যে ট্রেন থামানোর সংকেত দেওয়ার
মতো কোনও আধিকারিক এই স্টেশনগুলিতে থাকেন না। শুনতে অবাক
লাগলেও এটাই সত্যি।

স্বাভাবিকভাবেই আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে স্টেশনে যখন কোনও


সিগন্যাল নেই বা কোনও আধিকারিক নেই তখন ট্রেনগুলি এখানে থামে
কীভাবে? দুর্ঘটনা ঘটতে পারে তো! প্রকৃ তপক্ষে, ট্রেন চালককে নির্দে শ দেওয়া
হয় যে এই ধরনের স্টেশনগুলিতে প্রায় ২ মিনিটের জন্য ট্রেন থামিয়ে রাখতে
হবে।

শুধু একবার পান করুন!


পুরুষত্বহীনতা চিরকাল স্থায়ী হয়
পুংলিঙ্গ শক্তি 100 গুণ বৃদ্ধি পাবে।
প্রতিদিন সকালে প্রয়োজন ...

आगे पढ़े !

একবার পান করুন এবং


আপনার পুরুষালি শক্তি আবার
ক্লিক করুন এবং জানুন কিভাবে

आगे पढ़े !

বিবেচনার ভিত্তিতে লোকো পাইলটরা এই স্টেশনগুলিতে ট্রেন থামিয়ে দেন।  এ


ছাড়া একটি প্রশ্নও সকলের মাথায় আসে যে, এখানে যখন কোনও কর্মী
উপস্থিত থাকে না, তখন কে টিকিট বিক্রি করে? প্রকৃ তপক্ষে, এই জাতীয় ডি
শ্রেণীর স্টেশনগুলিতে রেলওয়ে চু ক্তি বা কমিশন ভিত্তিতে টিকিট বিক্রির জন্য
স্থানীয় ব্যক্তিকে নিয়োগ করে।
      SHARE   NEXT ❯

তবে আপনি জানলে হয়তো অবাক হবেন, এই ধরনের স্টেশনগুলি প্রায়


বিলুপ্তির পথে। রেলওয়ে তাদের কাছ থেকে বিশেষ কোনো রাজস্ব পাচ্ছে না,
তাই তারা এই ধরনের স্টেশনগুলির প্রতি মনোযোগও দিচ্ছে না। স্থানীয়
জনগণের দাবির ভিত্তিতে এ ধরনের স্টেশন চালু রাখতে হবে অথবা বন্ধ
রেলস্টেশনগুলোকে পুনরায় চালু করতে হবে।

You might also like