Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

চিত্ররূপময় কচি কচি জীিনানন্দ দাশ

সকলেই কচি নয়, ককউ ককউ কচি…


জীবনানন্দ দাশ ছিলেন ছবিংশ শতাব্দীর অনযতম প্রধান আধুছনক বাঙাছে কছব, লেখক, প্রাবছিক এবিং অধযাপক। তালক
বািংো ভাষার শুদ্ধতম কছব' বলে আখযাছ়িত করা হল়ি থালক। জীবনানন্দ দালশর জন্ম ১৮৯৯ সালের ১৭ লেব্রু়িাছর ছিটিশ
ভারলতর লবঙ্গে লপ্রছসলেন্সির (বততমালন বািংোলদশ) অন্তর্তত বছরশাে শহলর। তাাঁর পূবপু ত রুলষরা ছিলেন অধুনা
বািংোলদলশর ঢাকা লজোর ছবক্রমপুর পরর্নার অছধবাসী।

ছতছন প্রধানত কছব হলেও লবশ ছকিু প্রবি- ছনবি রচনা ও প্রকাশ কলরলিন। তলব ১৯৫৪ সালে অকােমৃতুযর আলর্ ছতছন
ছনভৃ লত ২১টি উপনযাস এবিং ১০৮টি লিাির্ল্প রচনা কলরছিলেন যার একটিও তাাঁর জীবদ্দশা়ি প্রকাছশত হ়িছন। রবীন্দ্র-
পরবতীকালে বািংো ভাষার প্রধান কছব ছহলসলব ছতছন সবসাধারলযয
ত স্বীকৃত।

সম্ভবত মা কুসুমকুমারী দালশর প্রভালব ছতছন লিলেলবো়ি পদয ছেখলত শুরু কলরন। ১৯১৯ সালে 'বষ আবাহন'
ত নালম তাাঁর
লেখা প্রথম কছবতা প্রকাছশত হ়ি। তখন ছতছন শ্রী জীবনানন্দ দাশগুপ্ত নালম ছেখলতন। ১৯২৭ সাে লথলক 'শ্রী' বজতন কলর
ছতছন জীবনানন্দ দাশ নালম ছেখলত শুরু কলরন। দীলনশরঞ্জন দাস সম্পাছদত কললাে পন্সিকা়ি ১৩৩২ (১৯২৬ ছি.) োল্গুন
সিংখযা়ি 'নীছেমা' শীষক
ত কছবতাটি প্রকালশর মধয ছদল়ি আধুছনক বািংো কছবতার ভুবলন তাাঁর আর্মন ঘলি।

কথাসাচিত্য

জীবদ্দশা়ি কথাসাছহছতযক ছহলসলব জীবনানলন্দর লকানও পছরছচছত ছিে না। ২০১৫ সাে পযন্ত ত প্রকাছশত তাাঁর রছচত
উপনযালসর সিংখযা ২১ এবিং লিাির্লল্পর সিংখযা শতাছধক। ছতছন সম্পূয ত ছনভৃ লত উপনযাস- লিাির্ল্প ছেলখছিলেন এবিং
জীবদ্দশা়ি একটিও প্রকাশ কলর যানছন। তাাঁর মৃতুযর পর উপনযাস-র্লল্পর পায্েুছেছপর খাতাগুলো আছবষ্কৃত হ়ি। কছবতা়ি
লযমছন, কথাসাছহলতযও ছতছন তাাঁর পূবসূত রীলদর লথলক আোদা, তাাঁর সমসামছ়িকলদর লথলকও ছতছন সম্পূয আোদা।
ত তাাঁর
র্ল্প-উপনযালস আত্মজজবছনক উপাদালনর ছভত েক্ষ করা যা়ি। ছকন্তু তাই বলে এই রচনাগুলো আত্মজজবছনক ন়ি। তার
সবাছধকত পছরছচত উপনযাস মােযবান, তলব মােযবান তাাঁর প্রথম উপনযাস ন়ি।

প্রিন্ধ

জীবনানন্দ দালশর প্রাবছিক পছরচ়ি অদযাবছধ ছবলশষ লকান মযাদার


ত আসলন অছধটিত হ়িছন। তলব ছতছন লবশ ছকিু প্রবি
ছনবি সমালোচনা ছেলখছিলেন যার প্রছতটি অতযন্ত লমৌছেক ছচন্তা-ভাবনার স্বাক্ষর বহন কলর। তাাঁর প্রবলির সিংকেন
কছবতার কথা লবছরল়িছিে তাাঁর মৃতুযর পর— ১৯৫৫ সালে। এলত তাাঁর জীবদ্দশা়ি ছবছভন্ন পি-পন্সিকা়ি মুছিত পলনরটি
প্রবি সিংকছেত হ়ি। এই প্রবিগুছে বহুে পটিত।

তাাঁর র্দয ভাষারীছতও ছবলশষ প্রছযধানলযার্য। প্রারছম্ভক বাকযটি হ্রস্ব হলেও অবযবছহত পলরই ছতছন দীঘ বালকযর
ত ঘন বুলনাি
র্ল়ে তু লেলিন। 'এবিং', 'ও' ইতযাছদ অন্ব়িমূেক পদ এবিং 'কমা', 'লসছমলকােন', 'েযাশ” প্রভৃ ছত যছতছচলের সমন্বল়ি র্ল়ে
উলিলি এমন একটি র্দযভাষা যার সলঙ্গ সমকােীন বাঙাছে লেখক-পািলকর আলদৌ পছরচ়ি ছিে না।

তাাঁর ছবছশষ্ট প্রবিগুলোর ছশলরানাম এরকম- 'কছবতার কথা', 'রবীন্দ্রনাথ ও আধুছনক বািংো কছবতা', 'মািালচতনা',
'উত্তরজরছবক বািংো কাবয', ইতযাছদ। সাছহতয, ছবলশষ কলর কছবতা ছনল়ি জীবনানন্দ লয-সব প্রবি-ছনবি উপহার
ছদল়িলিন, তার প্রছতটি রচনাই বহুমান্সিক লমৌছেক ছচন্তাসূলির স্বাক্ষর বহন কলর।

কািযগ্রন্থ

তাাঁর প্রথম কাবযগ্রন্থ ঝরা পােক প্রকাছশত হ়ি ১৯২৭ সালে। এর দীঘকােত পর ১৯৩৬-এ প্রকাছশত হ়ি তাাঁর ছিতী়ি কাবযগ্রন্থ
ধূসর পায্েুছেছপ। তাাঁর তৃতী়ি কাবযগ্রন্থ বনেতা লসন প্রকাছশত হ়ি ১৯৪২-এ। এটি 'কছবতাভবন সিংস্করয' নালম অছভছহত।
বনেতা লসন কাবযগ্রলন্থর কছবতাসমূহসহ পরবতী কছবতাগ্রন্থ মহাপৃছথবী প্রকাছশত হ়ি ১৯৪৪-এ। জীবনানন্দর জীবদ্দশা়ি
সবলশষত প্রকাছশত গ্রন্থ সাতটি তারার ছতছমর (১৯৪৮)। ১৯৫৪ সালে মৃতুযর ছকিু আলর্ প্রকাছশত হ়ি জীবনানন্দ দালশর
লেি কছবতা। কছবর Jপরবতী প্রকাছশত গ্রন্থসমূহ হে রূপসী বািংো এবিং ১৯৬১-লত প্রকাছশত লবো অলবো কােলবো ।
তাাঁর অগ্রছন্থত কছবতাবেী ছনল়ি প্রকাছশত কছবতা সিংকেনগুলো হে: সুদশনা ত (১৯৭৩), আলো পৃছথবী (১৯৮১),
মলনাছবহঙ্গম, লহ লপ্রম লতামার কথা লভলব (১৯৯৮), অপ্রকাছশত একান্ন (১৯৯৯) এবিং আবিা়িা (২০০৪)।

গল্পগ্রন্থ ও উপনযাস

তাাঁর মৃতুযর পর আছবষ্কৃত হ়ি অজস্র র্ল্প ও উপনযাস। এগুলোর প্রথম সিংকেন সুকুমার লঘাষ ও সুছবন়ি মুস্তােীর
সম্পাদনা়ি জীবনানন্দ দালশর র্ল্প (১৯৭২) । লবশ ছকিুকাে পর ১৯৮৯ সালে আবদুে মান্নান সস়িলদর সম্পাদনা়ি
প্রকাছশত হ়ি জীবনানন্দ দালশর লেি র্ল্প ।

প্রকাছশত হ়ি ১৪টি উপনযাস। এসলবর মলধয মােযবান (১৯৭৩), সুতীথ ত (১৯৭৭), ভূ লমন্দ্র গুহ-ে়িসাে শাহছর়িালরর
সম্পাদনা়ি চারজন (২০০৪) অনযতম।

পত্র

দীলপনকুমার রা়ি-এর উলদযালর্ ও সম্পাদনা়ি জীবনানন্দ দালশর পিাবেী প্রকাছশত হ়ি বািংো ১৩৮৫ সালে (১৯৭৮) ।
পরবতীকালে ১৯৮৬ সালে আবদুে মান্নান সস়িদ জীবনানন্দ দালশর পিাবেী প্রকাশ কলরন। ১০১টি ছচটির সিংকেন
জীবনানন্দ দালশর ছচটিপি প্রকাছশত হ়ি ২০১৪ সালে।

চেটারাচর কনাটস

১৯২৫ ছিস্টাব্দ লথলক বাাঁধালনা এক্সারসাইজ খাতা়ি ধারাবাছহকভালব ছকিু িুকলরা-িাকরা কথা, িীকা-টিপ্পনী ছেখলত শুরু
কলরছিলেন যা ছতছন ছেিারাছর লনািস নালম ছচছেত কলরছিলেন। ৫৬টি বাাঁধালনা এক্সারসাইজ খাতা়ি লেখা, তাছরখ ধলর
লেখা। উদ্ধারকৃত পায্েুছেছপসমগ্র কেকাতার জাতী়ি গ্রন্থার্ালর সিংরছক্ষত থাকলেও ছদনছেছপর খাতাগুলো অসামানয
জীবনানন্দ-র্লবষক ভূ লমন্দ্র গুলহর কালি সিংরছক্ষত। ছেিারাছর লনািস- এর খাতাগুলোর পৃিা সিংখযা ৪,২৭২ এবিং শব্দ
সিংখযা ৬,৬২,১৬০-এর আলশপালশ।

ছেখলত ছর্ল়ি কছব the ছেখলত ১ বযবহার কলরলিন সম়ি বাাঁচালনার স্বালথ।ত এ রকম আরও লবাঝা যা়ি: Wa = would; Sh/shd
= should; Acc = According; Re = Regarding, ?= because ইতযাছদ। তালত পিন সহজতর হলেও অথলবাধযতা
ত খুব একিা বৃন্সদ্ধ
পা়ি না। ছনিকই ছনলজর জনয ছদনছেছপর খাতা়ি ছকিু িীকা-টিপ্পনী ছেলখছিলেন জীবনানন্দ, প্রকালশর জনয ন়ি।

স্বীকৃচত্ ও সমালোিনা

জীবদ্দশা়ি অসাধারয কছব ছহলসলব পছরছচছত থাকলেও ছতছন খযাছত অজতন করলত পালরনছন। এর জনয তার
প্রচারছবমুখতাও দা়িী; ছতছন ছিলেন ছববরবাসী মানুষ। তলব মৃতুযর অবযবছহত পলরই ছতছন বািংো ভাষা়ি আধুছনক কছবতার
পছথকৃতলদর একজন ছহলসলব স্বীকৃছত পান।

ছনছখেবঙ্গ রবীন্দ্রসাছহতয সলেেন ১৯৫২ সালে পছরবছধতত ছসর্লনি সিংস্করয বনেতা লসন কাবযগ্রন্থটি বািংো ১৩৫৯-এর
লেি কাবযগ্রন্থ ছবলবচনা়ি পুরস্কৃত কলর । কছবর মৃতুযর পর ১৯৫৫ সালের লেব্রু়িাছর মালস জীবনানন্দ দালশর লেি কছবতা
(১৯৫৪) সাছহতয অকালদছম পুরস্কার োভ কলর ।

মৃত্যয

১৯৫৪ সালের ১৪ অলটাবর কেকাতার বাছের্লঞ্জ এক ট্রাম দুঘিনা়ি ত ছতছন আহত হন। এ সম়ি ো. ভূ লমন্দ্র গুহসহ অলনক
তরুয কছব জীবনানলন্দর সুছচছকৎসার জনয প্রাযপয লচষ্টা কলরন।তাাঁর অবস্থা ক্রমশ জটিে হলত থালক। লশষ পযন্ত ত
ছনউলমাছন়িা়ি আক্রান্ত হল়ি পল়েন কছব। ছচছকৎসক ও লসছবকালদর সকে প্রলচষ্টা ছনষ্ফে প্রমাছযত কলর ২২ অলটাবর
(১৯৫৪) রাত ১১িা ৩৫ ছমছনলি ছতছন মৃতুযবরয কলরন । আবদুে মান্নান সস়িদসহ অলনলকর ধারযা আত্মহতযাস্পৃহা ছিে
দুঘিনার
ত মূে কারয। জীবনানন্দ-র্লবষক ো. ভূ লমন্দ্র গুহ মলন কলরন জার্ছতক ছনিঃসহা়িতা কছবলক মানছসকভালব
দুবেত কলর লেলেছিে এবিং তাাঁর জীবনস্পৃহা শূনয কলর ছদল়িছিে। মৃতুযছচন্তা কছবর মাথা়ি দানা লবাঁলধছিে। ছতছন প্রা়িই
ট্রাম দুঘিনা়ি
ত মৃতুযর কথা ভাবলতন। র্ত একলশা বিলর কেকাতা়ি ট্রাম দুঘিনা়িত মৃতুযর সিংখযা মাি এক। আর এই
একজনই হলেন কছব জীবনানন্দ দাশ। ছকন্তু প্রতযক্ষদশীর মলত, এ-সম়ি কছব দুই হালত দুই লথাকা োব ছনল়ি ট্রাম োইন
পার হন্সিলেন। আত্মহনলনর ছসদ্ধান্ত ছনল়ি দুই হালত দুই লথাকা োব ছনল়ি বাছ়ে লেরার স়েলক ওিার জনয ট্রামোইন
পাছ়ে লদও়িা খুব গ্রহযলযার্য যুন্সি ন়ি।

You might also like