Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

In The Court of the Ld. S.D.O. at Domkal, Murshidabad.

Case No.- /2023


U/S– 94 Cr.Pc

দরখাস্তকারীনি প্রতিপক্ষ
মৌসুমী ঘোষ (বয়স ........ বৎসর) জয়ন্ত ঘোষ,
পিতা- সুভাষ ঘোষ, পিতা- সাধন ঘোষ,
মাতা- ডলি ঘোষ, মাতা- যমুনা ঘোষ ওরফে সুমনা ঘোষ
সাং- মামুদপুর, সাং ও পোঃ- বালিয়াডাঙ্গা
পোঃ- জুগিন্দা, থানা- মুরুটিয়া,
থানা- ডোমকল, জেলা– নদীয়া,
জেলা- মুর্শিদাবাদ, পিন- ৭৪১১৫২
পিন- ৭৪২৪০৬,
মোঃ- .....................

ফৌজদারি কার্য্যবিধি আইনের 94 Cr.Pc ধারা মতে দরখাস্তঃ

ঘটনার বিবরনঃ- দরখাস্ত, দরখাস্তকারীনির পক্ষে নিবেদন এই যে, গত ইং ২০/০২/২০১৮ তারিখে

উপরোক্ত প্রতিপক্ষের সহিত হিন্দু ধর্মানুসারে বিবাহ হয়। বিবাহের সময় প্রতিপক্ষের দাবী
মোতাবেক দরখাস্তকারীনির পিতা যৌতু কাদি প্রদান করেন। বিবাহের পর তাহারা স্বামী-স্ত্রী রূপে ঘর
সংসার করা কালীন প্রতিপক্ষের ঔরষে দরখাস্তকারীনির গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহন করেন
যাহার নাম জ্যোর্তি ময় ঘোষ, জন্ম তারিখ ২৩/০২/২০১৯। বিবাহের পর হইতে প্রতিপক্ষ ও
তাঁহাদের বাড়ির অন্যান্য সদস্যগন কারণে অকারনে অধিক পণের দাবীতে দরখাস্তকারীনিকে
প্রচণ্ডভাবে মারধোর করিতে থাকে এবং প্রায়শই প্রাণে মারার হুমকি দিতে থাকে। প্রকাশ থাকে
যে, প্রতিপক্ষ একজন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীতে (C.R.P.F) কর্মরত এবং বর্ত মানে হায়দ্রাবাদ
কর্মস্থল হইতেছে। দরখাস্তকারীনি আনুমানিক ১০ মাস পূর্বে প্রতিপক্ষ দরখাস্তকারীনি প্রতিপক্ষের
কর্মস্থানে সংসার করিবার উদ্দ্যেশে লইয়া যায় অতঃপর কিছুদিন সংসার করার পর
দরখাস্তকারীনিকে প্রচন্ড মারধোর করিয়া তাড়াইয়া দেওয়া হয়, দরখাস্তকারীনি নিরুপায় হইয়া
দরখাস্তকারীনি শ্বশুর বাড়িতে আশ্রয়ের জন্য গেলে সেখান থেকেও দরখাস্তকারীনি মারধোর
করিয়া তাড়াইয়া দেওয়া হয়। দরখাস্তকারীনির পিতা মাতার দেওয়া স্ত্রীধন ফেরত চাইলে সেখান
থেকে দরখাস্তকারীনিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধোর করিয়া ঘাড় ধাক্কা দিয়া
তাড়াইয়া দেওয়া হয়। উক্ত স্ত্রীধন মালামাল গুলি মুরুটিয়া থানায় পুলিশের দ্বারা উদ্ধার হওয়া
আবশ্যক অন্যথায় দরখাস্তকারীর অপূরণীয় ক্ষতি হইবে।
এইমত অবস্থায় দরখাস্তকারী মিরুটিয়া থানায় জানাতে গেলে তাহারা কোর্টে আসিবার উপদেশ
প্রদান করেন। অতএব হুজুর যাহাতে দরখাস্তকারী তাহার মালামালাদি ফেরৎ পাইতে পারে এই
মর্মে আদেশ করিয়া সুবিচার করিতে আজ্ঞা হয়।

বিধায় প্রার্থনা হুজুর বাহাদুর দয়া করিয়া দরখাস্তকারী যাহাতে দরখাস্তকারী তাহার
মালামালাদি ফেরৎ পাইতে পারে এই মর্মে ফৌজদারি কার্য্যবিধি আইনের 94 Cr.Pc ধারা মতে
Search Warrant আদেশ দানে সুবিচার করিতে আঞ্জা হয়। নিবেদন ইতি ইং- ০১/১১/২০২৩।

যাহা উদ্ধার করিতে হইবে

১) সোনারঃ- (১) ১ ভরি ওজনের মালা, (২) ১ ভরি ৫ আনা ওজনের বেসলেট, (৩) ০.৫
ভরি ওজনের আংটি, (৪) ২.৫ ভরি ওজনের বগি চেন, (৫) ১ ভরি ওজনের মালা, (৬) ৪ ভরি
ওজনের হাতের চু রি, (৭) ১.৫ ভরি ওজনের সাখা বাঁধানো, (৮) ১.৫ ভরি ওজনের কানের, (৯)
৪ আনা ওজনের কানের বাউটি, (১০) দরখাস্তকারীনির পূত্রের ১২ আনা ওজনের মালা, (১১) ১
ভরি ওজনের হাতের বালা,
২) নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা,
৩) কাঠের সাজানো খাট (গাদলা, তোষক, ৪ টি বালিশ, কাঁথা, লেপ, মশারি, বিছানার চাদর,
ব্ল্যাঙ্কেট)
৪) গোদরেজ আলমারি, ৫) ইনভাটার, ৬) মিটকেশ,
৭) ঠাকু রের মার্বেলের সিংহাসন, ৮) ড্রেসিং টেবিল,
৯) পিতলেরঃ- হাড়ি, কড়াই, ঘটি, ৪ টি থালা, ঘট, খুন্তি, হাতা, বাটি, গ্লাস, ঘড়া, ফু লের সাজি,
ফু লের চালন, সড়া,
১০) আলনা, ১১) বড় বাক্স, ১২) সোফা, ১৩) ফ্রিজ, ১৪) টিভি।

যে স্থান হইতে উদ্ধার হইবে


জয়ন্ত ঘোষ,
পিতা- সাধন ঘোষ,
মাতা- যমুনা ঘোষ ওরফে সুমনা ঘোষ
সাং ও পোঃ- বালিয়াডাঙ্গা
থানা- মুরুটিয়া,
জেলা– নদীয়া,
পিন-.৭৪১১৫২....................

You might also like