দলের সদস্যের নাম ও রোল

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 7

দলের সদস্যের দলীয় কাজের নিজের লেখা নিজের লেখা

নাম ও রোল অংশগ্রহন নিয়ে কারো নিয়ে কারো


কতটা সক্রিয় সমালোচনা সমালোচনা
ছিল? সোনার পর সোনার পর
তার তার
অভিব্যাক্তি অভিব্যাক্তি
কেমন ছিল? কেমন ছিল?
দলীয় কাজে
কারো
সমালোচনা
করার সময়
যার মতামত
প্রদান করার
কায়দা কতটা
ইতিবাচক
ছিল?

মনে পরে
রবীন্দ্রনাথ ঠাকুর
মাকে আমার পড়ে না মনে।
শুধু কখন খেলতে গিয়ে
হঠাৎ অকারণে
একটা কী সুর গুনগুনিয়ে
কানে আমার বাজে,
মায়ের কথা মিলায় যেন
আমার খেলার মাঝে।
মা বুঝি গান গাইত, আমার
দোলনা ঠেলে ঠেলে;
মা গিয়েছে, যেতে যেতে
গানটি গেছে ফেলে।
মাকে আমার পড়ে না মনে।
শুধু যখন আশ্বিনেতে
ভোরে শিউলিবনে
শিশির-ভেজা হাওয়া বেয়ে
ফু লের গন্ধ আসে,
তখন কেন মায়ের কথা
আমার মনে ভাসে?
কবে বুঝি আনত মা সেই
ফু লের সাজি বয়ে,
পুজোর গন্ধ আসে যে তাই
মায়ের গন্ধ হয়ে।
মাকে আমার পড়ে না মনে।
শুধু যখন বসি গিয়ে
শোবার ঘরের কোণে;
জানলা থেকে তাকাই দূরে
নীল আকাশের দিকে
মনে হয়, মা আমার পানে
চাইছে অনিমিখে।
কোলের 'পরে ধরে কবে
দেখত আমায় চেয়ে,
সেই চাউনি রেখে গেছে
সারা আকাশ ছেয়ে।
দেশের নাম ২০১০ সাল পর্যন্ত ২০১৫ সালের জরিপে
বাঘের সংখ্যা সংখ্যা
বাংলাদেশ ৪৪০ ১০৬
ভু টান ৭৫ ১০৩
কম্বডিয়া ৫০ ০
ভারত ১৭০৬ ২২০৬
মায়ানমার ৮৫ ৮৫
নেপাল ১২১ ১৯৮
থাইল্যান্ড ২৫২ ১৮৯
ভিয়েতনাম ২০ ৫
শিক্ষার্থীর নাম ২০২০ - ২০২১ সালে ২০২২-২০২৩ সালে
পঠিত বইয়ের সংখ্যা পঠিত বইয়ের সংখ্যা
(কোভিডকালীন) (কোভিড-পরবর্তী)
মিনু চাকমা ১২২ ৯৬
পূরবী সরকার ৭৫ ৫২
অবন্তি রচনা ১১২ ৯১
মাহমুদ ৮৮ ৫৪
দিতি রানী দে ১০৯ ৯০
প্রবাল কুমার ৯৪ ৫৬
নাজমিন ১০২ ৮৪

আজমল আহমেদ ১১৯ ৯২

একি অপরূপ রূপে মা তোমায়


কাজী নজরুল ইসলাম

এ কি অপরুপ রুপে মা তোমায়


হেরিনু পল্লী-জননী।।
ফু লে ও ফসলে কাদা মাটি
জলে ঝলমল করে লাবনি।

রৌদ্রতপ্ত বৈশাখে তু মি চাতকের সাথে চাহ জল


আম কাঁঠালের মধুর গন্ধে
জ্যৈষ্ঠে মাতাও তরুতল
ঝঞ্ঝার সাথে প্রান্তরে
মাঠে কভু খেল ল’য়ে অশনি।।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায়
হেরিনু পল্লী-জননী।

কেতকি-কদম-যূথিকা কুসুমে
বর্ষায় গাথ মালিকা
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা
তড়াগে পুকুরে থই থই করে
শ্যামল শোভার নবনী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায়

হেরিনু পল্লী-জননী।

শাপলা শালুক সাজাইয়া


সাজি শরতে শিশির নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি পরে
ফের আগামনী-গীত গাহিয়া
অঘ্রাণে মা গো আমন ধানের
সুঘ্রাণে ভরে অবনী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায়
হেরিনু পল্লী-জননী।

শীতের শূণ্য মাঠে ফের


তু মি উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালী গাও মাঝিদের সাথে গো.....। ।
কীর্ত ন শোনো রাতে মা
তমি কীর্ত ন শোনো রাতে মা
ফাল্গুনে রাঙ্গা ফু লের আবীরে

ফাল্গুনে রাঙ্গা ফু লের


আবীরে রাঙ্গাও নিখিল ধরণী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা

তোমায় হেরিনু পল্লী-জননী

You might also like