Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

আল কুরআন এর সংজ্ঞা

কুরআনের সংজ্ঞা নিম্নরূপ,

এটি আল্লাহর কালাম যা তাঁ র বান্দা মুহাম্মদ (সা) এর উপর আরবী ভাষায় নাযিল হয়েছে। এটি একটি মু'জিযা এর সবচেয়ে সংক্ষিপ্ত সূরার
ক্ষেত্রেও। এটি লিপিবদ্ধ আছে এবং আমাদের কাছে এটি মুতাওয়াতির বর্ণনায় এসে পৌছেছে। এর পঠন এর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত
করি এবং সূরা ফাতেহা দিয়ে এর শুরু এবং সূরা নাস দিয়ে এর সমাপ্তি।

উপরোক্ত সংজ্ঞা থেকে বিভিন্ন বিষয় উঠে আসে। প্রথমত এটি আল্লাহ-র কালাম। এবং সেই কালাম যা হচ্ছে অলৌকিক (এ'জাজ)।
কোরআনের এ’জাজ হচ্ছে এর অতি উচ্চমাত্রার বাগ্মীতা বা বাকশৈলিতা। এবং আল্লাহর অন্য কোনো কথা এ কোরআনের অংশ হবে না,
উদাহরনসরূপ: হাদিসে কুদসী।

দ্বিতীয়ত সম্পূর্ণ কোরআনই আরবী ভাষায় নাযিলকৃ ত। এটি সম্পূর্ন আরবী এবং এতে কোনো বিদেশী শব্দ নেই। ইমাম শাফী' তার আর-
রিসালাহ গ্রন্থে বলেন: ‌'‌আল কোরআন এই দিক নির্দে শনা দেয় যে আল্লাহর কিতাবের কোনো অংশই আরবী ভাষার বাইরে নয়...।' যারা এ
ধরনের মতামত ব্যক্ত করেন যে কোরআনে অনারব শব্দ বিদ্যমান, তারা হয়তো কিছু শব্দ পেয়েছেন যা কিছু আরবের কাছে অপরিচিত।
কিন্তু যেহেতু শব্দগুলো কোরআনে এসেছে, তাই সেসব শব্দ আরবী শব্দ হিসেবেই বিবেচিত হবে। অসংখ্য আয়াত এ নির্দে শনা দেয় যে
কোরআন সম্পূর্ন আরবী ভাষায় নাযিলকৃ ত। যেমন:

‫َنَز َل ِبِه الُّر وُح األِم يُن ~ َع َلى َقْلِبَك ِلَتُك وَن ِم َن اْلُم ْنِذ ِريَن ~ ِبِلَس اٍن َع َر ِبٍّي ُم ِبيٍن‬

বিশ্বস্ত রুহ একে নিয়ে অবতরন করেছে। আপনার হৃদয়ে, যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভূ ক্ত হন। সুস্পষ্ট আরবী
ভাষায়। [সূরা শু'আরা: ১৯৩-১৯৫]

‫َو َك َذ ِلَك َأْنَز ْلَناُه ُح ْك ًم ا َع َر ِبًّيا‬

এমনিভাবে আমি এ কোরআনকে আরবী ভাষায় নির্দে শরুপে নাযিল করেছি। [সূরা রাদ: ৩৭]

‫َو َك َذ ِلَك َأْو َح ْيَنا ِإَلْيَك ُقْر آًنا َع َر ِبًّيا‬

এমনিভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি। [সূরা শুরা: ৭]

‫ُقْر آًنا َع َر ِبًّيا َغْيَر ِذ ي ِع َو ٍج َلَع َّلُهْم َيَّتُقوَن‬

আরবী ভাষায় এ কোরআন বক্রতামুক্ত, যাতে তারা সাবধান হয়ে চলে। [সূরা যুমার: ২৮]

‫َو َلَقْد َنْع َلُم َأَّنُهْم َيُقوُلوَن ِإَّنَم ا ُيَع ِّلُم ُه َبَش ٌر ِلَس اُن اَّلِذ ي ُيْلِح ُد وَن ِإَلْيِه َأْع َجِمٌّي َو َهَذ ا ِلَس اٌن َع َر ِبٌّي ُم ِبيٌن‬

আমরা তো ভালোভাবেই জানি যে, তারা বলে: তাকে জনৈক ব্যাক্তি শিক্ষা দেয়। যার দিকে তারা ইঙ্গিত দেয় তার ভাষাতো
আরবী নয়, এবং এ কোরআন পরিষ্কার আরবী ভাষায়। [সূরা নাহল: ১০৩]

কোরআনের অনুবাদও কোরআন বলে গন্য হবে না তা যতই বিশুদ্ধ হোক না কেন। এ কারণেই আমরা অনুবাদ হতে আহকাম আহরন
করতে পারি না, অনুবাদ দিয়ে নামাযও পড়া যায়না এবং অনুবাদ পঠনে ইবাদতও হয়না।
তৃ তীয়ত, কোরআন আমাদের মাঝে মুতাওয়াতির বর্ণনার মাধ্যমে এছে পৌছেছে যা একে নিশ্চিত বিশুদ্ধতা দান করে। এটি আমাদের কাছে
রাসূলুল্লাহ (সা) এর সময় হতে মুখস্থ ও লিখিতরূপে আজকের দিন পর্যন্ত এসে পৌছেছে।

You might also like