Appointment Letter MD Mohidul Haque

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

SMET SERVICES

2/2, Pallabi (2nd. Fl), Mirpur, Dhaka, Bangladesh


Phone:+880 2 8033310, 8001576, Fax:+880 2 8053892
(ONE STOP ENGINEERING & Mobile: +88 01765038390-9
TECHNOLOGY SERVICES) Email: smetservices@gmail.com,
info@smetservices.com
web: www.smetservices.com

রেফঃ স্মেট /এইচ আর/ অক্টোবর /২০২১ তারিখঃ ২১ ই অক্টোবর ২০২১

বরাবর
মোঃ মহিদুল হক
গ্রামঃ দক্ষিণ কৃষ্ণপুর, পোস্ট অফিসঃ শিবগঞ্জ
উপজিলাঃ শিবগঞ্জ, জিলাঃ বগুরা।
মোবাইলঃ ০১৭১১ ৫৭৭৯২৩

বিষয়ঃ নিয়োগ পত্র।

জনাব মহিদুল হক,

আমরা আপনাকে জানাতে পেরে আনন্দিত যে, আমাদের ম্যানেজমেন্টর সাথে আপনার সাক্ষাৎকারের উপর ভিত্তি
করে স্মেট সার্ভিসেস এ নিম্ন লিখিত শর্তাবলীর অধীনে “সহকারী ম্যানেজার” হিসেবে আপনার নিয়োগ নিশ্চিত
করা হয়েছে।

 আপনার শিক্ষানবিশ সময় ৬ মাসের জন্য আগামী ১ নভেম্বর ২০২১ ইং তারিখ হতে শুরু হবে।
 আপনার কর্মস্থানঃ মীর শাহে আলম এল পি জি ফিলিং ষ্টেশন, শিবগঞ্জ, বগুড়া ।
 আপনার পারফরম্যান্স এর উপর ভিত্তি করে শিক্ষানবিশ সময়কাল হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে।
 শিক্ষানবিশ সময়ে ম্যানেজমেন্ট আপনার পারফরম্যান্স এ সন্তুষ্ট হলে কোম্পানীতে আপনার চাকুরী স্থায়ী
করা হবে।
 ম্যানেজমেন্ট আপনার পদ এবং দায়ীত্ব সময়ে সময়ে পরিবর্তন করার অধিকার রাখে।
 আপনাকে আপনার উর্ধ্বতনদের নির্দেশনা তথা কোম্পানীর নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে।
 বিক্রয় এবং গ্রাহক সহায়তার সাথে সম্পর্কিত সমস্ত পরিষেবা প্রদান করতে হবে।
 আপনার চাকুরী স্থানান্তরযোগ্য। কোম্পানি যদি চায় তাহলে আপনাকে যে কোন জেলার যে কোন
ষ্টেশনে স্থানান্তর করতে পারে।
সুবিধা সমুহঃ
 অফিস নীতিমালা অনুযায়ী কর্মদক্ষতা পর্যবেক্ষণকালীন সময়ে আপনার মাসিক বেতন ৮,০০০ (আট
হাজার) টাকা নির্ধারন করা হল।
 কোম্পানীর নীতিমালা অনুযায়ী আপনি অফিসিয়াল সিম কার্ড ও মাসিক মোবাইল বিল পাবেন, যা
শুধুমাত্র কোম্পানীর কাজে ব্যাবহার করতে হবে।
SMET SERVICES
2/2, Pallabi (2nd. Fl), Mirpur, Dhaka, Bangladesh
Phone:+880 2 8033310, 8001576, Fax:+880 2 8053892
(ONE STOP ENGINEERING & Mobile: +88 01765038390-9
TECHNOLOGY SERVICES) Email: smetservices@gmail.com,
info@smetservices.com
web: www.smetservices.com

 আপনার চাকুরী স্থায়ী হওয়ার পর নীতিমালা অনুযায়ী বছরে ২টি বোনাস সহ কোম্পানীর সকল সুবিধা
ভোগ করতে পারবেন।

অন্যান্য নিয়মাবলীঃ
 আপনি কোম্পানীর সার্বক্ষনিক স্টাফ হবেন। চাকরীর সময়কালে ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া অন্য
কোন কাজ, পেশা বা চাকুরীতে নিজেকে নিযুক্ত করতে পারবেন না।
 চাকরী সময়কালে কোম্পানীর কাছ থেকে প্রাপ্ত সমস্ত তথ্য কঠোরভাবে গোপনীয় হিসাবে রাখবেন।
 আপনি কোম্পানীর অনুমোদিত কর্মকর্তার সম্মতি ব্যাতীত কোন তৃতীয় পক্ষের নিকট গোপনীয় তথ্য
প্রকাশ করবেন না। যদি করেন তবে তা কোম্পানীর নিয়ম লংঘনের শামিল হবে এবং আপনার বিরুদ্ধে
যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
 ম্যানেজমেন্ট আপনাকে যে কোন সময় চাকুরী থেকে অব্যাহতি দিতে পারে এবং সেই ক্ষেত্রে আপনাকে
সমাপ্তি তারিখের ১ মাস আগে নোটিশ দেওয়া হবে।
 চাকুরী স্থায়ী হওয়ার পর যদি কোম্পানী আপনাকে তাৎক্ষনিক চাকুরী থেকে অব্যাহতি দেয় তবে
আপনাকে পরবর্তী ১ মাসের বেতন দেওয়া হবে।
 ১ মাসের নোটিশের মাধ্যমে আপনার সমস্ত নথিপত্র ব্যবস্থাপনাকে হস্তান্তর করে আপনি চাকুরী ছাড়তে
পারবেন।

উপরক্ত নিয়ম ও শর্তাবলীতে যদি প্রস্তাবটি আপনার কাছে গ্রহনযোগ্য হয়, তবে নির্ধারিত তারিখে উল্লেখিত পদে
আমাদের কোম্পানীতে যোগদান করার জন্য অনুরোধ করা হলো।

আমি উপরোক্ত শর্তাবলী মেনে


চাকুরীর প্রস্তাব গ্রহন করলাম।

এস এম রাহিল ইমতিয়াজ মোঃ মহিদুল হক


এইচ আর ডিপার্টম্যান্ট
স্মেট সার্ভিসেস

You might also like