Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 11

Job Preparation BD

(https://jobpreparationbd.com/)
DESCO Recruitment Test 2022
Post Name: Sub Station Attendant
Exam Date: 17.09.2022
Total Questions: 80
Total Marks: 80
Total Time: 50Minutes
1) বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি কে?

(a) দৌলত কাজী (b) আলাওল (c) সৈয়দ সুলতান (d) শাহ্ মুহম্মদ সগীর

Correct Answer: শাহ্ মুহম্মদ সগীর

2) 'মানচিত্র' নাটক কে রচনা করেন?

(a) শাহেদ আলী (b) নুরুল মোমেন (c) আনিস চৌধুরী (d) সেলিম আলদীন

Correct Answer: আনিস চৌধুরী

3) 'নন্দিনী' রবীন্দ্রনাথ ঠাকু রের কোন লেখার প্রধান চরিত্র?

(a) কাবুলীওয়ালা (b) ছুটি (c) পোস্ট মাস্টার (d) রক্তকরবী

Correct Answer: রক্তকরবী

4) 'কবর' নাটকের রচয়িতা -

(a) জসীমউদ্দীন (b) নূরূল মোমেন (c) জহির রায়হান (d) মুনীর চৌধুরী

Correct Answer: মুনীর চৌধুরী

5) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন-

(a) মি.উইলিয়াম (b) উইলিয়াম কেরি (c) রামরাম বসু (d) জেসি মার্শম্যান

Correct Answer: উইলিয়াম কেরি

6) দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি-

(a) সৈয়দ সুলতান (b) ফকির গরীবুল্লাহ (c) হায়াত মাহমুদ (d) শেখ ফয়জুল্লাহ
6) দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি-

Correct Answer: ফকির গরীবুল্লাহ

7) 'চাক্ষু স' -এর বিপরীত শব্দ -

(a) অগোচর (b) নিরিবিলি (c) অদৃশ্য (d) নিভন্ত

Correct Answer: অগোচর

8) 'নামায' শব্দটি কোন ভাষা থেকে আগত?

(a) ইংরেজি (b) ফারসি (c) ফরাসি (d) উর্দু

Correct Answer: ফারসি

9) 'যে বস্তি হতে উৎখাত হয়েছে'-- সংকু চিত পদ কোনটি?

(a) গৃহহীন (b) উদ্বাস্তু (c) সর্বহারা (d) কাঙ্গাল

Correct Answer: উদ্বাস্তু

10) বিশুদ্ধ বানান কোনটি ?

(a) নৈরঋ (b) নৈর্ঋত (c) নৈরঋত (d) নৈহৃত

Correct Answer: নৈর্ঋত

11) 'হ্ম' -এর বিশ্লিষ্ট রুপ কোনটি ?

(a) ম + ম (b) ম +হ (c) হ+ম (d) ম+ষ

Correct Answer: হ+ম

12) কোনগুলো দেশী শব্দ ?

(a) হস্ত, মস্তক (b) খোকা , চাঁপা (c) গিন্নী, গতর (d) চাঁদ , ভাত

Correct Answer: খোকা , চাঁপা

13) কোনটি শুদ্ধ বাক্য?

(a) লোকটা নির্দোষী (b) মিনিকে দেখে মিলু (c) ভাইয়ে ভাইয়ে (d) বাংলাদেশ সমৃদ্ধ
অবাক হইল ঐক্যতা নাই দেশ

Correct Answer: বাংলাদেশ সমৃদ্ধ দেশ

14) নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?

(a) রাজর্ষি (b) নীলকণ্ঠ (c) অহিনকু ল (d) গ্রামান্তর

Correct Answer: অহিনকু ল


15) কোনটি লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ?

(a) লে + অন (b) ল + বন (c) ল + অন (d) লো + অন

Correct Answer: লো + অন

16) বাগযন্ত্রের অংশ কোনটি?

(a) স্বরযন্ত্র (b) ফু সফু স (c) দাঁত (d) উপরের সবকটি

Correct Answer: উপরের সবকটি

17) ‘উলুবনে মুক্তা ছড়ানো’ প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে -

(a) প্রবাদ প্রবচন (b) এককথায় প্রকাশ (c) ভাবসম্প্রসারণ (d) বাক্য সংকোচন

Correct Answer: প্রবাদ প্রবচন

18) শত্রুকে দমন করে যে —

(a) শত্রুগ্ন (b) শত্রু হন্তা (c) অরিন্দম (d) কৃ তগ্ন

Correct Answer: অরিন্দম

19) কোন বানানটি শুদ্ধ ?

(a) সমিচিন (b) সমীচিন (c) সমীচীন (d) সমিচীন

Correct Answer: সমীচীন

20) ‘নীলদর্পণ' নাটকে ‘শ্যামচাঁদ' হলো-

(a) একটি চরিত্র (b) কৃ ষ্ণপক্ষের চাঁদ (c) চামড়ার তৈরি চাবুক (d) হাতে পাওয়া চাঁদ

Correct Answer: চামড়ার তৈরি চাবুক

21) Select the best option . It's 10 a.m. now. The sun ---- in the eastern sky.

(a) shines (b) is shining (c) has been shining (d) had been
shining

Correct Answer: is shining

22) The correct spelling is --

(a) Beaurocrat (b) Burocrat (c) Bureaucrat (d) Buroucrat

Correct Answer: Bureaucrat

23) Choose the appropriate preposition . The girl prides herself ---- her beauty.

(a) in (b) of (c) about (d) upon


23) Choose the appropriate preposition . The girl prides herself ---- her beauty.

Correct Answer: upon

24) The synonym for ' Bona fide' is---

(a) artificial (b) permanent (c) imaginary (d) genuine

Correct Answer: genuine

25) What do you mean by the phrase 'Sit on the fence'?

(a) watch over the (b) remain neutral (c) sit idly (d) sit on a height
fence in a dispute

Correct Answer: remain neutral in a dispute

26) Find out the correct sentence.

(a) which colour do (b) which colour (c) which colour do (d) which colour do
you prefer, the red or you prefer, the red of prefer, the red or you prefer more, the
the blue? the blue? blue? red of the blue?

Correct Answer: which colour do you prefer, the red or the blue?

27) Which is the correct sentence ?

(a) Let he and I go (b) Let I and he go (c) Let me and he (d) Let him and me
go go

Correct Answer: Let him and me go

28) ' Optimist'means -

(a) আশাবাদী ব্যক্তি (b) দর্শন (c) দার্শনিক (d) জগৎই শ্রেষ্ঠ

Correct Answer: আশাবাদী ব্যক্তি

29) What is the adjective of obey?

(a) obediently (b) obedience (c) obedient (d) obsolete

Correct Answer: obedient

30) One working in the same place is a--

(a) friend (b) colleague (c) contemporary (d) leader

Correct Answer: colleague


31) 'Paradise lost' was written by --

(a) Mathew Amold (b) Robert Browning (c) John Milton (d) W. B. Yeats

Correct Answer: John Milton

32) A sonnet is a poem having --- lies .

(a) sixteen (b) ten (c) twelve (d) fourteen

Correct Answer: fourteen

33) 'A cock and bull story' means-

(a) An animal story (b) A story about a (c) a tragedy (d) a false story
cock and a bull

Correct Answer: a false story

34) You said to me, 'You are right'? Indirect form is-

(a) You told me that (b) You told me (c) You told me (d) You told me
you are right that I am right that I was right that you were right

Correct Answer: You told me that I was right

35) What is the verb of the word " Shortly" ?

(a) Short (b) Shorter (c) Shorten (d) Shortness

Correct Answer: Shorten

36) A person who has come to live permanently in a country from his own is called---

(a) an immigrant (b) an emigrant (c) a foreigner (d) a traveller

Correct Answer: an immigrant

37) What type of noun is "kindness"?

(a) Proper (b) Common (c) Abstract (d) Material

Correct Answer: Abstract

38) What is meteorology?

(a) to measure with (b) the scientific (c) branch of (d) the scientific
a meter study of weather and geography dealing with study of a mountain
climate ocean

Correct Answer: the scientific study of weather and climate


39) Which one is the correct translation of ”মানবজাতি এখন সংকটাপন্ন”?

(a) Men are at stake (b) Mankind are at (c) Mankind are at (d) Mankind is at a
now a stake now dangers now stake now

Correct Answer: Mankind is at a stake now

40) ১ কি.মি. সমান কত মাইল ?

(a) ১.৬২ মাইল (b) ০.৬৩ মাইল (c) ০.৫৮ মাইল (d) ০.৬২ মাইল

Correct Answer: ০.৬২ মাইল

41) কোনটি ৩৫ ডিগ্রী কোণের পূরক কোণ ?

(a) ১২৫ ডিগ্রী (b) ৫৫ ডিগ্রী (c) ৩২৫ ডিগ্রী (d) ২৫ ডিগ্রী

Correct Answer: ৫৫ ডিগ্রী

42) ৫ হাত লম্বা ও ৪ হাত চওড়া কয়টি চাদর দ্বারা ২০ হাতবিশিষ্ট একটি বর্গাকার মাঠ আচ্ছাদন করা সম্ভব?

(a) ১৬টি (b) ২০টি (c) ৮টি (d) ২৫টি

Correct Answer: ২০টি

43) ছয়টি পর পর পূর্ণসংখ্যা দেয়া আছে। প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল কত?

(a) 36 (b) 33 (c) 32 (d) 30

Correct Answer: 36

44) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হলো এবং প্রস্থ ২০% কমানো হলো। ক্ষেত্রফল-

(a) অপরিবর্তিত থাকবে (b) ৪% বাড়বে (c) ৪% কমবে (d) ২% কমবে

Correct Answer: ৪% কমবে

45) একটি ব্যাগে ৭২ টি সবুজ এবং ১০৮ টি লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো , যাতে প্রতি
প্যাকেটে সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারে?

(a) 36 (b) 24 (c) 12 (d) 18

Correct Answer: 36

46) একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B -তে পৌঁছায় । দুটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘন্টায় ট্রেনটির
গড় গতিবেগ কত মাইল?

(a) 61 (b) 48 (c) 46 (d) 78

Correct Answer: 78
47) ৭৬৫ থেকে ৬৫৬ যত কম , কোন সংখ্যা ৮২৫ থেকে ততটু কু বেশি?

(a) 933 (b) 932 (c) 934 (d) 935

Correct Answer: 934

48) সকাল ১০.৫০ থেকে সকাল ১১.১৪ এর মধ্যে এক ঘন্টার কতটু কু অতিক্রম হয়েছে?

(a) ২/৫ (b) ৭/৩০ (c) ১/৬ (d) ১/৪

Correct Answer: ২/৫

49) ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে । উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারে?

(a) 18 (b) 30 (c) 36 (d) 108

Correct Answer: 30

50) একটি ত্রিভু জের বাহুগুলোর অনুপাত 1:2√2:31:22:3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?

(a) 30° (b) 60° (c) 80° (d) 90°

Correct Answer: 90°

51) জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃ ত বেতন 10% বাড়ানো হলে তার কতটু কু ক্ষতি হল?

(a) 0% (b) 1% (c) 5% (d) 10%

Correct Answer: 1%

52) খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নামঃ

(a) কোর্ট অব ডিসিপ্লিন (b) কোর্ট অব প্লে (c) কোর্ট অব গেমস (d) কোর্ট অব
অ্যাফেয়ার্স আরবিট্রেশন

Correct Answer: কোর্ট অব আরবিট্রেশন

53) ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

(a) ১২০৬ খ্রিঃ (b) ১৩১০ খ্রিঃ (c) ১৫২৬ খ্রিঃ (d) ১৬১০ খ্রিঃ

Correct Answer: ১৬১০ খ্রিঃ

54) পদ্মা সেতু র দৈর্ঘ্য কত?

(a) ৩.৮২ মাইল (b) ৪.৮২ মাইল (c) ৫.৫২ মাইল (d) ৬.১৫ মাইল

Correct Answer: ৩.৮২ মাইল

55) বাংলাদেশের প্রথম আদমশুমারি কোন বছরে হয়েছিল?

(a) 1973 (b) 1974 (c) 1975 (d) 1976


55) বাংলাদেশের প্রথম আদমশুমারি কোন বছরে হয়েছিল?

Correct Answer: 1974

56) পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?

(a) গোয়ালন্দ (b) চাঁদপুর (c) ভৈরব (d) নরসিংদী

Correct Answer: চাঁদপুর

57) জাতীয় শোক দিবস -

(a) ২৬ মার্চ (b) ১৫ আগস্ট (c) ২৪ সেপ্টেম্বর (d) ২১ ফেব্রুয়ারি

Correct Answer: ১৫ আগস্ট

58) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়-

(a) ১৯৪৪ সালের ১ (b) ১৯৪৫ সালের ২ (c) ১৯৪৫ সালের ৯ (d) ১৯৪৫ সালের ৬
সেপ্টেম্বর সেপ্টেম্বর আগস্ট আগস্ট

Correct Answer: ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর

59) বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী-

(a) ড. এ আর মল্লিক (b) ড. এম এন হুদা (c) তাজউদ্দিন আহমদ (d) সৈয়দ নজরুল
ইসলাম

Correct Answer: তাজউদ্দিন আহমদ

60) হরমুজ প্রণালী সংযুক্ত করেছে---

(a) লোহিত সাগর ও (b) জাপান সাগর ও (c) জিব্রাল্টার ও লোহিত (d) ওমান উপসাগর ও
ভূ মধ্যসাগরকে ভূ মধ্যসাগরক সাগরকে পারস্য উপসাগরকে

Correct Answer: ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে

61) বর্তমানে দেশে ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?

(a) 10 (b) 11 (c) 12 (d) 15

Correct Answer: 15

62) ভারতের নতু ন সংসদ ভবনের স্থপতি কে?

(a) বিমল প্যাটেল (b) এডউইন লুটিয়েন্স (c) হার্বাট বেকার (d) অমিতাভ ঘোষ

Correct Answer: বিমল প্যাটেল

63) বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কয়টি?

(a) 27 (b) 28 (c) 29 (d) 30


63) বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কয়টি?

Correct Answer: 29

64) জিডিপি সাময়িক হিসাব ২২-২৩ মতে, মাথাপিছু আয় কত?

(a) ২৬৬৫ মা.ড. (b) ২৬৭৫ মা.ড. (c) ২৭৬৫ মা.ড. (d) ২৭৭৫ মা.ড.

Correct Answer: ২৭৭৫ মা.ড.

65) ২০২৩ সালে প্রথম রবীন্দ্র পুরষ্কার লাভ করেন?

(a) মোঃ সিরাজুল ইসলাম (b) আব্দুল মোমেন (c) শীলা মোমেন (d) শাহীন সামাদ

Correct Answer: শীলা মোমেন

66) কত গিগাবাইটে এক পেটাবাইট

(a) 1000000 (b) 1024 (c) 1000 (d) 10000

Correct Answer: 1000000

67) নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?

(a) লিনাক্স (b) মজিলা (c) উবুন্টু (d) উইন্ডোজ

Correct Answer: মজিলা

68) নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যাবহৃত হয়?

(a) মাউস (b) প্লটার (c) মডেম (d) কীবোর্ড

Correct Answer: মডেম

69) RAM - কোথায় লাগানো থাকে

(a) এক্সপানশন বোর্ডে (b) এক্সটার্নাল ড্রাইভে (c) মাদার বোর্ডে (d) সবগুলো

Correct Answer: মাদার বোর্ডে

70) বাইনারি পদ্দ্বতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি?

(a) মেঘাবাইট (b) বাইট (c) কিলোবাইট (d) বিট

Correct Answer: বিট

71) কম্পিউটার সিপিইউ (CPU) --এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে ?

(a) এ. এল. ইউ (ALU) (b) কন্ট্রোল ইউনিট (c) রেজিস্টার সেট (d) কোনোটিই নয়
(control unit) (Register set)

Correct Answer: এ. এল. ইউ (ALU)


72) IP - V6 এড্রেস কত বিটের?

(a) 128 (b) 32 (c) 12 (d) 6

Correct Answer: 128

73) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নাম কি?

(a) MPEMR (b) MREPM (c) RMEMP (d) BPDB

Correct Answer: MPEMR

74) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন জ্বালানি ব্যবহার করা হয়?

(a) কয়লা (b) গ্যাস (c) HFO (d) U-235

Correct Answer: U-235

75) বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি?

(a) পায়রা (b) আশুগঞ্জ (c) সিদ্দিরগঞ্জ (d) গোয়ালপাড়া

Correct Answer: পায়রা

76) কোন যন্ত্রটির মাধ্যমে বিদ্যুতের প্রবাহ সনাক্ত করা যায়?

(a) Voltmeter (b) Rheostat (c) Wattmeter (d) Galvanometer

Correct Answer: Galvanometer

77) GIS প্রকৃ তির সাবস্টেশনে সাধারনত কোন গ্যাসটি বহুলভাবে ব্যবহৃত হয় ?

(a) CC14 (b) CFC (c) CO2 (d) SF6

Correct Answer: SF6

78) কোন Utility বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ উভয়ই করে থাকে?

(a) BREB (b) DESCO (c) PGCB (d) BPDB

Correct Answer: BPDB

79) SREDA এর পূর্ণরূপ কি?

(a) Sustainable & (b) Sustainable & (c) Substation (d) কোনটিই নয়
Renewable Energy Renewable Energy Repairing &
Development Authority Distribution Authority Development Authority

Correct Answer: Sustainable & Renewable Energy Development Authority

80) কতগুলো ইউটিলিটি বাংলাদেশে গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সরবরাহ করে?

(a) ১৬ টি (b) ৬ টি (c) ৭ টি (d) ১২ টি


80) কতগুলো
Correct ইউটিলিটি ৬বাংলাদেশে
Answer: টি গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সরবরাহ করে?

Job Preparation BD

Website: https://jobpreparationbd.com/
Join Us: https://www.facebook.com/groups/bcsprimaryjobpreparationbd/

You might also like