Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 12

জেন্ডার নর্মস সমীক্ষা, “বাংলাদেশে মৎস্য চাষের মূল্যায়ন” সম্পর্কি ত - প্রধান প্রশ্নাবলী এবং সম্মতি ফর্ম

বাংলাদেশের উত্তম-পশ্চিম অঞ্চলে লিঙ্গনির্ভ র আচরণের ওপরে জরিপ

প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি সাধারণ অংশগ্রহণ ফি, এবং জরিপের উত্তর দেওয়ার কারণে কিছু পরিমাণ টাকা প্রদান করা হবে। জরিপ শুরু করার আগে সম্মতিপত্রের ভূ মিকা বুঝিয়ে দেওয়া হবে, জরিপ-
সংক্রান্ত নির্দে শাবলী ব্যাখ্যা করা হবে, এবং অংশগ্রহণকারীদের দিক থেকে কোন প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়া হবে। এরপর, প্রাসঙ্গিক উদাহরণ ব্যবহার করে একটি সংক্ষিপ্ত অনুশীলনী সেশন চালানো হবে।
তারপরে প্রত্যেক অংশগ্রহণকারীকে তাদের উপলব্ধি পরীক্ষা করার জন্য কয়েকটি প্রশ্ন করা হবে। নির্দে শাবলী, অনুশীলনী সেশন এবং উপলব্ধি প্রশ্নগুলি মূল তথ্য সংগ্রহ শুরু হওয়ার আগেই সংক্ষিপ্তভাবে
অনুশীলন করা হবে (নিম্নে দ্রষ্টব্য)।

তারপর, উক্ত ফর্মের চূ ড়ান্ত রূপের ই-সংস্করণ ব্যবহার করে প্রত্যেক অংশগ্রহণকারীর1 ওপরে জরিপ পরীক্ষণ চালানো হবে।

যেহেতু আমরা নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে আছি এবং মার্চে র শুরুতে রমজান শুরু হবে, তাই আমাদের সংশোধিত সময়সীমা হচ্ছে ঈদের ঠিক পরেই (১০ এপ্রিল ২০২৪, সম্ভবত ২২ এপ্রিল থেকে শুরু
হওয়া সপ্তাহ)। ফলে আমরা কিছু বাড়তি নথিপত্র – যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগ থেকে একটি নৈতিক ছাড়পত্রের ব্যবস্থা করা – এসব সামলানোর সুযোগ পাচ্ছি। এছাড়া, ইউনিভার্সিটি
অফ গ্রীনিচের নীতিবিদ্যার বিভাগীয় প্রধান সুনিশ্চিত করেছেন যে আমাদের মূল আবেদনপত্রে পরিকল্পিত জরিপ পরীক্ষণ সম্পর্কে পর্যাপ্ত তথ্য রয়েছে।

জরিপ পরীক্ষণে চারটি ভিন্ন সেট প্রশ্ন তৈরি করা হবে, যাতে অন্তর্ভু ক্ত থাকবে: (১) অংশগ্রহণকারীর নিজস্ব দৃষ্টিভঙ্গি; (২) অংশগ্রহণকারীর স্ত্রীর দৃষ্টিভঙ্গি সম্পর্কে অংশগ্রহণকারীর নিজস্ব বিশ্বাস; (৩)
অংশগ্রহণকারীর শাশুড়ি/মায়ের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অংশগ্রহণকারীর নিজস্ব বিশ্বাস; (৪) সমাজের (‘সমাজ’-এর অর্থবহ সংজ্ঞা ফোকাস গ্রুপের মাধ্যমে প্রেক্ষাপট অনুসারে নির্ণীত হবে) নারীদের সাধারণ
দৃষ্টিভঙ্গি কী, সে সম্পর্কে অংশগ্রহণকারী কী ভাবেন বা ধারণা করেন; (৫) সমাজের পুরুষদের সাধারণ দৃষ্টিভঙ্গি কী, সে সম্পর্কে অংশগ্রহণকারী কী ভাবেন বা ধারণা করেন ।

ক্রূ পকা ও ওয়েবার (২০১৩) -এর পদ্ধতি অনুসারে, (৪) এবং (৫) এর উত্তরগুলির জন্য থাকবে আলাদা প্রণোদনা। অংশগ্রহণকারীদের মাঝে যার উত্তরগুলির দৈবচয়নে নির্বাচিত একটি অংশ মিলে যাবে
সার্বজনীন উত্তরগুলির সাথে, তাকে পুরস্কৃ ত করা হবে। ইতিমধ্যে আলোচনা করা হয়েছে যে এই প্রণোদনাগুলি পরিমাণে পর্যাপ্ত হওয়া চাই,(উপযুক্ত পরিমাণ শেষ মুহূর্তে ঠিক করা হবে); এবং তাৎক্ষণিক অর্থ-
প্রদান নিশ্চিত করতে যথাযথ কাঠামোগত প্রস্তুতি রাখা জরুরি।2

প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য কমপক্ষে ১৩টি স্বামী/স্ত্রীর দৃষ্টিভঙ্গি, ১৩টি মা/শাশুড়ি দৃষ্টিভঙ্গি, এবং ২ X ১৩টি সার্বজনীন দৃষ্টিভঙ্গির পূর্বধারণা ঠিক করা থাকবে। অংশগ্রহণকারীদের জানিয়ে দেওয়া হবে যে,
আমরা ২৬টি সার্বজনীন উত্তরের মধ্যে (ধরা যাক) ৫টি নির্বাচন করব, এবং অংশগ্রহণকারীর উত্তর মিলেছে কিনা তার উপর ভিত্তি করে পুরষ্কার প্রদান করব।

প্রশ্নগুলি ক্ষু দ্র মাছ চাষের সাথে জড়িত প্রতিটি বিবাহিত দম্পতিকে ব্যক্তিগতভাবে এবং পৃথকভাবে জিজ্ঞেস করা হবে। শুরু করা হবে পরিবারের নারীকে দিয়ে।

আমরা পরীক্ষণের দুটি রূপ বাস্তবায়ন করব যেখানে একমাত্র পার্থক্য থাকবে প্রশ্নটি কাকে করা হচ্ছে, তাতে। মূল পরীক্ষণে – যা মোট নমুনার প্রায় ৯০%-এর প্রতিনিধিত্ব করে - সমস্ত প্রশ্ন করা হবে দম্পতির
নারী সদস্যটিকে উদ্দেশ্য করে। অবশিষ্ট ১০% ক্ষেত্রে প্রশ্নগুলি হবে আরও বিস্তৃ ত, এবং সমাজের সাধারণ নারীদের উদ্দেশ্যে জিজ্ঞাসিত হবে। উদাহরণ হিসেবে নীচের সংশোধিত ফর্মে আমরা প্রথম দুটি প্রশ্নের
জন্য এই রূপগুলি প্রদর্শন করব।

আচরণগত পরীক্ষণের প্রথামতে আরেকটি কাজ আছে, যা আমাদের বিশ্লেষণ এবং আমাদের রিপোর্ট করা ফলাফলের উপযোগিতা – উভয়কেই মজবুত করবে। সেটি হচ্ছে, আমরা প্রত্যেক অংশগ্রহণকারী
এবং তারা যে পরিবারের অংশ, সেই পরিবার সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহ করব; এবং যেসকল দম্পতি ইতিমধ্যে বিদ্যমান প্যানেলের অংশ, তাদেরকেও অংশগ্রহণকারী হিসেবে যুক্ত করব। পরের অংশটি
করায় মিলবে দারুণ এক সুবিধা: আমরা এই পরীক্ষণে পাওয়া উত্তরগুলিকে মেলাতে পারব আরও বিস্তৃ ত পরিসরে প্রাসঙ্গিক পারিবারিক এবং ব্যক্তিনির্ভ র বৈশিষ্ট্যগুলির সাথে।
1
উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত গবেষণা সহকারীরা প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রেখে অংশগ্রহণকারীদের সাথে এসকল পরীক্ষণগুলি বাস্তবায়ন করবেন।
2
প্রণোদনার পর্যাপ্ততা নিয়ে পরীক্ষামূলক অনুশীলন থেকে কিছু ধারণা পাওয়া গেছে: আমরা রাজশাহী ও রংপুরে এ নিয়ে পুনরায় কাজ করব।
এই পরীক্ষণে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত পরিস্থিতির বিস্তৃ ত ব্যাপ্তি কীভাবে তাদের দেওয়া উত্তরগুলিকে প্রভাবিত করতে পারে, তা আত্মীকরণ করা, এবং পরিণামে পরীক্ষণে প্রথাগত আচরণের প্রভাবকে
নিয়ন্ত্রণ করা - এটি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এই সংক্ষিপ্ত পরীক্ষণের প্রশ্নগুলি হতে হবে সুস্পষ্ট, এবং পরীক্ষামূলক পর্যবেক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক অন্তর্দৃ ষ্টিগুলির উপর ভিত্তি করে নির্মিত।
তাহলেই তারা বয়ে আনবে অর্থের গভীরতা এবং বোধগম্যতা। এতে আমাদের গবেষণার মান হবে উন্নততর, এবং আমরা কার্যকর অবদান রাখতে পারব প্রাসঙ্গিক গবেষণায়। প্রাসঙ্গিক গবেষণার উদাহরণ
হিসেবে বলা যায় ঘরোয়া মাছ চাষ সম্পর্কে নারীদের জ্ঞান, তাদের শিক্ষার স্তর ইত্যাদি।

সম্মতি ফর্ম

সুস্বাগতম। আমাদের নাম হচ্ছে __________, এবং আমরা ঢাকা-ভিত্তিক জরিপ সংস্থা ইনোভিশনের জন্য কাজ করি। আমরা যুক্তরাজ্যের গ্রীনিচ বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ইমপ্যাক্ট
ইভালুয়েশন (থ্রিআইই), এবং জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ -এর গবেষকদের সাথে একটি যৌথ গবেষণা পরিচালনা করছি। এই গবেষণায় অংশ নেওয়ায় আপনাকে অসংখ্য
ধন্যবাদ।

আমাদের গবেষণার মূল লক্ষ্য হল আপনি যে অঞ্চলে বাস করেন, সেখানকার পরিবারগুলোর দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণে নারী ও পুরুষের সম্পৃক্ততা সম্পর্কে আরও ভাল ধারণা পাওয়া। এর জন্য, আমরা স্বামী
ও স্ত্রীর সাথে একটি একটি করে পৃথক সাক্ষাৎকার নেব। তাদেরকে জিজ্ঞেস করা হবে মাছ চাষ এবং অন্যান্য কার্যক্রমে পুরুষ ও নারীদের অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে । প্রতিটি সাক্ষাৎকারে লাগবে
প্রায় এক ঘন্টা। স্বামী/ স্ত্রীর সাক্ষাৎকার আমরা সমান্তরালভাবে পরিচালনা করব। আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য সম্মানী হিসেবে ৪০০ টাকা থেকে ৭০০ টাকা অব্দি মোবাইল মানি একাউন্টের
মাধ্যমে দেওয়া হবে।

গোপনীয়তা: আমরা যে তথ্য সংগ্রহ করব, এবং আপনি ও পরিবারের অন্যান্য সদস্যরা আমাদের সাথে যে তথ্য শেয়ার করবেন, তা কঠোরভাবে গোপনীয় হিসাবে বিবেচিত হবে। একই সাথে, তথ্যগুলোর
বেনামীকরণ করা হবে। এর মানে হচ্ছে, আমরা যে তথ্য সংগ্রহ করব তা একটি আইডি নম্বর ব্যবহার করে সংরক্ষণ করা হবে, ফলে এর সাথে কোনোভাবেই আপনার বা আপনার পরিবারের অন্য কোনও
সদস্যের সম্পর্ক পাওয়া যাবে না।

স্বেচ্ছা-অংশগ্রহণ: আমাদের জরিপে অংশ নেবেন কি নেবেন না - সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সম্পূর্ণ আপনার। যে কোনও সময়ে যে কোনও প্রশ্নের উত্তর দিতে আপনি অস্বীকার করতে পারেন। যদি
কোনও সময়ে কোনও কারণে আপনি আর জরিপে অংশ নিতে আগ্রহী না থাকেন, তবে আপনি নিজেকে প্রত্যাহার করতে পারবেন। আপনি যদি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন, তবে আপনার সে সিদ্ধান্ত
সম্পর্কে আমাদের জানাতে হবে।

আমরা শীঘ্রই আপনাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে বলব, কিছু আপনার নিজের পরিবারের সদস্যদের সাথে সম্পর্কি ত এবং অন্য প্রশ্নগুলো আপনার সমাজের লোকদের সাথে সম্পর্কি ত। একই সময়ে
আপনার মতো আরও মানুষ অংশ নেবে। কিছু প্রশ্ন বিশেষভাবে আপনার সাথে সম্পর্কি ত হলেও, অন্যান্য প্রশ্নগুলি একটু আলাদা। আপনার পরিবারের অন্যান্য লোকদের যখন একই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে
তখন তারা কী উত্তর দেবে বলে আপনি মনে করেন, তার সাথে ওই অন্যান্য প্রশ্নগুলি সম্পর্কি ত। আমরা আশা করি এই নির্দে শনাগুলি আপনার কাছে সহজ মনে হবে। আপনি যদি এই নির্দে শনাগুলি ঠিকমত
মেনে চলেন, তবে আপনি আপনার প্রাপ্য টাকার বাইরেও একটি ভালো পরিমাণ অর্থ উপার্জ ন করতে পারবেন। এই বাড়তি আয় আপনাকে আগামী ১-২ দিনের মধ্যে মোবাইল মানির মাধ্যমে প্রদান করা হবে।
আপনি এবং অন্যান্য অংশগ্রহণকারীরা যে উত্তর দিয়েছেন, তা নিয়ে আলোচনা করতে সাক্ষাৎকারীরা সরাসরি বা মোবাইল ফোনের মাধ্যমে একে অপরের সাথে কথা বলবেন। আপনার দেওয়া উত্তরের
ভিত্তিতে আপনার উপার্জি ত টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।

এই পরীক্ষণটি শেষ করার পরে, আমরা চাই আপনি নিজের সম্পর্কে আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিন। দয়া করে এই প্রশ্নগুলির উত্তর যথাযথভাবে, এবং যথাসম্ভব সততার সাথে দেবেন। আপনার উত্তরগুলি
আমাদের গবেষকদের মূল্যবান তথ্য সরবরাহ করবে, যা পরবর্তীতে আপনার জরিপ পরীক্ষণে দেওয়া উত্তরগুলিকে সাজাতে এবং ব্যাখ্যা করতে সহায়তা করবে। জরিপ পরীক্ষণে দেওয়া আপনার উত্তরগুলি
কঠোরভাবে গোপনীয় হিসাবে বিবেচিত হবে ও গবেষণা দলের সদস্যদের ছাড়া অন্য কারও কাছে প্রকাশ করা হবে না। তথ্যটি কেবলমাত্র এই কাগজের শীর্ষে লেখা নির্ধারিত আইডি নম্বর দ্বারা চিহ্নিত করা হবে,
এবং কোনওভাবেই আপনার নামের সাথে সংযুক্ত হবে না।

এই গবেষণা এবং এতে অংশ নেওয়ার বিষয়ে আপনার কী কোনও প্রশ্ন আছে?

যদি আর কোনও প্রশ্ন না থাকে, তবে দয়া করে নিম্নের বাক্যগুলোপড়ু ন:

 আমি এই গবেষণা সম্পর্কে উপরের তথ্যগুলো পড়েছি অথবা কাউকে দিয়ে পড়িয়ে শুনেছি
 আমি প্রশ্ন জিজ্ঞাসা করার ও এই গবেষণা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি
 আমি আমার সব প্রশ্নের সন্তোষজনক উত্তর পেয়েছি
 আমি এই গবেষণা সম্পর্কে যথেষ্ট তথ্য পেয়েছি
 আমি বুঝেছি যে আমি এই গবেষণা থেকে সরে আসতে স্বাধীন:
o যে কোন সময়
o প্রত্যাহারের কারণ না জানিয়ে
 আমি এই গবেষণায় অংশ নিতে সম্মত

আপনার যদি আরও কোন প্রশ্ন থাকে, আপনি মোবাইল ফোনে ইনোভিশনের প্রতিনিধি তৌফিক উস সামাদ তন্ময়ের সাথে যোগাযোগ করতে পারেন: +880 1711993635

জরিপ পরীক্ষণের নির্দে শাবলী

আমাদের গবেষণায় অংশ নিতে সম্মত হওয়ায় আপনাকে ধন্যবাদ। প্রতিটি বিষয়ের জন্য পাঁচটি পৃথক প্রশ্ন থাকবে, যাতে অন্তর্ভু ক্ত থাকবে:
(১) আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি;
(২) আপনি আপনার স্বামী/স্ত্রীর দৃষ্টিভঙ্গি কী বলে মনে করেন;
(৩) আপনার শাশুড়ি/মায়ের দৃষ্টিভঙ্গি কী বলে আপনি মনে করেন;
(৪) আপনার সমাজের নারীদের মধ্যে সাধারণ দৃষ্টিভঙ্গি কী বলে আপনি মনে করেন: এবং
(৫) সমাজের পুরুষদের মধ্যে সাধারণ দৃষ্টিভঙ্গি কী বলে আপনি মনে করেন।

আমরা আপনাকে যা করতে বলছি তা আপনি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন কী না - তা নিশ্চিত করার জন্য আমরা কিছু অনুশীলন-মূলক প্রশ্ন দিয়ে শুরু করব। এখানে আপনার সাথে সম্পর্কি ত একটি প্রশ্ন
দেওয়া আছে, আর প্রশ্নের বিষয় হচ্ছে পরিবারের সদস্যদের রাতের খাবারের জন্য কী খাওয়া উচিত, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ:

ক্রম প্রশ্ন উত্তর নির্দে শাবলী


নং
পুরুষ উত্তরদাতা
১ (ক) রাতের খাবারের জন্য কী রান্না হবে, সে সিদ্ধান্ত আপনার স্ত্রী নিতে পারেন। (i) আমি পুরোপুরি একমত শুধুমাত্র পুরুষ উত্তরদাতাকে জিজ্ঞাসা করুন
(ii) আমি কিছুটা একমত
(iii) আমি একমত বা দ্বিমত পোষণ করি
না
(iv) আমি কিছুটা দ্বিমত পোষণ করি
(v) আমি পুরোপুরি দ্বিমত পোষণ করি

নারী উত্তরদাতা
১ (খ) রাতের খাবারের জন্য কোন খাবার রান্না করবেন, তা আপনি ঠিক করতে পারেন। (i) আমি দৃঢ়ভাবে একমত শুধুমাত্র নারী উত্তরদাতাকে জিজ্ঞাসা করুন
(ii) আমি কিছুটা একমত
(iii) আমি একমত বা দ্বিমত পোষণ করি
না
(iv) আমি কিছুটা দ্বিমত
(v) আমি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করি

দ্রষ্টব্য: পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনার স্বামী/ স্ত্রীকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা কী উত্তর দেবে বলে আপনি মনে করেন:
ক্রম প্রশ্ন উত্তর নির্দে শাবলী
নং
পুরুষ উত্তরদাতা
১ (ক) রাতের খাবার জন্য কি রান্না হবে সে সিদ্ধান্ত আপনার স্ত্রী নিতে পারেন। (i) তিনি দৃঢ়ভাবে একমত হবেন শুধুমাত্র পুরুষ উত্তরদাতাকে জিজ্ঞাসা করুন
(ii) তিনি কিছুটা একমত হবেন
আপনার স্ত্রী কোন উত্তরটি বেছে নেবেন বলে আপনি মনে করেন? (iii) তিনি একমত হবেন না বা দ্বিমত পোষণ
করবেন না
(iv) তিনি কিছুটা দ্বিমত পোষণ করবেন
(v) তিনি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করবেন

নারী উত্তরদাতা
১ (খ) রাতের খাবারের জন্য কী রান্না করবেন তা আপনি ঠিক করতে পারেন। (i) তিনি দৃঢ়ভাবে একমত হবেন শুধুমাত্র নারী উত্তরদাতাকে জিজ্ঞাসা করুন
(ii) তিনি কিছুটা একমত হবেন
আপনার স্বামী কোন উত্তরটি বেছে নেবেন বলে আপনি মনে করেন? (iii) তিনি একমত হবেন না বা দ্বিমত পোষণ
করবেন না
(iv) তিনি কিছুটা দ্বিমত পোষণ করবেন
(v) তিনি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করবেন
[আপনার শাশুড়ি/মা জীবিত, এটি নিশ্চিত হয়ে আমরা জিজ্ঞাসা করবো] আমরা পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করব আপনার শাশুড়ি/মা কী উত্তর দেবেন:
ক্রম প্রশ্ন উত্তর নির্দে শাবলী
নং
পুরুষ উত্তরদাতা
১ (ক) আপনার স্ত্রী রাতের খাবারের জন্য কী রান্না করবেন তা স্থির করতে পারেন। (i) তিনি দৃঢ়ভাবে একমত হবেন শুধুমাত্র পুরুষ উত্তরদাতাকে জিজ্ঞাসা করুন
(ii) তিনি কিছুটা একমত হবেন
আপনার মা কোন উত্তরটি বেছে নেবেন বলে আপনি মনে করেন? (iii) তিনি একমত হবেন না বা দ্বিমত পোষণ
করবেন না
(iv) তিনি কিছুটা দ্বিমত পোষণ করবেন
(v) তিনি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করবেন

নারী উত্তরদাতা
১ (খ) রাতের খাবারের জন্য কী রান্না করবেন, তা আপনি ঠিক করতে পারেন (i) তিনি দৃঢ়ভাবে একমত হবেন শুধুমাত্র নারী উত্তরদাতাকে জিজ্ঞাসা করুন
(ii) তিনি কিছুটা একমত হবেন
আপনার শাশুড়ি কোন উত্তরটি বেছে নেবেন বলে আপনি মনে করেন? (iii) তিনি একমত হবেন না বা দ্বিমত পোষণ
করবেন না
(iv) তিনি কিছুটা দ্বিমত পোষণ করবেন
(v) তিনি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করবেন

দ্রষ্টব্য: আমরা এরপরে জিজ্ঞেস করব সমাজের অন্য স্ত্রীদেরকে একই প্রশ্ন করা হলে, তারা কী উত্তর দেবে বলে আপনি মনে করেন:
ক্রম প্রশ্ন উত্তর নির্দে শাবলী
নং
পুরুষ উত্তরদাতা
১ (ক) রাতের খাবারের জন্য কী রান্না করতে হবে, তা আপনার সমাজের অন্যান্য স্ত্রীরা ঠিক (i) তারা দৃঢ়ভাবে একমত হবেন শুধুমাত্র পুরুষ উত্তরদাতাকে জিজ্ঞাসা করুন
করতে পারেন। (ii) তারা কিছুটা একমত হবেন
(iii) তারা একমত হবেন না বা দ্বিমত
আপনার সমাজের অন্যান্য স্ত্রীরা কোন উত্তরটি বেছে নেবে বলে আপনি মনে করেন? পোষণ করবেন না
(iv) তারা দ্বিমত পোষণ করবেন
(v) তারা কিছুটা দৃঢ়ভাবে দ্বিমত পোষণ
করবেন
নারী উত্তরদাতা
১ (খ) রাতের খাবারের জন্য কী রান্না করতে হবে, তা আপনার সমাজের অন্যান্য স্ত্রীরা ঠিক (i) তারা দৃঢ়ভাবে একমত হবেন শুধুমাত্র নারী উত্তরদাতাকে জিজ্ঞাসা করুন
করতে পারেন। (ii) তারা কিছুটা একমত হবেন
(iii) তারা একমত হবেন না বা দ্বিমত
আপনার সমাজের অন্যান্য স্ত্রীরা কোন উত্তরটি বেছে নেবে বলে আপনি মনে করেন? পোষণ করবেন না
(iv) তারা কিছুটা দ্বিমত পোষণ করবেন
(v) তারা দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করবেন

দ্রষ্টব্য: এবারে আমরা জানতে চাই, আপনার সমাজের অন্য স্বামীদের যদি তাদের নিজের স্ত্রীর বিষয়ে একই প্রশ্ন করা হয়, তাহলে তারা কী উত্তর দেবেন বলে আপনি মনে করেন:
ক্রম নং প্রশ্ন উত্তর নির্দে শাবলী
পুরুষ উত্তরদাতা
১ (ক) রাতের খাবারের জন্য কী রান্না করবেন, তা স্ত্রীরা সিদ্ধান্ত নিতে পারেন। (i) তারা দৃঢ়ভাবে একমত হবেন শুধুমাত্র পুরুষ উত্তরদাতাকে জিজ্ঞাসা করুন
(ii) তারা কিছুটা একমত হবেন
আপনার সমাজের অন্যান্য স্বামীরা কোন উত্তরটি বেছে নেবে বলে আপনি মনে (iii) তারা একমত হবেন না বা দ্বিমত পোষণ
করেন? করবেন না
(iv) তারা কিছুটা দ্বিমত পোষণ করবেন
(v) তারা দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করবেন

নারী উত্তরদাতা
১ (খ) রাতের খাবারের জন্য কী রান্না করবেন, তা স্ত্রীরা সিদ্ধান্ত নিতে পারেন। (i) তারা দৃঢ়ভাবে একমত হবেন শুধুমাত্র নারী উত্তরদাতাকে জিজ্ঞাসা করুন
(ii) তারা কিছুটা একমত হবেন
আপনার সমাজের অন্যান্য স্বামীরা কোন উত্তরটি বেছে নেবে বলে আপনি মনে (iii) তারা একমত হবেন না বা দ্বিমত পোষণ
করেন? করবেন না
(iv) তারা কিছুটা দ্বিমত পোষণ করবেন
(v) তারা দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করবেন

আপনারা সবাই অংশগ্রহণের জন্য ন্যূনতম ৪০০ টাকা থেকে ৭০০ টাকা করে পাবেন। কিন্তু আপনার উত্তর এবং বাকি অংশগ্রহণকারীদের উত্তরের ওপরে নির্ভ র করে এই টাকা বাড়তে পারে। যারা অন্যরা কী
উত্তর দেবে, তা ভালো অনুমান করতে পারবেন, তারা বেশী করে টাকা পাবেন।

দুটি অনুধাবন প্রশ্ন: একটি পুরষ্কারের ওপরে, এবং আরেকটি বোধগম্যতা পরীক্ষা করতে।
১. আপনি কি প্রশ্নের পদ্ধতি বুঝতে পেরেছেন?

ক. হ্যাঁ

খ. না

উত্তর যদি না হয়, আপনি কি চান যে আমরা অন্য উদাহরণ দিয়ে পুনরায় ব্যাখ্যা করি?
ক. হ্যাঁ
খ. না
উত্তর যদি হ্যাঁ হয়, ভিন্ন একটি উদাহরণ ব্যবহার করে পুনঃব্যাখ্যা করুন।

২. আপনি কি বুঝতে পেরেছেন যে আপনার উপার্জি ত টাকার পরিমাণ নির্ভ র করছে আপনি অন্যান্য অংশগ্রহণকারীদের উত্তর কতটু কু অনুমান করতে পারছেন, তাঁর ওপরে?
ক. হ্যাঁ
খ. না

উত্তর যদি না হয়, তবে পুরষ্কার পদ্ধতিটি কীভাবে কাজ করে, পুনরায় ব্যাখ্যা করুন।

আপনি প্রস্তুত থাকলে, আমরা এখন বাকি প্রশ্নের দিকে এগোব। আপনি যেকোনো সময় আমাদের থামিয়ে দিতে পারেন এবং যে কোনও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।

ক. নারী উত্তরদাতা

আমরা শুরু করব নারী অংশগ্রহণকারীদের মতামত দিয়ে। অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হবে যে নিম্নে বর্ণিত প্রেক্ষাপটগুলিতে যদি তারা সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন, তাহলে অন্যরা (স্বামী, শাশুড়ি, সমাজের
অন্যান্য নারী3 ও পুরুষ) কী ভাববেন।

ক. খ. গ. ঘ. ঙ.
আপনার স্বামীর মতামত আপনার শাশুড়ির মতামত
ক্রম নং প্রশ্ন উত্তরদাতা সমাজের নারীদের মধ্যে সমাজের পুরুষদের মধ্যে
কী হবে বলে আপনি মনে কী হবে বলে আপনি মনে
সাধারণ মতামত কী হবে সাধারণ মতামত কী হবে
করেন? করেন?
(কোড (i)-(v)) বলে আপনি মনে করেন? বলে আপনি মনে করেন?
(কোড (i)-(v)) (কোড (i)-(v))
(ক) পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ
১. প্রধান বিকল্প: কোন প্রজাতির মাছ চাষ আমি দৃঢ়ভাবে একমত তিনি দৃঢ়ভাবে রাজি হবেন তিনি দৃঢ়ভাবে রাজি হবেন তারা দৃঢ়ভাবে একমত হবেন তারা দৃঢ়ভাবে একমত হবেন
করা হবে, সে সম্পর্কে পারিবারিক আমি কিছুটা একমত তিনি কিছুটা একমত হবেন তিনি কিছুটা একমত হবেন তারা কিছুটা একমত হবেন তারা কিছুটা একমত হবেন
সিদ্ধান্ত গ্রহণে আপনি (সমাজের আমি একমত বা দ্বিমত পোষণ তিনি একমত হবেন না বা তিনি একমত হবেন না বা তারা একমত হবেন না বা তারা একমত হবেন না বা
প্রত্যেকে/তাদের স্ত্রীরা) অংশ নিতে করি না দ্বিমত পোষণ করবেন না দ্বিমত পোষণ করবেন না দ্বিমত পোষণ করবেন না দ্বিমত পোষণ করবেন না
পারেন। আমি কিছুটা দ্বিমত তিনি কিছুটা দ্বিমত পোষণ তিনি কিছুটা দ্বিমত পোষণ তারা কিছুটা দ্বিমত পোষণ তারা কিছুটা দ্বিমত পোষণ
আমি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করবেন করবেন করবেন করবেন

3
গৌরি (২০১৯) -এর অনুসারে, যথাযথ ও প্রাসঙ্গিক ‘সমাজ’ এবং ওই সমাজের সীমারেখা চিহ্নিতকরণ অতি গুরুত্বপূর্ণ; এবং তাই পরীক্ষামূলক বাস্তবায়নের পর তা চূ ড়ান্ত করা হবে।
বিকল্প ২: কোন প্রজাতির মাছ চাষ করি তিনি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ তিনি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ তারা দৃঢ়ভাবে দ্বিমত পোষণ তারা দৃঢ়ভাবে দ্বিমত পোষণ
করা হবে সে সম্পর্কে পরিবারের সিদ্ধান্ত করবেন করবেন করবেন করবেন
গ্রহণে নারীরা অংশগ্রহণ করতে
পারেন।
২. প্রধান বিকল্প: মাছের কোন খাদ্য ঐ ঐ ঐ ঐ ঐ
ব্যবহার করা হবে সে সম্পর্কে
পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে আপনি
(সমাজের প্রত্যেকে/তাদের স্ত্রীরা)
অংশগ্রহণ করতে পারেন।

বিকল্প ২: মাছের কোন খাদ্য ব্যবহার


করা হবে সে সম্পর্কে পারিবারিক
সিদ্ধান্ত গ্রহণে নারীরা অংশগ্রহণ করতে
পারেন।
৩. মাছ চাষের জন্য কী কী ঐ ঐ ঐ ঐ ঐ
জিনিস/উপকরণ ক্রয় করতে হবে, সে
সম্পর্কে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে
আপনি (সমাজের প্রত্যেকে/তাদের
স্ত্রীরা) অংশ নিতে পারেন।
৪. আপনি (সমাজের প্রত্যেকে / তাদের ঐ ঐ ঐ ঐ ঐ
স্ত্রীরা) মাছচাষ পুকু রের সহ-মালিক বা
মালিক হতে পারেন।
৫. পরিবারের নতু ন ব্যবসা শুরু করা ঐ ঐ ঐ ঐ ঐ
উচিত কিনা, সে সম্পর্কে পারিবারিক
সিদ্ধান্ত গ্রহণে আপনি (সমাজের
প্রত্যেকে/তাদের স্ত্রীরা) অংশ নিতে
পারেন।
(খ) বাড়ির ভিতরে বা বাইরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ
৬. আপনি (সমাজের প্রত্যেকে/তাদের ঐ ঐ ঐ ঐ ঐ
স্ত্রীরা) স্থানীয় বাজারে বিক্রেতা হিসাবে
মাছ বিক্রি করতে পারেন।

৭. আপনি (সমাজের প্রত্যেকে/ তাদের ঐ ঐ ঐ ঐ ঐ


স্ত্রীরা) বেতনভু ক্ত কাজ নিতে পারি,
যেখানে আপনি বাড়ি থেকে কাজ
করবেন।
৮. মাছ প্রক্রিয়াজাতকরণ, গার্মেন্টস বা ঐ ঐ ঐ ঐ ঐ
অন্যান্য শিল্প সহ যে কোন কাজের
জন্য আপনি (সমাজের অন্যান্য
মহিলারা/ তাদের স্ত্রীরা) বাড়ির বাইরে
কাজ করতে যেতে পারেন।
৯. আপনি (সমাজের প্রত্যেকে/তাদের ঐ ঐ ঐ ঐ ঐ
স্ত্রীরা) একটি ব্যবসা শুরু করতে
পারেন যা আপনি বাড়ি থেকে
চালাবেন।
১০. আপনি (সমাজের প্রত্যেকে/তাদের ঐ ঐ ঐ ঐ ঐ
স্ত্রীরা) জন্য একটি ব্যবসা শুরু করতে
পারেন যেখানে আপনি বাড়ির বাইরে
কাজ করবেন।
(গ) বাড়ির বাইরে যাতায়াত ও চলাফেরার সুযোগ
১১. আপনি আপনার (সমাজের ঐ ঐ ঐ ঐ ঐ
প্রত্যেকে/তাদের স্ত্রীরা) স্বামী বা
পরিবারের অন্য সদস্যের অনুমতি না
নিয়ে একা স্থানীয় বাজারে যেতে
পারেন।
১২. আপনি আপনার (সমাজের ঐ ঐ ঐ ঐ ঐ
প্রত্যেকে/তাদের স্ত্রীরা) স্বামী বা
পরিবারের অন্য কোনও সদস্যের
অনুমতি না নিয়ে নিজের বা বাচ্চাদের
জন্য স্বাস্থ্যসেবা নিতে যেতে পারেন।
১৩. আপনি আপনার (সমাজের অন্যান্য ঐ ঐ ঐ ঐ ঐ
মহিলারা/তাদের স্ত্রীরা) স্বামী বা
পরিবারের অন্য কোনও সদস্যের
অনুমতি না নিয়ে গ্রামে বন্ধু দের সাথে
দেখা করতে পারেন।
খ. পুরুষ উত্তরদাতা

নারী অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয়ে গেলে, আমরা পুরুষ অংশগ্রহণকারীদের দিকে যাবো। তাদেরকে জিজ্ঞেস করা হবে যে নিম্নে বর্ণিত প্রেক্ষাপটগুলিতে তার স্ত্রী অংশগ্রহণ করলে, অন্যরা (স্ত্রী
স্বয়ং, মা, সমাজের অন্যান্য নারী ও পুরুষরা) কী ভাববে।

ক. খ. গ. ঘ. ঙ.
আপনার স্ত্রীর প্রতিক্রিয়া কী আপনার মায়ের প্রতিক্রিয়া
ক্রম নং প্রশ্ন উত্তরদাতা সমাজের নারীদের মধ্যে সমাজের পুরুষদের মধ্যে
হবে বলে আপনি মনে কী হবে বলে আপনি মনে
সাধারণ মতামত কী হবে সাধারণ মতামত কী হবে
করেন? করেন?
(কোড (i)-(v)) বলে আপনি মনে করেন? বলে আপনি মনে করেন?
(কোড (i)-(v)) (কোড (i)-(v))
(ক) পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ
১ প্রধান বিকল্প: কোন প্রজাতির মাছ চাষ আমি দৃঢ়ভাবে একমত তিনি দৃঢ়ভাবে একমত তিনি দৃঢ়ভাবে একমত হবেন তারা দৃঢ়ভাবে একমত হবেন তারা দৃঢ়ভাবে একমত হবেন
করব সে সম্পর্কে পারিবারিক সিদ্ধান্ত আমি কিছুটা একমত হবেন তিনি কিছুটা একমত হবেন তারা কিছুটা একমত হবেন তারা কিছুটা একমত হবেন
গ্রহণে আপনার (সমাজের আমি একমত বা দ্বিমত পোষণ তিনি কিছুটা একমত হবেন তিনি একমত হবেন না বা তারা একমত হবেন না বা তারা একমত হবেন না বা
প্রত্যেকে/তাদের স্ত্রীরা) স্ত্রী অংশগ্রহণ করি না তিনি একমত হবেন না বা দ্বিমত পোষণ করবেন না দ্বিমত পোষণ করবেন না দ্বিমত পোষণ করবেন না
করতে পারেন। আমি কিছুটা দ্বিমত দ্বিমত পোষণ করবেন না তিনি কিছুটা দ্বিমত পোষণ তারা কিছুটা দ্বিমত পোষণ তারা কিছুটা দ্বিমত পোষণ
আমি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ তিনি কিছুটা দ্বিমত পোষণ করবেন করবেন করবেন
বিকল্প ২: কোন প্রজাতির মাছ চাষ করি করবেন তিনি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ তারা দৃঢ়ভাবে দ্বিমত পোষণ তারা দৃঢ়ভাবে দ্বিমত পোষণ
করা হবে সে সম্পর্কে পারিবারিক তিনি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করবেন করবেন করবেন
সিদ্ধান্ত গ্রহণে নারীরা অংশগ্রহণ করতে করবেন
পারেন।
২. প্রধান বিকল্প : মাছের কোন খাদ্য ঐ ঐ ঐ ঐ ঐ
ব্যবহার করা হবে সে সম্পর্কে
পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে আপনার
(সমাজের প্রত্যেকে/তাদের স্ত্রীরা) স্ত্রী
অংশগ্রহণ করতে পারেন।

বিকল্প ২: মাছের কোন খাদ্য ব্যবহার


করা হবে সে সম্পর্কে পারিবারিক
সিদ্ধান্ত গ্রহণে নারীরা অংশগ্রহণ করতে
পারেন।
৩. মাছ চাষের জন্য কী কী ক্রয় করতে ঐ ঐ ঐ ঐ ঐ
হবে, সে সম্পর্কে পারিবারিক সিদ্ধান্ত
গ্রহণে আপনার (সমাজের
প্রত্যেকে/তাদের স্ত্রীরা) স্ত্রী অংশগ্রহণ
করতে পারেন।
৪. আপনার (সমাজের প্রত্যেকে/তাদের ঐ ঐ ঐ ঐ ঐ
স্ত্রীরা) স্ত্রী মাছচাষ পুকু রের সহ-মালিক
বা মালিক হতে পারেন।
৫. পরিবারের নতু ন ব্যবসা শুরু করা ঐ ঐ ঐ ঐ ঐ
উচিত কিনা, সে সম্পর্কে পারিবারিক
সিদ্ধান্ত গ্রহণে আপনার (সমাজের
প্রত্যেকে/তাদের স্ত্রীরা) স্ত্রী অংশ নিতে
পারেন।
(খ) বাড়ির ভিতরে বা বাইরে অর্থনৈতিক কাজকর্ম
৬. আপনার (সমাজের প্রত্যেকে/তাদের ঐ ঐ ঐ ঐ ঐ
স্ত্রীরা) স্ত্রী স্থানীয় বাজারে বিক্রেতা
হিসাবে মাছ বিক্রি করতে পারেন।
৭. আপনি বাড়ি থেকে কাজ করলে, ঐ ঐ ঐ ঐ ঐ
আপনার (সমাজের প্রত্যেকে/তাদের
স্ত্রীরা) স্ত্রী (নিজের বা সমাজের অন্য
পুরুষের) বেতনভু ক্ত কাজ করতে
পারেন।
৮. মাছ প্রক্রিয়াজাতকরণ, গার্মেন্টস বা ঐ ঐ ঐ ঐ ঐ
অন্যান্য শিল্প সহ যে কোনও কাজের
জন্য (নিজের বা সমাজের অন্য
পুরুষের) আপনার স্ত্রী বাড়ির বাইরে
কাজ করতে পারেন।
৯. আপনার (সমাজের প্রত্যেকে/তাদের ঐ ঐ ঐ ঐ ঐ
স্ত্রীরা) স্ত্রী একটি ব্যবসা শুরু করতে
পারেন যা তিনি বাড়ি থেকে চালাবেন।
১০. আপনার (সমাজের প্রত্যেকে/তাদের ঐ ঐ ঐ ঐ ঐ
স্ত্রীরা) স্ত্রী একটি ব্যবসা শুরু করতে
পারেন, যেখানে তিনি বাড়ির বাইরে
কাজ করবেন।
(গ) বাড়ির ভিতরে বা বাইরে অর্থনৈতিক কার্জ কর্ম
১১. স্বামী বা পরিবারের অন্য সদস্যের ঐ ঐ ঐ ঐ ঐ
অনুমতি না নিয়ে আপনার (সমাজের
প্রত্যেকে/তাদের স্ত্রীরা) স্ত্রী একা স্থানীয়
বাজারে যেতে পারেন।
১২. স্বামী বা পরিবারের অন্য কোনও ঐ ঐ ঐ ঐ ঐ
সদস্যের অনুমতি না নিয়ে আপনার
(সমাজের প্রত্যেকে/তাদের স্ত্রীরা) স্ত্রী
নিজের বা বাচ্চাদের জন্য স্বাস্থ্যসেবা
নেওয়ার উদ্দেশ্যে বাড়ির বাইরে যেতে
পারেন।
১৩. স্বামী বা পরিবারের অন্য কোনও ঐ ঐ ঐ ঐ ঐ
সদস্যের অনুমতি না নিয়ে আপনার
(সমাজের প্রত্যেকে/তাদের স্ত্রীরা) স্ত্রী
গ্রামে বন্ধু দের সাথে দেখা করতে
পারেন।

You might also like