Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 15

Advanced Design Course

Episode-2: What is Design


Designing কি?

অত্যন্ত simple একটা question।একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেও এ প্রশ্নের উত্তর দিতে
পারবে। Designing হলো কোনো কিছু সুন্দর করে সাজানো। কিন্তু এই simple ব্যাপার নিয়ে
আলাদা একটা Episode লেখার কারণ কি? আমি এই Episode এ কোনো সংজ্ঞা নির্ণয় করতে
চাচ্ছি না। আমি চাইছি Designing কি এইটা করতে।

Designing বলতে daily life এ আমরা যা বুঝি, Corporate বা Professional life এ এর


কিছুটা ব্যতিক্রম আছে। দৈনন্দিন জীবনে Design শব্দটা তেমন ব্যবহার হয় না কিন্তু Corporate
world এ এর ব্যবহার বহুল। তার মানে এই নয় যে দৈনন্দিন জীবনে Designing এর ব্যবহার
নেই। তোমার রুম তু মি নিজে গুছিয়ে রাখো, Design । তোমার বাসা এবং তোমার উপরতলায়
বাসার furniture structure ভিন্ন কারণ দুটি আলাদা Design এ তৈরি। তোমার হাতের লেখা
ভালো বলে তু মি পরীক্ষায় নম্বর বেশি পাও যদিও এটা সত্যি নয়, কারণ বেশিরভাগ graphic
designer এর হাতের লেখা জঘন্য হয়। কোনো Myth নয়, এটা একটা fact Design.

উদাহরণ তো অনেক হলো, এবার আসল কথায় আসা যাক। Corporate world এ Design
বলতে কি বোঝায়। Corporate world এ Design বলতে graphic design কে বোঝায়। কিন্তু
এখানেই কথা শেষ নয়। Corporate world এ graphic ছাড়া আরো কিছু Design আছে,
যেমনঃ Archetectury, Fashion designing, Interior designing etc. কন্তিু এখানে
graphic design এর কাজ সবচেয়ে বেশি হয়।

Digitally যা কিছু তৈরি করা যায়, (অবশ্যই visual) তাকেই graphic design বলে। Poster,
Banner, logo, business card ইত্যাদি designing এর অন্তভু ক্ত। আবার, Website বা
program এর frontend তৈরি করাও graphics design এর অংশ (UI/UX) মোটকথা,
Compute এ যাই visual, তাই graphics design দ্বারা তৈরি।

উপরের এত কথা আমাকে design করতে বা শিখতে কোনোই সাহায্য করবে না। কিন্তু তাহলে
প্রশ্ন হলো এইসব কথা জেনে তাহলে লাভ কি? এইখানেই আনেকে ভু ল করে, আমিও
করেছিলাম।

Designing বলতে প্রথমে আমিও বুঝতাম Adobe Illustrator চালানো শেখা। যেহেতু এটি
একটি সহজ software, আমি খুব অল্প সময়েই এটি রপ্ত করে ফেলি। YouTube এ কিছু
tutorial দেখে কিছু logo design দেখি এবং google থেকে কিছু template download করে
নিজেকে logo designer দাবি করতে শুরু করি। তখনই আমি আমার নিজের upwork
account খুলে job এ apply করতে শুরু করি। নাই কোনো experience, নাই কোনো
portfolio, নাই কোনো rating ।তাই স্বাভাবিক ভাবেই দশ-বারোটা job এর একটাতেও
আমাকে কেই hire করেনি।কিছুদিন যেতেই আমি খুব depressed হয়ে গেলাম, এবং ভাবতে
থাকলাম designing শেখা ছেড়ে দিব নাকি? ওই সময়ই একদিন color নিয়ে YouTube এ
ঘাটাঘাটির সময আমি খুজে পাই Tom Satori এর color theory’র একটি video। ওই
video থেকে আমি এমন কিছু তথ্য পাই, যা designing শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং
আমি সেগুলো না জেনেই নিজেকে designer দাবি করেছি। upwork এ job খোজা বাদ দিয়ে
আবার ভালোভাবে designing শেখা শুরু করলাম। সেইসময় আমি realize করলাম যে
software just একটা weapon। এখন কারো হাতে thor এর mjolnir থাকলেও সে কোনো
যুদ্ধে জিততে পারবে না যদিনা যে সেটা ব্যবহার করতে জানে। ঠিক তেমনই designing না শিখে
Adobe Illustrator এ master হয়ে থাকলেও designing না জানলে, আমি paint ব্যবহার
করে তোমার চেয়ে ভালো design তৈরি করতে পারব। এটা realize করতে পারাটাই এই
episode এর মূল উদ্দেশ্য।

গত course এ আমি software ব্যবহার শিকাইনি, তবে এবার কিছু tutorial এর সাহায্যে
course কে সমৃদ্ধ রাখতে চাই। Design একটি interactive জিনিস, তাই এর course ও
হওয়া উচিত Interactive। কিন্তু এই pdf document গুলো interactive করার কোনো সুযোগ
নেই। তারপরেও চেষ্ঠা করব এখানে Interactive জিনিস রাখার। Episode শেষে quiz ও
assignment রাখার চেষ্ঠা করব। এই course এ প্রতিটি fundamental নিয়ে কথা বলব এবং
সেগুলো কিভাবে ব্যবহার করে software এর সাহায্যে শেখাবো। আশা করি enjoy করবে।

That’s all for today. I’ll see you in the next one. Till then, customize yourself.

Outso:

Notion page link,

Messenger link,

Insta link,

Cell No,

Email
Designing শেখার গুরুত্বঃ

প্রথমত designing একটি সতন্ত্র skill, যা দিয়ে খুব সহজেই earning করা যায়। কিন্তু সব
ধরনের skill দিয়েই earning করা যেতে পারে। তাহলে এখানে designing এবং অন্যান্য skill
এর মধ্যে difference কি?

Designing হলো এমন একটা skill যা daily life এ নিজের ইচ্ছামতো ব্যবহার করা যায়।
আমি designing knowledge ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সফলতা লাভ করেছি।
আমাদের power point presentation এ আমরা design knowledge ব্যবহার করায় আমরা
প্রত্যেকে ভালো নম্বর পেয়েছি। একটা ঘটনা বলা যাক আমাদের স্কু লে অনেকগুলো club
আছে। Interact club এর মধ্যে একটি। আমি Interact club এর একজন member ছিলাম।
তো একদিন club এর Cheif Moderator, President মনোনয়নের জন্য একটা open
challange ছুড়ে দিলেন।
Sir বললেন, “যারা যারা President হতে ইচ্ছুক, তারা আমাকে আজকে রাতে একটা e-mail
লিখবে কেন তু মি President হতে চাও”। President পদের পদপ্রার্থী ছিল ৬০ জন। এদের
মধ্যে senior ও ছিল অনেকে। যেহেতু আমি designing জানি, আমি আমার cover letter
design করে print করে Sir এর হাতে দিলাম। বাকি ৫৯ জন পাঠালো e-mail, আমি দিলাম
কাগজে। Sir আমার উপর খুশি হয়ে আমাকে President হিসাবে মনোনীত করেন।
(পরবর্তীতে আমি President পদ থেকে ইস্তফা দেই, কিন্তু সেটা অন্য ঘটনা) এছাড়াও আরো
অনেক ক্ষেত্রে designing আমাকে সাফল্য এনে দিয়েছে।

এবার একটু corporate line এ চিন্তা করি।ধরা যাক, তু মি একটা business শুরু করবে। এখন
business করতে প্রথমে তোমার product এর marketing করতে হবে। এই কাজটি
ভালোভাবে করতে তোমার একজন designer প্রয়োজন।কিন্তু স্বাভাবিকভাবেই তোমার হাতে
designer hire করার মতো টাকা নেই।তাছাড়াও বাজারে designer এর rate অনেক বেশি।
তোমার এই ছোট কাজের জন্য designer hire করা একটা huge loss. এক্ষেত্রে তোমার
নিজের design knowledge থেকে থাকলে তু মি নিজে তা ব্যবহার করে তোমার product এর
marketing করতে পারবে। এটাতো কেবল একটা উদাহরণ ছিল। তু মি programmer হলে
design knowledge ব্যবহার করে designer hire না করেই সুন্দর ও আকর্ষনীয় প্রোগ্রাম
বানাতে পারবে।
Creative fields:

Designing এর Basics এর সাথে Related অনেক creative fields আছে। আসলে


‘creative’ মানেই design। Design knowledge থাকলে design related কাজ তো সহজে
পাওয়াই যায়, সাথে অন্যান্য job ও পেতে সহজ হয়। যেমন, তু মি চিন্তা কর কোনো job এর cv
সবারটা দেখতে একই রকম, কিন্তু তোমারটা অন্যরকম। তাহলে কোন বলদে তোমাকে ফেলে
অন্যকে Interview এর ডাকবে (অবশ্যইে আগে তোমার ওই job এর জন্য উপযোগী হতে
হবে)।

Designing এর কিছু common field হলোঃ graphics designing fashion designing,


Archetectury, Interior Designing, Brand Identity designing.

Graphic design: প্রকৃ ত অর্থে, কম্পিউটারের সাহায্যে যে design তৈরি করা হয় তাই হলো
graphic design. কিন্তু বর্ত মানে প্রায় সকল designing এর কাজই digitally হয়। তাই
graphic design এর পরিধি কমিয়ে logo, poster, banner, card, mockup, artist ইত্যাদির
মধ্যে রাখা হয়েছে। তারপরেও বর্ত মানে graphic design এর চাহিদা সবচেয়ে বেশি।

Fashion Designing:

Fashion Designing ও একটি ভালো এবং wanted job ছেলে ও মেয়েদের dress design
করাই এর কাজ।

Architecture:

কোন building এর design করাই হলো Architecture. এটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি
উচু standerd এর subject. কোন building বাইরে থেকে কত সুন্দর তার উপর
Architecture এর দক্ষতা নির্ভ ব করে। Architecture রা শুধু building design করেই থেমে
থাকে না। বরং plan বাস্তবায়নে engineer দের সাহায্য করে।

Interior Designing:
এটিও Architecture এর মতো একটি subject. বাড়ির ভেতর দেখতে কেমন হবে তা design
করার নামেই interior designing. একটি বাড়ির interior designing এর উপরই সেই বাড়ির
ভাড়া বা বিক্রয়মূল নির্ভ র করে।

Brand Identity Designing:

এটি মূলত graphic designing এরই একটি অংশ। সাধারণত logo designer রা এই ধরনের
কাজ করে থাকে। Brand Identity Design বলতে বোঝায় client এর band সাধারণ মানুষের
সামনে তু লে ধরার উপযোগী একটি presentation বা portfolio type website layout তৈরি
করা। আমি নিজেও একজন logo designer এর পাশাপাশি একজন brand identity
designer.
Advanced Design Course
Episode 3: Color
Color. Isn’t it normal thing? আমাদের রঙিন জীবনের প্রতিটি মুহুর্তে বিচিত্র রঙ দেখতে
পাই। সবচেয়ে বিচিত্র রং দেখতে পাই আমরা কোথায় বল তো! বিজ্ঞাপনে। শুধুমাত্র বিজ্ঞাপনেই
আমরা সবচেয়ে বিচিত্র রং দেখতে পাই। বাকি দুনিয়ার বেশিরভাগ রংই হলো মলিন। কখোনো
খেয়াল করোনি? আমি করেছি। কারণ design skill buildup করার সাথে সাথে আমি
observation skill ও improve করেছি। এবং তু মিও পারবে।

তো যেটা বলছিলাম রাস্তাঘাটে, হাটে-বাজারে, Facebook, Instagram, YouTube এ আমরা


বিচিত্র রংয়ের দেখতে পাই। কিছু কিছু ad দেখে আমাদের ভালো লাগে, আমরা আকৃ ষ্ট হয়;
আবার কিছু কিছু ad দেখে আমাদের গা জ্বলে যায়।এখানেই আমাদের color theory শেখার
উৎপত্তি। একজন educated and creative designer এর ability থাকে তার design দিয়ে
অন্যকে মুগ্ধ করার। আর সেই মুগ্ধ করার একটি অন্যতম প্রধান মাধ্যম হলো color.

Color দেখে মনে হয় না এইটা কোনো complex ব্যাপার। কিন্তু ব্যবহার করতে গেলে তা হাড়ে-
হাড়ে বোঝা যায়। কেন? আমরা আমাদের কোনো design এ শুধুমাত্র একটি color ব্যবহার
করতে পারি না। যেমন পাশের ছবিটা দেখে মনে হতে পারে এখানে শুধু Blue color ব্যবহৃত
হয়েছে কিন্তু মূলত এখানে Blue এর ব্যকগ্রাউন্ডে white আছে, যেটাও একটি color, কিন্তু
সাধারণত আমরা এটাকে color হিসেবে গণ্যই করি না। কেন ভাই? সাদা আমদের জীবনে
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রং। আমাদের চারপাশে যেখানেই তাকাইনা কেন, সবখানেই সাদা রং
দেখতে পাওয়া যাবে।কিন্তু সাদাকে রং হিসেবে গণ্য না করার একটি কারণ আছে। সাদা, কালো,
সিলভার, গ্রে এগুলোকে Neutral color বলে। এগুলো সাধারণত Back ground এ use হয়
বলে আমরা এগুলোকে সরাসরি color না বলে Neutral color বলি। Neutral color কি এই
নিয়ে একটু পরেই আলোচনা করব।

Back to the topic again, কোন design শুধুমাত্র একটি রং দিয়ে তৈরি করা যায় না।
কমপক্ষে দুটি এবং সাধারণত ৩-৪ টি রং ব্যবহার করে আমরা design তৈরি করি। যেই ৩-৪
টি রং আমরা ব্যবহার করি সেগুলোকে একত্রে color palette বলে।
Color palette এর concept খুবই simple. Palette বলতে আক্ষরিক ভাবে বোঝায় Artist
দের সেই plate যেখানে সে রং গুলো ঢেলে রাখে এবং সেখান থেকেই রং নিয়ে খাতায় আঁকে।
একজন professional artist কে খেয়াল করে দেখবে সে ছবি আকার আগে রং plate এ
ঢালে এরপর সে ছবি আঁকে। আমরাও design তৈরি করার ক্ষেত্রে একই rule follow করি।
আগে আমরা design এ ব্যবহার করার জন্য color select করি এবং পড়ে সেটা দিয়ে design
তৈরি করি। Pallete কিভাবে তৈরি করে তা নিয়েই আমরা এই episode এ আলোচনা করব।
আসল কথা শুরু করা যাক।
Primary Color Selection:

ধর তু মি একটা poster design করবে sale এর উপর। তু মি Purple color দিয়ে একটা
design তৈরি করলে এবং অন্যজন ঠিক একই design করল কিন্তু color use করল একই
red। এখন প্রশ্ন হলো দেখতে যদি দুটিই সমান সুন্দর হয়, তাহলে মানুষ কোনটাতে আকৃ ষ্ট হবে?

এখানে দুটি design এর মধ্যে তেমন কোনো major difference নাই কিন্তু তারপরেও একটা
mojor ammout এর মানুষ red poster এ আকৃ ষ্ট হবে। এখানে কেন এসন হবে। এখানে দেখে
কিছু আলাদা মনে না হলেও আসলে এখানে মূল ঘটনাটি ঘটে psychologically বুঝিয়ে বলি,
আমাদের জীবনের একটা অনেক বড় সত্য হলো আমাদের তাই করতে ভালো লাগে যা
আমাদের brain এ dopamine release করে, আর আমাদের brain তখনই স্বস্তি পায় যখন সে
কোনো কিছুকে অন্য কিছুর সাথে relate করতে পারে।

উপরের উদাহরণের দুইটা design ই যেহেতু সুন্দর এবং একই। তাই দুটি দেখলেই brain এ
dopamine release করে স্বাভাবিকা। কিন্তু color psychology এর কারণে সবাই Purple
design টার সাথে relate করতে পারে না। Purple color এর psychology বুঝতে আমরা
কিছু উদাহরণ দেখি। Purple color use করে Dairy milk, Ted Baker, Enchanteur,
Parachute oil ইত্যাদি। খেয়াল করে দেখ, সবকটি Brand ই Luxury অথবা Feminism এর
সাথে related. আবার red color ব্যবহৃত হয় danger, hurry, boldness বোঝাতে।

এখন বোঝা যাক, আমার বানানো design এর উদ্দেশ্য কি। আমি চাচ্ছি আমার design দেখে
মানুষ আকৃ ষ্ট হোক, তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হোক আমার দোকানে যাওয়ার জন্য Also
offer সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি shopping করা। খেয়াল করে দেখ তো ঘটনাটা
hurry psychology’র সাথে মিলে নাকি। এই কারণেই মানুষ red color এ বেশি আকৃ ষ্ট হবে।
প্রতিটা color এরই আলাদা আলাদা psychology আছে।এগুলোর বেশিরভাগই realise করা
যায় পূর্বে design সমূহও brand গুলো দেখে। Common color গুলোর নির্ধারিত কিছু
psychology আছে এগুলো এখানে করা include হলো।
এরকমভাবেই designer বা brand psychology’র উপর ভিত্তি করে primary color select
করে। সাধারণত একটা brand এর logo’র colo’ই হলো ওই brand এর primary color।
তাই primary color নির্বাচনে সবচেয়ে বেশি মাথাব্যাথা থাকে logo designer এর। আর
guess what! আমি একজন logo designer।

Color Grouping:
Color harmonies:
তু মি যদি একজন designer কে ask করো যে কোথা থেকে color learning শুরু করব,
তাহলে সে এক কথায় বলবে color paring। কারণ এটাই সবচেয়ে complex part. আর
এটাকেই বলা color palette তৈরি।
Color palette আবার তৈরি করা লাগবে কেন? Google এ search দিলেই তো লক্ষ লক্ষ
color palette পাওয়া যায়। তাহলে কেন আলাদা করে শেখা?
হ্যা।Color palette online এ ঘাটলেই পাওয়া যায়, কিন্তু এখানে সমস্যা হলো মনের মতো
color palette এখানে নাও পেতে পারো। তাছাড়াও আমার এই advanced design corse
এর উদ্দেশ্য তোমাকে practically শেখানো। Google থেকেই color palette use করলে
আমার কৃ তিত্ব থাকল কোথায়? (trust me, আমি জীবনে কখোনো Google এর color
palette directly use করিনাই।)
Color palette বানানোর process শুরু করা যাক। আগের step অনুযায়ী আমরা তো
আমাদের primary color পেলাম।এখন সেই primary color এর সাথে আরেকটা
supportive বা accent color add করব। To keep it simple and easy আমরা এখানে ৪
টি color এর palette তৈরি করব।একটি Hue এর সাথে আরেকটা Hue group করতে
আমরা কিছু rules ব্যবহার করি।সেগুলো হলো- Analogues, complementary,
Monochromic, triad ইত্যাদি। ভাবছ এগুলো কি! color. bdobe.com এ visit করলেই
এগুলো দেখতে পাবে। এখন উপরের mode গুলোর একটু short description দেই।

Analogue:
পাশাপশি তিনচারটি color group করার জন্য এটি ব্যবহৃত হয়। তবে আমি personally এই
mathod use করি না। প্রথমত, আমি এক project এ ৪-৫ টা hue ব্যবহার করি না আর
দ্বিতীয়ত, এই mode এ কিছু ঝামেলা আছে। সেটা আমি পরে বলবনে।

Complementary: এটা বর্ত মানে সবচেয়ে বেশি ব্যবহৃত color scheme. এই mode এ
directly opposite select করা হয়। যেমনঃ নীল-কমলা, লাল-সবুজ, বেগুনি-হলুদ। সবচেয়ে
মজার ব্যাপার হলো shang-chi movie তে shang-chi এবং wen-wu’র fight এ নীল-
কমলা color scheme use করা হয়েছে।আর লাল-সবুজ হলো আমাদের পতাকা এবং
typical chrismass theme.

Monochromatic: এখানে আসলে এক hue এর সাথে অন্য hue add করা হয় না।
একারণেই এর নাম Monochromatic মানে একমাত্র রং। এই mode এ একটি hue এর
brightness, saturation বাড়িয়ে কমিয়ে palette তৈরি করা হয়।

Triad: এটাও একটা বহুল ব্যবহৃত color scheme এখানে color wheel এ একটি সমবাহু
ত্রিভু জ অঙ্কন করে তার তিন বিন্দু থেকে তিনটা রং selet করে grouping করা হয়।
Color grouping এর অত্যন্ত সহজ একটি পদ্ধতি আছে। ধরা যাক তু মি একটি
Complementary scheme তৈরি করছ। এখন তোমর প্রথম color হলো এটা (Bule) এবং
এর Complementary এটা (orange)।Rules অনুযায়ী তো color grouping করলে, তাহলে
এখন দেখা যাক এই scheme কাজ করে কিনা।
একটি document open করে এর background এ তোমার primary color এবং এর উপর
কিছু text add কর এবং এর color দাও তোমার secondary color. তাহলে sample টা হবে
এমন। দেখে বল তো, লেখা কি ঠিক মতো পড়া যাচ্ছে? কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে বল দেখি,
তোমার মাথা-চোখ ব্যাথ্যা করছে নাকি? কেন এমন হচ্ছে। ‍তু মি তো rules মেনেই palette
তৈরি করেছ। তাহলে?
এখানে contrast এর অভাবের কারণেই এমন situation তৈরি হয়েছে। Contrast কি এই নিয়ে
একটু পরেই আলোচনা করব। আপাতত এই পরিস্থিতিতে করণীয় কি তা নিয়ে আলোচনা
করি।
প্রথমে আমরা যেকোনো একটি monochromic scheme select করি এবং তার brightness
ও saturation number গুলো লিখে রাখি। এরপর আমাদের বানানো scheme select করি
এবং সেই color গুলোর brightness-saturation replace করি monochromatic color
গুলো brightness ও saturation এর সাথে। আমাদের কোনো কিছু design এর ideal
palette হলো ৩-৪ টা রং। এর মধ্যে দুইটা রং তো তৈরি করতেই পারলাম। কিন্তু এখন প্রশ্ন
হলো বাকি দুইটা color কোথা থেকে পাবো? হ্যা analaque triad ইত্যাদি scheme এর মতো
আমরা চাইলেই আরো কিছু hue দিয়ে color palette তৈরি করতে পারি। কিন্তু আমাদের এটাও
মনে রাখতে হবে যে প্রতিটা hue আলাদা আলাদা emotion বহন করে।তাই আমি যদি আমার
design এ অনেক গুলো color একসাথে ব্যবহার করি, তাহলে viewer confused হবে এবং
আমার design এর মূল উদ্দেশ্য অর্থাৎ message convey করায় আমি ব্যর্থ হব। দুটি hue
এক design এ ব্যবহার করলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যখনই ৩-৪ টি আলাদা hue
এক design এ use করা হবে তখন things will get complex and it’ll become hard to
work with.
তাহলে এখন উপায় কি? বাকি দুইটা color কোথা থেকে আসবে? Let me introduce you
with neutral colors.
Neutral color:
Neutral color এর আক্ষরিক অর্থ নিরপেক্ষ রং। Color এর মধ্যে কি positive-negative
কিছু আছে। তাহলে নিরপেক্ষ হয় কিভাবে আসলে এখানে Neutral color বলতে বোঝায়
এমন color গুলো যেগুলো দেখে directly guess করা যাবে না এর hue কত যেমনঃ পাশের
ছবিটি দেখ। বলতে পারবে bg color আর text color এর hue কত? Bg পুরোপুরি Black
এবং text দেখে white মনে হলেও আসলে Bg অত্যন্ত dark blue এবং text color অনেক
হালকা blue.
Color Palette তৈরি করতে Neutral color অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ মিকা রাখে। আমাদের
design এ দুইটি color সবসময়ই রাখতে হয়। তা হলো Black and white. কিন্তু সব Design
এই যদি সমসময় Common এইদুইটা color use করা হয় তাহলে design boring হয়ে যাবে।
একারণে আমরা Black and white এর পরিবর্তে black ও white এর কাছাকছি neutral
color use করি। Neutral color এ যেকোনো hue রাখা যেতে পারে। তাই আমরা সাধারণত
base color সাথে harmony তু লনা করে neutral color এর hue নির্বাচন করি। যদিও
neutral color দেখে বোঝা যায় না এর hue কত, কিন্তু তারপরেও এটি Subconscious mind
এ ধরা পড়ে। Just don’t get confused.
Neutral color কি তা বোঝা গেল তাহলে এখন প্রশ্ন হলো Neutral color কেন ব্যবহার
করব। এর কারণ নিয়েই আলোচনা করব এখন।
Contrast:
Physics এ আমরা বিভব পার্থক্য বা volt পড়েছি না? Contrast আর volt এর মধ্যে কিন্তু
অনেকটা মিল রয়েছে। ডান পাশের দুটি color দেখ এবং বাম পাশের দুটি color দুটির
saturation খুব কম এবং বাম পাশের color দুটির saturation খুব বেশি। কিন্তু ultimately
এদের মধ্যকার contrast same। Contrast হলো color দুটি এর brightness ও saturation
এর মধ্যকার পার্থক্য। কোনো design এর brightness ও saturation এর মধ্যে contrast খুব
কম থাকলে সেটা চোখের জন্য pleasing না, আবার দুটির মধ্যে contrast অনেক বেশি হলে
design অনেক সাদামাটা হয়। একারণে কম-বেশির মাঝামাঝিতে contrast রেখে design
তৈরি করতে হবে। Contrast এর সাথে অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক যুক্ত একটা topic হলে
legibility, যা নিয়ে আমরা পরবর্তী কোনো episode এ আলোচনা করব।

Applying Color Palette:


এতক্ষণ তো বিভিন্ন সূত্র অনুসরণ করে color palette টা তৈরি করলাম। তাহল এখন আমরা
কিভাবে এই palette টা design এ সঠিকভাবে apply করব।
খুবই সহজভাব বুঝতে এবং ব্যবহার করতে একটা rule follow করেছে designer রা, যা হলো
60-30-10 rule।
পদ্ধতিটা হলো এমন- color palette থেকে আমরা color গুলোকে তিনভাবে ভাগ করি।
Primary, Neutral, Secondary (যাকে এখানে বলা হয় accent color)। design এ
primary color use করব 60%, Neutral color use করব 30%, এবং বাকি যে color গুলো
আমরা harmony থেকে পেয়েছিলাম সেগুলোকে 10% ব্যবহার করব।এখানে আমাদের হিসাব
করে 60-30-10% ব্যবহার করার প্রয়োজন নেই। এই digit গুলো আমাদের বোঝার সুবিধার্থে
একটা ratio create করে Just. এছাড়া এদের কোনো meaning নেই। এইমাত্র যা বললাম
চলো এবার উদাহরণ দিয়ে বোঝার চ্ষ্ঠো করি।

Color fundamentals:
এ episode এর পরবর্তীতে আমরা color নিয়ে বাকি যা আলোচনা করব তা বুঝতে কিছু
জিনিসের ধারণা থাকা আবশ্যক। সেগুলো নিয়ে নিচে আলোচনা করা হলোঃ

Hue: Hue হলো color এর নাম। color টি লাল, নীল নাকি সবুজ তা Hue এর value’র
উপর নির্ভ র করে। Hue এর value 0-360 হতে পারে। 360 এর শেষসীমা কেন এতক্ষনে
নিশ্চয়ই বুঝে গিয়েছে।

Saturation: কোনো color কতটু কু সাদা তা নির্ভ র করে saturation এর উপর। সোজা কথায়
saturation হলো কোনো color কতটা সাদামাটা তার পরিমাণ। saturation value 0-100
হয়ে থাকে। 100 হলো সবচেয়ে colorful। এর থেকে value যত কমাবো color টি তত
সাদামাটা হবে এবং এভাবে value 0 করলে color টি সম্পূর্ণ সাদা হয়ে যাবে।
Brightness: এ সম্পর্কে আমি মনে করি আমার কিছু বলার দরকার নেই।এর value 0-100
পর্যন্ত। saturation যেমন color এর সাথে সাদা color বোঝায়, brightness ও তেমন color
এর সাথে কালার পরিমাণ বোঝায়।এর functionality হবহু saturation এর মতো ।

Color Settings:
Color Settings হলো আমার design এ আমি কোন পদ্ধতিতে color তৈরি করব তার
উপায়।ব্যাপারটা কি এখনই বুঝতে পারবে। কিছু color settings নিয়ে আলোচনা করলে।কিছু
অতি পরিচিত color settings হলো RGB, CMYK, HSB, HSL ইত্যাদি।
RGB: RGB stands for Red, Green, Blue আমরা color ব্যবহারের ক্ষেত্রে যে hex code
use করি সেটি মূলত RGB code. একটি hex code এর প্রথম দুটি digit red এর পরিমাণ,
মাঝের দুটি digit green এর পরিমাণ এবং শেষ দুটি digit blue এর পরিমাণ নির্দে শ করে।
RGB color settings হলো সকল digital color system এর মূল। সাধারণত সকল digital
design এ RGB color settings use করা হয়।RGB color এ R, G, B এর value 0-255
হয়ে থাকে।

CMYK: CMYK stnds for Cyan, Magenta, Yellow, Key। এখানে Key মানে Black
এই color settings print এর জন্য ব্যবহৃত হয়। আমরা জানি, Digital সকল color এর
উৎস Red,

Green Blue. তাহলে এখানে cyan, magenta, yellow কেনো ব্যবহৃত হয়। আসলে এগুলো
ব্যবহারের যুক্তি হলো cyan হলো Red এর opposite color, Magenta হলো Green এর
opposite color এবং yellow হলো Blue এর opposite color. Print mathod এ সুবিধার
জন্য এই color settings use এর সাথে color proofing এর relation আছে যা নিয়ে আমরা
অন্য কোনো episode এ আলোচনা করব।

HSB ও HSL: HSB stands for Hue, Staturation, Brightness and HSL stands for
Hue, Saturation, Lightness. HSB কি তা নিয়ে আগেই আলোচনা করেছি। HSB বা HSL
কোনো সতন্ত্র color settings নয়।এরা দুইটাই RGB বা CMYK color settings এ কাজ
করে। RGB বা CMYK mode এ color তৈরি করা বেশ জটিল। Color তৈরির প্রকৃ য়া সহজ
করতে HSB ও HSL color system ব্যবহার করা হয়। এই episode এর পরবর্তীতে আমরা
color related সকল আলোচনা HSB mode ব্যবহার করেই করব।

You might also like