নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কি

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

1. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কি. মি.। নদীপথে ৪৫ কি. মি.

দীর্ঘ পথ একবার
অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?

2. প্রতিকূ লে যেতে যে সময় লাগে, অনুকূ লে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াত যদি ১২ ঘন্টা সময়
লাগে তাহলে স্রোতের অনুকূ লে যেতে কত সময় লাগে।

3. স্রোতের বেগ প্রতি ঘন্টায় ১ কিমি। একটি ইঞ্জিন চালিত নৌকা স্রোতের প্রতিকূ লে ৩৫ কিমি গিয়ে আবার
starting point (যাত্রা স্থান এ) ফিরে আসতে ১২ ঘন্টা সময় দরকার হয়। স্থির পানিতে নৌকা টির বেগ
কত????

4. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূ লে ঘন্টায় যায় ১৫ কি.মি এবং স্রোতের প্রতিকূ লে যায় ঘন্টায় ৫
কি.মি। স্রোতের বেগ কত?

5. রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো।
(ক) ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো?
(খ) ঘড়িটির ক্রয়মূল্য কত?
(গ) ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

6. ১২০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি.,ঐ ট্রেনটি ৩২ সেকেন্ডে একটি সেতু অতিক্রম
করে,ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার নির্ণয় করতে হবে,সেতু টির দৈর্ঘ্য কত কি.মি. তা নির্ণয়
করতে হবে

You might also like